কেন সবার সাথেই মেশা উচিৎ ||আমার ব্যক্তিগত চিন্তাভাবনা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার/আদাব।আশা করি সবাই ভাল আছেন।আমিও বেশ ভাল আছি।কিছু চিন্তা আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20220721_165751.jpg
সোর্স
আমি কবি নই, কবি প্রতিভা আমার নেই।আমি দার্শনিক নই,দর্শন ও আমার আসে না। তবে আমি একজন ছাত্র।তেমনি আমরা সবাই ছাত্র।ভালভাবে বেচে থাকতে গেলে আমাদের শিখতেই হবে। শেখার কোন বিকল্প নেই।

শিখতে গেলে যেসব গুণ থাকা দরকার তার মধ্যে আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে "প্রশ্ন করতে পারা"। তবে প্রশ্ন করা মানেই যে অবান্তর প্রশ্ন করে সে কিন্তু নয়।যে প্রশ্ন করে মূলতত্ত্ব বের করতে পারে সেই ভালভাবে শিখতে পারে।আর অন্য যে গুণ থাকতে হবে সেটি হল কৌতুহল।সর্বশেষ যে গুণ থাকা প্রয়োজন সেটি হল ধৈর্য। আরো অনেক গুণ প্রয়োজন, কিন্তু সেগুলোর কথা বলতেছি না।

তাইলে সর্বশেষ যা দাড়াল সেটি হল যে কৌতুহলী হয়ে প্রশ্ন করে,উত্তর ধৈর্য সহাকারে শোনে সেই ভালভাবে শিখতে পারে।এই তিনটি গুণ ছাড়া একজন ভাল ছাত্র হওয়া সম্ভব না।

এখন আসি শিক্ষায়।শিক্ষা একটি অফুরন্ত বিষয়।শিক্ষার শেষ নেই। আপনারা জানেনই " দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা"।এখানে আমরা একাডেমিক শিক্ষা নিয়ে কথা বলব না।
কবি সুনির্মল বসু বলেছেন

বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র

আমরা শিক্ষা সবখান থেকেই পেতে পারি। শিক্ষা পেতে আপনাকে চারপাশে দৃষ্টি রাখতে হবে।শিক্ষা কে আমরা মোটামুটি ২ভাগে ভাগ করতে পারি প্রথম ঠেকে শেখা,দ্বিতীয়ত দেখে শেখা।ঠেকে শিক্ষা হল সেই শিক্ষা যা আমরা নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে পাই।আর অভিজ্ঞতা থেকে শিক্ষা হচ্ছে সেই শিক্ষা যা আমরা অপরের সাথে হওয়া অভিজ্ঞতা থেকে পাই।

সব কিছু ঠেকে শেখা সম্ভব না। আপনি কখনোই চাইবেন না আপনার বাড়িতে চুরি হওয়ার পর আপনি জানতে পারেন কিভাবে চোর কে আটকানো যেত।আপনি চাইবেন চুরির আগেই চোর কে আটকাতে।তাই আপনার এমন ব্যক্তির কাছে যেতে হবে যে জানে কিভাবে চোর আটকাতে হয়।এটাই হল দেখে শেখা।

দেখে শিখতে হলে আপনাকে মানুষের সাথে মিশতে হবে। মানুষের কথা মনযোগ দিয়ে শুনতে হবে।তাকে প্রশ্ন করতে হবে।

আমরা সর্বদাই শিখি ভাল মানুষ দের সাথে মিশবে খারাপ দের সাথে মিশবে না।আমি এই কথা টা কখনো মানি না।আমার মতবাদ হল সবার সাথেই মিশতে হবে।

এক একটা মানুষ হল এক একটা বই এর মত। প্রতিটি বইয়ের গল্প যেমন আলাদা তেমনি প্রত্যেকটি মানুষের গল্প আলাদা।প্রত্যেক মানুষের অভিজ্ঞতা আলাদা।তবে সবার সাথে মেশার আগে আপনাকে নিজের সম্পর্কে ধারনা রাখতে হবে,আপনি যদি মনে করেন যে কেউ আপনাকে নিজের মত করে প্রভাবিত করতে পারে তবে সবার সাথে না মেশাই আপনার জন্য ভালো।

আপনি ভাল মানুষের সাথে মিশবেন দুনিয়ার ভাল দিক টা দেখবেন।ভাল ভাল জিনিস জানবেন।এগুলো জীবনে কাজে লাগাবেন।সব সময় ভাল কাজ করবেন।ভাল কাজ আত্মার খোরাক।ভাল কাজ করলে মন ভাল থাকে।নিজের মাঝে আলাদা এক ধরনের শান্তি পাবেন।

এখন আসি কেন খারাপ মানুষদের সাথেও মিশতে হয়।ভাল খারাপ দুটিই দুনিয়ার অংশ। আমরা খারাপ দিকটি কে সম্পূর্ণ উপেক্ষা করার চেষ্টা করি।কিন্তু যত চেষ্টাই করি সেটা দিনের আলোর মতই বাস্তব।আমরা উপেক্ষা করলেই সেটি হাওয়া হয়ে যাবে না।তাই আমাদের সেই দিক টা সম্পর্কেও জানতে হবে।আর সেই দিক সম্পর্কে জানতে আপনাকে সেই জগতের মানুষের সাথে মিশতে হবে।জরুরী নয় আপনি চোরের থেকে চুরি শিখে বাস্তব জীবনে চুরি শুরু করবেন।আপনি চোরের থেকে জানলেন সে কিভাবে চুরি করে,তারপর আপনার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা সেভাবেই নিলেন। তাইলে কি আপনার সম্পদ রক্ষা পাবে না?
জ্ঞান বা শিক্ষার কোন ভাল খারাপ নেই। ভাল খারাপ নির্ভর করে আমাদের উপর।আমরা কিভাবে জ্ঞান কে ব্যবহার করি সেটার উপরেই নির্ভর করে।

ধরুন চোরের থেকে ২জন চুরি শিখল, কিন্তু একজন হল চোর আরেকজন হল নিরাপত্তা উপদেষ্টা।তাইলে জ্ঞান কিন্তু একই,কিন্তু একজন ব্যবহার করল ভাল কাজে আর একজন ব্যবহার করল খারাপ কাজে।

শেখার জন্য সব সময় বিনয়ী থাকতে হবে। মনে রাখবেন দুনিয়ার ধন কিছুই যায় না ফেলা,আর অভিজ্ঞতার থেকে বড় ধন আর কিছুই নেই।কোন অভিজ্ঞতা কখন কাজে লাগবে আপনিও জানেন না,আমিও জানিনা।তাই শিখতে থাকুন আর অভিজ্ঞতা সঞ্চয় করুন।

Sort:  
 2 years ago 

সত্যি বলতে যত মানুষের সাথে মিশা যাবে তত অভিজ্ঞতা ও শেখা হবে। ধন্যবাদ আপনাকে বাস্তব সম্মত একটি পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি

 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। আপনিও ভাল থাকবেন

 2 years ago 

জি অবশ্যই এবং আশা করি ভবিষ্যতাে ভালো ভালো মোটিভেশনাল ব্লগ আমাদের উপহার দেবেন। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

অসাধারণ লিখেছেন ভাই। আসলে এতো সুন্দর বাস্তব সাবলীল কথাগুলো আমরা মেনে নিতে চাই না। আসলে একজন ততক্ষণ কিছু শিখতে পারবে না যতক্ষণ না সে নিজে প্রশ্ন করছে। এবং সত্যি শিক্ষার কোনো শেষ নেই। জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত শিক্ষা লাভ হতে থাকে। বেশ সুন্দর কিছু কথা বলেছেন। দারুণ লাগল।।

 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার চিন্তাভাবনা দেখছি সম্পূর্ণ ভিন্নধর্মী। ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59456.51
ETH 2300.03
USDT 1.00
SBD 2.48