আমার বাংলা ব্লগ প্রতিযোগীতা-৩৮
প্রথমেই আমার বাংলা ব্লগ কে জানাই অগ্রীম শুভ জন্মদিন।আর মাত্র ২দিন পরেই আমাদের সবার প্রিয় আমার বাংলা ব্লগ পা দিতে চলেছে দ্বিতীয় বর্ষে। আমি জানি সবার মনেই খুশির জোয়ার বয়ে চলেছে।সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই শুভ দিনটির৷ দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনেক পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে তার মধ্যে একটি হল ডাই প্রজেক্ট এর প্রতিযোগীতা।এত সুন্দর প্রতিযোগীতার আয়োজন করার জন্য এডমিন মডারেটর প্যানেল কে ধন্যবাদ। আর আমাদের সম্মানীত ফাউন্ডার @rme দাদাকে ধন্যবাদ এই প্রতিযোগীতার পৃষ্ঠপোষকতা করার জন্য। আমি মোটামুটি লেখা লেখি পারলেও শীল্পের দিক থেকে একদম আনাড়ি।তাও দ্বিতীয় বর্ষ পূর্তির খুশিতে অংশগ্রহণ করে ফেললাম প্রতিযোগীতায়।
আমি প্রতিযোগীতা উপলক্ষ্যে আমার ফোন কভারের উপরে আমার বাংলা ব্লগের একটি ভিন্নধর্মী লোগো হ্যান্ড পেইন্ট করেছি৷ আমার লোগো বানানোর পেছনের উদ্দেশ্য হলো স্টিমিট ও আমার বাংলা ব্লগের প্রচার৷ ফোন সব সময়ই আমাদের হাতে থাকে৷ আর সেই ফোন রক্ষায় ফোনের কভারের গুরুত্ব অপরিহার্য৷ আমরা যেখানে যাব ফোনও সেখানে যাবে। লোকজনের মাঝে ফোন ব্যবহার এর সময় কভারের লোগো ও আমার বাংলা ব্লগ লেখাটি সকলের দৃষ্টি আকর্ষন করবে এবং কৌতুহলি হয়ে জিজ্ঞেস করলে তখন তাদের আমার বাংলা ব্লগ ও স্টিমিট সম্পর্কে জানানো যাবে৷ এভাবে আমারা বাংলা ব্লগ পক্ষান্তরে স্টিমিট এর প্রচার হবে। তো চলুন শুরু করা যাক বানানোর প্রক্রিয়া।
লোগোর ব্যাখ্যা
আমরা চারপাশে যত লোগো দেখি সব লোগোরই একটি ব্যাখ্যা আছে।তেমনি আমার এই লোগোর ও একটি ব্যাখ্যা আছে।লোগোটি সুন্দর না হলেও তার পেছনের ব্যাখ্যা টি আশা করি আপনাদের ভাল লাগবে। প্রথমে দেখা যাচ্ছে একটি কাগজের স্ক্রল আস্তে আস্তে ট্যাবে পরিণত হচ্ছে।এর দ্বারা আমি বুঝাতে চেয়েছি ভবিষ্যতে মানুষ আর কাগজ কলম ব্যবহার করবে না। তখন সব ফোনের ডিসপ্লে তেই বন্দী হয়ে যাবে।অর্থাৎ সব কিছুর ডিজিটালাইজেশন।আর এই দুইটির মাঝে থাকা সোনালী অক্ষরে লেখা আমার বাংলা ব্লগ লেখাটি বুঝায় এই পরিবর্তনের মাঝে আমার বাংলা ব্লগ নামটি সব সময় স্বমহিমায় উজ্জ্বল থাকবে। তারা দুইটি বোঝায় আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠার দুই বছর।সবুজ রঙ বুঝায় আমার বাংলা ব্লগের চির সবুজ সদস্যদের আর ফুল গুলো আমাদের ফাউন্ডার,অ্যাডমিন, মডারেটর দের। আর ঘিরে রাখা খয়েরি লতা বুঝায় আমাদের কমিউনিটি কে সর্বদা সুন্দর রাখতে তাদের নিরলস প্রচেষ্টা কে।
১. | মোবাইল কভার |
---|---|
২. | অ্যাক্রলিক রঙ |
৩. | তুলি |
৪. | পেন্সিল |
কার্যপ্রণালী
প্রথম ধাপ
প্রথমে ফোন কভারের উপর সাদা রঙের একটি আউট লাইন একে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এরপর গোল আউটলাইনের ভেতরে নকশার খসড়া বানিয়েছি পেন্সিল দিয়ে,এতে অঙ্কন করতে সুবিধা হবে।
তৃতীয় ধাপ
এরপর প্রথমে ট্যাবের আউটলাইন একে নিয়েছি।
চতুর্থ ধাপ
এরপর ট্যাবের উপর কাগজের স্ক্রলের আউট লাইন একে নিয়েছি।
পঞ্চম ধাপ
এরপর ট্যাব ও স্ক্রলের আউট লাইনের মাঝে আমার বাংলা ব্লগ লিখি।এরপর কালো কালি দিয়ে ট্যাবের হোম বাটন বানিয়ে নিই।
ষষ্ঠ ধাপ
এরপর সাদা আউট লাইন টিকে সবুজ বানিয়ে দেই। এবং কিছু ফুল আর্ট করে নেই।কাগজের স্ক্রলের মাঝে লেখালেখি বুঝাতে হাল্কা দাগ কেটে দেই।
সপ্তম ধাপ
এরপর গোল আউট লাইনের উপর দিয়ে খয়েরি লতা ও সবুজ পাতা বানিয়ে নিই।
অষ্টম ধাপ
এরপর দুইটি তারা আকি। তারা দুইটি আমার বাংলা ব্লগের দুই বছর পূর্তিকে নির্দেশ করে।নীল ফুল গুলো বোঝা যাচ্ছিল না। তাই নীল রঙ কে হালকা করে দিয়েছি এই ধাপে।
ফাইনাল লুক
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আপনি আমাদের মাঝে এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন দারুন একটি আর্ট নিয়েছে। যে আর্ট একটি মোবাইলের কাভারের উপর খুব সুন্দর ভাবে আপনি সাজিয়ে দেখিয়েছেন। আপনার এত সুন্দর আর্ট দক্ষতা দেখে আমি মুগ্ধ
আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। আর প্রতিযোগিতা উপলক্ষে দেখছি ফোনের কাভারের এর মধ্যে খুবই সুন্দর পেইন্টিং অঙ্কন করেছেন। রং করার পদ্ধতি খুবই সুন্দর ছিল এবং সম্পূর্ণটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে, দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগছে এটি। সম্পূর্ণ প্রজেক্ট দেখে অনেক বেশি ভালো লাগলো।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে কুব ভালো লাগলো ভাইয়া। আপনি ফোনের কভারে সুন্দর একটি লোগোর পেইন্টিং শেয়ার করলেন ভাইয়া।লোগোর ব্যাখাটা সত্যি ই খুব ভালো লাগলো। আপনি সময় নিয়ে পোস্টটি শেয়ার করলেন আমাদের মাঝে ।দারুন হয়েছে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার আইডিয়াটি আমার কাছে দারুন লেগেছে। কালার কম্বিনেশন খুব দারুন হয়েছে। ফোনের কভারে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফোনের কভারে খুব সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি তো দেখছি আপনার মোবাইলের ব্যাকপার্ট তাকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তুলে ফেলেছেন ভাইয়া। একই সাথে আপনার দুইটা কাজ হয়ে গেল মোবাইলের ব্যাক পার্ট এর সৌন্দর্য হলো আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হলো।
ভাইয়া আপনি আমার বাংলা ব্লগ উপলক্ষ্যে আপনার ফোন কভারের উপরে আমার বাংলা ব্লগের একটি ভিন্নধর্মী লোগো হ্যান্ড পেইন্ট করেছেন। আপনার পেইন্টিংটি এক কথায় অসাধারন হয়েছে। দেখতে খুবই ভাল লাগছে। ধন্যবাদ ভাইয়া।
আপনার ভাল লেগেছে তাইলে আমার আকা সার্থক ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার এই চিন্তা ধারণাটা যথেষ্ট ভালো, তবে আরেকটা কাজ করতে পারেন সেটা হল, "আমার বাংলা ব্লগ" লেখা একটা গেঞ্জি তৈরি করতে পারেন, যেটা আমি কিছুদিন আগে চিন্তা করেছিলাম। যাইহোক আমার বাংলা ব্লগ লেখার কারণে ফোনের কভার টা দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আমাকে এরকম একটা তৈরি করে দিয়েন তো। হা হা হা...🤭
গেঞ্জি তৈরি করতেই চেয়েছিলাম দাদা। কিন্তু নবিশ হাতে অত বড় রিস্ক নিতে চাইনি। ফোন সহ কভার পাঠিয়ে দেবেন,আমি আর্ট করে কভার টি পাঠিয়ে দেব। হাহাহাহা।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। ফোনের কভারের মধ্যে আমাদের কমিউনিটির নামটি দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য থেকে ভাইয়া।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।