কার্ড বোর্ডের ল্যাম্পশেড||এবিবি কনটেস্ট-৩২

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগ বাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কনটেস্ট এর জন্য আমার বানানো Diy ল্যাম্পশেড

IMG_20230303_212509.jpg

পোস্ট শুরুর আগেই প্রথমে ধন্যবাদ জানাই আমদের প্রিয় ফাউন্ডার,সম্মানীত এডমিন এবং মডারেটর প্যানেল কে এমন সৃজনশীল প্রতিযোগীতার আয়োজন করার জন্য।এসব প্রতিযোগীতার জন্য আমার মত অসৃজনশীল ব্যক্তিও কিছু অন্তত করার চেষ্টা করছে।আর এভাবে লেগে থাকলে আস্তে আস্তে একসময় সৃজনশীল দের কাতারে পৌছে যাবই।অর্থাৎ আপনি সৃজনশীল হতে না চাইলেও আমার বাংলা ব্লগ আপনাকে সৃজনশীল বানিয়েই ছাড়বে।তো বেশি বকবক না করে চলুন শুরু করা যাক আমাদের প্রজেক্ট।

প্রয়োজনীয় উপকরণ

১.কার্ডবোর্ড
২.বক্সকাটার
৩.কালার পেপার
৪.এক্রেলিক রং ও তুলি
৫.পেন্সিল
৬.পেন্সিল কম্পাস
৭.গ্লু গান ও গ্লু স্টিক
৮.ফেভিকল
৯.ছোট চার্জার লাইট

(হিজিবিজি দেখায় তাই কয়েকটি উপকরণ ফটো তে রাখিনি)

IMG_20230303_154215.jpg

কার্যপ্রণালী

প্রথম ধাপ

প্রথমে চারকোনা কার্ডবোর্ড টি খুলে নেই।আমার কপাল ভালই বলতে হবে একদম খাপে খাপ চারকোনা লম্বা একটি কার্ডবোর্ড পেয়েছিলাম।

IMG_20230303_154952.jpg

দ্বিতীয় ধাপ

এরপর কার্ডবোর্ডটির উপর পেন্সিল দিয়ে জ্যামিতিক নকশা এঁকে নিই।আপনি চাইলে অন্য নকশা করতে পারেন।

IMG_20230303_160058.jpg

IMG_20230303_163751.jpg

তৃতীয় ধাপ

এরপর নকশা অনুযায়ী বক্সকাটার দিয়ে সম্পূর্ণ নকশা গুলো কেটে নিই।

IMG_20230303_165612.jpg

IMG_20230303_173826.jpg

চতুর্থ ধাপ

এরপর বাইরের অংশে এক্রেলিক রং দিয়ে রং করে নিই।আপনি আপনার পছন্দমত রং দিতে পারেন। আমি একটু প্রাচীন ভাইব আনার জন্য খয়েরি রং ব্যবহার করেছি।

IMG_20230303_190142.jpg

পঞ্চম ধাপ

রং করা শেষ হলে অপর পাশে হলুদ (প্রয়োজন ও পছন্দ মত) কালার পেপার ফেভিকল দিয়ে লাগিয়ে দিই।

IMG_20230303_192228.jpg

ষষ্ঠ ধাপ

কালার পেপার লাগানোর পর কার্ড বোর্ডটিকে গ্লুগান ব্যবহার করে আবার চারকোনা আকারে জোড়া লাগিয়ে দিই।

IMG_20230303_194337.jpg

সপ্তম ধাপ

এরপর আমাদের ল্যাম্পশেডের উপরের ঢাকনা আর নিচের মঞ্চ(বেদি) বানাতে হবে।এরজন্য কার্ডবোর্ড থেকে চারটি গোলাকার অংশ কেটে নিই ।

IMG_20230303_174858.jpg

IMG_20230303_180228.jpg

অষ্টম ধাপ

নিচের মঞ্চের(বেদি) জন্য গ্লুগান ও কার্ডবোর্ডের টুকরা দিয়ে একটি গোল কার্ডবোর্ডের অংশের উপর চারকোনা একটি আকৃতি বানাই।এর উপর অন্য একটি গোলাকার কার্ডবোর্ড হট গ্লু দিয়ে লাগিয়ে চারকোনা আকৃতির উপর বসিয়ে দিই।এরফলে ফাপা একটি গোল বাক্স তৈরি হবে।

IMG_20230303_181901.jpg

IMG_20230303_183451.jpg

নবম ধাপ

গোলাকার বাক্স তৈরি হলে তা কালার পেপার দিয়ে চারপাশ মুড়িয়ে দেই।আর নিচে চারকোনা ছিদ্র করি এখানে বাল্ব রাখতে হবে। ছিদ্র কিন্তু গোলাকার বাক্সের উপর এবং নিচ দুই অংশের একই জায়গায় করতে হবে।এরপর আবার সম্পুর্ণ গোলাকার বাক্স টি রং করে নিই।

IMG_20230303_200954.jpg

IMG_20230303_205500.jpg

দশম ধাপ

এবার আমরা ল্যাম্পশেডের উপরের ঢাকনা তৈরি করব। কিন্তু তার আগে গোলাকার অংশ দুইটিকে আবার নকশা করে কেটে নিই।এছাড়া বাদ বাকি প্রক্রিয়া নবম ধাপের মত।শুধু এখানে বাল্ব রাখার ছিদ্রের বদলে নকশা করা থাকবে। খেয়াল রাখতে হবে বক্সের উপর আর নিচের গোলাকার অংশের নকশা যেন একই জায়গায় হয়।

IMG_20230303_202811.jpg

IMG_20230303_214200.jpg

একাদশ ধাপ

এরপর হট গ্লু ব্যবহার করে নিচের মঞ্চটি আগে থেকে তৈরি করে রাখা চারকোনা বক্সটির সাথে জুড়ে দিই।

IMG_20230303_221235.jpg

দ্বাদশ ধাপ

একই ভাবে উপরের মঞ্চটিও হট গ্লু দিয়ে চারকোনা বক্সের সাথে জুড়ে দেই।তাহলেই তৈরি হয় গেল আমাদের ল্যাম্পশেড।

IMG_20230303_225904.jpg

ফাইনাল লুক

এরপর নিচের মঞ্চে থাকা চারকোনা ছিদ্র দিয়ে বাল্ব প্রবেশ করালেই আমাদের ল্যাম্পশেড তৈরি।তবে আমি এক্ষেত্রে চার্জার লাইট ব্যবহার করেছি।

IMG_20230303_212215.jpg

IMG_20230303_211047.jpg

আমার প্রতিযোগীতার অংশগ্রহণ পোস্ট এতটুকুই। সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।কেমন লাগল অবশ্যই জানাবেন।ভুল ত্রুটি মার্জনীয়।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  
 last year 

কার্ড বোর্ডের ল্যাম্পশেড দেখে খুবই সুন্দর লাগছে। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করলেন। ধাপে ধাপে উপস্থাপন ছিল অসাধারণ। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার এরকম একটি আইডিয়া দেখে তো আমি একেবারে মুগ্ধ। আপনি খুবই সুন্দর ভাবে কার্ডবোর্ডের ল্যাম্পসেট তৈরি করে ফেলেছেন দেখছি। দেখে বুঝতে পারছি এই কার্ডবোর্ড কাটতে অনেক সময় লেগেছে বিশেষ করে ছোট ছোট করে কাটতে। আমাদের এই কমিউনিটিতে সবাই নিজেদের দক্ষতা বিভিন্নভাবে প্রকাশ করে যা দেখলে ভালো লাগে। আপনার আজকের এই কাজ সত্যি এক কথায় অসাধারণ ছিল।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ওয়াও দাদা অসাধারণ একটি ল্যামসেড কার্ড বোড বানিয়েছেন ৷ যা দেখে অনেক ভালো লাগল ৷ বিশেষ কালো রং টা অস্থির লাগছিল ৷ অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি ল্যামসেড কার্ড বোর্ড শেয়ার করার জন্য ৷

 last year 

ধন্যবাদ দাদা।

 last year 

বাহ! কি চমৎকার হয়েছে আপনার প্রজেক্ট। যা দেখে আমি অভিভূত হলাম। এর আগে আমি একটি করেছিলাম। তবে আপনার মত এত সুন্দর হয়নি। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে ভাইয়া এত চমৎকার করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদেরকে অনুপ্রেরণা দেয়ার জন্য।♥♥

 last year 

আপনি আমার অনুপ্রেরণা। ধন্যবাদ আপু।

 last year 

♥♥

 last year 

আপনি একদম ঠিক বলেছেন ভাই, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেক ভাই ও বোন আছে যারা নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। তাদের সান্নিধ্যে থাকতে পারলেই, একসময় সৃজনশীল দের কাতারে পৌছে যাব। এবার আসি আপনার সৃজনশীলতার তারিফ করতে। আপনি খুবই চমৎকার একটি ল্যাম্পসেড তৈরি করেছেন কার্ডবোর্ড দিয়ে। এক কথায় অসাধারণ হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনি খুবই সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। তাই আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ সফল হোক এই প্রত্যাশা করছি। ধন্যবাদ

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

 last year 

আপনার ডাই প্রজেক্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি কার্ডবোর্ডের দারুণ ল্যাম্পশেড তৈরি করেছেন।সত্যি বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগ সবাইকে সৃজনশীলতা বানিয়ে ছাড়বে।

 last year 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনার তৈরি করা ল্যাম্পশেড এক কথায় অসাধারণ হয়েছে। আসলে এই কাজটি করতে আপনার অনেকটা পরিশ্রম হয়েছে বোঝাই যাচ্ছে। তবে যাই বলুন না কেন আপনি কিন্তু পরিশ্রমের ফল পেয়েছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি প্রতিযোগিতায় ভালো একটি অবস্থান তৈরি করে নেবেন।

 last year 

আসলেই অনেক খাটতে হয়েছে। ধন্যবাদ আপু। আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভাল লাগলো। আপনি নিজের দক্ষতা দিয়ে খুব সুন্দর একটি ল্যাম্পশেড আজ আমাদের মাঝে শেয়ার করেছেন, খুবই সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ উৎসাহিত করার জন্য।

 last year 

প্রথমেই আপনাকে কনটেস্ট এর জন্য শুভকামনা জানাই।একদমই ইউনিক একটি কার্ডবোর্ড ল্যাম্পশেড তৈরি করেছেন আপনি।আপনার ডাই তৈরির ধাপগুলো দেখে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

হা হা হা সৃজনশীল না হয়ে কোথায় যাবেন। এই ব্লগ আপনাকে সৃজনশীল বানিয়েই ছাড়বে। যেমন আজকে বানিয়েছে। খুব সুন্দর একটি ল্যাম্প তৈরি করেছেন কাডবোর্ড দিয়ে। এই ল্যাম্পটি তৈরি করতে যে আপনার অনেক কষ্ট হয়েছে তা আপনার ধাপগুলো দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ করে ছোট ছোট যেই খাঁজগুলো কেটেছেন সেগুলো অনেক সময় নিয়ে কাটতে হয়েছে। যাই হোক আপনার কষ্ট সফল হয়েছে শেষ পর্যন্ত সুন্দর লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

বেশ পরিশ্রম হয়েছে এটা সত্য। আপনার জন্যও রইল অনেক শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69626.36
ETH 3667.86
USDT 1.00
SBD 3.82