মুখবির-স্টোরি অব এ স্পাই||পর্ব এক

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী।আশা করি সবাই সুস্থ আছেন।এই শীতের দিনে চারদিকে রোগের ছড়াছড়ি।সবাই একটু সাবধানে থাকবেন।সুস্থতা অনেক বড় আশীর্বাদ।

IMG_20221125_125154.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

যাই হোক আজ শুক্রবার,শুক্রবার মানে মুভি দেখার দিন।পুরো সপ্তাহের মাঝে শুক্রবারেই একটু সময় পাওয়া যায়। তো কি মুভি দেখা যায়,তখন একটি ওয়েব সিরিজ পেলাম।স্পাই থ্রিলার আমার সব সময়ের পছন্দের। তাই দেখা শুরু করলাম।আজ সেই সিরিজের প্রথম পর্বই শেয়ার করব আপনাদের সাথে। হেভি স্পয়লার থাকবে,তাই পড়ার আগে ভেবে নিবেন।

সংক্ষিপ্ত বর্ণনা

সিরিজের নামমুখবির-স্টোরি অব এ স্পাই
সিজন
পর্ব
জনরাস্পাই,থ্রিলার
অভিনয়েপ্রকাশ রাজ,জৈন দুররানি,আদিল হুসেইন,সত্যদীপ মিশ্রা
পরিচালকশিবাম নায়ার,জয়প্রদ দেশাই
রিলিজ ডেট১১নভেম্বর ২০২২

সংক্ষিপ্ত প্লট

ওয়েব সিরিজের প্লট ১৯৬৫ সালের।ভারতের গোয়েন্দাবিভাগ গঠনের আগে।ভারত পাকিস্তানের একটি যুদ্ধ শেষ হয়েছে।তারপর দুই দেশের মাঝে উৎকন্ঠা চরমে।এর মাঝেই ভারত অন্য একটি দেশের মাধ্যমে খবর পায় পাকিস্তান প্যাটন ট্যাংক কিনছে।এই প্যাটন ট্যাংক ভারতের ব্যবহৃত শেরম্যান ট্যাংকের থেকে বেশি কার্যকরী।
IMG_20221125_125223.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

প্যাটন ট্যাংকের তথ্য বের করার জন্য ভারত দুদে গুপ্তচর দের নিয়োগ করে পাকিস্তানে।কিন্তু পাকিস্তানের গুপ্তচর ISI এর আরেক দুদে গুপ্তচর কর্ণেল জেদি সেই গুপ্তচরদের খুজে বের করে হত্যা করে।এভাবে কর্ণেল জেদি ২বছরে ভারতের ৩জন অত্যন্ত দক্ষ গুপ্তচর কে হত্যা করলে ভারতের উপর মহল থেকে গোয়েন্দা বিভাগের উপর চাপ আসতে থাকে।

IMG_20221125_125505.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

তখন তারা এমন একজন গুপ্তচর পাঠানোর চিন্তা করে যে আসলে পেশাদার গুপ্তচর নয়।এই গুপ্তচরই সিরিজের প্রধান চরিত্র নাম "কামরান শর্মা"।ভারতের গুপ্তচর বিভাগের প্রধানের সাথে এর আলাপ হয় অদ্ভুত ভাবে।প্রায় ২বছর আগে,ভারতের গুপ্তচর বিভাগের প্রধানকে বোকা বানিয়ে তার গাড়ির টায়ার চুরি করেছিল আমাদের নায়ক।

IMG_20221125_125309.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

তার বুদ্ধিমত্তায় পরিচালক তার দ্বারা ছোট ছোট গুপ্তচর বৃত্তি করাতে থাকেন।এই পরিস্থিতি তে তাকেই পাকিস্তানে পঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।এজন্য তার একটি কভার ঠিক করা হয়। কভার হল ছদ্মপরিচয়,যার সাহায্যে সে পাকিস্তানে ঢুকবে।তখন ভারতের গুপ্তচর বিভাগের প্রধান এমন একটি পরিবারের সন্ধান পায় যাদের পুরো পরিবার আগুনে পুড়ে মারা গেছে,কিন্তু তাদের ছেলের মৃতদেহ পাওয়া যায়নি।

IMG_20221125_125253.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

কামরান এই পরিচয় নিয়েই পাকিস্তানে প্রবেশ করবে এজন্য তকে এক মাসের বিশেষ প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করানো হয়। পাকিস্তান বর্ডারে গিয়ে কামরান দেখে সেখানে খুবই কড়াকড়ি চেকিং।এক বুড়োর ব্যাগে চাকু পাওয়ায় তাকে পাকিস্তানে ঢুকতে দেওয়া হয়না।কামরানের কাছেও একটি চাকু ছিল।সে সেটা কৌশলে পাশের মহিলার ব্যাগে দিয়ে দেয়।

IMG_20221125_125240.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এরপর পাকিস্তান বর্ডার গার্ডের অফিসার তাকে প্রশ্ন করলে সে তার ঠিকঠিক জবাব দেয় ফলে সে পাকিস্তানে ঢোকার পার্মিশন পায়। এরপর সে যখন বাসে যাচ্ছিল তখন একজন মটর সাইকেলে তার পিছু নেয়।একপর্যায়ে কামরান বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে।তখন সেই মোটর সাইকেল আরোহী ও তার পিছে ধাওয়া করে এবং এক পর্যায়ে ধরে ফেলে।

কে এই মোটর সাইকেল আরোহী? কি চায় সে? কামরান কি পারবে পাকিস্তান প্রবেশ করতে?

ব্যক্তিগত মতামত

মুখবির মানেই গুপ্তচর।আর আপনারা তো জানেনই গুপ্তচর দের জীবন কতটা বিপদ সংকুল।পদে পদে বিপদ আর উত্তেজনা।যদিও এটি সিরিজের প্রথম পর্ব।প্রথম পর্বের কাজ চরিত্রগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া,আর এই কাজটি প্রথম পর্ব খুব ভালভাবেই করেছে।প্রত্যেকটি চরিত্র ও তাদের সম্পর্কে খুব ভাল ধারনা দিয়েছে।অনেক ভাল লেগেছে আমার প্রথম পর্ব।খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব।

ট্রেইলার

Sort:  
 2 years ago 

আপনি ঠিকিই বলেছেন,পুরো সপ্তাহের মাঝে শুক্রবারেই একটু সময় পাওয়া যায়।আমিও তখন মাঝে মাঝে মুভি দেখি।আমার অবসর সময় মুভি দেখতে ভীষণ ভালো লাগে। যদিও আমার এই মুভিটি দেখা হয়নি। তবে আপনার রিভিউ দেখে মনে হয় মুভিটি আমার টিভিতে দেখার দরকার নেই।আপনি সংক্ষেপে মুভিটি বর্ণনা করেছেন কিন্তু খুব গুছিয়ে বলেছেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে উৎসাহ যোগানোর জন্য।

 2 years ago 

আগে অনেক মুভি,নাটক দেখতাম।এখন আর কোনটাই দেখা হয় না তেমন।শুক্রবারে আরো বেশি কাজ থাকে।তবে আপনার রিভিউ পড়ে বেশ কিছু জানতে পারলাম। এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।সময় পেলে দেখে নিয়েন আপু।

 2 years ago 

বাহ্ বেশ টান টান উত্তেজনা রেখেই রিভিউ পর্ব টা শেষ করেছ। যাক তুমি অন্তত প্রথমে যেভাবে রিভিউ করতে তার থেকে নিজেকে অনেক আপডেট করেছো সেটা দেখে ভালো লাগলো। এই ওয়েব সিরিজের লিংক সেদিন আমাকে টেলিগ্রামে একজন দাদা শেয়ার করেছিলেন।আমার আর দেখা হয়নি। কিন্তু আজকে এতোটুকু পড়েই, মনে হচ্ছে অবশ্যই দেখতে হবে।কারণ এই ধরনের স্পাই এজেন্টের গল্প আমার বেশ ভালই লাগে ।

 2 years ago 

সময় পেলে দেখে নিও। আমি গতকাল পুরো টা কমপ্লিট করলাম।অনেকটা ছোট প্যাকেটে বড় ধামাকার মত এই সিরিজটা।ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64041.25
ETH 2762.17
USDT 1.00
SBD 2.66