স্টার ওয়ার -(পার্ট-১)মুভি রিভিউ

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগ বাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি জনপ্রিয় মুভির রিভিউ

স্টার ওয়ার্স পৃথিবীব্যপী খুবই জনপ্রিয় একটি সাইন্স ফিকশন মুভি সিরিজ। এটির সাথে আমার পরিচয় মেইনলি ইউটিউব এর শর্টস ক্লিপ থেকে।এই মুভির সিরিজে অনেকগুলো পার্ট ও ওয়েব সিরিজ নিয়ে গঠিত। আজ আমি আপনাদের সাথে স্টার ওয়ারস সিরিজের প্রথম মুভিটির রিভিউ শেয়ার করব।

Screenshot_2023-08-27-14-06-58-254_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

সংক্ষিপ্ত তথ্য

মুভির নামস্টার ওয়ার্স- এপিসোড-১
জনরাসাইন্স ফিকশন,অ্যাকশন
ভাষাইংরেজী,হিন্দি
পরিচালকজর্জ লুকাস
অভিনয়েইউয়ান ম্যাক গ্রেগর,ন্যাটালি পোর্টম্যান,লিয়াম নিসন,জেক লয়েড,কিয়ারা নাইটলি
রিলিজ ডেট১৯৯৯
পার্সোনাল রেটিং৮/১০

মুভির প্লট

প্লট শুরু করার আগে কিছু কথা বলে নেই।মুভির যে প্লট তা আমাদের ভবিষ্যতের, যখন মানুষ আলোর গতিতে চলতে শিখেছে,ফলে পুরো মহাবিশ্বই বিশাল একটি দেশের মত হয়ে উঠেছে,আর প্রত্যেকটি গ্রহ সেই দেশের এক একট শহর।রোবটরা মানুষের কাজ সহজ করে দিচ্ছে।তবে তখনকার রাজনীতী ও বর্তমানের মতই নোংরা।পুরো মহাবিশ্ব ২দলে বিভক্ত।এক ভাগ গণতন্ত্রের শাসন মানে।
আর গণতন্ত্র মানা দেশ গুলো গড়ে তুলেছে সিনেট,যা অনেকটা জাতিসঙ্ঘের মত। আরেকভাগ হল ব্যবসায়ী ফেডারেশন।অনেকটা ইস্ট-বেঙ্গল কোম্পানির মত।

Screenshot_2023-08-26-21-10-12-078_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

মুভির শুরু হয় নাবু নামের একটি গ্রহ তে। নাবুতে গণতন্ত্রের শাসন চলে। কিন্তু হঠাৎ একদিন ব্যবসায়ী ফেডারেশন নাবু তে আক্রমন চালায়।তাদের উদ্দেশ্য আক্রমন এর ভয় দেখিয়ে তারা নাবুর সাথে একটি চুক্তি স্বাক্ষর করবে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মত নাবু কে শোষণ করবে। তখন সিনেট থেকে দুজন জেডাই যোদ্ধা কে পাঠানো হয় ফেডারেশন এর সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।

Screenshot_2023-08-26-21-11-20-344_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

জেডাই হল অনেক উচ্চমার্গের যোদ্ধা।এরা অনেক দক্ষ হয় এবং এদের কিছু সুপার পাওয়ার আছে।যেমন এরা ভবষ্যত দেখতে পারে,হাতের ইশারায় কোন বস্তুকে নড়াতে পারে। এদের অস্ত্র লাইট-সেবারনামক লেজার তরবারি। এই দুজন জেডাই এর নাম যথাক্রমে কুই-গন,ওবি-ওয়ান।তারা দুজন আলোচনা করতে চাইলেও ফেডারেশন তাদের সাথে আলোচনা করতে চায় না।তাদের মাস্টার,যে তাদের কে আদেশ দেয় জেডাই দুজন কে মেরে ফেলতে।

Screenshot_2023-08-26-21-12-44-486_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

ব্যবসায়ী সংঘ ও তাদের রোবট সেনাবাহিনী জেডাই দের মারা চেষ্টা করে। কিন্তু আগেই বলেছি জেডাই রা অনেক দক্ষ যোদ্ধা।তারা ঠিকই ফাকি দিয়ে বেরিয়ে আসে নাবু তে। তখন দেখা যায় ব্যবসায়ী সংঘের লোকেরা মুখ ঢাকা একটি লোকের থেকে আদেশ নিচ্ছে যাকে তারা মাস্টার বলে ডাকছে।তখন বোঝা যায় সব প্ল্যান এই লোকের।

Screenshot_2023-08-26-22-14-21-643_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এরপর জেডাই রা যেখানে লুকায় সেখানে ব্যবসায়ী ফেডারেশন এর রোবট রাও চলে আসে। তখন জেডাই রা পালাতে থাকে।এবং পালাতে পালাতে একটি এলিয়েন কে রোবট দের হাত থেকে বাচায়। এর নাম জার জার। এরা উভচর। এরা বাস করে পানির নিচে। পুরো সিরিজেই এর অনেক ভূমিকা আছে।

Screenshot_2023-08-26-22-18-19-415_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

জার জার কে তার রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। কারন সে অত্যাধিক বোকা।প্রাণ বাচানোর জন্য সে জেডাই কে ধন্যবাদ দেয় আর বলে তাদের রাজ্যের নিয়ম কেউ প্রাণ বাচালে জার জার রা তাদের দাস হয়ে যায়।তাই প্রভুর জীবন বাচানোর জন্য সে তাকে আবার তাদের রাজ্য পানির নিচে নিয়ে যায়।যে রাজ্যের কথা ব্যবসায়িক ফেডারেশন জানে না

Screenshot_2023-08-26-22-27-24-540_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

জেডাই রা জার জার দের রাজার থেকে একটি সাবমেরিন নিয়ে নাবুর রানীকে বাচাতে যায়। এবং যার যার এর সহায়তায় বাচিয়েও নেয়।এরপর একটি স্পেশ শিপে করে তারা পালিয়ে সিনেটে যেতে নেয়।কিন্তু তখনই তাদের স্পেশ শিপে একটি গুলি লাগে।তখন তাদের পাওয়ার সোর্স বিকল হয়ে যায়। ফলে তারা কাছের একটি নিরপেক্ষ গ্রহ তে ল্যান্ড করে।

Screenshot_2023-08-26-22-35-30-946_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

তবে এই গ্রহের সমস্যা হল এখানে সবাই চোরাকারবারি।জেডাই রা তাদের স্পেশ শিপ কে একটি পাহাড়ের আড়ালে রেখে পাওয়ার সোর্স কিনতে যায়।তবে একটি সমস্যা দেখা দেয়। এখানে কোন ফেডারেশন বা সিনেট এর মুদ্রা চলে না।এদিকে জেডাই দের কাছে ফেডারেশন এর মুদ্রা ছাড়া কোন মুদ্রা নেই।আর দোকানদার ও বাকিতে জিনিস দিতে অস্বিকৃতি জানায়।জেডাই রা ফিরে যাচ্ছিল তখনই বালির ঝড় ওঠে, তখন হঠাৎ তারা সেখানে একজন ছোট বাচ্চাকে দেখে।সে ঐ দোকানে মেকানিক এর কাজ করে।

Screenshot_2023-08-27-13-25-43-463_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

বাচ্চাটি জেডাই দের তার বাড়িতে নিয়ে যায় এবং জানায় এই গ্রহের মানুষরা জুয়া খেলতে খুবই পছন্দ করে।আর এখানে প্রতিবছর স্পেশ শিপ রেস হয় যে জিতবে সে অনেক টাকা পায়। আপনারা চাইলে আমি আপনাদের হয়ে রেস করতে পারি,জিতলে সেই টাকায় আপনারা ইঞ্জিন কিনে নিয়েন। ছেলেটির এই উদারতায় জেডাই বুঝতে পারে এই ছেলের মাঝে আলাদা কিছু আছে।এর মাঝেও জেডাই শক্তি আছে। তাই সে ছেলেটির রক্ত পরীক্ষা করে এবং বুঝতে পারে এই ছেলেটি জেডাই। আর এই সেই ছেলে যে মহাবিশ্বে শান্তি নিয়ে আসবে।এই ছেলেটির নাম ** লুক স্কাই ওয়াকার।**

কিন্তু রেসের দিন দেখা গেল লুকের প্রতিপক্ষ তার ইঞ্জিনে গোলমাল করে দেয়।ফলে তার গাড়ি স্টার্ট ই হয়না।লুক কি পারবে রেসে জিততে? জেডাই রা কি পারবে রাণি কে নিরাপদে সিনেটে পৌছে দিতে।

ব্যক্তিগত মতামত

মুভিটি সত্যি অসাধারণ। এত আগে এত দারুন ভাবে একটি সাইন্সফিকশন মুভি কিভাবে বানানো সম্ভব হয়েছিল তাই ভেবে বার বার অবাক হচ্ছিলাম।মুভির প্লট যেমন সুন্দর তেমনি, ডিরেকশন ও দারুন।আপনিও একদম পুরো মুভির মাঝে ডুবে যাবেন।অভিনেতাদের ইমোশন এ নিজে ইমোশনাল হয়ে পড়বেন।তবে একটু ভাল করে খেয়াল করলে বুঝবেন এ যেন আমাদের ২০০ বছরের ইংরেজ শাসনের সাথে মিল খুজে পাবেন।আমি মুভিটি খুবই উপভোগ করেছি।আপনারাও সময় পেলে দেখে নিতে পারেন। dTyR

ট্রেইলার

আজকের রিভিউ এপর্যন্তই। আবার আগামীতে হাজির হব নতুন কোন মুভির রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন।আর সম্পুর্ন পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48