ডায়াগনস্টিক সেন্টারে কাটানো একদিন||রংপুর

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগবাসি।আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভাল আছি।রংপুর একটি ডায়াগনস্টিক সেন্টারে কাটানো কিছু মূহুর্ত শেয়ার করব।

IMG_20220912_154511.jpg

গতকাল পরীক্ষা শেষ হয়েছে।ভাবছিলাম আজ পুরো দিন সব কিছু থেকে ফাকি মারব।কিন্তু আমার কথা শুনে ভাগ্য দেবতা অলক্ষ্যে হাসছিল।আর বলছিল "ফাকি দেবে তাইনা?দাড়াও কাল মজা টের পাবে।

যাই প্রচুর ঘুমাতে হবে তাই ফোনের অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়েছিলাম।আর স্বপ্নও দেখতে শুরু করেছিলাম।স্বপ্নে গার্লফ্রেন্ড রে নিয়ে ঘুরতে গেছি। হঠাৎ বৃষ্টি আর বজ্রপাত।বজ্রপাতে ভয় পেয়ে যেই গার্লফ্রেন্ড আমারে জড়িয়ে ধরতে যাবে অমনি ফোনটা বেরসিকের মত বেজে উঠল।ধরব না ধরব না করেও ধরেই ফেললাম।কারন আমার তো আর বাবু সোনা নেই যে সকালে ফোন দিয়ে বলবে, "বাবু উঠছ"। তার মানে যে ফোন দিয়েছে যে গুরুত্বপূর্ণ কোন বিষয়েই দিয়েছে।তাই কেটে না দিয়ে ধরলাম।

IMG_20220912_115200.jpg

অপর পাশ থেকে কাকা খানিক বকাবকি করল এত দেরি করে ঘুমানোর জন্য।তারপর বলল কাকিমা অসুস্থ কি যেন কয়েকটা টেস্ট করতে হবে।তার জন্য আমাকেও রংপুর যেতে হবে কাকিমা কে নিয়ে।একে তো শান্তির ঘুম নষ্ট তার উপর অত সুন্দর স্বপ্ন টা নষ্ট। তার থেকেও বড় কথা এই শান্তির দিনেও শান্তি বিঘ্নিত করে ৩ঘন্টার জার্নি করে আবার রংপুর যেতে হবে।

মন যেতে নাহি চায় হায়,তবু যেতে হয়। বাড়ির সব থেকে বড় হওয়ার মনে হয় এই এক জ্বালা।জুতা সেলাই থেকে চন্ডী পাঠ সব করতে হয়। যাই হোক যেহেতু ঘুম ভেংগেই গেল তাই ভাবলাম টিউশন গুলোও করিয়ে আসি তাইলে অন্যদিন ফাকি দেওয়া যাবে।গেলাম পড়াইতে।সেখানে গিয়ে আরেক কান্ড ছাত্রছাত্রীরা আজ ধনুক ভাঙ্গা পণ করেছে তার পড়বে না।আমি মনে করলাম বেশ ভালই হল ছুটি দেই।ওমা ছুটিও নিবে না। পরে বেশ খানিক বকা দিয়ে পড়িয়ে এলাম। এরপর ফ্রেশ হয়ে কাকার বাড়ি গেলাম ১২টায়।আমাকে বলা হয়েছিল ডাক্তার বসবে ৩টায় তাই ১২টায় রওনা হতে হবে।কাকার বাড়ি বেশ খানিকটা দূরে,তাই রিক্সা নিয়ে রওনা হলাম।কিন্তু ওমা গিয়ে দেখি কাকি রেডি ই হয়নি।তারপর কত মোটিভেশন দিয়ে যে তাদের ১০মিনিটে রেডি করালাম তা বললে মহাকাব্য হয়ে যাবে।

IMG_20220912_122343.jpg

রেডি হতেই গাড়ি চলে আসল।কাকি আর বড়মা কে নিয়ে গাড়িতে উঠালাম।এরপর গাড়ি তে ওঠে আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে রওনা দিলাম।মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া কানে ইয়ারফোনে গান। বেশ লাগছিল।এরপর কখন যে রংপুর চলে এসেছি বুঝতেও পারি নাই।

IMG_20220912_144511.jpg

এরপর মডার্ন মোড় থেকে এক পরিচিত দাদা কে তুলে নিলাম।দাদার নাম প্রত্যয় অনেক ভাল মানুষ দাদা।রোকেয়া ভার্সিটি তে পড়েন।এরপর দাদাকে নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে হাজির হলাম।গিয়ে শুনি আমাকে মিথ্যা বলা হয়েছিল আসবে ৪টায়।আমরা গিয়ে পৌছিয়েছি ৩টায়।১ঘন্টা অপেক্ষা।আপনারা তো জানেনই আগুনের পাশে বসলে সময় আস্তে যায়,কিন্তু আপনাদের একটা নতুন তথ্য দেই অপেক্ষার সময় তার থেকেও আস্তে যায়।ফলে প্রায় একযুগ পর ৪টা বাজল।তখন ডায়াগনস্টিক সেন্টার ওয়ালা আমাদের সারপ্রাইজ দিল।ডাক্তার নাকি ৫টায় আসবে।মেজাজ খারাপ হয়ে গেল।

IMG_20220912_153118.jpg

যেহতু গাড়ি সাথেই আছে তাই কাকিমা বড়মা কে নিয়ে ঘুরতে যাব ভাবলাম।কিন্তু তারা যাবে না।অগত্যা নিজেই বেড়িয়ে পড়লাম।ঘোরাঘুরির বর্ণনা আরেক মহাকাব্য। সেটা অন্যদিনের জন্য তোলা থাক।তো এরপর ৫টা বাজল ডাক্তার আসল।আমাদের সিরিয়াল সর্বপ্রথম তাই তারাতারিই ডাক্তার বাবু দেখলেন।আর টেস্ট দিলেন ৮টা। কাকিমা তো ভয়ে কাটা।তিনি ভেবেছিলেন তার মস্ত অসুখ হয়েছে তাই এত টেস্ট দিয়েছে ডাক্তার।তো কোন রকম তাকে শান্ত করিয়ে নিয়ে গেলাম টেস্ট সেকশন এ।সেখানে সময় লাগবে ১ঘন্টা। তাই ভাবলাম নাস্তা করা যাক।সবাই মিলে নাস্তা সারতেই দাদার চেনা একজন স্টাফ বের হল।উনি তারাতারিই টেস্ট রিপোর্ট করিয়ে আনলেন।এরপর ডাক্তার এর রিপোর্ট নিয়ে হাজির হলাম।রিপোর্ট দেখে ডাক্তার এর মুখ গম্ভীর হয়ে গেল।এটা দেখ কাকির অবস্থা আরো করুন। তারপর ডাক্তার কাকি কে খানিক বকা দিলেন।এখানে কাকির দোষ কাকি নিজেই মাতব্বরি করে ওষুধ খেয়েছেন।

এরপর ডাক্তার বললেন কাকির কোন অসুখই হয়নি।উনি অসুখ নিয়ে বেশি ভাবেন তাই তার শরীর ভেবেই নিয়েছে তার মারত্মক অসুখ।যাই হোক সবাই হাফ ছেড়ে বাচলাম।কাকি সেখানেই প্রায় সুস্থ হয়ে উঠলেন।এর মাঝেই রাত ৮টা বেজে গেল।সব ফর্মালিটি শেষ করে ৮.৩০ এ গাড়িতে উঠলাম।এরপর দাদাকে তার ক্যাম্পাসে নামিয়ে দিয়ে।আমরা বাড়ির রাস্তা ধরলাম।

Sort:  
 2 years ago 

আপনার স্বপ্নের কথা শুনে খুবই মজা পেলাম 😁।আহারে বেচারার কোন বাবু সোনা নেই🤪। যাই হোক আপনার কাকিমার অসুখ নেই শুনে ভালোই লাগলো। আসলে অনেক সময় এরকম হয়। অসুস্থতার কথা চিন্তা করতে করতে আমরা নিজেকে নিজে অসুস্থ বানিয়ে ফেলি। যাইহোক আপনার এবং আপনার কাকিমার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি বলেছেন দাদা আমরা ঘুমের ভিতর যেসব স্বপ্ন দেখি সেগুলা বেশিরভাগ মজাদার হয় কিন্তু এসব স্বপ্ন পূরণ বাস্তবে কমই হয়। আপনার কাকিমার অসুখ হয় নাই শুনে বেশ ভালো লাগলো। আপনার কাকিমার জন্য শুভকামনা রইল দাদা এবং আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

স্বপ্ন তো স্বপ্নই।ধন্যবাদ ভাই।সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ মজার ছিলো যখন স্বপ্নে গার্ল ফ্রেন্ড নিয়ে ঘুরছিলেন আর বজ্রপাতের সময় 😷😷তাক আর বলবনা।আপনার কাকিমার অবস্হা ভাল জেনে খুশি হলাম।আসলেই রোগ হচ্ছে বনের বাঘে না খেতেই মনের বাঘে খাওয়া। কষ্টের হলে ও সময় গুলো সুন্দর কাটিয়েছেন।

 2 years ago 

হ্যা আপু।অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডায়াগনস্টিক সেন্টারে আপনার কাটানো সময়টুকু অনেক ভালো লাগলো। আপনারা সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনাদের সবার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক ধন্যবাদ প্রশংসা করার জন্য।

স্বপ্নে গার্লফ্রেন্ড রে নিয়ে ঘুরতে গেছি। হঠাৎ বৃষ্টি আর বজ্রপাত।বজ্রপাতে ভয় পেয়ে যেই গার্লফ্রেন্ড আমারে জড়িয়ে ধরতে যাবে অমনি ফোনটা বেরসিকের মত বেজে উঠল।

এটা কি ছিল। হা হা হা...এরপর থেকে একটু দেরি করে অ্যালার্ম দেবেন।

এটা সত্যি কথা বাড়ির বড় ছেলে হলে সব কিছু করতে হয়। আমি যেহেতু বাড়ির বড় ছেলে তাই আমি বুঝি আপনার কষ্ট। কি আর করা যাবে। এটাই বাস্তব। আপনার কাকীর সুস্থতা কামনা করছি।

 2 years ago 

দাদা এলার্ম বন্ধ ছিল।কাকা কল দিয়েছিল তাই ঘুম ভেংগে গেছে। কপাল খারাপ হলে যা হয়।

আমার কাকাও চায় না আপনি কোনো মেয়ের ফাঁদে পড়েন সেটা স্বপ্নে হোক বা বাস্তবে। ভালই তো। হা হা হা....

 2 years ago 

সুন্দর স্বপ্নগুলো ঠিক এভাবেই ভেঙে যায়।আর আপনার কাকিমার মত অনেক মানুষই আছে যারা নিজেদেরকে সব সময় অসুস্থ মনে করে এবং নিজের শরীর তখন সেভাবেই তাকে সিগনাল দেয় যে সে অসুস্থ।:সবমিলিয়ে দারুন অনুভুতি শুভকামনা আপনার জন্য♥♥

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

দাদা স্বপ্ন ভেঙ্গেছে আবার দেখবেন ৷যাই হোক কাকী মার কিছু হয় নি এটাই বড় কথা ৷সারা দিনের ব্যস্ততা দিনটা আপনি সুন্দর করে গুছিয়ে লিখেছেন ৷আর সবচেয়ে ভালো লাগলো আপনার উপস্থাপনা ছিল অনেক সুন্দর ৷মজা লাগলো পড়ে এমন মনে হয় ৷

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই। অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41