সাওতালি নৃত্য||ভিডিও

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগ বাসী।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভাল আছি।আজ আপনার সাথে ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করব।

IMG_20230117_233217.jpg

আমাদের বাংলাদেশ প্রকৃতির রূপসী কণ্যা।আকারে আকৃতিতে ছোট হলেও এর প্রতি বর্গমিটারে রয়েছে নানা বৈচিত্র।সে বৈচিত্র শুধু প্রকৃতিতেই নয় মানুষের মাঝেও রয়েছে নানা বৈচিত্র।

বাংলাদেশের প্রায় ৯৮%? মানুষ বাংগালী হলেও ২%আদিবাসী সম্প্রদায় বিদ্যমান।এই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সব থেকে সংখ্যা গরিষ্ঠ চাকমা,দ্বিতীয় স্থানেই রয়েছে মারমা সম্প্রদায়,এরপর রাখাইন,সাওতাল,গারো,মাল,মুন্ডা উল্লেখযোগ্য। অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের বাস সাধারণত পাহাড়ি অঞ্চলে।

IMG_20221216_195811.jpg

তবে আজ আমি সব সম্প্রদায়ের কথা বলব না।আজ বলব সমতলে বাস করা বেশ বড়সড় একটি আদিবাসী সম্প্রদায় নিয়ে। হ্যা টাইটেল দেখে ঠিকই ধরেছেন সাওতাল সম্প্রদায় নিয়েই কথা বলব।

IMG_20221216_200117.jpg

বাংলাদেশের বগুড়া,রাজশাহী,দিনাজপুর,রংপুর প্রভৃতি জেলায় সাওতাল সম্প্রদায়ের বাস।এছাড়া ভারতেরও অনেক অঞ্চলে সাওতাল সম্প্রদায়ের বাস।সাওতাল সম্প্রদায়ের লোকজনের প্রধান পেশা কৃষিকাজ।এরা প্রচন্ড পরিশ্রমী।সেই সাথে মারাত্মক সাহসী।

অনেকেই হয়ত সাওতাল বিদ্রোহের নাম শুনে থাকবেন।সাওতাল সম্প্রদায়ের লোকজন তীর ধনুক নিয়ে ইংরেজ বাহিনীর কামান,বন্দুকের সামনে দাড়াতে ভয় পায়নি। তবে প্রচন্ড সাহসী হলেও এরা প্রচন্ড আমোদপ্রিয়।নাচ গান করতে খুবই ভালবাসে এরা। এরা শিকার করতেও প্রচন্ড ভালবাসে।

IMG_20221216_200632.jpg

যাই হোক আমাদের এলাকা থেকে ৩কিমি দূরে সাহেবগঞ্জ নামক জায়গায় অনেক সাওতাল সম্প্রদায়ের লোকজন বাস করে। এদের ভূমিপুত্র বলা হয়।বাংগালীদের সাথে শান্তিপূর্ণ সহবস্থানে বাস করছে। এতদিন কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ দেখি নি। তবে এবার বিজয় মেলায় তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।তারাও সাগ্রহে অংশগ্রহণ করে।

আর সব থেকে বেশি মঞ্চটাইম তাদের দেওয়া হয়। আর সবাই খুব আগ্রহের সাথে তাদের ঐতিহ্যবাহী গান ও নাচ দেখছিল এবং শুনছিও।প্রতিবার নাচের শেষে দর্শক "আরেকটি, আরেকটি ", বলে চিল্লাচ্ছিল।যাই হোক আমি উপভোগ করার পাশাপাশি ক্যামেরা বন্দী করেছি।আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।

ভিডিও লিংকঃ

আজকের পর্ব এপর্যন্তই।আশা করি আপনাদের ভাল লাগবে।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  
 last year 

বিজয় মেলায় তারা খুব সুন্দর নৃত্য করেছে। সাঁওতালদের নাম শুনেছি তবে কখনো সরাসরি দেখা হয়নি।আপনার পোস্টের মধ্যে তাদের এত সুন্দর নৃত্য দেখে অনেক ভালো লেগেছে। আমার বাস্তবে দেখতে খুব ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।

 last year 

চলে আসুন এবারের স্বাধীনতা দিবসে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

সাঁওতালদের নিয়ে অনেক কিছু জানতে পেরেছি আপনার পোস্ট পড়ে। বগুড়ায় সাঁওতালদের বাস এটাও জানা ছিল না। আপনি সাঁওতালদের খুব সুন্দর নাচের ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন। তাদের নাচ ব্যতিক্রম হলেও, খুব সুন্দর লাগে দেখতে। আমার কাছে খুব ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

সাঁওতালদের নাম শুনেছি কিন্তুু কখনো তাদের সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখা যাচ্ছে তারা বিজয় মেলাতে খুবই সুন্দর নৃত্য পরিবেশন করেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

দাদা তো দারুন একটি পোষ্ট দিয়েছেন সাঁওতালদের নৃত্য অনুষ্ঠান ৷ আসলেই আমাদের বাংলাদেশ ছোট্ট হলেও রয়েছে বিভিন্ন পেশার মানুষ তার সাথে বিভিন্ন বৈচিত্র ৷ অনেক ভালো লাগলো আদিবাসী সাঁওতালদের এমন সুন্দর একটি নৃত্য দেখে ৷
তবে দাদা কিছু জায়গায় বানান ভুল হয়েছে ৷ যেমন বাঙালি ভুল হয়েছে ৷
সব মিলে ভাল লাগলো আপনার এমন সুন্দর একটি পোষ্ট দেখে ৷

 last year 

দাদা বাঙ্গালী বানান ওভাবেও লেখা যায়। এছাড়া কোন গুলো ভুল ধরিয়ে দিলে বাধিত হতাম।অনেক ধন্যবাদ দাদা ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য।

 last year 

বাহ্ বিজয় মেলায় সাঁওতালদের নাচ অসাধারণ ছিল তো।আপনাদের ওদিকে আদিবাসীদের বাস এটা শুনেছি।আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখে নিলাম।জি সাঁওতাল বিদ্রোহের কথা বই এ পড়েছিলাম।সাঁওতাল দের নাচ দেখা হয়নি কখনো।আপনার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারলাম সাঁওতাল আদিবাসীদের নাচ।ধন্যবাদ সুন্দর ভিডিও পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

অনেক সুন্দর একটা জিনিষ দেখলাম আজ। আমাদের কলকাতায় তো তেমন বেশি এদের দেখা যায় না। তবে বোলপুর শান্তিনিকেতনে এরকম সাঁওতালদের নাচ সব সময় নাকি হয় শুনেছি। বিশেষ করে যখন তাদের বিয়ে বা বাৎসরিক কোন অনুষ্ঠান হয়। তবে আমার চোখে কখনো ধরা পড়েনি এরকম অনুষ্ঠান। খুবই ইউনিক একটা জিনিস দেখলাম আজ। যদিও আমি গানের ভাষা কিছুই বুঝতে পারিনি, তবে মজা লেগেছে। হা হা হা...

 last year 

এটা ওদের নিজস্ব ভাষা দাদা। তাই বোঝা যায়না।

 last year 

সাঁওতালদের নিয়ে অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্ট পড়ে, খুব ভাল লাগলো। বগুড়ায় সাঁওতালদের বসবাস আছে এটা জানা ছিল না।আগে টিভিতে নিবেদন অনুষ্ঠানে সাঁওতালদের নাচ,গান দেখতাম।আমার কাছে বেশ ভালোই লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

সাওতাল সম্প্রদায়ের অনেক বড় একটি অংশ এদিকে ভাস করে আপু।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63945.57
ETH 3135.76
USDT 1.00
SBD 4.00