"বাদশাহ নামদার" বই রিভিউ

in আমার বাংলা ব্লগ2 years ago

বইয়ের নামঃবাদশাহ নামদার
লেখকঃ হুমায়ুন আহমেদ
জনরাঃঐতিহাসিক উপন্যাস
পৃষ্ঠাঃ ২৩২

নমষ্কার/আদাব "আমার বাংলা ব্লগ" বাসী।আশা করি সবাই ভাল আছেন।দীর্ঘ ছুটির পর আজ আবার নতুন করে কর্মজীবন শুরু। যদিও ছুটির পর আমার চাপ একটু কম।কারন ছাত্র-ছাত্রীরা সবাই এখনো বাড়ি থেকে আসে নি।তাই সকালে টিউশন দুটো শেষ করে এসে, চুপচাপ বসে থাকতে ভাল লাগছিল না।আবার রোদের মাঝে বাইরে যেতেও ইচ্ছা করছিল না।কি করা যায় ভাবছি,এমন সময় মনে হল নতুন কিছু ই-বুক নামানো আছে।সেগুলোই পড়া যাক।

তো শুরু করলাম পড়া। আজ যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হুমায়ুন আহমেদ এর লেখা। বইটির নাম বাদশাহ নামদার।এটি একটি ঐতিহাসিক উপন্যাস।

IMG_20220717_195923.jpg

মোঘলরা দীর্ঘ সময় ভারতীয় উপমহাদেশ শাসন করেছে।উপমহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাদের নির্মানশৈলি।এর মধ্যে আগ্রার তাজমহলের কথা না বললেই নয়।যা শাহজাহান এর প্রেমের নিদর্শন ছিল তার স্ত্রী মমতাজের প্রতি।যাই হোক এগুলো তো সবার জানা কথা।সেই ছোট থেকেই আমরা এগুলো সবার মুখে মুখে শুনে আসছি।

কিন্তু আপনার কি কখনো কৌতুহল জেগেছে কিভাবে তাদের এই বিশাল সম্রাজ্য পরিচালনা করত? আপনি কি জানতেন হুমায়ুন বাদশাহ একজন খামখেয়ালি কবিও ছিলেন।আপনার কি মনে হয়েছে সেকালে কিভাবে যুদ্ধ পরচালনা হত?

IMG_20220717_195941.jpg

আপনার কৌতুহল হয় কিনা জানিনা।তবে অতীত নিয়ে আমার অনেক কৌতুহল তাই এই বইটি পড়া শুরু করলাম।
বইটির শুরু হয় মোঘল বাদশাহ আকবর এর জীবনী দিয়ে।তবে আকবরের সম্পূর্ণ জীবনী এখানে অনুপস্থিত।সিংহাসন থেকে তার মৃত্যু পর্যন্ত এখানে উপস্থিত।এরপর রয়েছে বাবর পুত্র হুমায়ুন এর জীবনী।লেখক নিজের নামের সাথে মিল আছে জন্যই কিনা জানিনা এখানে হুমায়ুন বাদশাহ এর সম্পূর্ণ জীবনী তুলে ধরেছেন।

হুমায়ুন বাদশাহ ছিলেন অনেকটা খামখেয়ালি ধরনের।তিনি রাজনীতির থেকে কবিতা ভাল বুঝতেন।তাই তিনি বার বার স্বীকার হয়েছেন মহল ষড়যন্ত্রের।তার চিরশত্রু শেরশাহ তার বিরুদ্ধে যুদ্ধ করলেও তিনি তার সৈন্যদের কঠোর ভাবে নিষেধ করতেন যেন হুমায়ুন কে পালানোর সুযোগ দেওয়া হয়। তিনি কোনভাবেই চাইতেন না এই মহানুভব মানুষ কে হত্যা করা হোক।হুমায়ুন এর খামখেয়ালী জীবন এর চিত্র সুন্দর ভাবে লেখক এই বইয়ে তুলে ধরেছেন। হুমায়ুন জীবনের একপর্যায়ে শেরশাহ এর সাথে পরাজিত হয়ে ভীষণ দুর্দশায় পরেন। সেসময় কেউ তাকে সাহায্য করতে রাজি ছিল না। হুমায়ুন কিভাবে এই দুর্দশা কাটিয়ে আবার দিল্লীর সিংহাসন দখল করল? কিভাবে তার ভাইদের বিদ্রোহ দমন করল?আবার তার সন্তান আকবর যাকে "আকবর দ্যা গ্রেট ও বলা হয় তার জন্মের অদ্ভুত কিছু ঘটনার মধ্য দিয়ে।কি সেই ঘটনাগুলো।জানতে হলে বইটি পড়ে দেখতে হবে।

IMG_20220717_200005.jpg

আমার ব্যক্তিগত মতামতঃ
বইটিতে অনেক সহজ সরল ভাষায় প্রধানত হুমায়ুন বাদশাহর জীবনী তুলে ধরেছেন।এখানে বোনাস হিসেবে আমরা পাব বাবর এর জীবনের শেষাংশ এবং আকবর এর সিংহাসনে বসা পর্যন্ত ইতিহাস। বইয়ের ভাষা অনেক সরল।আর অন্যন্য অনেক ইতিহাস বইয়ের মত এই বইটি পড়ে বোর হবেন না৷ আপনার মনে শুধু চলবে এরপর কি হয়,এরপর কি হয়।আমি বইটি খুবই উপভোগ করেছি। আশা করি আপনারাও উপভোগ করবেন।আর একটি কথা লেখক এই বইয়ের তথ্য সংগ্রহ করেছেন হুমায়ুন এর বোন এর দিনিলিপি এবং হুমায়ুন কে যে পানি পান করাত তার দিনলিপি থেকে।

হ্যাপি রিডিং

Sort:  
 2 years ago 

হুমায়ুন আহমেদ এর বই পড়তে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর রিভিউ করেছেন বইটির৷ আপনার রিভিউ পড়ে বইটি সম্পর্কে ভালো ধারণা পেলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপনি এত অল্প সময়ে এত সুন্দর বুক রিভিউ শিখে গেছেন দেখে আমার খুবই ভালো লাগলো। এভাবে রিভিউ করতে থাকো না দেখবেন একদিন সঠিকভাবে শিখে গেছেন।

 2 years ago 

আপনি কবে চমৎকার ভাবে আমাদের মাঝে বুক রিভিউ শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। যদিও এই বই এখন পর্যন্ত পড়া হয়নি তবে আপনার এই রিভিউ দেখে আমার কাছে খুবই ভালো লাগলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে হুমায়ুন আহমেদ স্যারের বইগুলো আমি পড়ে থাকি। স্যারের লেখাগুলো বেশ অসাধারণ হয়ে থাকে। আজকে আপনি হুমায়ুন স্যারের লেখা চমৎকার একটি বই রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 66984.19
ETH 2613.30
USDT 1.00
SBD 2.67