জ্যাক রায়ান||পর্ব-৬

in আমার বাংলা ব্লগlast year (edited)
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ জ্যাক রায়ান সিরিজের ষষ্ঠ পর্ব

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7zAdbVuQMgAEhtYQpUethn6i7LmHZT7LbFhRL7q773HepWQNsAf3rEgRukbnWQob46wniiTXg1kaquccDkdHTVEoGCSXvv.jpeg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

সংক্ষিপ্ত বর্ণনা

সিরিজের নামজ্যাক রায়ান
জনরাস্পাই,অ্যাকশন
অভিনয়েজন ক্রাসিনস্কি,দিনা শিলাহিবি,ওয়েনডেল পিয়েরস প্রমুখ
ভাষাইংরেজী
রিলিজ ডেট৩১আগস্ট২০১৮

আগের পর্ব:আগের পর্বে আমরা দেখেছি সুলেমান এর স্ত্রী অ্যানির পেছনে আবার ইয়াজিদ লাগে।কিন্তু ইয়াজিদ তাদের খুজে পাওয়ার আগেই তারা রওনা হয়।

বর্তমান পর্ব

প্রথমেই দেখতে পাই কেমিক্যাল স্যুট পড়ে, গ্যাস মাস্ক পড়ে একটি কবর খানায় মাটি খুড়ছে।একটু পর দেখা যায় তারা একটি লাশ তুলে নেয় কবর থেকে। সেই লাশটিকে ভালভাবে এয়ার টাইট করে নিজেদের জীবাণুমুক্ত করে নেয়,তারপর যখন তারা গ্যাস মাস্ক খোলে তখন আমরা দেখি তারা সুলেমান ও তার ভাই আলী।এরপর তারা একজন কে সেই কবরটি পূরণ করার দায়িত্ব দিয়ে সেখানে থেকে চলে আসে।

Screenshot_2023-02-09-12-03-55-584_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার
এরপর আমরা দেখি অ্যানি তার দুই মেয়েকে নিয়ে একটি ট্রাকে বসে আছে।তারা ছাড়াও সেখানে আরো অনেক লোক বসে আছে।এরা সবাই শরণার্থী হিসেবে তুরস্কে এসেছিল।কিছুক্ষণের মাঝেই তাদের একটি অস্থায়ী ক্যাম্প মত জায়গায় নিয়ে আসা হয়।

Screenshot_2023-02-09-20-45-53-893_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এরপর আমরা দেখতে পাই রায়ান তার কনট্রাক্ট কাজে লাগিয়ে অ্যানি কে খুজে বের করার একটি উপায় বের করে। এরপর সে আর তার সিনিয়র গ্রেয়ার মধ্যপ্রাচ্যে রওনা হয়।তারা এসে পৌছালে সেখানে তাদের তুরস্কে কাজ করা একজন আমেরিকান এজেন্ট রিসিভ করে এবং সেই এজেন্টের পরিচিত একজন স্মাগলার এর সাথে।

Screenshot_2023-02-09-12-07-22-125_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার
আমরা তখন দেখতে পাই,সেই ড্রোন অপারেটর যে একজন নিরীহ মানুষকে ভুল করে মেরে ফেলে বিবেকের তাড়নায় ভুগছিল সেও সেখানে এসে হাজির হয়।সে একটি ট্যাক্সি ভাড়া করে সিরিয়া যাওয়ার জন্য।সেখান থেকে সিরিয়া ৩৫০ কিমি প্রায়।

Screenshot_2023-02-09-20-42-39-336_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এরপর আমরা রায়ানের সেই জিএফ কে দেখতে পাই।সে একজন বায়োলজিস্ট। সে ইবোলা ভাইরাসের একটি স্যাম্পল পায়। এই রোগীর নাম স্যামুয়েল। তবে এই টাইপের ভাইরাস থাকার কোন কথাই নয়।কারন এটি বিলুপ্ত প্রায়।কিন্তু আবারো এটাকে খুজে পাওয়া গেছে।সে তাএ উর্ধতন কর্তৃপক্ষ কে জানালে তারা বিশ্বাস করেনা।সে তখন ব্রিটিশ বিজ্ঞানীদের স্যাম্পল পাঠায় তারা তার সাথে একমত হয়।এবং যখন রোগীর নাম জানতে পারে তখন সেই ব্রিটিশ বিজ্ঞানী জানায় তার রোগ হওয়া স্বাভাবিক।কারন সে দুইজন মধ্যপ্রাচ্যের লোককে ইবোলারা কবরখানা থেকে লাশ খুড়ে বের করে দিয়েছিল টাকার বিনিময়ে।

Screenshot_2023-02-09-20-43-02-143_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

তখন আমরা বুঝতে পারি যে সেদিন আলী আর সুলেমান এর সাথে সেই ছিল সেদিন।কিন্তু মধ্যপ্রাচ্যের লোকজনের কথা শুনে রায়ানের জিএফ এর সন্দেহ হয়।সে রায়ান কে আর্জেন্ট লিখে একটি মেইল পাঠায়।

রায়ানরা সেই স্মাগলার এর কাছে পৌছে যায়।এই স্মাগলার এর নাম টনি।টনি জানায় সে জানে অ্যানি কোথায় আছে।এই কাজের জন্য সে ৫০হাজার ডলার নেবে। কিন্তু অবশেষে ৩৫হাজারে রাজি হয়। কিন্তু রায়ান কোন ভাবেই অপরাধীদের সাথে এভাবে ডিল করার ব্যাপার টা মানতে পারছিল না।তাই সে টনির সাথে ভাল ব্যবহার করছিল না।কিন্তু তখন গ্রেয়ার বলে বিপদে গাধা কেও বাবা বানাতে হয়।শুধু দেখো আর শেখো।

Screenshot_2023-02-09-20-54-33-697_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

তারপর তারা অ্যানি কে খুজতে রওনা দেয়।কিন্তু তখন আমরা দেখি ইয়াজিদও সেখানে হাজির হয়।সে অ্যানি কে খুজতে থাকে। কিন্তু অ্যানি তাকে আগেই দেখতে পায়,সে মেয়েদের বাথরুমে মেয়েদের নিয়ে লুকায়। ইয়াজিদ সেখানে হাজির হলে শুধু মেয়েদের খুজে পায়,তখন অ্যানি ইয়াজিদ কে পেছনে থেকে মাথায় পাথর দিয়ে হামলা করে।মেয়েদের নিয়ে মরুভূমিতে পালিয়ে যায়।

Screenshot_2023-02-09-20-47-24-175_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এই খবর টনি পায়।সে রায়ানদের নিয়ে জলদি ক্যাম্পে হাজির হয়।তারপর সেখানে গিয়ে বিস্তারিত শোনার পর অ্যানি কে খুজতে বের হয়। এদিকে সেই ড্রোন অপারেটর ও সেই নিরাপরাধ লোকের পরিবার কে খুজতে থাকে।

Screenshot_2023-02-09-21-00-22-009_org.videolan.vlc.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

রায়ান কি অ্যানি ও তার মেয়েদের খুজে পাবে? অন্যদিকে সেই ড্রোন অপারেটর কি পাবে সেই মৃত লোকের পরিবার কে খুজে বের করতে? জানতে হলে দেখে ফেলুন।

ব্যক্তিগত মতামত

এই পর্বের প্রতিটি মুহুর্তে রয়েছে টানটান উত্তেজনা।শিকার এক শিকারি অনেক।অ্যানির পেছনে সবাই লেগে আছে।অন্যদিকে বিবেকের দংশন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা দেখতে পাই।পর্বটা অনেকটা ইমোশনাল ছিল।কিছু ১৮+ সিন আছে তাই দেখার আগে সাবধনতা অবলম্বন করবেন।

ট্রেইলার

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  
 last year 

আশা করি ভালো আছেন ভাই? জ্যাক রায়ান এর আজকের পর্ব দেখে ভালো লাগলো। আমি কয়েকটি পর্ব দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের পর্ব টি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। জ্যাক রায়ান এর দৃশ্য পট খুবই চমৎকার। আগে ইংলিশ অনেক ধরনের টিভি সিরিজ দেখতাম বর্তমান সময়ের কারণে আর দেখা হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60946.76
ETH 3395.14
USDT 1.00
SBD 2.57