ম্যান্ডালা আর্ট||৩য় প্রেচেষ্টা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগবাসি। আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। পোস্টের ভ্যারিয়েশন এর জন্য আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ম্যান্ডালা আর্ট।

IMG_20221203_102746.jpg

অন্য প্রাণিদের সাথে আমাদের একটি অন্যতম পার্থক্য হল আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি।যা অন্যান্য প্রাণি পারেনা।আর এই মনের ভাব প্রকাশের মাধ্যম কিন্তু শুধু মুখের ভাষা নয়।আমরা ইশারা,নৃত্য ইত্যাদি বিভিন্ন মাধ্যমেই মনের ভাব প্রকাশ করতে পারি।

মনের ভাব প্রকাশের একটি অন্যতম মাধ্যম হচ্ছে চিত্রকর্ম।আমরা চিত্রর মাধ্যমে খুব সহজেই মনের ভাব প্রকাশ করতে পারি,বিভিন্ন তথ্য জমা রাখতে পারি যেমনটা করত প্রাচীণ গুহাবাসী মানুষ।আবার অবসর সময় কাটানোর ও চমৎকার মাধ্যম চিত্রাঙ্কন।

আমার ব্রেইন খুব স্থির না। আর্ট করার জন্য যে পরিমাণ একাগ্রতা প্রয়োজন তা আমার নেই বললেই চলে।তারপরেও চেষ্টা করে যাচ্ছি।তো চলুন শুরু করা যাক আজকের ম্যান্ডালা।

প্রয়োজনীয় উপকরণ

১.খাতা
২.জেল পেন
৩.সাধারণ কম্পাস

কার্য প্রণালী

প্রথম ধাপ

প্রথমে খাতায় সাধারণ কম্পাস দিয়ে একটি ছোট এবং একটি তুলনা মূলক বড় বৃত্ত একে নিই।এরপর জেলপেন দিয়ে ছোট বৃত্তটি আকি।

IMG_20221203_092918.jpg

দ্বিতীয় ধাপ

ছোট বৃত্তটির উপর বড় বড় পাপড়ি আকি।এমন ভাবে আকি যাতে পাপড়িগুলো বড় বৃত্তটি অতিক্রম না করে।

IMG_20221203_095139.jpg

তৃতীয় ধাপ

এরপর পাপড়ি গুলোর মাঝে নকশা আকি এবং বাইরের দিকেও পাপড়ি গুলোর জোড়ার জায়গায় ছোট ছোট পাপড়ি আকি।

IMG_20221203_093447.jpg

IMG_20221203_095534.jpg

চতুর্থ ধাপ

এরপর ছোট পাপড়ি গুলোর মাঝখান দিয়ে লম্বা দাগ দেই এবং পাপড়িগুলোর উপর দিয়ে একটি বৃত্ত আকি।

IMG_20221203_095854.jpg

পঞ্চম ধাপ

এরপর পাপডি ও বৃত্তগুলোর মাঝে s এর মত নকশা আকি।

IMG_20221203_100016.jpg

ষষ্ঠ ধাপ

এরপর বৃত্তটির উপর ত্রিভূজ বানাই।এবং ত্রিভূজের মাঝে ব্যাঙাচির মত নকশা বানাই।

IMG_20221203_100841.jpg

সপ্তম ধাপ

এরপর ত্রিভুজগুলোর মাঝে অর্ধবৃত্ত বানাই এবং অর্ধবৃত্তগুলোর উপর ছোট ছোট পাপড়ি বানাই।অর্ধবৃত্তের মাঝখানের জায়গায় ছোট ছোট বিন্দু দেই।

IMG_20221203_101006.jpg

IMG_20221203_101426.jpg

অষ্টম ধাপ

এরপর পাপড়িগুলোর উপর দিয়ে একটি ভাজ যুক্ত বৃত্ত আকি এবং ভাজ গুলোর উপর পাতার মত নকশা আকি।

IMG_20221203_101934.jpg

IMG_20221203_102421.jpg

নবম ধাপ

এরপর প্রতি দুইটি পাতার মাঝের ফাকা তে তিনটি বিন্দু দিয়ে নকশা করি এবং ভেরিফিকেশন এর জন্য নিজের নাম স্বাক্ষর করি।

IMG_20221203_102700.jpg

IMG_20221203_102722.jpg

আজকের ম্যান্ডালা এই পর্যন্তই।আশা করি আপনাদের ভাল লাগবে।কোন পরামর্শ থাকলে তা সাদরে গ্রহণ করা হবে।কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  
 2 years ago 

আসলে দাদা সত্যি বলতে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আপনি যে তৃতীয় প্রচেষ্টায় এত সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন সেটা দেখে বোঝার উপায় নেই। যে কেউ দেখে ভাববে এটা কোন অভিজ্ঞ আর্টিস্ট ম্যান্ডেল আর্ট করেছে। অসাধারণ সুন্দর ছিল দাদা।

 2 years ago 

আপনার ম্যান্ডলা আর্টটি চমৎকার হয়েছে। আসলে ভাইয়া ক্ষুদ্র থেকেই বৃহত্তের সৃষ্টি। এভাবেই চেষ্টা করে যান আসলে একদিন সফলতা আসবেই। আপনার মতো আমি আর্ট করা শুরু করেছি। যাইহোক প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডলে আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার জন্যও শুভ কামনা রইল আপু।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আস্তে আস্তে আপনার হাতের কাজ অনেক সূক্ষ্ম হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে ভাইয়া। দারুন একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমি জানি এই ধরনের জিনিস অংকন করার জন্য অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।

 2 years ago 

আপনার আর্টটি ভাইয়া ৩য় আর্ট হিসেবে অনেক সুন্দর হয়েছে। আপনি আর্ট চালিয়ে যাবেন, আশাকরি সামনে আরো ভাল হবে। আপনি খুব সুন্দরভাবে আপনার আঁকাটি শেষ করলেন। অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক অভিনন্দন আপনাকে।

 2 years ago 

অনেক উৎসাহ পেলাম আপনার সুন্দর মন্তব্য থেকে।ধন্যবাদ আপু উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনি খুব মূল্যবান কথা বলেছেন। চিত্রর মাধ্যমে খুব সহজেই মনের ভাব প্রকাশ করতে পারি,বিভিন্ন তথ্য জমা রাখতে পারি যেমনটা করত প্রাচীণ গুহাবাসী মানুষ।হ্যাঁ চিত্রাঙ্কন করলে মনটাও বেশ ভালো লাগে। তবে আপনার ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ এমন উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।শুভ কামনা রইল আপনার জন্যও।

 2 years ago 

অনেকেই নিজের মনের চিন্তাধারাকে পেন্টিং অথবা আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলে। এটিও ভাব প্রকাশের একটি মাধ্যম বলা যায়।

আপনি আর্ট টি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে আমিও ভীষণ পছন্দ করি। ভালো লাগলো আপনার আর্ট দেখে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য দেখে।

 2 years ago 

ভাইয়া আপনার ম্যান্ডালা আর্ট এর ৩য় প্রচেষ্টা অনেক সুন্দর হয়েছে। ছোট থেকেই আস্তে আস্তে বড়ো হওয়া যায়। ভাই আপনি চেষ্টা চালিয়ে যান একদিন সফল আসবেই। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

 2 years ago 

দাদা খুব চমৎকার কথা বলেছেন ৷ মনের ভাব প্রকাশে অন্যতম মাধ্যম হলো আর্ট করা ৷ তবে আপনার কথা আর আমার ঠিক একি ৷আসলে এসব আর্ট করার জন্য ৷ প্রচুর পরিমানে ধৈর্য আর শান্ত মন দরকার ৷
যা হোক আপনি যে ধৈর্য নিয়ে মেন্ডেলা আর্ট টি করেছেন এটাই বড় পাওয়া ৷ অনেক. অনেক সুন্দর ছিল দাদা ৷
ধন্যবাদ আবারও চেষ্টা করবেন এমনটাই প্রতার্শা ৷

 2 years ago 

অনেক অনুপ্রেরণা পেলাম আপনার মন্তব্য থেকে। ধন্যবাদ এত সুন্দর গোছানো মন্তব্য করার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা চিত্রগুলি খুবই সুন্দর হয়েছে। আপনার চিত্র অংকন দেখে খুবি ভালো লাগছে। আসলে ম্যান্ডেলার চিত্রাঙ্গন গুলো দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69280.52
ETH 2490.79
USDT 1.00
SBD 2.53