শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সবাই ভাল আছেন,আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব আমার বাংলা ব্লগ এর জন্মদিন উদযাপন নিয়ে

IMG_20230611_185228.jpg

প্রথমেই আমার বাংলা ব্লগকে জানাই বিলম্বিত জন্মদিন এর শুভেচ্ছা। পোস্ট টি কালকেই করার কথা ছিল,কিন্তু কাল এত ব্যাস্ত ছিলাম যে পোস্ট করে ওঠা হয়নি।তাই আজকে করছি।

কিভাবে শুরু করব বুঝতে পারছি না আসলে।কারন কিছু কিছু আবেগ থাকে যা শুধু অনুভব করা যায়।কিন্তু লিখে প্রকাশ করা যায় না।আমার বাংলা ব্লগ তেমনই একটি আবেগ এর নাম।যা তিল তিল করে জমা আছে প্রতিটি সদস্যদের মনে।

আমার বাংলা ব্লগের গতকাল দ্বিতীয় বছর পূর্ণ হয়েছে।যদিও আমার বাংলা ব্লগের সাথে আমার পথ চলা ১বছর। আজ এই জন্মদিন নিয়ে লিখতে বসে পুরোনো দিনের অনেক স্মৃতি ভেসে উঠছে চোখে। গত বছর প্রতিষ্ঠা বার্ষিকির কয়েকদিন পর আমি জয়েন করি।তখন ব্লগিংয়ের কিছুই বুঝতাম না।কখনো ভাবি নি আমার দাড়াও লেখালেখি সম্ভব।

কৌতুহল বশত জয়েন করেই ফেললাম।প্রথম দিকে সব থেকে বড় যে ভয় ছিল সেটি হল প্রতিদিন একটি করে পোস্ট করতে পারব তো? আমি তো নতুন যারা পুরাতন ব্লগার আছে তাদের সাথে কিভাবে টিকে থাকব আবার তারাই বা আমার সাথে কেমন ব্যবহার করবে।তবে যেদিন নিউবি চ্যাট থেকে জেনারেল চ্যাটে যোগ দিলাম সেদিন থেকে আস্তে আস্তে ভয় কেটে যাওয়া শুরু করল।

দেখলাম সবাই অনেক ফ্রেন্ডলি,একে অপরকে সাহায্য করে। আমি টপিক স্বপ্লতার কথা বললে আমাকে খুবই মূল্যবান কিছু পরামর্শ দিলেন সিনিয়র মেম্বার রা। এছাড়াও কিভাবে ভাল ব্লগার হয়ে ওঠা যায় সে সম্পর্কেও অনেক উপদেশ পেলাম। এভাবে আস্তে আস্তে ভয় কাটিয়ে উঠলাম।

এরপর যা কিছু ভয় অবশিষ্ট ছিল তা লেভেল ওয়ানের ক্লাসে গিয়ে একদম দূর হয়ে গেল।প্রফেসর গণ যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং বুঝিয়ে দিলেন তাতে মনে আর কোন ভয় অবশিষ্ট রইল না। এরপর থেকে কমিউনিটিতে নিয়মিত হওয়া। প্রথমে ভেরিফাইড মেম্বার হবার জন্য নিরন্তর চেষ্টা তারপর যখন ভেরিফাইড মেম্বার হয়ে গেলাম তখন ভাল একজন ব্লগার হিসেবে নিজেকে প্রমাণের চেষ্টা।এর মাঝে যে কিভাবে এক বছর হয়ে গেল তা বুঝতেই পারি নি।

এই এক বছরে যেন আমার বাংলা ব্লগ জীবনের সাথে মিশে গেছে। কমিউনিটিতে অনেক আনন্দের মুহুর্ত যেমন এসেছে তেমনি এসেছে কিছু বেদনাদায়ক মুহুর্ত। আনন্দের মুহুর্ত গুলো যেমন সবাই একসাথে ভাগাভাগি করে নিয়েছি তেমনি বেদনার মুহুর্ত গুলোও সবাই একসাথে ভাগ করে নিয়েছি।এই কারনেই আমারা গড়ে উঠেছি পরিবার হিসেবে।আর সুখ, দুখ একসাথে ভাগ করার জন্যই আমাদের পরিবারের মাঝের বন্ধন এত শক্তিশালী।

যাই হোক এই খুশির মাঝে প্রথমেই ধন্যবাদ দিতে চাই বড় দাদা কে। তিনি এই কমিউনিটি সৃষ্টির মহৎ উদ্যোগ না নিলে আমি বঞ্চিত হতাম এত বড় ও সুন্দর একটি পরিবার থেকে।বঞ্চিত হতাম মাতৃভাষায় ব্লগিং করা থেকে ঈশ্বর এর কাছে দাদার মঙ্গল কামনা করি। সেই সাথে সকল অ্যাডমিন,মডারেটর ও মেম্বার দের ও মঙ্গল কামনা করি। আরো প্রার্থনা করি হাজার বছর আয়ু হোক আমাদের এই কমিউনিটির আর আমরা যেন আরো জনপ্রিয় হয়ে উঠতে পারি।আবারো আমার বাংলা ব্লগকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমার এই পোস্ট শেষ করছি।

আজকের পোস্ট এপর্যন্তই। সম্পুর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনীয়। কেমন লাগল অবশ্যই জানাবেন
Sort:  
 last year 

এই ব্লগের এইতো এক সুবিধা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না। সবাই সবার পরিপূরক হিসেবে কাজ করি। যার ফলে সবার মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পন্ন খুব ভালোভাবে হয়ে যায়। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য খুব ভালো মাধ্যম হলো ডিস্কোর্ড। যার কারণে আমরা একে অপরের সঙ্গে আলাপ করে ভালো মন্দ অনেক কিছু ঠিক করে নিতে পারি। আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া।

 last year 

হ্যা আসলেই ডিস্কর্ড না হলে আমাদের বন্ধন এত শক্তিশালী হত না। ধন্যবাদ আপু গোছানো,সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

কোন একটা প্লাটফর্মে প্রথমে জয়েন করলে আসলে একটু নার্ভাসই লাগে কি করব কি করব ।যদিও আমি এই ককমিউনিটির শুরু থেকে রয়েছি তারপরও প্রথম দিকে আমারও এমন হতো প্রতিদিন কি পোস্ট দিতে পারব কিনা কি দিব। তারপরও দিতে দিতে এই পর্যন্ত এসেছি। আর এখানে সবাই এতটা ফ্রেন্ডলি যে কোন একটি অসুবিধায় পড়লে সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে। একেই তো একটি পরিবার বলে।

 last year 

একদম ঠিক বলেছেন আপু। এই জন্যই আমরা একটি পরিবার৷

Posted using SteemPro Mobile

 last year 

আসলে এই ব্লগের সবাই অনেক ফ্রেন্ডলী। সবাই সবার সাথে খুবই ভালোভাবে মিশে এবং একে অপরকে অনেক কাজে সাহায্য করে। সত্যি ডিসকোডের মাধ্যমে আমরা সবার সাথে পরিচিত হতে পেরেছি এবং একে অপরের সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। আপনি আমার বাংলা ব্লগের শুভ জন্মদিন উপলক্ষে নিজের অনুভূতিটা খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার অনুভূতিটা পড়ে খুবই ভালো লেগেছে আমার কাছে। ভালো লাগলো সম্পূর্ণটা পড়ে।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

প্রথমেই আমার বাংলা ব্লক কে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগের জন্মদিন নিয়ে নিজের অনুভূতিটা খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করেছেন। এই অনুভূতিটা সত্যি একেবারে অন্যরকম। আসলে সবার সাথে মেশার পরে ভয় সব দূর হয়ে গিয়েছিল। সত্যি এই কমিউনিটি সৃষ্টির মহৎ উদ্যোগটি নেওয়ার জন্য দাদাকে অন্তরে অন্তর থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনার অনুভূতিটা বেশ ভালোই উপভোগ করলাম।

 last year 

আপনি উপভোগ করতে পেরেছেন জন্য আমার লেখা সার্থক।ধন্যবাদ আপু সুন্দর,গোছানো মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ওয়াও দারুন ছিল জন্মদিনে উপলক্ষে আমার বাংলা ব্লগ কে স্মরণীয় করে রাখার জন্য। সত্যি এই বিশেষ দিনটি আমাদের জন্য অনেক বড় স্মরণীয় দীর্ঘ দুই বছরের পথ চলা কখনোই ভুলবো না। আপনার জন্মদিন পালনের বিষয়টি আমরাও ভাগাভাগি করে নিলাম ভালো লাগলো।

 last year 

সুখ ভাগাভাগি করলে বাড়ে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

প্রথমে জানাই আমার বাংলা ব্লগের জন্মদিনে উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে অনেক কথা বলেছেন।আমার অনেক ভালো লাগলো আপনার কথাগুলো পড়ে। শুভকামনা রইল ভাই এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর গোছানো মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

আমি যখন প্রথম আমার বাংলা ব্লগে জয়েন করি তখন আমার ভিতরে এতটা ভয় কাজ করছিল না যতটা আপনার প্রথম দিকে ব্লগিং করতে করছিল। কারণ আমি তো বিউটি অফ ক্রিয়েটিভিটি কমিউনিটি তে আগে পোস্ট করতাম। তারপরেও আসলে এখানের নিয়ম কানুন অন্যান্য কমিউনিটি থেকে অনেকটাই আলাদা থাকার কারণে বেশ অসুবিধা হতো। তবে ক্লাস করার পর থেকে সেই সমস্যাগুলো একে একে সলভ হয়ে গেছে। আসলে আমারও মনে হতো যে এরকম এত ভালো ভালো ব্লগারদের ভিতরে আমি কি করে ব্লগিং করব এবং আমার লেখাগুলো কি সবাই পছন্দ করবে...? তবে আস্তে আস্তে এই মানুষগুলোর উৎসাহ পেয়ে কেন জানিনা মনে অনেক বল পেয়ে ছিলাম তখন। খুব ভালো লাগলো আপনার অভিজ্ঞতা জেনে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88619.11
ETH 3331.99
USDT 1.00
SBD 2.95