মুখবির-স্টোরি অফ এ স্পাই

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগ বাসী।আশা করি সবাই সুস্থ আছেন।এই শীতের দিনে চারদিকে রোগের ছড়াছড়ি।সবাই একটু সাবধানে থাকবেন।সুস্থতা অনেক বড় আশীর্বাদ।

IMG_20221125_125154.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এই রিভিউটি দেওয়ার কথা ছিল গত শুক্রবার।পুরো সপ্তাহের মাঝে শুক্রবারেই একটু সময় পাওয়া যায়।গত শুক্রবার ব্যস্ত থাকায় আজ দিচ্ছি।স্পাই থ্রিলার আমার সব সময়ের পছন্দের।আজ সেই সিরিজের তৃতীয় পর্বই শেয়ার করব আপনাদের সাথে। হেভি স্পয়লার থাকবে,তাই পড়ার আগে ভেবে নিবেন।

সংক্ষিপ্ত বর্ণনা

সিরিজের নামমুখবির-স্টোরি অব এ স্পাই
সিজন
পর্ব
জনরাস্পাই,থ্রিলার
অভিনয়েপ্রকাশ রাজ,জৈন দুররানি,আদিল হুসেইন,সত্যদীপ মিশ্রা
পরিচালকশিবাম নায়ার,জয়প্রদ দেশাই
রিলিজ ডেট১১নভেম্বর ২০২২

সংক্ষিপ্ত প্লটঃ

পর্বের প্রথমেই আমরা দেখতে পাই,পাকিস্তানী এক জেনারেল তার অধীনস্থ তিনজন সেনা কর্মকর্তার সাথে কথা বলছেন।পাকিস্তানী প্রেসিডেন্ট চেয়েছিলেন কাশ্মীর আক্রমন করতে, কিন্তু পাকিস্তানী জেনারেল চেয়েছিলেন তিনি পুরো ভারত আক্রমন করবে।এই কথা এই তিনজনের মাঝে একজন প্রেসিডেন্ট এর কাছে ফাস করে দেয় প্রমোশন এর জন্য।এজন্যই রাগ হয়ে যান জেনারেল। জবাব দিহি চান কে এই কাজ করেছে।যদি স্বীকার না করে তবে তাদের পরিবার কে ক্যান্টমেন্টের ভেতরেই খুন করা হবে।

IMG_20221221_151738.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এরপর একজন অফিসার স্বীকার করে,তাকে জেনারেল অনেক গালাগালি করেন এবং বের করে দেওয়া হয় সেনাবাহিনী থেকে।এর মাঝেই আমরা দেখতে পাই কর্ণেল জেদির লোক হারফান এর পিছু করছে।একসময় হারফান ফল কিনে এগোতে নিলে, একজন তাকে আটকায়।বলে তুমি ফলওয়ালা কে জাল নোট দিয়েছ।আমরা পুলিশের লোক।জাল নোট দেওয়ার অপরাধে গ্রেফতার করলাম তোমাকে।এই বলে কর্ণেল জেদির লোক হারফান কে চোখ বেধে একটি গোপন আস্তানায় নিয়ে যায়।

IMG_20221221_151705.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

সেখানে একটু পরেই কর্ণেল জেদি চলে আসেন। কর্ণেল তাকে জেরা করতে শুরু করে।কেন তার ১.৫ ঘন্টার রাস্তা ৪ঘন্টা লাগল,সে কোন আতর ব্যবহার করে,তাকে যে আক্রমন করেছিল সে কিভাবে মারা গেল।তারপর বলতে শুরু করল সত্য না বললে তাকে মেরে ফেলা হবে।কিন্তু হারফান বারবার একই কথা বলতে থাকল।

IMG_20221221_152011.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

কিন্তু ভারতে থাকা কর্ণেল এর গোয়েন্দা, ভারতের হারফান এর প্রাচীণ বাড়িতে জন গণনা কর্মকর্তা সেজে যায়।গিয়ে হারফান এর পরিবারের খোজ নেয়। তখন এক বৃদ্ধ বলে যে আসলেই হারফান নামে এক ছেলে আগুন থেকে বেচে যায়। তখন সে বিশ্বাস করে নেয় যে হারফান সত্যিই বলছে।

IMG_20221221_151758.jpg

স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার
সে কর্ণেল কে গোপনে সব জানিয়ে দেয়। তখন কর্ণেল হারফান কে ছেড়ে দেয় আর তার অধীনের অফিসার কে বলে হারফানের উপর নজর রাখতে।এরপর সেই অফিসার হারফান কে তার চাচার কাছে দিয়ে আসে।তার চাচা তাকে নিয়ে গাড়িতে করে বাড়ি যেতে যেতে তাকে কিছু প্রশ্ন করে, তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য।কিন্তু হারফান তাকে বলে তার ছোট বেলার কথা মনে নেই।

IMG_20221221_152106.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

এর মাঝেই হারফান যে ব্রিগেডিয়ার এর বিশ্বাস অর্জন করতে চেয়েছিল সে তাকে একটি কাজের ভার দেয়।তাকে কিছি জিনিস স্মাগলিং করে নিয়ে যেতে হবে কাশ্মীরে।হারফান তার সেই কাজ করে তার বিশ্বাস ভাজন হয়ে ওঠে।এর মাঝে হারফান যে শোরুমে কাজ করে তার মালিক একটি পার্টির আয়োজন করে,সেখানে সে সেই ব্রিগেডিয়ার ও আরো একজন হোমড়াচোমরা ব্যক্তিকে দাওয়াত করেন।

IMG_20221221_152143.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

হারফান এর হ্যান্ডেলার তাকে আগেই জানায় যে সেই হোমড়াচোমরা ব্যক্তিটা প্যাটন ট্যাংকের এজেন্ট। তাই তাদের কথা গোপনে রেকর্ড করতে হবে।হারফান একটি অ্যাশট্রের নিজে একটি ছোট টেপরেকোর্ডার সেট করে সেটা ঐ মিটিং রুমে রেখে আসে। সেই পার্টিতে হারফান এর সাথে নাইকার দেখা হয়।তার সাথে কথা বলতে বলতে মিটিং শেষ হয় একসময়।কিন্তু হারফান হারিয়ে ফেলে সেই অ্যাশট্রে টা।এখন এই অ্যাশট্রে ভুল মানুষের হাতে পড়লে হারফানের মিশন ব্যার্থ।

IMG_20221221_151812.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

হারফান কি পারবে সেই টেপরেকোর্ডার টি খুজে বের করতে পারবে?জানতে পারবে প্যাটন ট্যাংকের গোপন কথা? জানতে হলে দেখে ফেলুন।

ব্যাক্তিগত মতামতঃ

সিরিজের প্রতিমুহুর্তেই রয়েছে টানটান উত্তেজনা।প্রতিমুহুর্তেই মনে হবে এই বুঝি ধরা পরবে হারফান।এই বুঝি কি জানি কি হয়।স্নায়ু উত্তেজনায় টানটান হয়ে থাকবে।এক কথায় অসাধারণ।সময় নিয়ে দেখে ফেলুন দুর্দান্ত এই সিরিজটি।

ট্রেইলারঃ

কেমন লাগল রিভিউটি অবশ্যই জানাবেন।সম্পূর্ণ রিভিউটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।ভুল ত্রুটি মার্জনীয়।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  
 2 years ago 

আসলে বর্তমানে ব্যস্ততার কারণে কোন ধরনের মুভি বা, সিরিজ দেখতে পারি না। আপনার রিভিউ করা মুখবির-স্টোরি অফ এ স্পাই পর্ব দুই দেখে ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে রিভিউ করেছেন অবশ্যই সময় পেলে দেখে নেবো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি দেখি ভাইয়া থ্রিলার সিরিজ গুলোর করতে খুব পছন্দ করেন। এ ধরনের সিরজ গুলোতে একটা টানটান উত্তেজনা থাকে। সিরিজের প্রতিমুহুর্তেই মনে হবে এই বুঝি ধরা পরবে হারফান।এই বুঝি কি জানি কি হয়।স্নায়ু উত্তেজনায় টানটান হয়ে থাকবে। পড়বে কি হবে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63