সংস্কৃত শিক্ষা

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগবাসি।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আমি একটি কোর্সে ভর্তি হয়েছি।এটা নিয়েই আজ লিখব।

IMG-20230625-WA0000.jpg

শিক্ষার কোন শেষ নেই।জন্ম থেকে শুরু কবর পর্যন্ত শিক্ষা৷ আমরা জন্ম থেকেই দুইটি চোখ নিয়ে জন্মগ্রহণ করেছি।কিন্তু এই পৃথিবীতে সুন্দর ভাবে বেচে থাকার জন্য এই দুইটি চোখ যথেস্ট নয়৷ এই দুই চোখের পাশাপাশি দরকার জ্ঞান চক্ষু। আর এই জ্ঞান চক্ষু খোলার জন্য শিক্ষার কোন বিকল্প নেই৷

আমি ছোট থেকেই শিক্ষানুরাগী। ভাববেন না নিজের ঢোল নিজে পিটাচ্ছি।শিক্ষানুরাগী বললাম এর মানে কিন্তু ভাল ছাত্র নই,আমি কখনোই ভাল ছাত্র ছিলাম না।আমার আগ্রহ কখনোই নির্দিষ্ট কোন বিষয়ে সীমাবদ্ধ ছিল না। যখন যা সামনে পেতাম তাই পড়তাম।তবে আমার আগ্রহ সব থেকে বেশি কাজ করত আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়ে।

IMG-20230627-WA0003.jpg

আমাদের হাজার বছরের পুরোনো সনাতন ধর্ম। এই ধর্মে রয়েছে অনেক প্রাচীণ ধর্মীয়গ্রন্থ।এসব ধর্মীয় গ্রন্থে লুকোনো আছে হাজার বছরের জ্ঞান। এই জ্ঞান গুলোর প্রতিই আমার প্রবল আগ্রহ।তবে জ্ঞান গুলো অর্জন করার পথে একটু বাধা আছে। সেই বাধা টা হল ভাষা গত বাধা।

বইগুলো সব প্রাচীণ সংস্কৃত ভাষায় লেখা।আর বর্তমানে সংস্কৃত ভাষা প্রায় বিরল। আশেপাশে অনেক খোজ করেছি এই ভাষা শেখার জন্য।কিন্তু শিক্ষক পাইনি।ফলে এই জ্ঞান ভান্ডার এখনো আমার কাছে অধরাই ছিল। কিন্তু কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়।

IMG-20230627-WA0002.jpg

ওম শান্তি ওমের একটি ডায়লগ আছে না,"তুমি যদি কোন কিছুকে মন থেকে চাও,তাইলে পুরো পৃথিবী সেই জিনিসকে তোমার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে।তেমনি হঠাৎ সেদিন ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখলাম। বিজ্ঞাপনে বলা ছিল সংস্কৃত শিক্ষা কোর্স।জুম অ্যাপে ক্লাস নেবে,সেই সাথে দুইটি সংস্কৃত শিক্ষার দুইটি বই ফ্রি।আর কোর্স ফি ও অনেক কম মাত্র ১০০০/-টাকা। কোর্স শুরু হবে তিন জুলাই থেকে।

IMG-20230629-WA0001.jpg

আমি যেন হাতে চাঁদ পেলাম,কিন্তু তারপরও সমস্যা দেখা দিল মাসের শেষে হাত খালি। কিন্তু এই সুযোগ ছাড়তে নারাজ,স্টুডেন্ট এর থেকে অ্যাডভান্স নিয়ে ভর্তি হয়ে গেলাম।গতকাল ছিল উদ্বোধনী অনুষ্ঠান।খুব ভালভাবে ফেসবুক লাইভে অনুষ্ঠান টি সম্পন্ন হয়।আগামী তিন তারিখ থেকে ক্লাস শুরু। ক্লাস হবে সপ্তাহে দুইদিন। আশা করি খুব শীঘ্রই ভালভাবে সংস্কৃত টা রপ্ত করতে পারব।সবাই দোয়া করবেন আমার জন্য।

আজকের পোস্ট এপর্যন্তই।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।ভুল ত্রুটি মার্জনীয়।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  
 last year 

জি ভাইয়া ঠিক বলেছেন, শিক্ষার কোন শেষ নেই। আপনার সংস্কৃত শিক্ষাকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনার আগ্রহই আপনার টাকার ব্যবস্থা করছে। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে আমাদের জন্ম থেকে ২টি চক্ষু থাকলেও জ্ঞানচক্ষু থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এটা আমরা শিক্ষা থেকেই অর্জন করতে পারব। ৩ জুলাই থেকে আপনার কোর্স শুরু হবে এটা জেনে খুব ভালো লেগেছে। আসলে এরকম কথাগুলো শুনলে আরো বেশি আনন্দ হয়। আশা করছি আপনি ঠিক ভালোভাবে কোর্স করতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62082.09
ETH 2434.81
USDT 1.00
SBD 2.66