ম্যান্ডেলা আর্ট|| দ্বিতীয় চেষ্টা

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগ এর সহ ব্লগার গণ।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।পোস্টে ভ্যারিয়েশন আনার জন্য প্রতিদিন নিত্যনতুন আইটেম ট্রাই করতেছি।সেই সুবাদেই আজ একটি ম্যান্ডেলা আকার চেষ্টা করব।

IMG_20221123_133143.jpg

আমার বাংলা ব্লগে থাকলে আপনি স্বয়ংক্রিয় ভাবেই ক্রিয়েটিভ হয়ে যাবেন।এর মানে কি আমি ক্রিয়েটিভ হয়ে গেছি? আরে না,আমার সাথে ক্রিয়েটিভিটির সম্পর্ক রেগে যাওয়া বউ আর তার বেচারা স্বামীর মত।যে জানেই না তার কি দোষ,কিন্তু তারপরেও বউকে তেল দিয়ে যাচ্ছে।আমিও তেমন চেষ্টা করে যাচ্ছি।দেখা যাক কতদুর কি হয়।তারপর চলুন শুরু করা যাক আমাদের আর্ট।

প্রয়োজনীয় উপকরণ

প্রয়োজনীয় উপকরণ
পেন্সিল
পেন্সিল কম্পাস
সাধারণ কম্পাস
জেল পেন
স্কেল

20221123_142422.jpg

কার্যপদ্ধতি

শুরু করার আগে একটা কথা,আমি ধরে নিলাম আপনারা ম্যান্ডেলা গ্রিড আর্ট করতে পারেন।আর যদি না পারেন তবে কমেন্টে সেটা বলবেন নেক্সট পোস্টে দেখাব কিভাবে ম্যান্ডেলা গ্রিড বানাতে হয়।

প্রথম ধাপ

প্রথমে একটি খাতায় একটি ম্যান্ডেলা গ্রিড আর্ট করে নিয়েছি।

IMG_20221123_121213.jpg

দ্বিতীয় ধাপ

এরপর একটি বৃত্ত একে নিয়েছি এবং বৃত্তের মাঝে পাপড়ি আর্ট করেছি।আমার পেন্সিল কম্পাসের ভেতর জেল পেন যাচ্ছিল না তাই সাধারণ কম্পাস দিয়ে বৃত্ত একে নিয়ে তারউপর জেলপেন দিয়ে হাত ঘুরিয়ে বৃত্ত বানিয়েছি।সব বৃত্ত গুলোই এভাবে বানানো,তাই ট্রেসিং ভাববেন না।

IMG_20221123_121654.jpg

তৃতীয় ধাপ

এরপর পাপড়ি ও বৃত্তের মাঝে থাকা ফাকা জায়গা গুলো জেলপেন দিয়ে ভরাট করে দেই এবং আরো ২টি বৃত্ত একে নেই।পাপড়ি গুলোর মাঝে লম্বা দাগ দেই।

IMG_20221123_122329.jpg

চতুর্থ ধাপ

এরপর নতুন আকা বৃত্তটি জেলপেন দিয়ে ভরাট করে দেই এবং পাপড়ি গুলোর মাথার দিকে ছোট বিন্দু দেই।

IMG_20221123_122933.jpg

পঞ্চম ধাপ

এরপর একটু দূরে আরেকটি বৃত্ত আর্ট করি এবং বৃত্তের উপর পাপড়ি বানিয়ে নিই।

IMG_20221123_123605.jpg

ষষ্ঠ ধাপ

এরপর পাপড়ি গুলোর মাঝে আংশিক ভরাট করি এবং একটি বৃত্ত একে নেই।

IMG_20221123_124506.jpg

সপ্তম ধাপ

এরপর বৃত্ত ও পাপড়ি গুলোর মাঝের ফাকা যায়গা জেলপেন দিয়ে ভরাট করে দেই এবং অল্পদুরে আরেকটি বৃত্ত একে গাঢ় করে নিই।

IMG_20221123_130045.jpg

অষ্টম ধাপ
বৃত্তটির উপর আবার পাপড়ি একে নিই এবং এই পাপড়ি গুলোর মাঝে অপেক্ষাকৃত ছোট পাপড়ি একে নিই।

IMG_20221123_130810.jpg

তৃতীয় ধাপ

ছোট পাপড়ি গুলোর মাঝে লম্বা লম্বা সরল রেখা আকি।২টি পাপড়ির মাঝে একটি করে ছোট বৃত্ত আকি।আপনার আবার আমার মত একদম ছোট বৃত্ত আকবেন না।

IMG_20221123_131444.jpg

নবম ধাপ

এরপর ছোট বৃত্ত গুলো বাদে এ পাপড়ি গুলোর চারপাশে আরেকটি বৃত্ত আকি এবং বৃত্ত ও পাপড়ি গুলোর মাঝের ফাকা জায়গা জেলপেন দিয়ে ভরাট করে দেই।তবে ছোট বৃত্ত গুলো ভরাট করা যাবে না।

IMG_20221123_132757.jpg

দশম ধাপ

এরপর ভেরিফিকেশন এর জন্য নাম স্বাক্ষর করি এবং চারপাশের অতিরিক্ত গ্রিড গুলো মুছে ফেলি।

IMG_20221123_132817.jpg

IMG_20221123_133143.jpg

আজকের আর্ট এ পর্যন্তই।আশা করি আপনাদের ভাল লেগেছে।আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ।আপনার কোন মূল্যবান পরামর্শ থাকলে অবশ্যই শেয়ার করবেন।ভুল হলে ধরিয়ে দেবেন।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  
 2 years ago 

ভাইয়া অনেক সুন্দর হয়েছে। 😍 আমার কাছে অনেক ভাল লাগলো। আপনি ধাপে ধাপে দেখিয়ে দিলেন। কেউ চেষ্টা করলে এঁকে নিতে পারবে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমিও চেষ্টা করব। সত্যি কথা বলতে এসব আঁকা সময় নিয়ে করতে হয়। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হ্যা আপু অনেক সময় নিয়ে করতে হয়।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে। আসলে মানুষের অসাধ্য কিছুই নেই। মানুষ চেষ্টা করলে সব পারে। এভাবে এগিয়ে যান একদিন আরো অনেক ভালো হবে।আমি আর্ট করতে পারিনি তেমন, তবে ভাবছি আপনার মতো লেগে পড়বো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

লেগে পড়ুন আপু।আপনিও পারবেন।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

অক্লান্ত পরিশ্রম ও ধৈর্যের সমন্বয়ে কিন্তু মেন্ডেলা আর্ট করা সম্ভব। আর সেটি আপনি প্রথম এবং দ্বিতীয়বার যথাযথ করেছেন। অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি মেন্ডেলা আর্ট উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন প্রচুর সময় লাগে আর ধৈর্য এর কথা নাই বলি আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ যোগানোর জন্য।

 2 years ago 

ভাইয়া গতবারের চাইতে এবার অনেক সুন্দর হয়েছে। আছতে আছতে দেখবেন অনেক ভালো করবেন একদিন।এই আর্ট গুলো হচ্ছে যতো করা যাবে ততই সুন্দর হবে। এগুলো সাধারণত প্র্যাকটিস এর উপর অনেকটা নির্ভর করে। ম্যান্ডেলা আর্ট গুলো ছোট ছোট কারুকাজ বেশি থাকলে দেখতে অনেক সুন্দর দেখাবে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।

 2 years ago 

আসলেই ভাইয়া। খেয়াল করলাম গতবারের থেকে এবার ইজি লাগছে।ধন্যবাদ সুন্দর গোছানো মন্তব্য করার জন্য।

 2 years ago 
আপনার এই ম্যান্ডেলা আর্টটি দারুণ হয়েছে। আসলে চেষ্টার মাধ্যমে প্রতিটি ব্লগার তার ক্রিয়েটিভিটি প্রকাশ করছে। যার দরুন আজ আমরা এত সুন্দর সুন্দর চিত্রাঙ্কন দেখতে পাচ্ছি।এবারের ম্যান্ডেলা আর্টটি ধাপে ধাপে এবং নিখুঁতভাবে অঙ্কন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ও চমৎকার ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া অসাধারণ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আসলে এ ধরনের ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে অত্যান্ত নিখুঁতভাবে মেন্ডেলা আর্টিস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পুরো পোস্টটি দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনি পর্যায়ক্রমে আমাদের মাঝে পুরো পোস্টটি শেয়ার করেছেন‌। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি গোছানো মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ মজা পেলাম আপনার রেগে যাওয়া বউ আর বেচারা স্বামীর তুলনাটা শুনে 😁😁। না ভাইয়া আপনার আর্টটি দেখলেই বলতে হবে আপনি ক্রিয়েটিভ হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা মেন্ডেলা আর্ট শেয়ার করেছেন।ভাই আমার কাছে বেশ ভালো লেগেছে। ভিতরের কাজগুলো খুব নিখুঁতভাবে করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু।অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য দেখে।

 2 years ago 

আপনার আর্ট দেখে বোঝা যাচ্ছে খুবই দক্ষতার সাথে এঁকেছেন। আপনার আর্ট আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ যোগানোর জন্য।

 2 years ago 

ওয়াও অসাধারন মান্ডালা আর্ট করেছেন তো দেখছি। ফুলটি আপনি খুব সুন্দর ভাবে সঠিক মাপ অবলম্বন করে অঙ্কন করার কারণে বেশি পারফেক্ট হয়েছে ।কোন একটি পাতা এদিক সেদিক হয়নি। প্রতিটি ধাপ আমাদের মাঝে অনেক সহজভাবে অংকন করে দেখিয়েছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। অনেক উৎসাহ বোধ করছি।ধন্যবাদ উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63875.92
ETH 2747.99
USDT 1.00
SBD 2.65