লেভেল ৩ হতে আমার অর্জন by @shyamshundor

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG20220802194731.jpg

নমষ্কার/আদাব। লেভেল থ্রি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা লেভেল থ্রি তে আমরা মার্কডাউন সম্পর্কে ভালভাবে জানতে পারি।

মার্কডাউনঃ

আমাদের লেখাগুলো কে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা কিছু কোড ব্যবহার করি।এই কোড গুলো কে মার্কডাউন বলা হয়।

মার্কডাউনের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

মার্কডাউন কিছু কোডের সমষ্টি।মার্কডাউন এর কিছু গুরুত্ব নিম্নরূপঃ
১.আমাদের লেখা গুলো কে সুন্দর ও আকর্ষণীয় করতে।

২.আমাদের সৃজনশীলতা প্রকাশের জন্য।

৩.লেখার মাঝখানে কোন পয়েন্ট হাইলাইট করতে।

৪.কোন অংশ কে বোল্ড বা ইটালিক করতে।

৫.প্যারা কে জাস্টিফাই করতে।

৬.লেখা কে পাঠকের কাছে আকর্ষনীয় করতে।

পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না করিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

কোডের আগের চারটি স্পেস দিলেই কোড দৃশ্যমান হবে।

উদ্দীপকের টেবিলটির কোড নিম্নরুপ

|user|post|steem power|
|----|----|----|
|user-1|10|500|
|user-2|20|9000|

সোর্স উল্লেখ করার নিয়ম কি?

প্রথমে থার্ড ব্রাকেট এর মধ্যে সোর্স লিখতে হবে যেমনঃ[সোর্স] এরপর ফার্স্ট ব্রাকেট এর মাঝে লিংক দিতে হবে।যেমনঃ(লিংক)

আউটপুটঃ সোর্স

বৃহৎ হয়ে ক্ষুদ্র ১-৬ পর্যন্ত হেডার গুলো হল

# header1
## header2
### header3
#### header4
##### header5
###### header6

আউটপুট

header1

header2

header3

header4

header5
header6

টেক্সট জাস্টিফাই এর কোড নিচে দেওয়া হলঃ

<div class="text-justify">  text </div>

কনটেন্টের টপিক নির্বাচনে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিৎ তা নিম্নরুপ

১.জ্ঞান ২.সৃজনশীলতা ৩.অভিজ্ঞতা

কোন টপিকে ব্লগ লিখতে গেলে সেই টপিক সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন কারনঃ

জ্ঞান বলতে বোঝায় কোন জিনিস সম্পর্কে আমাদের ধারনা।আমাদের কোন বিষয়ে যত ভাল জ্ঞান থাকবে আমরা সেই বিষয় কে তত সুন্দর ভাবে তুলে ধরতে পারব।যদি কোন বিষয়ে জ্ঞান না থাকে তাইলে সেই বিষয়টি আমরা যথাযথ ভাবে উপস্থাপন করতে পারব না।অথবা ভুলভাবে উপস্থাপন করে ফেলব।তাই কোন টপিকসে ব্লগ লিখতে গেলে আমাদের সেই টপিকস সম্পর্কে জ্ঞান থাকতে হবে।নতুবা আমরা যথাযথ ভাবে টপিকস টি তুলে ধরতে পারব না।

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

$7 এর ভোট থেকে আমি পাব $3.5।স্টিমের মূল্য $0.50 হলে $1 এ পাব 2স্টিম তাইলে $3.5এ পাব (3.5*2)=7 স্টিম।আর যেহেতু কিউরেটর দের sp দেওয়া হয় তাই আমি এই 7স্টিম sp হিসেবে পাব।

সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশলঃ

সর্বোচ্চ রিওয়ার্ড পাওয়ার জন্য পোস্ট দেওয়ার সাথে সাথেই ভোট দেওয়া যাবে না।৬মিনিট পর ভোট দিতে হবে।আবার ৬দিন ১২ঘন্টার পর ভোট দেওয়া যাবে না।৬মিনিট এর আগে ভোট দিলে আমরা আমাদের রিওয়ার্ড এর একটি নির্দিষ্ট অংশ হারাব যা প্রাইস পুলে যোগ হবে।

নিজে কিউরেশন করলে বেশি আয় হবে নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আয় হবে?

অবশ্যই @Heroism এ ডেলিগেশন করলে। কারন আমি নিজে নিজে ভোট দিলে ২,৩ সেন্ট এর ভোট পরবে। যেখানে থেকে আমরা বেশি রিওয়ার্ড পাব না।কিন্তু @Heroism ভাল পোস্ট গুলো খুজে বের করে বেশি পরিমান ভোট দিবে।ফলে আমাদের রিওয়ার্ড ও অনেক বেশি হবে।তাই @Heroism এ ডেলিগেশন করলে বেশি আয় হবে।

আমার লিখিত পরীক্ষা এখানেই শেষ করছি।আমাদের সব প্রফেসর ও সহকারী প্রফেসর কে ধন্যবাদ।সম্মানিত @alsarzilsiam ভাইকে অনুরোধ করছি আমার পোস্ট টি দেখার জন্য।যদি কোন ভুল ত্রুটি হয় তাইলে দয়া করে দেখিয়ে দেবেন।

Sort:  
 2 years ago 

আপনি লেভেল ৩ এর প্রত্যেকটি প্রশ্ন সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনার উপস্থাপনা টি ও ছিল দেখার মতো। আমি বিশ্বাস করি আপনি একজন ভাল মানের ব্লগার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া রাখবেন।

 2 years ago 

লেভেল থ্রি তে আপনাকে দেখে খুবই আনন্দিত হলাম, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা যাতে খুব শীঘ্রই বাকি লেভেলগুলো কমপ্লিট করতে পারেন ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

আপনি লেবেল ৩ থেকে অনেক কিছু অর্জন করেছেন তা আপনার পোস্ট দেখেই বুঝা যাচ্ছে। সত্যি আমাদের প্রফেসর আমাদের জন্য অনেক কষ্ট করে এবং অবশ্যই আমাদের তা নিয়ম মেনে সামনে এগিয়ে যাওয়া উচিত। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।আপনার জন্যও শুভ কামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনি লেবেল থ্রি হতে খুব ভালো পরীক্ষা দিয়েছেন। লেভেল থ্রি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনি লেভেল থ্রি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

লেভেল থ্রিতে শেখানো প্রতিটি বিষয় আপনি চমৎকারভাবে লিখিতভাবে বর্ণনা করেছেন। আর এ থেকে বুঝতে পারলাম আপনি লেভেল থ্রিতে শেখানো বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন।
এভাবেই দক্ষতার সাথে এগিয়ে যান এ কামনাই করি। শুভকামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা

 2 years ago 

ভাই লেভেল থ্রি এর লিখিত পরীক্ষা খুব সুন্দর গুছিয়ে উপস্থাপন করেছেন। আর আপনার উপস্থাপনা দেখে বেশ বুঝতে পারছি লেভেল থ্রি এর ওপরে আপনার বেশ দক্ষতা অর্জন হয়েছে। আর এই দক্ষতাকে কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন দক্ষ ভেরিফাইড মেম্বার হয়ে উঠুন এই কামনা করছি। ধন্যবাদ

 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।

 2 years ago 

বাহ বেশ চমৎকার সুন্দর গুছিয়ে পোস্টে উপস্থাপন করেছেন, আশা করি খুব শীঘ্রই আপনি আপনার লেবেলগুলো পরিবর্তন করতে পারবেন, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও শুভ কামনা রইল।

 2 years ago 

প্রতিটি প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়ে সাফল্যের পথে আরো একধাপ এগিয়ে গেলেন।আর এভাবেই কাঙ্খিত গন্তব্যে পৌঁছে যান সেই কামনা করি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার জন্যও রইল অনেক শুভ কামনা।

 2 years ago 

লেভেল-৩ আমাদের প্রতিটি ইউজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মার্কডাউন জানা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনার উত্তর পত্র পড়ে ভালো লাগলো। শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও অনেক শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60612.92
ETH 2607.99
USDT 1.00
SBD 2.65