"তারানাথ তান্ত্রিক" বই রিভিউ

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার বন্ধুরা।আশা করি সবাই ভালো আছেন।আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি বই এর রিভিউ নিয়ে।
তবে আজকের রিভিউ টি কিন্তু কোন থ্রিলার বা সাইকোপ্যাথ এর নয়।আজকের বই টি একটু আলাদা।আজকের বইটি ঠিক কোন জনরায় ফেলতে হবে তা নিয়ে নিজেই একটু কনফিউশান এ ছিলাম।তো বেশি বকবক না করে চলুন হারিয়ে যাই বই এর দুনিয়ায়।

IMG_20220707_092240.jpg

বইঃ ** তারানাথ তান্ত্রিক**
লেখকঃবিভূতিভূষন বন্দপাধ্যায়,তারাদাস বন্দোপাধ্যায়।
জনরাঃ রহস্য,মাইথলজি,হরর।

প্রথমেই অবাক হচ্ছেন একটি বই এর লেখক কিভাবে দুজন হন। তাইনা? আসলে বিভূতিভূষণ আর তারাদাস বাবা ছেলে।বিভূতিভূষণের পর উনার ছেলে তারাদাস তার এই সিরিজটি এগিয়ে নিয়ে যান।তবে আপনি বইটি পড়ার পর বুঝতে পারবেন না লেখক বদল হয়েছে।
তারানাথ তান্ত্রিক কোন একক গল্প নয়। মূলত বইটি অনেকগুলো গল্পের সমষ্টি।এই বই এর অন্য একটি পার্ট রয়েছে,যেটির নাম অলাত চক্র।এই বই এর রিভিউ অন্য একদিন দেব।আজ তারানাথ কে নিয়েই বলা যাক।

IMG_20220707_092218.jpg

তারানাথ কে তান্ত্রিক বলা হলেও সে কিন্তু আদতে পুরোপুরি তান্ত্রিক নয়।সে একজন জ্যোতিষী। তবে সে বিভিন্ন আদিভৌতিক ঘটনার ও সমাধান করে।যার এক সময় অনেক পসার থাকলেও বর্তমানে অবস্থা কিছুটা পড়তির দিকে।তবে তারানাথ খুবই আড্ডা প্রিয় মানুষ। তার জীবনে রয়েছে অনেক বিচিত্র ও অলৌকিক অভিজ্ঞতা।ভাল শ্রোতা পেলেই সে তার জীবনের অভিজ্ঞতা মেলে ধরে।

গল্পের নায়ক তারানাথ হলেও এখানে লেখক তারানাথ এর শ্রোতার ভূমিকায় নিজেকে তুলে ধরেছেন। বৃষ্টি অথবা ছুটির দিন পেলেই লেখক এবং তার বন্ধু কিশোরী, তারানাথ এর বাড়ি ছুটে যান গল্প শোনার নেশায়।সাথে থাকে তারানাথ এর প্রিয় সিগারেট পাসিং শো। তারানাথ ও এরকম একান্ত শ্রোতা পেয়ে তুলে ধরে তার তান্ত্রিক জীবনের প্রথম দিক,সাধনা রত অবস্থায় সম্মুক্ষীন হওয়া কোন ভয়ংকর ঘটনার,অথবা সমাধান করা কোন অলৌকিক ঘটনার।
তার সেসব অভিজ্ঞতা শুনতে শুনতে আপনিও তার সাথে হারিয়ে যাবেন।তার গল্পের অলৌকিক এর পাশাপাশি হিন্দু ধর্মের প্রাচীন তন্ত্রমত ও মিথোলজি সম্পর্কে ও জানতে পারবেন।এছাড়া প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থার একটি সুন্দর বর্ননা পেয়ে যাবেন তার এই রচনায়।

IMG_20220707_092154.jpg

ব্যক্তিগত মতামতঃগল্প গুলো অনবদ্য।লেখক এর সহজ সরল বর্ননায় আপনি হারিয়ে যাবেন।বইটি শেষ হওয়ার পর আফসোস হচ্ছিল, এত সুন্দর বই কেন এত দ্রুত শেষ হয়ে গেল।বইটিকে আমি ১০ এ ১০ দেব।আশা করি আপনাদের ও অনেক ভাল লাগবে। যদি প্রতিটি গল্পের রিভিউ চান তাহলে কমেন্টে জানাবেন।

বিঃদ্রঃ এই বইয়ের আলোকে "তারানাথ তান্ত্রিক" নামের একটি ওয়েব সিরিজ বানানো হয়েছে। তবে আগে গল্প গুলো পড়ে তারপর সিরিজ টি দেখবেন।
হ্যাপি রিডিং

Sort:  
 2 years ago 

বাংলা সাহিত্যের যতগুলো অলৌকিক বা ভুতুড়ে গল্প উপন্যাস আমি পড়েছি তার মধ্যে এই তারানাথ তান্ত্রিকের গল্প আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারানাথ তান্ত্রিকের সবগুলো বই আমি অনেক আগেই পড়েছি। বলতে গেলে পড়তে পড়তে আমি অভিভূত হয়ে গেছি। সবচেয়ে ভালো লেগেছে অলাত চক্র। এত সুন্দর একটি বইয়ের রিভিউ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি অনেকেই আপনার রিভিউ পড়ে বইটি পড়ার ব্যাপারে আগ্রহী হবেন

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।ভেবেছিলাম এরপর অলাত চক্রের রিভিউ দিব।

 2 years ago 

বর্তমান যুগে যদিও এসব তন্ত্র মন্ত্র ও আধ্যাত্মিক কার্যক্রম সম্পর্কে অনেকেই শুনে ও দেখে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। তারপরেও রহস্যময় এই প্রকৃতি ও মানব মন্ডলে অনেক কিছুই চক্ষু দৃষ্টির বাইরে ঘটে থাকে। যাই হোক আপনার উপস্থাপনা ও গল্পের পোট ভূমি এবং সেই সাথে গল্পের লোমহর্ষক কান্ড কারখানা, মনের মধ্যে অন্যরকম শিহরণ বয়ে নিয়ে আসলো। ভালো লাগলো অন্যরকম একটা পোস্ট শেয়ার করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা আপনার জন্য, দক্ষতা ও নতুন কলা কৌশলের মধ্য দিয়ে আমার বাংলা ব্লগের উজ্জ্বলতা আরও বৃদ্ধি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে সামনে এগিয়ে যান।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ যোগানোর জন্য।শুভ কামনা রইল আপনার প্রতি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55