বন্ধুর সাথে নতুন রেস্তোরায় খাওয়াদাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভালো আছেন।আমিও বেশ আছি।আজ আপনাদের সাথে একটি সুন্দর মূহুর্ত শেয়ার করতে যাচ্ছি।

IMG_20220820_200628.jpg

আমি বরাবরই খেতে ভালবাসি।তাই বলে আমাকে পেটুক ভাববেন না।শখের খাদ্যরসিক বলা যেতে পারে।নতুন জায়গায় ভ্রমণ,নতুন খাবার ট্রাই করা,নতুন রেস্তোরাঁয় খেতে যাওয়া আমার অন্যতম একটি শখ।আমার টিউশন এর টাকার অর্ধেক ব্যয় হয় এই খাবারের পেছনেই।

IMG-20220820-WA0026.jpg

IMG_20220820_195847.jpg

এলাকায় কিছুদিন হল একটি নতুন রেস্তোরাঁ হয়েছে।রেস্তোরার নাম টা বেশ জমকালো।চিকেন হাট
যাওয়ার সুযোগ খুজছিলাম কিন্তু আমার একা রেস্তোরাঁয় যেতে মোটেই ভাল লাগে না।বোনের পরীক্ষা তাই ওকে নিয়েই বেরোতে পারছি না।এমন সময় শিমুল এসে মুসকিল আসান হল।
গত সন্ধ্যায় বেরিয়েছিলাম শিমুলের কিছু কেনাকাটা করার জন্য।কেনাকাটা করতে করতে সন্ধ্যা লেগে যায়,এবং বেশ ক্ষুধাও পায়।তখন শিমুল কে বললাম চল কোথাও বসা যাক।তাই চলে গেলাম নতুন রেস্তোরাঁয়।

IMG_20220820_193037.jpg

রেস্তোরাঁ টি বেশ ছিমছাম গোছানো।আমরা যখন গিয়েছিলাম তখন ভিড় বেশি ছিল না।একটা ভাল জায়গা দেখে জমিয়ে বসলাম।কিন্তু শিমুল উসখুশ শুরু করল।কারন জানতে চাইলে বলল নতুন জায়গায় আসছি একটু ছবি তুলতে হবে না।শো অফ তো করা লাগবে।কয়েকটা ছবি তুলে দে। অগত্যা তুলে দিলাম কিছু ছবি আমিও কয়েকটা উঠিয়ে নিলাম।

IMG_20220820_194918.jpg

এরপর টেবিলে বসলাম।অনেকক্ষণ অপেক্ষা করলাম যে কেউ অন্তত মেনু কার্ড টি দিয়ে যাবে।কিন্তু আমাদের দিকে কারো নজরই নেই।অগত্যা নিজেই নিয়ে আসলাম।মেনু খুলে অবাক হবার পালা।অবাক হবার যথেষ্ট কারন ছিল।প্রথম কারন দাম দ্বিতীয় কারন খাবারের ভ্যারাইটি।এলাকার অন্যান্য রেস্টুরেন্ট এর তুলনায় দাম যথেস্ট চড়া।তবে অন্য রেস্টুরেন্ট এর তুলনায় খাবারের ভ্যারাইটি যথেস্ট বেশি।

এরপর অর্ডার দেব কিন্তু আমাদের প্রতি ওয়েটার মহাশয়ের কোন দৃষ্টিই ছিল না।১০মিনিট অপেক্ষার পরে আবার নিজের উঠে গিয়ে অর্ডার দিয়ে আসলাম। এরপর খাবারের জন্য অপেক্ষা।ভেবেছিলাম এবারো আমরা উপেক্ষিত হব কিন্তু না এবার বেশ তারাতারি খাবার চলে আসলো।কিন্ত এবার খেলাম এক নতুন ধাক্কা আমরা যা অর্ডার করেছি আমাদের দেওয়া হয়েছে সম্পূর্ণ আলাদা খাবার।

IMG_20220820_200551.jpg

ওয়েটার মামা কে বললাম মামা চেঞ্জ করে দেন।মামা আমারে বেশ কিছু দুঃখের কথা জানালো।বলল এখন খাবার টা চেঞ্জ করা যাবে না।এখন বলুন কেমন লাগে।যাই হোক ঝামেলায় না জড়িয়ে আমরা সেই খাবার টাই গ্রহণ করলাম।
তবে খাবার টি যথেস্ট সুস্বাদু ছিল।দামের তুলনায় পরিমান যথেষ্ট ভালই ছিল।নতুন তাই হয়ত সার্ভিসে একটি সমস্যা হচ্ছিল।অল্প কিছু সমস্যা বাদে সময় টি বেশ ভালই কেটেছে।রেস্তোরাঁর পরিবেশ টা অনেক সুন্দর ছিল।পরিবার বা বন্ধুবান্ধব দের সাথে ভাল সময় কাটানোর জন্য আদর্শ।

ফটোগ্রাফারবৃত্ত
ডিভাইসপোকো এক্স২
লোকেশনচিকেন হাট
Sort:  
 2 years ago 

অনেক ভালো লাগলো দেখে।বন্ধুর সাথে নতুন রেস্তোরায় খাওয়াদাওয়া। আসলে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাওয়া বা একটু ঘুরাঘুরি করা অনেক রোমান্টিক এবং হাসি তামাশার মধ্যে দিয়েই কাটে আর আপনি রেস্টুরেন্টে গিয়ে চিকেন হার্ট খেয়েছেন।অনেক সুন্দর ভাবে খাওয়া দাওয়া করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পোস্ট দেখেই বোঝা যাচ্ছে বন্ধুর সাথে নতুন রেস্তোরাঁয় খাওয়ার অনেক সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন সেই সাথে কিছু সুন্দর মুহূর্তের গল্প জানতে পারলাম। শুভকামনা রইল আপনাদের জন্য। বন্ধুত্বের বন্ধন চির অটল থাকুক।

 2 years ago 

অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইজান।

 2 years ago 

বন্ধুদের সাথে রেস্তোরাঁয় খাওয়া-দাওয়ার মুহূর্তটা খুবই সুন্দর হয়। যেটা সেরা মুহূর্ত হয়ে থাকে আমি অনেকবার রেস্তোরায় বন্ধুদের সাথে গিয়েছি সেই মুহূর্তটা উপভোগ করতে পেরে খুবই ভালো লাগতো।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

ভালো লাগলো আপনাদের আনন্দমুখর মুহূর্ত দেখে। বন্ধুর সাথে রেস্টুরেন্টে খাওয়ার আনন্দ আলাদা। সাথে আপনার বর্ণনাটাও খুব সুন্দর ছিল। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39