*নেমেসিস* বুক রিভিউ

in আমার বাংলা ব্লগ2 years ago

বইঃনেমেসিস
লেখকঃ মোহাম্মদ নাজিম উদ্দিন
জনরাঃক্রাইম,থ্রিলার
পৃষ্ঠাঃ২৬৬

ভাল কাজ করলেই কি ভাল মানুষ হওয়া যায়?
নেমেসিস বইটি বেগ-বাস্টার্ড সিরিজের একটি বই।সিরিজটির নাম প্রথমে শুনতে খটমট মনে হতে পারে,কিন্তু গুনী ব্যক্তিরা বলে গেছেন নামে কি এসে যায়।এই সিরিজের প্রত্যেকটি নামকরনের পেছনে কারন আছে।
নেমেসিস একজন গ্রীক দেবী,যিনি অন্যায়ের সাজা দেন আবার নেমেসিস এর অর্থ প্রতিশোধ।
লেখক এখানে কোন অর্থে নেমেসিস কে ব্যবহার করেছেন?
IMG_20220702_113641.jpg

এই গল্পের প্রধান চরিত্রের একজন জেফরি বেগ।সে বাংলাদেশ হোমিসাইড ডিপার্টমেন্ট এর প্রধান গোয়েন্দা।গোয়েন্দা হিসেবে তার বেশ নাম ডাক আছে।
হঠাৎ খুন হন পক্ষাঘাতগ্রস্ত একজন বিখ্যাত লেখক।খুনের সময় তার দ্বিতীয় স্ত্রী পাশের রুমে গুপ্ত প্রেমিকের সাথে প্রনয়রত ছিল।
লেখকের খুনের তদন্তের ভার পড়ে জেফরি বেগের উপর।তিনি খুব তাড়াতাড়ি ই খুনি হিসেবে লেখকের দ্বিতীয় স্ত্রীর গুপ্ত প্রেমিক কে গ্রেফতার করেন। কি ভাবছেন স্পয়লার দিয়ে ফেললাম? আসলেই কি সে খুনি?সবাই জেফরির উপর খুশি হলেও জেফরি নিজের উপর খুশি হতে পারে নি। কারন কিছু অসংগতি তার চোখ এড়িয়ে যায়।সে পুনরায় তদন্ত শুরু করে জানতে পারে লেখক তার জীবনের শেষ বইটি মেইল করে দিয়ে যান প্রকাশক কে এবং প্রকাশ সত্ব দিয়ে যান তার প্রথম স্ত্রী কে।যা ছিল তার আত্মজীবনী। যেখানে তিনি তার জীবনের সমস্ত পাপ স্বীকার করেছেন।একজন মৃত লেখকের এরকম আত্মজীবনী যা প্রকাশ হবার সাথে সাথেই কোটি কোটি কপি বিক্রি হবে,এবং কোটি টাকার ব্যবসা করবে।তবে কি এই টাকার জন্য প্রকাশক এবং প্রথম স্ত্রী মিলে খুন করেন লেখক কে? আবার খুনের সময় লেখকের বাড়ির বাইরে দরজায় একজন কোটিপতির নেশাগ্রস্থ ছেলে দাড়িয়ে ছিল, এবং একদৃষ্টিতে লেখকের ফ্লাটের দিকে তাকিয়ে ছিল।কে এই ছেলে? কি দেখছিল লেখকের ফ্লাটের দিকে? কেনইবা তাকে আড়াল করার চেষ্টা করছে প্রভাবশালী মহল?
এরপর ফ্লাটের দারোয়ান বলছে সে ফজরের নামাজের সময় ফ্লাটের বাসিন্দা হানিফ সাহেবের সাথে একজন কে বের হতে দেখেছে অথচ হানিফ সাহেব তাকে চেনেন না।তাহলে কে এই ব্যক্তি? তার উদ্দেশ্য কি? কোটিপতির ছেলে কি করছিল ওই সময়ে? লেখকের দ্বিতীয় স্ত্রী ও তার প্রেমিক,প্রকাশক এবং প্রথম স্ত্রী, নাকি সেই অচেনা লোক কে খুন করল লেখক কে?
মোটিভ কি? প্রেমের বাধা,টাকা নাকি পুরনো কোন পাপ? আসলেই কি ভাল কাজ দেখালেই কেউ ভাল মানুষ হয়?এই প্রশ্নের উত্তর গুলো জানতে হলে পড়তে হবে দুর্দান্ত এই ক্রাইম থ্রিলার।
আমার ব্যক্তিগত রেটিং ৪.৫/৫।
আশা করি বইটি আপনার ও ভাল লাগবে।"হ্যাপি রিডিং"

Sort:  
 2 years ago 

আপনার পোস্ট পড়ে ভালো লাগলো তবে ভাই এখানে জেনারেল পোস্ট করার আগে আপনাকে পরিচিতি মূলক পোস্ট করতে হবে।

 2 years ago 

ধন্যবাদ।আমি লেভেল ১ এ আছি।আমার পরিচিতি মূলক পোষ্ট দেওয়া আছে ভাইয়া।

 2 years ago 

আপনার রিভিউটি অনেক সুন্দর ছিল। তবে বুক রিভিউ দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি কিছু নিয়মাবলী আছে ।ওই নিয়মাবলী কিন্তু আপনাকে ফলো করতে হবে। বইয়ের কভার ফটো সহ মোট তিনটি ছবি দিতে হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56