ভাই বোন কে নিয়ে বাইরে খেতে যাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি ভাল আছেন সবাই।পুজা শেষ হয়ে গেছে কিন্তুঘোরাঘুরি খাওয়াদাওয়া পুরোদমে চলছে।

IMG_20221007_213847.jpg

আগামীকাল আপনাদের সাথে চুন্নুর চাপের ব্লগ শেয়ার করেছিলাম।আমরা যখন যাই তখন ছোট বোন ও যাওয়ার জন্য জেদ করেছিল।কিন্তু ফিরতে অনেক রাত হবে তাই ওকে নিয়ে যাই নি।সেজন্য ওর মন খারাপ।

সকাল থেকেই মুখ গোমড়া করে ছিল।অনেকবার জিজ্ঞেস করেও উত্তর পেলাম না।পরে মা বলল যে ওরে নিয়ে যাইনি তাই রাগ করেছে।পরে দীপ বলল যে কাল তো চলেই যাব,চল ওরে নিয়ে বাইরে থেকে কিছু খেয়ে আসি।
তারপর সবাই মিলে ঠিক করলাম এলাকায় যে নতুন বিরিয়ানী হাউস হয়েছে সেখানে যাব।

IMG_20221007_212011.jpg

যেই বলা সেই কাজ ওকে রেডি হতে বলে আমরা একটু বাইরে গেলাম।বাইরে একটু কাজ ছিল।কিন্তু কাজ করতে করতে রাত ৯টা হয়ে গেল।তারাহুরা করে বাসায় এসে বিন্দুকে নিয়ে বের হলাম।কপাল ভাল বিন্দু আগে থেকেই রেডি হয়ে ছিল।

প্রথমেই সবাই মিলে হাটতে হাটতে বিরিয়ানী হাউসে গেলাম।রাস্তায় দীপ বলছিল এত রাস্তা হেটে গিয়ে যদি বিরিয়ানী না পাই তাইলে কেমন হবে? আমরা সবাই মিলে ওকে বকা দিলাম।আর এরকম অলক্ষুণে কথা বলতে নিষেধ করলাম।কিন্তু তখন মনে হয় ভাগ্য দেবতা আড়াল থেকে হাসছিলেন।বিরিয়ানী হাউসে গিয়ে সত্যি দেখি বিরিয়ানী নেই।শুনে তো আমরা সবাই হতাশ হয়ে গেলাম।

IMG_20221007_211910.jpg

এরপর কি করা যায় সেটা আলোচনা করছিলাম,তখন বিন্দু বলল চল ফ্রেন্ডস কিচেনে যাওয়া হোক।তাই সবাই মিলে সেখানেই গেলাম।কারন এলাকার রেস্টুরেন্ট গুলোর মধ্যে এটাই বেস্ট।খাবারের মান যথেষ্ট ভাল।গিয়ে মেনু দেখালাম।কিন্তু এমন সময় গিয়েছি,যেটাই অর্ডার দেই সেটাই নেই।তাই বাধ্য হয়ে সেট মেনু অর্ডার দিলাম।রেস্টুরেন্ট প্রায় বন্ধ হওয়ার আগে আগে আমরা গিয়েছি।আমাদের সেট মেনুতে ছিল ফ্রাইড রাইস,চিকেন ফ্রাই,সালাদ,সফট ড্রিংকস,চিকেন মাঞ্চুরিয়ান,।

IMG_20221007_213927.jpg

যেহেতু রেস্টুরেন্টে ভিড় ছিল না,তাই ১০মিনিটের মাঝেই খাবার চলে আসল।কিন্তু খাবার দেখে পুরাই হতাশ।খাবারের কোয়ান্টিটি অনেক কম। পরে মন কে শান্তনা দিলাম যে হয়ত, খাবারের কোয়ালিটি আরো ভালো করেছে তাই কোয়ান্টিটি তে কম্প্রোমাইজ করেছে।

IMG_20221007_213915.jpg

কিন্তু খাবার মুখে দিয়ে হতাশ হলাম।খাবারের মান আগের তুলনায় খারাপ হয়ে গেছে।তবে একদম খাওয়ার অনুপযোগী যে তা নয়।আস্তে আস্তে খাওয়া শেষ করলাম।খাওয়া শেষে সবারকে ১০ এর মাঝে পয়েন্ট দিতে বললাম।দেখলাম কারো পয়েন্ট ৫ এর উপরে গেল না।এরপর ছোট ভাই ডেজার্ট এর প্রস্তাব দিল।কিন্তু সাহস পেলাম না।তাই প্রস্তাব দিলাম বাইরে গিয়ে আইসক্রিম দিয়ে ডেজার্ট সারার।আর তাই করলামও।

IMG_20221007_213858.jpg

আজ ফ্রেন্ডস কিচেনের খাবার এর মানে খুবই হতাশ হয়েছি।রাস্তায় যেতে যেতে দীপের কাছে অনেক প্রশংসা করেছিলাম।এখন খালি আমার দিকে তাকাচ্ছে আর ব্যাঙ্গর সুরে বলছে,"ভাই এলাকারবেস্ট রেস্টুরেন্ট ।"টাকা তো গেলই সাথে মান ইজ্জত ও গেল।তবে সবাই মিলে ভাল সময় কেটেছে।আশা করি তারা খাবারের মান ভাল করবে।

ফটোগ্রাফারবৃত্ত,রাঙ্গা(২য় টি)
ডিভাইসpoco x2
লোকেশনফ্রেন্ডস কিচেন

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Sort:  
 2 years ago 

ভাই বোন কে নিয়ে বাইরে খেতে যাওয়া সুন্দর মুহূর্ত দেখে অনেক ভালো লাগলো। ভাই বোনের সম্পর্কটা সত্যিই মধুর সম্পর্ক। ফ্রেন্ডস কিচেনে গিয়ে অনেক সুন্দর সুন্দর খাবার খেয়েছেন।‌‌যদিও খাবারের মান একটু কম ছিলো। তবে আশাকরি তারা খুব তাড়াতাড়ি খাবারের মান ঠিক করবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাই ও বোনের সম্পর্ক অনেক মধুর সম্পর্ক।আপনাদের এলাকায় অনেক সুন্দর একটি বিরিয়ানী হাউস রয়েছে। বোন রাগ করেছে আর ভাইয়ের কাজ হলো বোনের রাগ ভাঙানো। ফ্রেন্ডস কিচেনে খেতে গিয়ে অনেক মজার খাবার খেয়েছেন যেনে অনেক ভালো লাগল। যাইহোক আপনাদের সেট মেনুতে ছিল ফ্রাইড রাইস,চিকেন ফ্রাই,সালাদ,সফট ড্রিংকস,চিকেন মাঞ্চুরিয়ান,।বেশ মজার খাবার। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মূহুর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যি ভাই বোনের সম্পর্ক এতই মধুর। প্রথমে আপনারা বিরানি খাওয়ার জন্য গেলেন তাও ফেলেন না। ব্যাপারটি খুব দুঃখজন। তারপর অন্য একটি নিষ্ঠুর হয়ে গেলেন। যেটি প্রথমে আপনারা অর্ডার করলেন তাও নেই। পরে অন্য কিছু অর্ডার করে খেলেন তাও মান ভালো না। আপনি অনেক সুন্দর করে আপনাদের ঘুরাঘুরি এবং খাওয়ার সবকিছু আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য,আপনাকেও ধন্যবাদ আপু

 2 years ago 

ছোট বোনকে না নিয়ে চাপ খেতে গিয়েছেন ছোট বোন তো রাগ হবেই। বিরানি খাওয়াতে নিয়ে গিয়ে সেখানেও হতাশ হলেন। আবার যে খাবার খাওয়ালেন তাতেও সবাই খুশি হতে পারেনি। সবাইকে খুশি করার জন্য আরেকদিন ট্রিট দিয়ে দিয়েন। যাইহোক খাবার যাই হোক সবাই মিলে অনেক ভালো সময় কাটিয়েছেন তাই অনেক। শুভকামনা রইল আপনাদের জন্য।

 2 years ago 

হুম আরেকদিন দিতে হবে।তবে আজ ভাইয়েরা চলে যাবে তো।

 2 years ago 

আসলে এখনের রেস্টুরেন্ট গুলো এমন কেন করে বুঝি না আমিও কিছুদিন আগে কাচ্চি খেতে গিয়ে ঠকেছিলাম।খুব খারাপ লেগেছিল।দারুন উপস্থপনা করেছেন ভাই।

আপনার মত একই অবস্থা আমার একবার বোলপুর শান্তিনিকেতনে গিয়ে হয়েছিল। বন্ধুরা মিলে রাত দশটার সময় বিরিয়ানি খাওয়ার জন্য বাইরে বেরিয়েছিলাম এবং সেটা আমরা যে হোটেলে উঠেছিলাম তার থেকে দশ কিলোমিটার দূরে। কিন্তু গিয়ে দেখি বিরিয়ানি শেষ। আসলে আমাদের কপালই খারাপ ছিল। কারণ ওই দোকানে বিরিয়ানি রাত বারোটা অবধি থাকে।তবে ওই দিন ছিল না। খাবারের রেটিং 5 দিয়েছেন তার মানে যথেষ্ট হতাশা জনক ছিল।

 2 years ago 

কাল অনেক হতাশ হয়েছি দাদা।আর সাথে ছোট ভাইয়ের খোচা খেতে হয়েছে।আমি বরাবরই দেখেছি শখ করে কাউকে কোথাও খাইতে নিয়ে গেলে,সেদিনই ওই রেস্টুরেন্টের রান্না সব থেকে বাজে হয়।ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।

আমি বরাবরই দেখেছি শখ করে কাউকে কোথাও খাইতে নিয়ে গেলে,সেদিনই ওই রেস্টুরেন্টের রান্না সব থেকে বাজে হয়।

এরপর থেকে রাগ করে নিয়ে যাবেন। ওই দিন ভালো হবে। হা হা হা...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66