"কেন এলাম ছেড়ে"||স্বরচিত কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

pexels-valentin-antonucci-1378723.jpg
সোর্স

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও বেশ ভাল আছি। আমার বাংলা ব্লগ অনেক মেধাবী ও সৃজনশীল মানুষদের আতুড় ঘর।কেউ দারুন ফটোগ্রাফার,কেউ দারুন গল্প লেখেন, কেউ আবার ছন্দের জাদুকর।আবার এমন অনেক সদস্য আছেন যারা সব বিষয়েই দক্ষ।

তাদের থেকেই অনুপ্রেরণা নিয়ে আমিও চেষ্টা করছি পোস্টে ভিন্নতা আনার।সেই চেষ্টা স্বরূপ আজ আপনাদের সাথে শেয়ার করব একটি কবিতা।আমি জানি আমি লিখতে জানিনা।তারপরেও চেষ্টা করছি,কারন চেষ্টা না করলে কখনোই কোন বিষয় আয়ত্বে আসবে না।

কবিতার ভাবঃ

কেন এলাম ছেড়ে নাম থেকেই হয়ত বুঝছেন এটি বিরহের কবিতা।কিন্তু বিশ্বাস করুন এটিতে বিরহ,মিলন দুটোই আছে।তবে মিলন টা একটু ব্যতিক্রম ধর্মী।কবিতায় আছে নিখাদ ভালবাসা।প্রিয় মানুষটির জন্য অপেক্ষা।বিচ্ছেদের পরেও তাকে নিয়ে ভাবনা।সত্যিকারের ভালবাসার মানুষ কে কখনো ভোলা যায় না।কেউ তার থেকে বিচ্ছেদ ঘটাতে পারে না।ভালবাসা অমর।

কেন এলাম ছেড়ে


কি আগের মতই আছো?
নাকি অনেক বদলে গেছ?
এখনো কি সুন্দর করে সাজ?
খোপায় কি বেলির মালা গোজো?.
এখনো কি তোমার চোখ দুটো
আগের মতই গভীর মায়া ছড়ায়?
নাকি অতীতের কথা জলে ভরায় ?

আচ্ছা এখনো যখন মেঘ জমে
আকাশের কোনে
আমার কথা কি পড়ে মনে?
যখন জল পড়ে আকাশ চিড়ে
তখন কি আমায় মনে পড়ে?

অথবা শরতের নীল আকাশে চেয়ে
জল পড়ে কি তোমার চোখ বেয়ে?
আচ্ছা কাশফুল কি এখনো তোমাকে আগের মতই হাসায়?.
নাকি অতীত মনে করিয়ে চোখের জলে ভাসায়?
হেমন্তের কুয়াশা কি,স্মৃতি কে আছন্ন করতে পারে?
নাকি সেই পুরোনো দিন গুলো নিয়েই আছো পড়ে?

কি?কেন তোমায় এলাম ছেড়ে?
কেন এলাম না ফিরে?
আসতে কি চেয়েছিলাম তোমায় ছেড়ে?
মৃত্যু যে আনল গ্রেফতার করে।
তবে এখানেও ছিলাম তোমার অপেক্ষায়
কবে আসবে,জড়িয়ে নেবে গভীর ভালবাসায়।
এত দিনে শেষ হল সেই অপেক্ষার
পেলাম ফিরে তোমাকে আবার।

সমাপ্ত

জানিনা কেমন হয়েছে।আপনার কেমন লাগল তা জানিয়ে অবশ্যই বাধিত করবেন।যে কোন পরামর্শ থাকলে জানাতে দ্বিধা করবেন না

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Sort:  
 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতা পড়তে আমার বেশ ভালো লাগে এবং লিখতেও। আপনি তো বেশ সুন্দর কবিতা লিখতে পারেন। কবিতার ভাব আগে লিখেছেন দেখে একটু বেশি ভালো লাগলো। সত্যি প্রতিটি লাইন খুবই সুন্দর ছিল। এরকম কবিতা আমার কাছে একটু বেশি ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আমার বাংলা ব্লগ হচ্ছে সুন্দর সুন্দর ব্লক লেখার একটি আঁতুড়ঘর।প্রতিদিন একই ধরনের পোস্ট শেয়ার করতে আসলে অনেক আনইজি লাগে।তাই পোস্ট এর মধ্যে ভিন্নতা আনার জন্য বিভিন্ন পোস্ট লেখা ও শেয়ার করলে সৌন্দর্য ও মাধুর্যতা অনেক বেড়ে যায়।আপনি খুব সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আমাদের মাঝে।যে কবিতায় মৃত্যুর আগে এবং পরের ভাবমূর্তি প্রকাশ পেয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্যেও রইল শুভ কামনা।

 2 years ago 

বাহ অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতার মাঝে বিরহ ভালবাসার সবটুকু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রতিটি লাইন খুবই অসাধারণ লাগলো। প্রিয় মানুষের জন্য অপেক্ষা এবং সুন্দর করে বিরহের মাঝে চিন্তাভাবনা তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই কবিতার মধ্যে আছে নিখাদ ভালোবাসা অভিমান এর একটি ছাপ। তবে এখানে বিরহও ছিল কিছুটা।

আপনার কবিতার প্রথম অংশটুকু পড়ে আমার মান্না দের একটা গান মনে পড়ে গেল

তুমি কে সেই আগের মতোই আছো
নাকী অনেকক্ষাণি বদলে গেছ
খুব জানতে ইচ্ছা করে।

দারুণ লিখেছেন দাদা।।

 2 years ago 

কাকতালীয় ভাবে মিলে গেছে ভাই। আমি আপনার মন্তব্য দেখে খেয়াল করলাম বিষয় টি।ধন্যবাদ ভাইয়া।সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছো আমার বাংলা ব্লগ সত্যিই আতুরঘর আর আমরা হলাম সেই আতুরঘরের সদ্য জন্মানো শিশু। এখানে আসার পর কতকিছু শিখতে পারছি আগামীতে আরও অনেক কিছু শিখতে পারবো আশাকরি। তোমার কবিতা অসাধারণ হয়েছে। এভাবেই লিখতে থাকো একদিন অনেক ভালো কিছু করতে পারবে। শুভকামনা রইল।

 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ কাকিমা।

সব থেকে মজা লাগলো নিজের কবিতার ভাব আগেই নিজে লিখে দিয়েছেন 😅। আমার কাছে মনে হয় কবির মনের কথা শুধু কবির কাছেই থাকা উচিত। পাঠক নিজের মত করে নিজেকে সেখানে খুঁজে নিক একবার। হিহিহিহি

আজ প্রথম পড়লাম আপনার লেখা। সত্যিই অনবদ্য লাগলো। অনেক চেনা কবিতার কিছু কিছু অংশ হয়তো কখনো কখনো মিলে যাচ্ছিল, তবে মূল ভাব টা মন ছুঁয়ে যাওয়ার মত। সত্যি বলতে অনেকেই এখানে কবিতা লিখে, সবার টা পড়ে সেই ভালো লাগা টা কাজ করে না। তবে আজ মনে হলো লেখাটা পড়ে কিছু একটা ফিল করলাম।

 2 years ago (edited)

অনেক উৎসাহ পেলাম দাদা।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।আর মনের ভাব প্রকাশ এটা কমিউনিটির নিয়ম।

 2 years ago 
আপনার স্বরচিত কবিতা পড়ে অনেক ভালো লাগলো আপনার কবিতার কথা গুলো অনেক সুন্দর। আপনার কবিতার মাঝে বিরহ ভালবাসা সব কিছু আছে।প্রিয় মানুষের জন্য অপেক্ষা সবকিছুই অনেক সুন্দর ভাবে আপনি কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন আপনাকে অনেক ধন্যবাদ।
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।অনেক উৎসাহিত হলাম।

 2 years ago 

ভাই তুমি এত সুন্দর কবিতা লিখতে পারো? আমি তো পড়ে অবাক হয়ে গেলাম! খুব দারুণভাবে ভাবতে পারো তো তুমি। কবিতাটির মধ্যে বিরহ এবং মিলনের বিষয়টা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তুমি।

 2 years ago 

অনেক বুস্ট আপ হলাম দাদা। আপনাদের উৎসাহই এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রার্থনা করবেন আমার জন্য। আর ধন্যবাদ দাদা উৎসাহ যোগানোর জন্য।

 2 years ago 

তোমার লেখা এত সুন্দর কবিতা সত্যিই অনেক প্রশংসার যোগ্য । সব সময় প্রার্থনা রইলো তোমার জন্য ভাই । সব সময় সামনের দিকে এগিয়ে যাও জীবনে অনেক ভালো কিছু করো।

 2 years ago 

ধন্যবাদ দাদা।

 2 years ago 

আসলেই ভাইয়া সত্যি কারের ভালোবাসা কখনো ভোলা যায় না। ভুলে থাকা সম্ভব হয় না। ভালোবাসা অবিরাম থাকলে বিচ্ছেদ তো দূরে থাকা ভুলে থাকা যায় না। আপনার কবিতার লাইনগুলো বেশ সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক উৎসাহিত হলাম ভাই। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65