মালাই-কেক||এবিবি কম্পিটিশন-২৬

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি ভাল আছেন সবাই। আমিও ভাল আছি।টাইটেল থেকেই বুঝতে পারছেন আজ কিসের ব্লগ হবে।

IMG_20221107_154458.jpg

প্রবাদ আছে,দশে মিলে করি কাজ,হারি জিতি নাহি লাজ।তেমনি আমি বিশ্বাস করি,দশে মিলে করি অংশগ্রহণ,হারি জিতি যাই হোক মনের খুশি তে করি বরণ।অর্থাৎ জিততেই হবে এমন না।অংশগ্রহণেই মজা।আর তাছাড়া প্রতিটি প্রতিযোগীতা থেকে আমরা কত কত ইউনিক রেসিপি পাচ্ছি।তাই আবার অংশগ্রহণ করে ফেললাম। দাদা ও অ্যাডমিন প্যানেল কে ধন্যবাদ বিশেষ করে @shuvo35 ভাইয়াকে ধন্যবাদ প্রতিযোগীতার ঘোষণা দেওয়ার জন্য।তো চলুন শুরু করা যাক আজকের আয়োজন।

প্রয়োজনীয় উপকরণ

IMG_20221107_115747.jpg

উপকরণপরিমাণ
ময়দা১কাপ
বেকিং পাউডারপ্রয়োজন মত
চিনি১কাপ
কনডেন্স মিল্ক১কাপ
কাজু-কাঠবাদামপ্রয়োজন মত
গরুর দুধ১মগ
ডিম৩টি

রান্নার পদ্ধতি

রান্নার পদ্ধতি কে আমরা ৩টি ভাগে ভাগ করে নেব।প্রথম ধাপে কেক বানাবো,দ্বিতীয় ধাপে মালাই বানাবো,তৃতীয়ধাপে গার্নিশ করব।

কেক বানানোঃ

প্রথম ধাপ

প্রথমে ডিম ভেঙ্গে নিয়ে এর সাদা অংশ গুলো আলাদা করে নেব।তারপর এই সাদা অংশগুলো ফেটিয়ে, ফেনিয়ে (ফোম) নেব।

IMG_20221107_121419.jpg

দ্বিতীয় ধাপ

এরপর এর মাঝে চিনি দেব এবং আবার ফেটাতে থাকব।চিনি গুলো গলে যাওয়া পর্যন্ত ফেটাতে থাকব।

IMG_20221107_120729.jpg

তৃতীয় ধাপ

এরপর চিনি গলে গেলে এর মাঝে ডিমের কুসুম গুলো দিয়ে আবার ফেটিয়ে নেব।

IMG_20221107_141606.png

চতুর্থ ধাপ

ফেটানো হয়ে গেলে চালুনীর সাহায্যে ১কাপ ময়দা ও প্রয়োজনীয় পরিমান বেকিং পাউডার চেলে নিয়ে ফেটানো মিশ্রণে দেব।এবং পুনরায় ফেটাতে থাকব।

IMG_20221107_142234.png

পঞ্চম ধাপ

ফেটানো হয়ে গেলে মিশ্রণ গুলোকে, একটি কেক মোল্ডে নিয়ে নিই।তার আগে কেক মোল্ডে ভালভাবে তেল ব্রাশ করে নেই।যাতে কেক,মোল্ডের সাথে লেগে না যায়।

IMG_20221107_145844.png

ষষ্ঠ ধাপ

এবার বেক করার পালা।আমার যেহেতু ওভেন নেই তাই বিকল্প পদ্ধতিতে বেক করতে হয়েছে। বুদ্ধিটি অবশ্য আমার সেই রান্না এক্সপার্ট বান্ধবী নাফির থেকে ধার নেওয়া।

প্রথমে একটি প্রেশার কুকারে অল্প পরিমানে পানি নিয়েছি।তারপর সেখানে কেকের মোল্ড টিকে বসিয়ে নিয়েছি।তারপর প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিয়েছি।

IMG_20221107_154100.png

কেক বেক হতে থাক।এবার মালাই তৈরির কাজ শুরু করা যাক।

মালাই তৈরির প্রথম ধাপ

প্রথমে গরুর দুধ গুলো গরম করে নেই।

IMG_20221107_124251.jpg

মালাই তৈরির দ্বিতীয় ধাপ

দুধ গরম হয়ে এলে তার ভেতর ১কাপ কনডেন্স মিল্ক দিয়ে নেই।এবং ভালভাবে নাড়িয়ে দিই।এরপর কিছুক্ষণ আরো জ্বাল দেই।তারপর নামিয়ে নেই।এখানে স্বাদের জন্য এলাচ দেওয়া যেতে পারে।

IMG_20221107_124852.jpg

গার্নিশিংঃ

১০মিনিটের মাঝেই কেক এর বেকিং কমপ্লিট হয়ে যাবে।এরপর কেক নামিয়ে নেই এবং মোল্ড থেকে বের করে নিই।এরপর টুথ পিকের সাহায্যে কেকের মাঝখানে ছোট ছোট ছিদ্র করি।

IMG_20221107_152014.png

দ্বিতীয় ধাপ

এর মাঝে কাজু ও কাঠবাদাম গুলো রোস্ট করে নিয়ে কুচি কুচি করে নেই।

IMG_20221107_152447.png

তৃতীয় ধাপ

কাজুবাদাম গুলো কেকের উপর দিয়ে নিই এবং মালাই গুলোও কেকের উপর আস্তে আস্তে ঢেলে দিই।

IMG_20221107_130723.jpg

IMG_20221107_130900.jpg

এরপর কেক মালাই গুলো শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করি।শুষে নেওয়ার পর পরিবেশন করি

IMG_20221107_131224.jpg

আশা করি কেকটি অনেক সুস্বাদু লাগবে।আমার বোন খেয়ে ৫/৫দিয়েছে।আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন।আর চাইলে একটু ভ্যানিলা ফ্লেভার ও দিতে পারেন।
Sort:  
 2 years ago 

বাহ্,ডেকোরেশন টা বেশ সুন্দর হয়েছে তো।খেতেও নিশ্চয়ই অনেক ভালো হয়েছে।আসলে দুধ জ্বাল দিয়ে কনডেন্স দিলে এমনেই খেতে ভালো লাগে,আর যদি এত এত বাদাম দেওয়া হয় তাহলে তো কোন কথাই নেই। তবে আমাদের কে খাওয়ালে বেশ খুশি হতাম🥰।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। ধন্যবাদ

 2 years ago 

আপনি তো আমার আইডল। আপনার থেকেই শিখছি।ধন্যবাদ আপু উৎসাহ দেওয়ার জন্য।চলে আসুন একদিন সবাই মিলে খাওয়া যাবে।

 2 years ago 

ভাইয়া আপনার মালাই কেকের ডেকোরেশন দারুণ হয়েছে। এই ধরনের কেক খেতে আমার অনেক ভালো লাগে। আমিও একবার বানিয়েছিলাম সত্যি খেতে দারুণ লাগে। আপনার রেসিপির ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার কেক রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর গঠণমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমাকে অভিনন্দন ও শুভেচ্ছা। তুমি একদম ঠিক বলেছো যে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতলাম না হারলাম তাতে কি বা আসে যায়। এই যে সবাই কত সুন্দর সুন্দর কেকের রেসিপি শেয়ার করছে এটা দেখেই অনেক আনন্দ লাগছে নতুন নতুন রেসিপি গুলো আমরা শিখতে পারছি। মালাই কেক জাস্ট অসাধারণ হয়েছে দেখতে, এরকম কেক দেখে লোভ সামলানো কঠিন। কিন্তু কি আর করা আমরা তো আর খেতে পারবো না 🤤 শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ ছিল তোমার পুরো রেসিপি টি খুব ভালো করে শিখে নিলাম আশাকরি খুব শীঘ্রই বাসায় ট্রাই করবো। ধন্যবাদ শুভকামনা রইল।

 2 years ago 

কাকিমা একদিন চলে আসুন আমাদের এখানে।একটি ছোট খাট পিকনিক হয়ে যাক।অনেক মজা হবে। ধন্যবাদ কাকিমা এমন সুন্দর মন্তব্য করে মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভাল লাগলো। মালাই কেক দারুন হয়েছে। মালাই কেক কখনো খাওয়া হয়নি।অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি রেসিপি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া। আশাকরি খেতেও অসাধারণ হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যা আপু খেতেও বেশ ভাল হয়েছিল।আমি বলছি না। যারা চেখে দেখেছে তারাই বলেছে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে খুব ভালো লাগল।আমার কখনোই মালাই কেক খাওয়া হয়নি।তাছাড়া মালাই কেকটি দেখতে খুবই অসাধারন লাগছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল মনে হচ্ছে। আমি কেক খেতে ভীষন পছন্দ করি আর কেকটিও দেখতে লোভনীয় লাগছে। আপনি ধাপগুলোও সুন্দরভাবে সাজিয়েছেন।প্রতিযোগীতায় একের পর এক কেক রেসিপিগুলো দেখে সত্যিই ভীষন ভালো লাগছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
 2 years ago 

ভাইয়া খেতে তো আমার দারুন লেগেছে।একদিন ট্রাই করে দেখবেন,আশা করি আপনারো ভাল লাগবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর গঠণ মূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায়,প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুবই মজাদার কেক রেসিপি তৈরি করেছেন। এই মালাই কেক রেসিপি আমার কাছে একদম নতুন লেগেছে, দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মালাই কেক এর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

শেষ পর্যন্ত আপনিও বানিয়ে ফেললেন কেক.... মালাই দেওয়ার কারণে কেকটা আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। আমার তো মনে হয় টেস্টটাও অনেক গুনে বেড়ে গেছে মালাই দেওয়ার কারণে। আমিও মাঝেমধ্যে বাড়িতে বানানোর চেষ্টা করি কেক। তবে হয় ফোলে না, না হয় বেশি ফুলে ফেটে যায়।

 2 years ago (edited)

বেকিং পাউডার টা দেওয়া লাগে পরিমাণ মত দাদা। আর ময়দা বেশি দেওয়া যাবে না। প্রতিযোগীতায় অংশগ্রহণ না করলে মনের মাঝে কেমন করে।তাই করে ফেললাম।সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে অনেক ভালো লাগলো।মালাই কেক আজ নতুন দেখলাম।আমার কাছে মালাই কেক ইউনিক লাগছে।এমন সুন্দর সুন্দর ইউনিক রেসিপি আশা করি আরও পাব সবার কাছ থেকে।মালাই কেক কখনো তৈরি করা হয়নি।বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখতে হবে।আশাকরি ভালো লাগবে।ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য।

 2 years ago 

একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন।আশা করি ভাল লাগবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কথায় আছে প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। কেকটার ডেকোরেশন অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। আর মালাই কেক নামটা শুনতেই বেশ অন্যরকম একটা ব্যাপার কাজ করছে ভেতরে। খুব সুন্দর গুছিয়ে পুরোটা উপস্থাপন করেছেন। সত্যিই ভালো লাগলো। সবশেষে কাজুবাদাম এবং মালাই ঢেলে দেওয়ার ব্যাপারটা দারুন ছিল। আমার তো মনে হয় এই দুইটা উপকরণের জন্যই এই কেকটা খেতে দুর্দান্ত হবে।

 2 years ago 

আপনার মন্তব্য থেকে কতটা উৎসাহ যে পেলাম তা বলে শেষ করা যাবে না দাদা। অনেক ধন্যবাদ এমন উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67807.24
ETH 2423.65
USDT 1.00
SBD 2.33