র‍্যান্ডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার তোলা কিছু ফটোগ্রাফ।

ফটোগ্রাফি অনেকটা নেশার মত। আমি যেখানে যাই সব সময় ফোন সাথে রাখি, কারন কোন ভাল কিছু দেখলে যেন মিস না হয়ে যায়৷ প্রত্যেকটি ভাল ও সুন্দর ফটোগ্রাফ এর দৃশ্য ক্যামেরাবন্দি করার একপ্রকার নেশা হয়ে গেছে।সেদিন সকালে হাটতে গিয়ে গিয়ে কিছু ফটোগ্রাফ ক্যাপচার করেছি। আজ সে ফটোগ্রাফ গুলোই আপনাদের সাথে শেয়ার করব।

প্রথম ফটোগ্রাফ

IMG_20230418_141424.jpg

এটা একধরনের অর্কিড এর ফুল।গুগল লেন্স এ সার্চ দিয়ে দেখেছি এটার নাম পপি। আপনার পপি ফুলের অন্য প্রজাতির কথা জেনেছেন হয়ত।ঐতো যেটা থেকে পোস্ত দানা পাওয়া যায়। তবে ফুলটি দেখতে কিন্তু ভারি সুন্দর।হলুদের মাঝে লাল ফোটা।আমার অনেক পছন্দের একটি ফুল।

দ্বিতীয় ফটোগ্রাফ

IMG_20230410_064027.jpg

কয়েকদিন থেকে প্রচন্ড গরম পড়েছে।গরমে ঘরের মাঝে টেকা যাচ্ছে না। তবে আবহাওয়া কেমন যেন অদ্ভুত আচরণ করছে,সারাদিন কাঠফাটা রোদ থাকলেও সারা রাত একদম শীতকালের মত কুয়াশা পড়ছে।গতকাল সকালে হাটতে গিয়ে দেখি ধানের জমির উপর কুয়াশা।দেখে ফটোগ্রাফ তুলে ফেললাম।

তৃতীয় ফটোগ্রাফ

IMG_20230418_142744.jpg

আপনারা অনেকেই তামাক পাতা দেখেছেন।বিশাল বিশাল পাতা,যেগুলো দিয়ে সিগারেট তামাক তৈরি করা হয়৷ এটার পাতা বিশাল না হলেও এটাও এক প্রকার তামাক গাছ।তবে গাছ যতই ক্ষতিকর হোক ফুল গুলো কিন্তু দারুন সুন্দর।

চতুর্থ ফটোগ্রাফ

IMG_20230410_062245.jpg
এই ফুলটির নাম সাদা মটমটিয়া। নামটা শুনেই কেমন গা ছমছম করে মনে হয় যেন হাড়গুলো মটমট করে ভাঙছে।হাহা। নাম যেমনই হোক না কেন ফুলগুলো দেখতে কিন্তু খুবই কিউট।

পঞ্চম ফটোগ্রাফ

IMG_20230404_181049.jpg

এই ফুলগুলো হল জামরুলের ফুল। এটা আমাদের হাইস্কুলের একটি গাছে থেকে তোলা।মজার ব্যাপার হল এই গাছটি আমার নিজের হাতে লাগানো। অর্থাৎ স্কুলে যখন গাছ লাগানোর কর্মসুচী নেওয়া হয় তখন ভলেন্টিয়ার ছিলাম।এখন এই গাছটি দেখলেই সেই অতীতের ছাত্রজীবন মনে পড়ে যায়।

ষষ্ঠ ফটোগ্রাফ

IMG_20230418_151734.jpg

এই ফুলটি তো আপনাদের সবারই চেনার কথা। ফুলটির নাম নয়নতারা।অনেক এলাকায় এটি বিস্কিট ফুল নামেও পরিচিত। ফুলটির রঙ অনেক রঙ আমার খুবই প্রিয়।আপনাদের কেমন লাগে ফুলটি? অবশ্যই জানাবেন।

সপ্তম ফটোগ্রাফ

IMG_20230418_151640.jpg
ফুলের রাণী গোলাপ। সারাবিশ্বের প্রেম নিবেদন এর ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এই ফুল হাতে নিয়ে রাস্তায় যদি বন্ধুদের সাথে দেখা হয় তাইলে প্রথম প্রশ্ন হয় ভাই মেয়েটি কে? যাই হোক সকাল বেলা হাটে গিয়ে কুয়াশা ভেজা ফুলটি ক্যামেরাবন্দী করি।

আলোকচিত্রীবৃত্ত ❍
ডিভাইসপোকো এক্স২
লোকেশনগোবিন্দগঞ্জ
আজকের ফটোগ্রাফি পোস্ট এপর্যন্তই। কেমন লাগল ফটোগ্রাফ গুলো অবশ্যই জানাবেন৷ ভুলত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দেবেন। ধন্যবাদ সম্পুর্ণ পোস্টটি পড়ার জন্য
Sort:  
 last year 

আপনাকে আরো উৎসাহ দিয়ে বলতে পারি আরো সুন্দর সুন্দর ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করুন, অনেক দারুন হয়েছে। আমি যখন এভাবে ফটোগ্রাফি গুলো করতে চাই কেন জানি লেন্স ঘোলা হয়ে যায়। তবে সেই তুলনায় আপনি দারুন ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি ।

 last year 

ভাই একদম ঠিক বলেছেন, আবহাওয়া কেমন যেন অদ্ভুত আচরণ করছে, সকালে হাঁটতে গিয়ে আপনি ধানের জমির ওপর হালকা কুয়াশাচ্ছন্ন প্রাকৃতিক দৃশ্যের যে ফটোগ্রাফি করেছেন তাতে আবহাওয়ার বৈরী রূপ প্রকাশ পাচ্ছে। ভাই আপনার রেনডম ফটোগ্রাফি গুলো খুবই ভালো হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি অত্যন্ত চমৎকারভাবে ক্যাপচার করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

একসাথে বেশ কয়েক প্রকার ফুলের ফটোগ্রাফি দিয়ে এ্যালবাম তৈরি করেছেন। আমিও কিছুদিন আগে জামরুল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। জামফুল গুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 last year 

ফটোগ্রাফির ভাল বিষয় বস্তুর জন্য লেগে থাকতে হয়।কখনও কখনও পাওয়া যায়।আপনি যেহেতু প্রস্তুত থাকেন সবসময় দৃশ্য ধারণের জন্য,দৃশ্যতো ধরা দিবেই।দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। ২ নং ফটোগ্রাফিটা আমার বেশ ভাল লেগেছে।শুভ কামনা আপনার জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি নেশার মতো এক প্রকার বিষয়।আপনি ভালো কিছু মিস না হওয়ার ভয়ে সবসময় কাছে ফোন রাখেন,এটা বেশ ভালো করেন কিন্তু।নইলে আমরা এতো সুন্দর ফটোগ্রাফি গুলো মিস করে যেতাম।অর্কিড এর পপি ফুলটি ভালো লেগেছে।সবগুলো ফুলের ফটোগ্রাফি দারুন ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক উৎসাহিত হলাম আপনার মন্তব্য থেকে আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি একদম ঠিক বলেছেন দিনে কাঠফাটা রোদ আর রাতে কুয়াশা। মনে হয় যেন শীতকালের কুয়াশা। আসলেই জানি না কি হয়েছে পৃথিবীর। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ।ফুলের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে।

 last year 

আপনি খুব সুন্দর করে কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার মত আমিও ফটোগ্রাফি করা এক ধরনের নেশার মত হয়ে গেছে। আমিও কোথাও ঘুরতে গেলে সাথে মোবাইল নিয়ে যাই। তবে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনি খুব সুন্দর করে রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আপনার মত আমিও ফটোগ্রাফি করতে পছন্দ করি। তবে আমি নিজেও কোথাও ঘুরতে গেলে সাথে মোবাইল নিয়ে যায়। সুন্দর কিছু দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া।আবহাওয়া খুব বদলে গেছে।দিনে গরম,ভোরে কুয়াশা এটা কেমন কথা।আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63017.22
ETH 2457.38
USDT 1.00
SBD 2.61