জ্যাঙ্গো-আন চেইনড||মুভি রিভিউ

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মুভি রিভিউ নিয়ে। তো চলুন শুরু করা যাক

আমার অবসর কাটে মুভি দেখে। কিন্তু একটাই সমস্যা, আমার অ্যাকশন আর থ্রিলার মুভি ছাড়া অন্য কোন মুভি ভাল লাগে না। আর এমন প্রায় সব মুভিই দেখা শেষ। তাই আজ কোন মুভি খুজে পাচ্ছিলাম না। তখন ইউটিউবে সার্চ দিলে এই মুভির সাজেশন পাই। রিভিউ ভাল ছিল,তাই দেখা শুরু করলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সেই মুভির রিভিউ।

Screenshot_2023-08-24-14-30-32-824_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

সংক্ষিপ্ত বর্ণনা

মুভির নামজ্যাঙ্গো-আনচেইনড
জনরাঅ্যাকশন
ভাষাইংরেজী
অভিনয়েক্রিস্টফ ভালৎজ,জেমি ফক্স,কেরি ওয়াশিংটন, লিয়োনার্দো ডি ক্যাপ্রিও
ব্যক্তিগত রেটিং৯/১০
রিলিজ ডেট১১/১২/২০১২
কাহিনী সংক্ষেপ

মুভিটি আমেরিকার সিভিল ওয়ার এর দুই বছর আগে। অনেকে হয়ত জানেন আমেরিকার সিভিল ওয়ার হয়েছিল দাসপ্রথা বিলোপ কে নিয়ে। সিভিল ওয়ার এর আগে পর্যন্ত আমেরিকায় দাসপ্রথা চালু ছিল। এই দাস হিসেবে সাধারণত কালো চামড়ার মানুষদের ব্যবহার করা হত। সাদা চামড়ার মানুষরা এই কালো চামড়ার মানুষদের মানুষ বলেই গণ্য করত না। তাদের ছিল না কোন মৌলিক অধিকার। তারা সাদা চামড়ার প্রভুদের ইচ্ছার দাস ছিল। আর সাদা চামড়ার এই মানুষরা তাদের উপর চালাতো অকথ্য নির্যাতন। পান থেকে চুন খসলেই ছিল কঠিন শাস্তি।

Screenshot_2023-08-24-14-31-51-918_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

আমাদের মুভির প্রধান চরিত্র জ্যাঙ্গো এমনই একজন দাস। সে প্রথমে যে প্রভুর কাছে কাজ করত, সে তাকে ছোট অপরাধে ভীষণ শাস্তিদেয়। তার অপরাধ ছিল সে অন্য একটি দাস মেয়েকে ভালবেসেছিল। এজন্য তাকে ও সেই মেয়ের উপর অত্যাচার করে আবার আলাদা আলাদা জায়গায় বিক্রি করে দেওয়া হয়।

মুভির শুরুতেই আমরা দেখতে পাই জ্যাঙ্গো সহ কয়েকজন কে পায়ে শিকল পড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে।চাবুক দিয়ে পিটিয়ে তাদের পিঠ ক্ষতবিক্ষত করা হয়েছে। তাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। আর এই আচরণ করছে দুইজন সাদা চামড়া মানুষ। তারা দুইভাই। এভবে চলতে চলতে একরাতে হঠাৎ এই দলটির সামনে আসে একটি ঘোড়ার গাড়ি৷ গাড়ির চেহারা দেখে বুঝতে পারি এটি একজন ডেনটিস্ট এর গাড়ি।

Screenshot_2023-08-24-14-34-40-741_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

তখন এই দুইজন তার দিকে বন্দুক তাক করে জানতে চায় সে কে? তখন ডেনটিস্ট উত্তর দেয় আমি ডক্টর শুলজ।আমি আপনাদের সাথে ব্যবসার কথা বলতে এসেছি।আমি একজন কে খুজছি যার নাম জ্যাঙ্গো। তখন সে জ্যাঙ্গোর থেকে তিনজন ভাইয়ের ব্যাপারে জানতে চায়। আপনাদের বলে দেই এরাই কিন্তু জ্যাঙ্গোর আগের মালিক।ড.শুলজ তখন জ্যাঙ্গোর সাথে কথা বলতে থাকে কিন্তু সেই দুই ভাই তাতে রাজি হয়না উলটে তারা শুলজ কে হত্যার হুমকি দেয়।

Screenshot_2023-08-24-14-40-08-337_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

ঠিক তখনই শুলজ একজন কে হত্যা করে, আর একজন কে আহত করে৷ আহত লোকটির কাছে থেকে সে জ্যাঙ্গো কে কিনে নেয়,আর যাওয়ার সময় বাকিদের বুদ্ধি দিয়ে যায় বাকি জন যেহেতু আহত তাই তাকে হত্যা করে নিজেদের মুক্ত করতে। এরপর জ্যাঙ্গো আর শুলজ রাস্তায় যেতে থাকে আর একপর্যায়ে শুলজ জানায় সে একজন বাউন্টি হান্টার।
বাউন্টি হান্টার যারা চেনেন না তাদের জন্য বলি,আগেকার দিনে গুরুতর অপরাধীদের ধরতে এদের ব্যবহার করা হত। এরা সেই অপরাধীদের বের করে হত্যা করত। তারপর সেই লাশ আদালতে এনে দেখিয়ে পুরস্কার নিত।

Screenshot_2023-08-24-15-16-57-566_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

জ্যাঙ্গো ও চলতে থাকে শুলজ এর সাথে৷ এভাবে তাদের মধ্যে একটি ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। অন্যান্য সাদা চামড়ার মানুষ কালোদের ঘৃণা করলেও শুলজ ছিল ব্যতিক্রম।সে জ্যাঙ্গো কে নিজের পার্টনার বানিয়ে নেয় এবং আস্তে আস্তে সব শেখাতে থাকে বাউন্টি হান্টার এর বিষয়ে।কিন্তু জ্যাঙ্গো শুলজ কে একটি শর্ত দেয়। সে শুলজের পার্টনার হবে বিনিময়ে শুলজ তাকে তার প্রিয়তমা কে খুজতে সাহায্য করবে। এভাবেই বাউন্টি হান্টিং এর পাশাপাশি তারা জ্যাঙ্গোর প্রিয়তমা কেও খুজতে থাকে।

Screenshot_2023-08-24-15-59-20-879_mega.privacy.android.app.jpg
স্ক্রিনশট ফ্রম মিডিয়া প্লেয়ার

একপর্যায়ে তারা খোজ পায় কোথায় আছে জ্যাঙ্গোর প্রিয়তমা। এর এটা জানার পরেই তারা বুঝতে পারে জ্যাঙ্গোর প্রিয়তমা কে উদ্ধার করা কঠিন হবে।কারন সে আছে ক্যান্ডিল্যান্ডে,আর ক্যান্ডিল্যান্ড হল সব থেকে বর্বর দাস ব্যবসায়ীর এলাকা। তার পোষা বিশাল বন্দুকবাজ বাহিনী আছে। যাদের সাথে লড়াই করা জ্যাঙ্গো আর শুলজের দুজনের পক্ষে কখনোই সম্ভব না। তখন তারা একটি প্ল্যান করে৷ তারা দুজনে দাস ব্যবসায়ী সেজে ক্যান্ডিল্যান্ডে যাবে আর সুযোগ বুঝে জ্যাঙ্গোর প্রিয়তমা কে উদ্ধার করে আনবে।

তারা কি পারবে উদ্ধার করতে? শেষ পর্যন্ত কি মিলন হবে জ্যাঙ্গো আর তার প্রিয়তমার?

ব্যক্তিগত মতামত

সত্য বলতে কি,মুভিটি আমাকে মুগ্ধ করে দিয়েছে। এক মিনিট ও চোখ সরাতে পারিনি। আমরা যে ইউরোপিয়ানদের সভ্য বলে জানি তাদের সভ্যতা যে কতটা মেকি তা দারুন ভাবে দেখিয়েছে। সিনেমার গল্প, সংলাপ যেমন অসাধারণ তেমনি প্রত্যেকের অভিনয় অনবদ্য। কোথায় কষ্ট পাবেন,কোথাও হাসবেন কোথাও আবার বাহবা দেবেন। আমি অবশ্যই রেকোমেন্ড করব,শুধু আমিই না আইএমডিবির টপ রেটিং পাওয়া সিনেমার মধ্যে এটি একটি।হাতে অবসর সময় থাকলে দেখে ফেলুন দারুন মুভিটি।মুভিতে ১৮+ সিন না থাকলেও প্রচুর রক্তারক্তির দৃশ্য আছে তাই একটু সাবধান,আর ছোটদের নিয়ে দেখতে বসবেন না।

ট্রেইলার

আজকের পোস্ট এপর্যন্তই। ধন্যবাদ সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য। ভুল ত্রুটি মার্জনীয়। কেমন লাগল রিভিউটি অবশ্যই জানাবেন।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42