আমি প্রতিনিয়ত দেখছি স্বপ্ন গুলো যেন হারিয়ে যাচ্ছে

in আমার বাংলা ব্লগ3 years ago

এই শহরে আমার দীর্ঘ ৩০ বছর হচ্ছে বসবাস করা ।এই শহরের প্রতি আমার দীর্ঘ একটা মায়া জন্মেছে এবং যেহেতু এই শহরেই আমার বেড়ে ওঠা তাই এই শহরের অনেক কিছুই আমার অনেক আগে থেকে জানা। তবে পেশাদারিত্বের কারণে আমি দীর্ঘ ৭ বছর থেকে এই শহরে খুব ভালোভাবে আমার অলিতে গলিতে উঠাবসা করা হয় । প্রতিদিন আমি দেখছি এখন এই শহরের মানুষগুলো যেন,অসহায় হয়ে যাচ্ছে ।সবাই যেন তাদের স্বপ্নগুলোকে ভেঙেচুরে অজনার উদ্দেশ্য পাড়ি জমাচ্ছে।


এ শহরে যখন মানুষ গুলো নতুন করে এসেছিল। তখন তারা এক বুক আশা নিয়ে এসেছিল এবং তারা বেঁচে থাকার জন্য, জীবিকার তাগিদে এই শহরে এসেছিল এবং তারা এ শহরে অনেক কষ্ট করে একটা নিজেদের স্থান তৈরি করেছিল। কিন্তু অজানা একটা আতঙ্কের কারণে সবার সব কিছু যেনো এলোমেলো হয়ে গিয়েছে। সবাই যেন অসহায় হয়ে গিয়েছে । এখন কারণ কারো চাকরি নেই, কারণ কারো রোজগার নেই, কারণ কারো খাওয়া-দাওয়ার সমস্যা ।সব মিলিয়ে এ শহরে সবার জন্য টিকে থাকা মুশকিল হয়ে গিয়েছে। সত্যি বলতে কি এই অজানা আতঙ্ক, মানুষকে একদম বাস্তবতা শিখিয়ে দিয়ে যাচ্ছে প্রতিটি ধাপে ধাপে । এখান আসলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রতিনিয়ত ।
কবে এই আতঙ্ক ঠিক হবে জানিনা । তবে আমি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের স্বপ্ন আমি প্রতিনিয়ত ভেঙে যেতে দেখছি। তাদেরকে দেখছি এ শহর ছেড়ে চলে যেতে অজানায় পাড়ি দিতে। জানিনা আর কত এভাবে স্বপ্ন ভাঙ্গা দেখতে হবে । আমি শুধু চাই এই অজানা আতঙ্ক ভালো হোক। পৃথিবী আবার সেরে উঠুক । সবার স্বপ্ন গুলো আবার বেঁচে উঠুক এবং সবাই আবার শান্তিতে থাকুক এই কামনাই করি।
20210614_223124-01.jpeg

Sort:  

জি ভাইয়া স্বপ্নগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের।।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 3 years ago 

দাদা আপনার শহরের মানুষের প্রতি আপনার অফুরন্ত ভালোবাসা এবং বাস্তব অভিজ্ঞতাগুলি পড়ে আমার খুব ভালো লাগে।ধন্যবাদ দাদা।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58000.61
ETH 3105.20
USDT 1.00
SBD 2.42