রবিবারের আড্ডা-১৬ || ABB Stage Show: Episode-16

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb_Show-16.png
ব্যানার ক্রেডিট @hafizullah

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন রবিবারের আড্ডা-১৬ তম পর্বে। আমরা শুরু হতেই বার বার বলে আসছি আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এবং আমাদের চিন্তাধারাও ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগকে সাজানোর চেষ্টা করি। নতুন এই আয়োজনটি নিয়ে আমরা এখনো চিন্তা করছি, কাঙ্খিত ক্ষেত্রে আরো কি কি পরিবর্তন আনা যায়, আশা করছি সময়ের সাথে সাথে কাঙ্খিত পরিবর্তনগুলো ঠিক দেখতে পাবেন।

অন্যান্য দিনের মতোই আমরা সর্বপ্রথম প্রস্তুতি নিয়েছিলাম গতকালকের শো করার জন্য। কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণবশত আমরা গতকাল যে অতিথি নির্বাচন করেছিলাম, তার নেটওয়ার্ক সমস্যার কারণে সে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেনি।

এমতাবস্থায় যেহেতু সকল শ্রোতারা চলে এসেছিল এবং আমরা সকলেই উপস্থিত ছিলাম, এই অনাকাঙ্ক্ষিত অবস্থাকে আমরা হুট করেই পরিবর্তন করার জন্য বিভিন্ন রকমভাবে শোর সময়টা উপভোগ করেছিলাম। সকলের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলাম, যারা আমাদের সঙ্গে আড্ডা দিতে চান তারা স্টেজে আসতে পারেন। আমাদের ঘোষণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই, আমরা চারজন অতিথি পেয়ে গেছিলাম।

আমার বাংলা ব্লগবাসী বিশ্বাস করে তারা যেকোনো পরিস্থিতি নিজেরা সামাল দিতে পারার মতো মানসিকতা রাখে, তা যেন আবারো প্রমাণিত হয়ে গেল। অতঃপর আড্ডা শুরু হয়ে গেল আমাদের আগ্রত চারজন অতিথিকে নিয়ে।
@litonali @selinasathi1 @shyamshundor @maksudakawsar

Adda_2.png
স্ক্রিনশট ক্রেডিট @kingporos

@litonali ভাইয়ের সঙ্গে প্রথমত কথা বলার চেষ্টা করছিলাম। তাকে প্রথম যে প্রশ্নটি করেছিলাম যে আপনার মন খারাপ থাকলে কি করেন। সে বলেছিল সে নদীর ধারে সময় কাটাতে ভালোবাসে। কারণ সে প্রকৃতি প্রেমী মানুষ। তার জন্য দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার যদি কোন স্মরণীয় ঘটনা থাকে, সেটা যদি বলতেন। সে তখন বলেছিল, গত বছর আমাদের প্রতিষ্ঠাতা কর্তৃক শেয়ার করো তোমার প্রথম ভালোবাসার অনুভূতি যে প্রতিযোগিতা হয়েছিল, সেখানে সে তার ফেলা আসা জীবনের অনুভূতি শেয়ার করে তৃতীয় পুরস্কার পেয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে তার অনুভূতি এতটা পরিমাণ বড় ছিল যে, বক্সের ভিতরে সম্পূর্ণ লেখা নিতে চাচ্ছিল না এবং পরবর্তীতে সেই লেখার কিছুটা অংশ কেটে দিয়ে লেখাটা সাবমিট করেছিল।

দ্বিতীয় অতিথি ছিল @selinasathi1 আপু। প্রথমেই তার কাছে আমরা কবিতা শোনার জন্য অনুরোধ করেছিলাম কারণ পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য এবং সে প্রথমেই তাদের সদ্য প্রকাশিত কাব্যকলি বই থেকে তার লেখা কবিতা আবৃত্তি করেছিল। পরবর্তীতে যে প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে তার কাছে কবিতা নেশা না পেশা। সে আসলে এই প্রশ্নের জবাবে বলেছিল কবিতা তার নেশা। তাকে আবারো প্রশ্ন করা হয়েছিল, যখন নিজের লেখা কবিতা বইয়ের পাতায় দেখা যায়, তখন নিজের লেখা নেড়েচেড়ে দেখতে কেমন অনুভূতি হয়। তখন সে বলেছিল যে, আসলে এটা অন্যরকম একটা অনুভূতি এবং সেই সময় তার ফেলে আসা জীবনের তার বাবার অনুভূতির কথা সে আলোকপাত করেছিল এবং বলেছিল এটা আসলে মূলত মাতৃত্বের স্বাদের মতো অনুভূতি। আমি তাকে আবারও প্রশ্ন করেছিলাম যে, যদি আপনাকে কবিতা ছাড়া থাকতে বলা হয়, তাহলে কেমন লাগবে। সে এক কথায় বলে দিয়েছিল যে সে এর আগেও এমন প্রশ্নের শিকার হয়েছিল। বিশেষ করে সে যখন নিউজ প্রেজেন্টার হিসাবে কোর্স করেছিল, সে সময় তাকে এমন প্রশ্ন তাকে কেউ করেছিল। যদিও পরবর্তীতে তার চাকরিটাই করা হয়ে ওঠেনি।

সর্বশেষে যারা কবিতা লিখতে পারেনা, তাদেরকে কবিতা লেখার জন্য সে কিছু উপদেশ দিয়েছেন এবং এটা আসলেই যারা শুনছিল, তাদের জন্য অনেকটাই গ্রহণযোগ্য হয়েছে।

তো মোটামুটি আমরা দুইজন অতিথির সঙ্গে যখন কথোপকথন শেষ করেছিলাম, তাই কিছুটা সময়ের জন্য একটু বিরতি নিয়েছিলাম এবং সেই ফাঁকেই মূলত আমার পছন্দের গানটি শুনেছিলাম।

Adda_3.png

আগার তুম মিল জাও

@shyamshundor তার কাছে আমরা প্রথম প্রশ্ন করেছিলাম, সে যে শরবত প্রতিযোগিতার জন্য একটু ভিন্ন আঙ্গিকে সেভেন আপ ও পালস্ চকলেট দিয়ে নিজে এক্সপেরিমেন্ট চালিয়ে যে শরবত বানিয়েছিল, সেটা খেতে কেমন ছিল। সে এক কথায় উত্তর দিয়েছিল যে, খেতে ভালোই ছিল এবং তবে কোন বিক্রিয়া ঘটেনি। তার স্টিমিটে জার্নি শুরু হয় বৃষ্টিচাকী বৌদির মাধ্যমে। কারণ সে বৃষ্টিচাকীর বৌদির মেয়েকে টিউশনি করায় এবং সেখান থেকেই সে এই পরিবারের সন্ধান পায় এবং সেখান থেকেই তার যাত্রা শুরু । তার কাছে প্রশ্ন করেছিলাম যে, আপনি তো একদম ইয়াং মানুষ এবং আপনার বয়সী ছেলেরা এই সময় সমাজে অনেকেই নিজেদেরকে ভিন্ন পথে পরিবর্তন করে ফেলেছে সঙ্গ দোষে। কিন্তু আপনি সেখান থেকে এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছেন, সেখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি শেয়ার করছেন, এটা আপনার কাছে কেমন লাগছে। সে এই প্রশ্নের উত্তরে অনেকটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিল এবং তার কাছে এটা আরেকটা নতুন পরিবার এবং এটা নিয়ে সে অনেক বড় স্বপ্ন দেখে এবং এখানে থাকতে পেরে সে অনেকটাই সৌভাগ্যবান মনে করে নিজেকে। তার এখানে আসার পরে মূলত অনেক ধরনের প্রতিভা বিকশিত হয়েছে, সে প্রথমের দিকে কবিতা লিখতে পারতো না, সে এখন কবিতা লিখতে পারে এবং সে আগে আর্ট করতে পারত না, সে এখন আর্ট করতে পারে এবং তাকে যে প্রশ্ন করেছিলাম যদি আপনি আপনাকে নিয়ে ছবি তৈরি করা হয়, সেখানে আপনার চরিত্রে কাকে দেখতে চান, সে আসলে বলেছিল যে, সে নিজেই নিজের চরিত্রে অভিনয় করতে চায়।

@maksudakawsar আপু আমাদের পরবর্তী অতিথি ছিল । আমি প্রথম প্রশ্ন করেছিলাম আপনি এই মুহূর্তে স্থির আছেন না অস্থির আছেন। সে বলেছিল যে সে স্থির আছে। আপনি ব্যক্তি জীবনে সবথেকে কোন কাজটি করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে এক কথায় বলেছিল যে, সে গান শুনতে বেশি পছন্দ করে। তাকে পরবর্তী যে প্রশ্ন করেছিলাম, আপনি যদি অনেক সময় পেয়ে যান হাতে ছুটি কাটানোর জন্য, তাহলে কোন জায়গায় যাবেন এবং কাকে সঙ্গে নিবেন। সে এক কথায় বলে দিয়েছিল যে, সে কক্সবাজারে যাবে এবং কাউকে সঙ্গে করে নিয়ে যাবে না। আমি বলেছিলাম যে, যদি আপনি একটা সুপার পাওয়ার পেয়ে যান, সে ক্ষেত্রে আপনি কি করবেন। সে বলেছিল যে কাল্পনিক বলব না বাস্তবে বলব, তা আমি বলেছিলাম আপনি দুটোই বলতে পারেন। সে প্রথমে বলেছিল যে সে দুর্নীতি কমাবে এবং সবাইকে সে ১০০ স্টিম করে দেওয়ার চেষ্টা করবে।তারপর পরবর্তীতে তাকে প্রশ্ন করেছিলাম যে সময় অসময়ে আপনি কাকে বেশি বিরক্ত করতে পছন্দ করেন। সে বলে দিয়েছিল যে, আসলে সে কাউকে বিরক্ত করে না বরং তার মনের মানুষ তাকে বিরক্ত করে।তাকে প্রশ্ন করেছিলাম তার নিজের রান্না করা সবচেয়ে অপছন্দের খাবার কোনটি। সে বলেছিল, শাক।

এবার বাকি দুইজন অতিথির কথা শেষ হওয়ার পরে আমরা চেষ্টা করছিলাম যে, দাদার পছন্দের গানটা শোনার জন্য।

ইজ পেয়ার ছে মেরি তারাফ নে দেখো

গানটা শোনার পরবর্তীতে আমরা আমাদের চারজন অতিথির কাছে আবারো গিয়েছিলাম এবং তাদের সঙ্গে পুনরায় কথা বলেছিলাম এবং তাদেরকে যে প্রশ্নটি করেছিলাম যে, আমার বাংলা ব্লগ কমিউনিটির কোন কার্যকলাপ বা এই শোটাকে নিয়ে যদি তাদের কোন চিন্তাধারা বা কোন পরামর্শ থাকে, তাহলে সেটা স্বাচ্ছন্দে বলতে পারেন ।

এমন প্রশ্নের উত্তরে তারা বলেছিল যে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, পরামর্শ দেওয়ার মতো তেমন কিছুই নেই। শক্তি বা সামর্থ্য নেই তবে সবকিছু এখানে ঠিকঠাক মতোই হচ্ছে।

সব মিলিয়ে আমার পুরোটা শো ভালোই কেটেছে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং যারা উপস্থিত ছিলেন তাদের কাছেও সময়টা ভালো কেটেছে ।

received_2102006203331803.jpeg

রবিবারের আড্ডার প্রাইজ পুলের পৃষ্ঠপোষক @rme দাদা, ফাউন্ডার-আমার বাংলা ব্লগ।

আমাদের শো কে কেন্দ্র করে যে পুরস্কারটা ছিল, তা আজ চারজন অতিথির মাঝেই ভাগ করে দেওয়া হয়েছে এবং বিগত পনের তম পর্বে যারা অংশগ্রহণ করে পুরস্কার থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল, তাদেরকেও পরবর্তীতে পুরস্কার দেওয়া হয়েছে।

সর্বশেষে আমরা আমাদের প্রতিষ্ঠাতার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে, আমাদের আমাদের এই শোটাকে আরো উজ্জীবিত করার জন্য সে যে প্রতিনয়ত অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে, সেই সম্পর্কে কিছু বলার জন্য। সে এক কথায় বলে দিয়েছিল যে, আমাদের একঘেয়ামি জীবনের বাহিরে অবশ্যই বিনোদনের দরকার আছে আর এই শোর মাধ্যমে সকলেই বিনোদিত হতে পারছে, এটাই তো অনেক।

Banner-10.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগের যে কোন উদ্যোগ জমজমাট চলবেই।যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে সেটি কাটিয়ে ভিন্নভাবে আয়োজন করা হবে। আরে একেই বলে আমার বাংলা ব্লগ এবং রবিবারের আড্ডা।

 2 years ago 

রবিবারের আড্ডার অতিথির যখন কথা বলতে অসুবিধা হচ্ছিল তখন তো ভেবেছিলাম এবারের আড্ডাটা বোধয় আর হবে না। এরপর সময়টাকে প্রাণবন্ত করতে অনেক সুন্দর ভাবে সবটা ম্যানেজ করেছেন ভাইয়া। আমাদের পরিচিত কিছু ইউজার সবকিছু সামলে নেওয়ার চেষ্টা করেছে এবং আড্ডায় নতুন মাত্রা যোগ করেছে। সময়টা ভালোই কেটেছে। আপনার উপস্থাপনা এবং সবকিছু ম্যানেজ করার দক্ষতা দেখলে সত্যিই ভালো লাগে ভাইয়া।

 2 years ago 

এইটা সত্য যে তাৎক্ষণিক সবাই খুব আন্তরিকতার সাথে শো টাকে আরো প্রাণবন্ত করে তুলেছিল।

আপনার নিবন্ধটি আমার খুব পছন্দ হয়েছে

 2 years ago 

আমার বাংলা ব্লকের একটি ব্যতিক্রমধর্মী আয়োজন রবিবারের আড্ডা প্রতিনিয়ত এখানে আমরা আমাদের অতিথিদের সম্পর্কে জানতে পারছি।
বিভিন্ন সময় বিভিন্ন কৌতূহলে প্রশ্ন করে উত্তর পেয়ে যাচ্ছি।।
গতকালকে যখন অতিথি সংকটে মনে হচ্ছিল অনুষ্ঠানটা ভেঙে যাবে তখনই শুভ ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আমিও কিছুটা সময় আমার কথা শেয়ার করেছি খুবই ভালো লেগেছে আমার।।

 2 years ago 

বিশেষ করে আমরাই আপনার কাছে কৃতজ্ঞ ভাই, আপনার সাহসিকতার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

💞💞💞

 2 years ago 

এবারের রবিবারের আড্ডা তাহলে ভিন্ন মাত্রায় যোগ হয়েছিল। যেহেতু আমন্ত্রণ করা অতিথি তার নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে উপস্থিত থাকতে পারেনি। যাক, যারা আড্ডায় সামিল হয়েছিল তাদের মনের কিছু কথা জানতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে

 2 years ago 

হুম এবারের শো আসলেই একটু ভিন্ন রকম ছিল, তবে উপভোগ করেছি ব্যাপারটা।

 2 years ago 

রবিবারের আড্ডা মানেই নতুন কিছু ৷ যেখানে একজন ইউজার বন্ধু তার জীবনের ভালো মন্দ শেয়ার করে ৷ যেখান থেকে আমরাও অনেক কিছু শিখতে পারি ৷
তবে গতকালকের হ্যাংআউট ছিল একটু ভিন্ন ধর্মী ৷ তারপরও দারুন হয়েছিল ৷ একসাথে চারজন অতিথির কথা শুনেছিলাম ৷

 2 years ago 

আমরাও বেশ স্বতঃস্ফূর্তভাবেই সময়টা কাটিয়েছিলাম। কারণ একসঙ্গে চারজন অতিথি, বেশ ভালই মজা হয়েছিল।

 2 years ago 

তবে যাই বলেন ভাই অন্যান্য দিনের চেয়ে গতকালকের আড্ডা ঘরের আড্ডাটা কিন্তু ভিন্ন রকম হয়েছে কারণ এই প্রথম একসাথে চারজন অতিথি হয়েছিল। মাঝে মাঝে যদি এরকম ভিন্নভাবে উপস্থাপন হয় তাহলে কিন্তু বেশ ভালই লাগে।

 2 years ago 

আসলেই মাঝেমাঝে যদি এমন ভিন্ন রকম ভাবে আয়োজন করা যায়, তাহলে একদিক থেকে ভালোই হয়।

 2 years ago (edited)

গত এপিসোডে নিলয় মজুমদার বাইকে অনাকাঙ্ক্ষিতভাবে পাওয়া যায়নি। তবুও আড্ডা থেমে থাকেনি। যথারীতি খুব চমৎকার একটি আড্ডা হয়েছিল।ধন্যবাদ গত রবিবারের আড্ডার রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

গতকালকে তারাবি নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার আগে ডিসকর্ড এর এনাউন্সমেন্ট চ্যানেলে দেখলাম অতিথি হিসেবে থাকবেন নিলয় মজুমদার ভাই। তবে নামাজ শেষ করে যখন ৯.৩০ এ জয়েন করলাম আড্ডায়, তখন কয়েকজন অতিথিকে একসাথে দেখে বেশ অবাক হয়েছি। পরে জানতে পারলাম নেটওয়ার্ক এর সমস্যা জনিত কারণে নিলয় ভাই জয়েন করতে পারেনি অতিথি হিসেবে। তবে এটা দেখে খুব ভালো লেগেছে আমাদের কমিউনিটি তৎক্ষনাৎ অনেক কিছুই করতে পারে। আর সেটা গতকালকে আবারও প্রমাণিত হলো। যাইহোক পুরো প্রোগ্রামটি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমরা বিশ্বাস করি আমাদের কমিউনিটির সকলের মাঝে সক্ষমতা আছে, যে কোন পরিস্থিতিকে রিকভার করার জন্য।
ধন্যবাদ ভাই।

 2 years ago 

জি ভাইয়া আমিও আপনার সাথে একমত পোষণ করছি। যাইহোক ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

সেদিন সত্যিই আমরা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরেছিলাম। তারপর সবাই মিলে যেভাবে পুরো বিষয়টি সামলে নিয়ে শো এগিয়ে নিয়ে গেলেন সত্যিই এটা একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে আমরা সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে পারি। আর আপনার বুদ্ধিদীপ্ত উপস্থাপনা সত্যিই প্রশংসার দাবিদার।

 2 years ago 

এজন্যই আমি মনে করি আমার বাংলা ব্লকবাসী সব দিক থেকে পারদর্শী, ও তারা যে কোন পরিস্থিতিকে মানিয়ে নিতে সক্ষম।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.26
JST 0.042
BTC 96701.29
ETH 3420.20
USDT 1.00
SBD 2.42