বিষাদ || 10 % beneficiary @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

মাঝে মাঝে আসলে মন খারাপের কোন ব্যাখ্যা থাকে না। আপনি সারাটাদিন যত ভালো সময় কাটান না কেন ,দেখবেন হুট করে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আপনার সারাদিনের সুন্দর মুহূর্তটা সবকিছু যেন মুহূর্তেই তুচ্ছ হয়ে গেল আপনার কাছে । আপনার মনে এক পষলা বিষাদ জমা হয়ে গেল। সেই বিষাদ যেন সহজে কাটতে চায় না। সেই বিষাদ আপনার সারাদিনের সুন্দর মুহূর্তটাকে একদম ধুয়েমুছে মুহূর্তেই রক্তাক্ত করে ফেলে।


ঠিক ঐ নীল আকাশের মত, সারাদিন রৌদ্রজ্জল থাকে । হুট করে যখন এক পশলা মেঘ এসে পুরো নীল আকাশ একদম কালো করে ফেলে, তখন যেন মনে হয় পুরো বিষাদ গুলো যেন আকাশটাকে একদমই ছেঁয়ে ফেলেছে।সারাটা দিন শহরের চেম্বারে ভালো সময় কাটাই ছিলাম ।হুট যখন বিকেল হয়ে গেল,তখন যখন গ্রামের চেম্বারে ফিরব। সেই মুহূর্ত কেন জানি হঠাৎ করে মনে এক পষলা বিষাদ জমে গেল। যার কারণে আমার মুহূর্তেই মনের অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে।
এই বিষাদের বিষয়ে একটা ছোট্ট কারণ আছে। এখন থেকে বছর পাঁচেক আগে যে মানুষটাকে আমি, অন্যভাবে চিনতাম। তাকে যখন গতকাল হুট করে নতুন রূপে দেখেছি। তখন একটা খটকা লেগেছে মনের মধ্যে। আর এই জন্যই হয়তো সাময়িক সময়ের জন্য মনে একটু বিষাদ জমেছে। তবে আমি মনে করি এমন বিষাদ মাঝে মাঝে আসা দরকার। নইলে মানুষগুলোকে সহজে চেনা যায় না।
20210818_165853.jpg

20210818_165855.jpg

20210818_165900.jpg

20210818_165904.jpg

20210818_165905.jpg

20210818_165945.jpg

Sort:  
 3 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ যে এত সুন্দর আবেগিক পোস্ট লিখেছেন আরো ধন্যবাদ জানাই আপনার সুন্দর সুন্দর আলোকচিত্রগুলোর জন্য।

আকাশে মেঘ জমলে ভুখন্ডটি অন্ধকার হয়ে যায়।আবার এক পশলা বৃষ্টির পর ভুখন্ড উজ্জ্বল হয়ে ওঠে।
সে রকম মনে বিষাদ জমলে মেয়ে মানুষের মতো কেঁদে অথবা কারো কাছে শেয়ার করে হালকা করা যায়,যেমনটি আপনি করছেন এই পোস্টের মাধ্যমে। অভিনন্দন ও শুভকামণা রইল।

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি।কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মেঘলা আকাশ।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

গ্রামের মায়াময় ছায়াময় সবুজ প্রকৃতি সত্যি চোখে পলক পড়ে না মনে হয়। গ্রাম্য প্রকৃতি সব সময় যেনো শান্ত। দারুন ফটোগ্রাফি ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনে এটা একদম সত্য বলেছেন, সারাটা দিন যদিও খুশির মধ্যে কাটিয়ে থাকি দিনের শেষে হয়ত এমন কিছু ঘটে যায় যার ফলে সারাটা দিনের সব আনন্দগুলো জলান্জলি দিতে হয়।
আপনার সবগুলো ফটোগ্রাফি ছিল খুব দূরদান্ত। ভালোবাসা রইল ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ভালোবাসা অবিরাম ভাইয়া।

 3 years ago 

সত্যিই মন খারাপের কোন ব্যাখ্যা থাকেনা। হয়তো মনের কোণে জমে থাকা বিন্দু বিন্দু কষ্টগুলোই মন খারাপের কারণ। আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে।

সত্যি খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

বাহ! ফটোগ্রাফিগুলো অসধারন হয়েছে সাথে ব্যাখ্যাও।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অতীব সুন্দর হবে আপনার উপস্থাপনা করেছেন। বিষাদের বিষয়টি আসলে আমাদের প্রত্যেকের জীবনে আসার দরকার এবং সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়। এটাই চিরন্তন সত্য। সকলের শুরুটা কোন কারনে খারাপ ভাবে কেটে গেলে সারা দিনটি মাটি হয়ে যায় এবং কোন না কোন সমস্যা লেগেই থাকে এটি সবার সাথেই হয়। খুব সুন্দর ভাবে আপনি বিষয়টি তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার লিখা আমার মনকে শান্ত করেছে। খুবই ভালো লেগেছে আপনার লিখা৷ বাস্তবর্ধমী সব কথা।ধন্যবাদ

 3 years ago 

আকাশের ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65634.72
ETH 3493.40
USDT 1.00
SBD 2.51