জীবন এটাই ||@shy-fox 10%beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

PhotoCollage_1631901005602.jpg
কিছু কিছু পরিবর্তন,
হুট করে হয়ে যায় ।
যেগুলো মেনে না নিতে চাইলেও,
মেনে নিতে হয় ।

হাজার দুঃখ কষ্ট থাকলেও,
সেগুলো কে মুহূর্তেই ধামাচাপা দিয়ে
সেগুলো থেকে বের হয়ে আসতে হয় ।
নতুন করে স্বপ্ন দেখার চেষ্টা করতে হয়,
কারণ জীবন এটাই ।
20210917_115249.jpg
কেঁদে লাভ নাই,
কান্নার রোল কেউ শুনবে না ।
কেউ বুঝতেও চাবে না,
কেউ দেখতে আসবে না ।
তোমাকে শক্ত হতে হবে,
যদি তুমি না পারো ভেসে যাবে।

অজুহাত এখানে দেখিয়ে লাভ নেই,
কারণ তুমি জানো যে তোমার পরিণতি কী হবে!
তুমি যদি না এগিয়ে যেতো পারো,
তোমাকে পরিস্থিতির শিকার হবে,
যেটা তুমি নিজের থেকেই জানো ।
20210917_114941.jpg
পিছুটান, সেটা যদি তোমার থাকে
তাহলে তুমি নির্বোধ।
এখানে ভাঙ্গা-গড়া চলে,
এখানে আপস করার সময় নেই।
এখানে এগিয়ে যেতে হয় অবস্থা বুঝে,
যে পারে সে টিকে যায়, যে
পারেনা সে ভেসে যায় ।

কোন কূল ভাঙ্গবে আর কোন কুল গড়বে,
কেউ বোঝে না, তবে সবাই বাঁচতে চায়,
টিকে থাকতে চায়,
কেউ পারে কেউ হেরে যায় ।

যদি বলি সিদ্ধান্ত,
তাহলে সেটা কিন্তু তোমার হাতে ।
বুঝে এগিয়ে চলো,
না হলে ভেসে যেতে পারো,
সাবধান থেকো নতুবা গ্রাস হয়ে যাবে ।।

20210917_115240.jpg

বি:দ্র: ছবি গুলো দাদুবাড়ির যাওয়ার সময় তুলেছিলাম।

Sort:  
 3 years ago 

বাস্তব জীবনের সাথে সামঞ্জস্য পূর্ণ একটি কবিতা লিখেছেন। প্রত‍্যেকটা লাইন অর্থপূর্ণ।
মানুষের জীবন পরিবর্তনের জন্য কিছু পরিবর্তন ভালো সেটা হোক তার ইচ্ছায় বা অনিচ্ছায়।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

আশ্চর্যজনকভাবে ভাল কবিতা, আমি সত্যিই এই কবিতাটি পড়তে পছন্দ করি।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

🥰🥰

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

খুব সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন ভাই। অসম্ভব প্রিয় আমার।
শুভেচ্ছা ও অভিন্দন ভাইয়া।

 3 years ago 

আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন সেইসাথে ফটোগ্রাফি খুব চমৎকার

কবিতাটি ১০০ ভাগ অনুপ্রেরণামূলক কবিতা ছিল।প্রতিটি লাইন আমাকে শিক্ষা দিয়েছে।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই।জীবনে কখনো আপস করতে নেই।সব সময় সকল বাধাকে উপেক্ষা করেই এগিয়ে চলতে হবে।অনেক ভালো একটি কবিতা ছিল ভাই।অনেক ধন্যবাদ আপনাকে আপনার উপদেশ মূলক কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।ভালোবাসা রইলো,❤️

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কোন কূল ভাঙ্গবে আর কোন কুল গড়বে,
কেউ বোঝে না, তবে সবাই বাঁচতে চায়,
টিকে থাকতে চায়,
কেউ পারে কেউ হেরে যায় - এই লাইনগুলো বেশি ভালো লেগেছে ভাইয়া।ভালো লাগার কারণ ও আছে। মূল কারণটা হচ্ছে কথাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ।আর গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে আসলেই ভবিষ্যৎ এ কি হবে তা আমরা কেও জানিনা কিন্তু সবাই আমরা জীবন সাগরে বেঁচে থাকতে চাই তবে কেও তার নিয়ম জানে আর কেও জানেনা।
ছন্দে ছন্দে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তুলে ধরেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কবিতাটির মাধ্যমে বাস্তব জীবনের মুহূর্ত তুলে ধরেছেন এটাই জীবন।অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে। অনেক শিক্ষনীয় একটি বিষয়।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে জীবনটাই উত্থান-পতন।এটাই প্রকৃতির নিয়ম।আপনার কবিতা ও ফটোগ্রাফি অনেক ভালো হয়েছে,সেজন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

জীবন একটাই এবং খুবই সল্প সময়ের জন্য। সুতরাং এই অল্প সময়ে জীবনের হতাশা, দুঃখ, কষ্ট ভুলে গিয়ে জীবনকে উপভোগ করা উচিত। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59947.96
ETH 2426.01
USDT 1.00
SBD 2.49