নিষ্প্রাণ অনুভূতি || @shy-fox 10% beneficiary
বহুদিন ধরে ভাবছি একটা কবিতা লিখবো
হয়তো ছন্দের মিল থাকবে না
নতুবা রস-কষ থাকবে না
তবুও আমি একটা কবিতা লিখতে চাই
যে কবিতায় নিষ্প্রাণ কিছু অনুভূতি থাকবে
হয়তো অনুভূতিগুলোই
ছন্দের মিল এনে দেবে, তাল মিলিয়ে ফেলবে
দেখি আমি কবিতা লিখতে পারি কিনা ।।
বোকার শহরে আমি কংক্রিটের হাসি দেখেছি
অজস্র কান্না দেখেছি প্রকৃতির
সভ্যতার উন্নয়নের ধারায়
আমি পিষে মরতে দেখেছি বোবা বৃক্ষকূলকে
তাদের কান্না বোঝার কেউ নেই
তবে কংক্রিটের হাস্যজ্জল
মুখ দেখার মানুষ বহু আছে ।।
প্রেয়সীর লেখা চিঠি বুকে নিয়ে
ঘুরতে দেখেছি বহুজনকে এই শহরে ,
কথা রাখবে বলে জুতোর তলা ক্ষয় করে
চাকরির পিছনে ঘুরতে দেখেছি অনেককে
অক্ষিকোটরের কালি দেখেছি বহুজনের
এ কেমন নিয়তি বারবার এসে ধাক্কা খায় ,
একদিকে প্রেয়সী অন্যদিকে জীবিকা
প্রেয়সী হেরে যায় জীবিকার কাছে
অক্ষিকোটরের জমাটবাঁধা পানি
হৃদয়ে শুকিয়ে যায়
কারণ প্রেয়সী বদলে ফেলেছে তার গন্তব্য ।।
হুট করে মাঝ রাতে যখন
কংক্রিটের চাপা ঘরে
প্রেয়সীর মুখ মনে পড়ে
নিকোটিনের ছোঁয়ায়
হৃদয় তখন আলিঙ্গন করে ।
কেউ একজন কথা দিয়েছিল,
সে এখনো বেঁচে আছে
তবে বদলে ফেলেছে পূর্বের ঠিকানা ।।
প্রকৃতি যেমন অসহায় এই শহরে
তেমনি হয়তো পরাজিত আমি প্রেয়সীর কাছে
আমার নিষ্প্রাণ অনুভূতিগুলো
ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে
আমার তো হেরে যাওয়ার কথা নয়
তাহলে আজ অক্ষিকোটরে কালি কেন
হৃদয়ে জমাট বাঁধা পানি কেন
এ দায় কার আমার নাকি
আমার নিষ্প্রাণ অনুভূতিগুলোর ।
বিশেষ দ্রষ্টব্য :
যদিও আমি সমসাময়িক অবস্থা থেকে কবিতাটি লেখার চেষ্টা করেছি । তবে যতদূর পেরেছি লেখাগুলোতে বাস্তবতার ছোঁয়া দেওয়ার জন্য । হয়তো এমনটাই ঘটছে আশেপাশে । হয়তো সে সব দেখেছি আর লেখার চেষ্টা করেছি কবিতার মাধ্যমে ।
সভ্যতা, নগরায়ন আর আধুনিকায়নের উন্মাদনায় প্রকৃতিটাকে আমরা বিষিয়ে ফেলেছি । প্রকৃতিটা কে ধ্বংস করে ফেলেছি, আমরা নিজেরাই । প্রকৃতিও হাসতে চেয়েছিল, বাঁচতে চেয়েছিল যেমনটি আমরা কংক্রিটকে বাঁচিয়ে রেখেছি , ঠিক সেইভাবে । যাইহোক এতকিছুর পরেও আমি বলতে চাই, প্রকৃতির প্রতি একটু যত্নশীল হওয়া উচিত আর প্রেয়সী এমনটা তো মনে হয় কম বেশি সবার জীবনেই ছিল , হয়তো অতীতে নতুবা বর্তমানে । তবে যেটাই হোক না কেন , ওদেরকে দোষ দিব না । হয়তো আমাদেরই কর্মগুণে ওরা ওদের গন্তব্য বদলে ফেলেছে ।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
খুবই চমৎকার ভাবে বাস্তবভিত্তিক একটি কবিতা আমাদেরকে উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়া।আপনি একদম ঠিক বলেছেন কংক্রিটের প্রতি আমরা যতটা যত্নশীল। ততটা যদি প্রকৃতির প্রতি হতাম তাহলে আমাদের চারিপাশটা আরো বেশি সুন্দর হতে পারতো। আরো বেশি লাবণ্যময় হতো♥♥
সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনার লেখনি।ভালোবাসাগুলো ভালবাসা হয়ে থাক চিরতরে।
♥♥
প্রতিনিয়ত আমাদের আমাদের সমজে এমন ঘটনা ঘটছে। সত্যিকারের ভালোবাসাগুলো কখনোই ভুলা যায় না। তবে এটা সত্যি প্রকৃতির প্রতিকূলে আমারা অনেক কিছু চাইলেও করতে পারি না। যাইহোক, ভাই আপনার লেখাগুলো পড়ে পুরোনো কিছু স্মৃতি মনে পড়ে গেলো। যদিও এখন সেই স্মৃতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি। তবে কিছু স্মৃতি ভুলা যায় না। অনেক ধন্যবাদ ভাই বাস্তব ভিত্তিক কথাগুলো শেয়ার করার জন্য। ❣️
কি খবর ভাইজান, জীবনে কেউ এমন ছিল নাকি । তবে এগুলোই হয়তো চরম বাস্তবতা ভাই ।
ছিলো ভাই, ক্লাশ ৫ এই প্রথন অনুভুতি জাগ্রত হয়। প্রথম অনুভূতি ভুলার চেষ্টা করি তবে কারণে অকারণে মনে পড়ে যায়।
এমন সুন্দরী রমনী সামনে থাকলে সবার অনুভূতি গুলো একটু ভিন্নভাবে প্রকাশ পাবে এটাই স্বাভাবিক। অসম্ভব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আসলেই আমাদের চারপাশটা এমনই হয়ে গেছে। আমাদের সুন্দর প্রকৃতি ধ্বংসের কারণ আমরা নিজেরাই। আর হ্যাঁ বাস্তবতার ভিড়ে কত প্রিয়জন যে কত প্রিয়জনের কাছ থেকে দূরে চলে যায় সে খবর কে রাখে। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের কবিতাটি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে এই ছবিটা ছিল অনেকটা প্রতীকি ছবি আপু । তবে হ্যাঁ বাস্তবতার কাছে হয়তো অনেক কিছুই হারিয়ে যায় ।
ভাই আপনার সম্পূর্ণ কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম। আধুনিক কবিতার একটি উৎকৃষ্ট উদাহরণ আপনার এই কবিতা। দাদার কথা ধরেই বলতে হয় কবিতা লেখার ক্ষেত্রে থাকতে হবে একটা সুনির্দিষ্ট অর্থ। যেটাকে ছন্দ আকারে ফুটিয়ে তুলতে হবে। এদিক দিয়ে আপনার কবিতাটা দারুন অর্থবোধক তেমনি আছে ছন্দমিল। আশাকরি চর্চা করলে আপনার উৎকর্ষতা আরো বাড়বে। শুভকামনা রইল
আমার সার্থকতা হচ্ছে দিন শেষে আপনাদের মতো পাঠক পাওয়া । ভালোবাসা রইল ভাই।
অসাধারন লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আপনার লেখাগুলো যখন পড়ি তখন নিজেকে অন্য জগতে হারিয়ে ফেলি। তেমনি আজকেও আপনার লেখা কবিতা পড়ে অন্য জগতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আসলে কথাগুলোর মাঝে যে বাস্তব চিত্র তুলে ধরেছেন তা আমাদের প্রত্যেকের জীবনেই ঘটেছে। ইট-পাথরে ঘেরা এই শহরের মাঝে জীবনের বাস্তবতা অনুভব করা যায়। অনেক সুন্দর ভাবে আপনি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।♥️♥️♥️
ভাই আমি শুধুমাত্র চেষ্টা করেছি , ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ।
ভাই আসলে আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার কবিতাটি বাস্তবমুখী। সত্যিই আপনার চিন্তাভাবনা অতুলনীয়। আপনার কবিতার মাধ্যমে খুবই সুন্দরভাবে আপনার চিন্তাভাবনা প্রকাশ করেছেন। সত্যি কবিতাটির যতবার পড়লাম ততবারই ভালো লাগলো। প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটি পড়লাম। খুবই ভালো লাগলো, শুভকামনা রইল ভাই। মাঝে মধ্যে এরকম কবিতা আমাদের মাঝে উপহার দিবেন।
আসলেই নিষ্পাপ অনুভূতি ভাইয়া। আপনাদের দুজনকে এত সুন্দর লাগছে যা বলে প্রকাশ করা যাবে না। আর কে বলেছে আপনি কবিতা লিখতে পারেন না আপনি দারুন একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার ছন্দ গুলো অনেক ভালো লেগেছে।
আপনার এই দুটি লাইন দিয়ে অনেক কিছু প্রকাশ করা যায়। আপনাদের ভালোবাসা একে অপরের প্রতি নির্ভরশীলতা এভাবেই যুগ যুগ টিকে থাকুক এ কামনা করি।
চেষ্টা করেছি আপু নিজের অবস্থান থেকে গুছিয়ে ব্যাপারটি আলোকপাত করার জন্য ।
কিন্তু দুঃখের বিষয় হলো এই ইট পাথরের শহরে মানুষের এই বোবাকান্না গুলো কেউ দেখে না,প্রেয়সী ও অনুভব করে না অন্তরের ব্যাথা।আর এই কবিতা নিয়ে বলার মত সাহস আমার নেই। যা লিখেছেন চরম সত্য চরম বাস্তব।ভালো ছিল ভাই পুরো উপস্থাপন।ভালোবাসা রইলো।🖤🤟
তোমার সাইন থেটা কচ থিটার কাছে , আমি কিন্তু হেরে যাই বারবার । ভালোবাসা অবিরাম।
ভাইয়া আপনার কবিতাটি আমি মন দিয়ে পড়লাম এবং কবিতার গভীরে যাওয়ার চেষ্টা করলাম। সত্যিই কবিতার গভীরতাটা অনেকটা বেশি। একদম বাস্তবতার সাথে মিল রেখে কবিতাটি লিখেছেন। সত্যি খুবই ভালো লাগলো ভাইয়া, এক কথায় মুগ্ধ হয়ে গেলাম।
আর আপনাদের দুজনের ছবিটা কিন্তু দারুন হয়েছে ভাইয়া 👌
প্রথমেই যেটা বলবো , শুভ ভাই আমি গোঁফ খুব একটা পছন্দ করি না কিন্তু আপনার মুখে গোঁফ টা সেই প্রথম থেকেই ভালো লাগে আমার। মন থেকে বললাম পুরো।
আর লেখাটা নিয়ে যদি বলতে হয় ভাই, তাহলে বলবো প্রতিটা লাইনে বাস্তবতার ছোয়া। মনে দাগ কেটে গেল খুব। কোথায় যেন খুব চিন চিন করে ব্যাথা হলো। এখনকার প্রেয়সিরা ভালবাসার যোগ্য নয় ভাই। এঁদের জন্য নিকোটিনের ধোয়া ছাড়লে মাঝে মাঝে মনে হয় এই নির্জীব বস্তু টাকেও অপমান করছি।
এঁদের জীবনে স্পেশাল ওয়ান বলতে কিছু নেই ,এরা বেটার ওয়ান নিয়ে থাকতে ভালবাসে। যে কারো স্পর্শে এরা নিজেকে বিলিয়ে দিতে পারে। বেঈমান আর বিশ্বাসঘাতক। স্বার্থের প্রয়োজনে কাছে আসবে, প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। তবুও কিছু স্বপ্নবাজ ছেলে বুকের এক কোণে মরীচিকার মত সব জমিয়ে রেখে নিজ হাতে কষ্ট কে কিনে নেবে রোজ।
ভালোবাসা রইলো প্রিয় ভাই ❤️❤️❤️
ইশ তোমার মন্তব্যে আমি মাথানত করছি ভাই । তুমি জয়ী হও , পরাজয়ের স্বাদ তোমাকে না ছুঁয়ে যাক , এই কামনাই করছি । ভালোবাসা রইল।