বিনোদন জগৎ

in আমার বাংলা ব্লগlast year

20230228_150356.jpg

খুবই সাম্প্রতিক সময়ে আমাদের এই উত্তর অঞ্চলে, নতুন আরো একটি বিনোদন জগৎ তৈরি হয়েছে। তার নাম হচ্ছে মম ইন বিনোদন জগৎ।

20230228_160249.jpg

20230228_150509.jpg

মজার ব্যাপার হচ্ছে অনেকেই আবার মম ইন হোটেল এবং বিনোদন জগৎ দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলতে পারে। তবে তাদের উদ্দেশ্যে বলছি, আসলে দুটোর কার্যক্রম দু'রকম। মূলত মম ইন হোটেল যেটা আছে, সেটা পাঁচ তারকা মানের আর এই বিনোদন জগৎটা অবস্থিত ঠিক তার পিছনেই। তবে এটা সকলের জন্যই উন্মুক্ত।

20230228_150531.jpg

20230228_150658.jpg

যদিও এখন পর্যন্ত তাদের মার্কেটিং এর জন্য হয়তো জায়গাটা উন্মুক্ত রেখেছে, তবে শীঘ্রই হয়তো এই জায়গাটা টিকিটের আয়ত্তে নিয়ে আসবে কর্তৃপক্ষ। তখন হয়তো দর্শনার্থীরা টিকিট কেটে সেখানে প্রবেশ করতে পারবে। কারণ মম ইন বিনোদন জগৎ মানে পিকনিক স্পটটা অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত এবং এতটাই সুন্দর, নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে, যা যে কোনো প্রকৃতি প্রেমী মানুষকে অনায়াসেই খুবই কাছে টানবে।

20230228_150727.jpg

20230228_150740.jpg

সবচেয়ে বড় বিষয় এই পিকনিক স্পটটা মূলত করোতোয়া নদীর তীরে গড়ে উঠেছে। এতোটাই বড় জায়গা জুড়ে অবস্থিত যে,যদি পায়ে হেঁটে ঘোরাঘুরি করার চিন্তা থাকে তাহলে পুরো জায়গাটি কখনোই ঘুরে শেষ করা যাবে না।

20230228_150743.jpg

20230228_150746.jpg

যেহেতু অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত এবং পুরোটাই প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এবং ভিতরের পরিবেশ অনেকটাই নান্দনিক আর অনেক বিনোদনের অবকাঠামো গড়ে উঠেছে, তাই মূলত বিভিন্ন জায়গা থেকে লোকজন প্রতিনিয়ত এখানে পিকনিকে আসছে।

20230228_150813.jpg

20230228_150823.jpg

ভিতরে দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য মূলত সবরকম খেলাধুলার রাইড থেকে শুরু করে বিনোদনের অন্যান্য রাইড যুক্ত করা আছে। যেমন নাগরদোলা, ঘোড়ার গাড়ি, স্পিডবোট, দোলনা ও আরো আধুনিক অনেক রাইড।

20230228_151153.jpg

তাছাড়াও নিরিবিলি ভাবে সময় কাটানোর জন্য অনেক বসার স্থান আছে । এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর। তাই দর্শনার্থীদের কোনরকম অপ্রীতিকর অবস্থায় পরার সম্ভাবনা নেই বললেই চলে।

20230228_152335.jpg

এছাড়াও কৃত্রিম জাদুঘর, জীবজন্তুর ভাস্কর্য ও একটি ছোট চিড়িয়াখানা এখানে গড়ে উঠেছে।
এছাড়াও পুরো এলাকা জুড়ে এই বিনোদন জগতের এতো এতো প্রজেক্ট আছে বা গড়ে উঠছে, যা সবগুলো এই মুহুর্তে বলে শেষ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।

20230228_152502.jpg

তারপরেও আমার গাইড হিসেবে যে ভদ্রলোক ছিল, সে আমাকে মূলত কম বেশি সবকিছুই বুঝাতে সহযোগিতা করেছে আর যেহেতু এটা একদম নতুন গড়ে উঠেছে, তাই এখনো অনেক কিছুর কার্যক্রম সেভাবে শুরু হয়নি। আর ভিতরে অনেক খাবারের রেস্টুরেন্টে আছে, যা ভোজন রসিক মানুষদের এমনিতেই দৃষ্টি কেড়ে নেবে।

20230228_160256.jpg

যেহেতু এবার একাই এসেছিলাম, তাই সেইভাবে খুব একটা সময় এখানে কাটাতে পারি নি। তবে ইচ্ছে আছে পরবর্তীতে পরিবার নিয়ে আসলে, দীর্ঘ সময় এখানে কাটাবো।

সত্যি কথা বলতে কি, স্বল্প পয়সায় যারা বিনোদন নিতে চায় বা প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে চায়, তাদের জন্য এই বিনোদন জগৎটা হতে পারে একদম পারফেক্ট একটা জায়গা। আশাকরি ভবিষ্যৎ সময়ে তাদের সমসাময়িক পরিকল্পনা যেগুলো আছে, সেগুলো যদি সবগুলো বাস্তবায়ন হয়, তাহলে এই বিনোদন জগৎটাও বেশ নামকরা হবে।

Banner-8.png

Sort:  
 last year 

মম ইন এ যে এরকম একটি বিনোদন জগৎ আছে তা আগে জানা ছিলো না, আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম।নিরিবিলি পরিবেশে এমন বিনোদন জগৎ এ ঘুরতে সবারই অনেক ভালো লাগবে।আশাকরি খুব শীঘ্রই একদিন বিনোদন জগৎ এ ঘুরতে যেতে হবে।অনেক সুন্দর একটি তথ্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 last year 

আপনি বা আপনারা ঘুরতে গেলে, দয়াকরে আমাকে সঙ্গে নিয়েন। ধন্যবাদ 🙏

এত সুন্দর জায়গা এখন অব্দি টিকিটের আওতায় আসেনি, এটাই তো অনেক বড় ব্যাপার। তবে আশা করি খুব দ্রুত ওই ব্যাপারটা চালু হয়ে যাবে। তুমি যতগুলো ফটো শেয়ার করেছো সেগুলো দেখে মনে হচ্ছে জায়গাটা খুবই নিরিবিলি আর যেহেতু নদীর পাশে অবস্থিত সে ক্ষেত্রে টুরিস্ট এর অভাব হবে না। ভালো লাগলো শুভদা তোমার পোস্ট পড়ে।

 last year 

আসলে প্রথম অবস্থায় আছে তো, এই জন্য এখনো টিকেটের আয়ত্তে পুরোপুরি নিয়ে আসে নি। তবে জায়গাটা সুন্দর।

 last year 

নতুন নতুন বিদায় টিকেট লাগছে না প্রবেশ করতে তবে জায়গা টা বেশ সুন্দর হয়ত খুব কম সময়ে টিকেট কেটে ভিতরে প্রবেশ করতে হবে।অনেক বড় লোকেশন ছবি দেখেই বোঝা যাচ্ছে। নামটা বেশ সুন্দর মম ইন বিনোদন জগৎ।ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

ভাইয়া, মম ইন এর কথা অনেক শুনেছি, আর আপনার পোস্টেও মম ইন পাঁচ তারকা হোটেলটি দেখার সুযোগ পেয়েছি। তবে মম ইন এর বিনোদন জগৎ আছে। এটা একদম জানা ছিল না। তাই আমিও হয়তো দুটোকে একসাথে করে গুলিয়ে ফেলতাম। কিন্তু আপনার পোস্ট পড়ে মম ইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলাম।যাইহোক,বিনোদন জগতটি কিন্তু বেশ মনোমুগ্ধকর পরিবেশের এখানে পুরো পরিবারসহ নিরিবিলিতে বেশ ভালোই সময় কাটানো যাবে। আমার খুব ইচ্ছে সময় করে একসময় মম ইন ঘুরতে যাব। কিন্তু অসুস্থতার কারণে বেশ কয়েক মাস থেকে ঘরে বন্দী হয়ে রয়েছি, কোথাও কোনো বাইক ট্যুর দিতে পারছি না।তাই মনের দিক থেকেও কষ্টে আছি। ভাইয়া,বিনোদন জগত মম ইন ঘুরে আপনার ভালো লেগেছে এবং সপরিবারে যেতে ইচ্ছা পোষণ করেছেন জেনে খুব ভালো লাগলো। তাই কামনা করছি সময় সুযোগ করে পুরো পরিবার সহ নান্দনিক এই জায়গায় ঘুরে আসুন।ধন্যবাদ

 last year 

আপনি ওখানে ঘুরে যেতে পারেন, আসলেই জায়গাটা বেশ সুন্দর। আশাকরি, আপনার মন ভালো হবে ওখানে ঘুরতে পারলে।

 last year 

মম ইন বিনোদন জগৎ দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে সাজানো চারপাশ। আশা করছি সময়ের সাথে সাথে এই বিনোদন কেন্দ্রটি আরো বেশি জনপ্রিয়তা অর্জন করবে। যখন জনপ্রিয়তা অর্জন করবে তখন টিকিটের আওতায় আনা হলে সত্যিই অনেক ভালো হবে। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 last year 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66216.02
ETH 3547.44
USDT 1.00
SBD 3.01