কলিগ

in আমার বাংলা ব্লগ2 years ago

20230402_161247_0000.png

গত দুদিন যাবত খুব একটা ভালোভাবে ঘুম হচ্ছে না। অনেকটা অনিদ্রায় ভুগছি, যদিও এই সমস্যাটা নতুন না। তবে যখন এই সমস্যার সঙ্গে ক্রমাগত মাথাব্যাথা ও মাঝে মাঝে বুক ধড়ফড় করে,তখন একটু দুশ্চিন্তার পরিমাণটা বেড়ে যায়। যাইহোক এ সংক্রান্ত ব্যাপারে, অন্য একদিন না হয় লেখার চেষ্টা করব।

কলেজের ব্যাচমেটের সহযোগিতায় ঢাকা মেডিকেলের অধ্যক্ষ ও মেডিসিনের বিভাগীয় প্রধান , প্রফেসর ডাক্তার খান আবুল কালাম আজাদ সাহেবের সঙ্গে সাক্ষাতের একটা বন্দোবস্তের ব্যবস্থা করে নিয়েছি।

ঢাকা তো আমার বাসা থেকে আসলে বললেই চলে আসলাম আর চলে গেলাম, ব্যাপারটা এমন না। কারণ দীর্ঘ সাত ঘণ্টার যাত্রাপথ আর যদি রাস্তায় জ্যাম লেগে যায়, তাহলে হয়তো সময় আরো দীর্ঘায়িত হয়। যেহেতু একদিন পরেই ডাক্তার দেখানোর সময়, তাই মূলত আগের দিনই প্রস্তুতি নিয়ে ফেললাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে।

@rex-sumon ভাইয়ের সঙ্গে পরিচয় এই কমিউনিটির শুরুর সময় থেকেই । দুই বছরে তাকে যতটুকু চিনতে পেরেছি বা তার সম্পর্কে যতটুকু জেনেছি, আমি মনেকরি একজন ভালো মানুষের যে গুণগুলো থাকা দরকার, সেটা তার ভিতরে আছে।

দীর্ঘদিন যাবত থেকে একসঙ্গে কাজ করছি কিন্তু কখনো বাস্তবে দেখা হয়ে ওঠেনি। যেহেতু এবার সুযোগ হয়েই গেল, তাই দেখার পর্ব সেরেই ফেললাম। দীর্ঘ সময় বাসে জার্নি করার পরে ক্লান্ত হয়ে আবার সেই ক্লান্ত শরীর নিয়ে সিএনজি করে, যখন তার কাছে গিয়ে পৌঁছলাম, তখন তার প্রাণবন্ত হাসি দেখেই মুহূর্তেই যেন মনটা আমার ভরে গিয়েছিল।

একটা জায়গায় একত্রে দীর্ঘ সময় থেকে কর্ম করি হয়তো সেই ক্ষেত্রে এই পরিচয়টা। তবে তারপরেও সে যে আন্তরিকতা ও আতিথেয়তা দেখিয়েছে, সেটা আমার মত মানুষের জন্য অনেকটাই পরম পাওয়া।

যখন পাঠাও রাইডের মোটরসাইকেলে বসে ব্যাচমেটের বাসায় আসছিলাম, তখন প্রথমেই @hafizullah ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আশা করা যায় সবকিছু ঠিকঠাক থাকলে পরের দিন তার সঙ্গে নিজে গিয়ে দেখা করে আসবো।

এখন @alsarzilsiam কে নিয়ে একটু কথা বলতে চাই। আমার এখনো বেশ ভালোভাবে মনে আছে, করোনাকালীন সময়ের শেষের দিকে মোটামুটি যখন কমিউনিটির কাজগুলো বেশ গতিশীল ভাবে চলছিল, তখন প্রত্যেকটা কাজেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ছিল সিয়ামের। ছেলেটা যেমন দক্ষ, তেমন মেধাবী ও অনেকটা বিনয়ী।

আমার ব্যাচমেটের বাসা যে জায়গাতে অবস্থিত তার খুব নিকটেই সিয়াম থাকে। অনেকটা সময় ক্লান্ত শরীর নিয়েও সন্ধ্যাবেলা বসুন্ধরা সিটির সামনে অনেকটা সময় হাঁটাহাঁটি করলাম, সঙ্গে তো খোশগল্প চলছিলই। ওর সঙ্গেও এবার প্রথম বাস্তবে দেখা । @rupok ভাইয়ের কথা ওকে জিজ্ঞাসা করেছিলাম। তবে তার সঙ্গে দেখা করার আশাটা পূর্ণ হলো না। তবে ইচ্ছাটা থেকেই গেল।

এদিকে আমার ব্যাচমেট আমার জন্য অনেকটাই দুশ্চিন্তিত হয়ে গিয়েছে। কারণ দীর্ঘ যাত্রাপথে বেশ কয়েকবার বমি করেছি এবং সারাদিন কোন কিছু না খাওয়ার কারণে আমার অনেকটা এসিডিটি হচ্ছিল। যেহেতু গত দুদিন থেকে ঠিকমতো ঘুম হয়নি, তার ভিতরে ক্লান্ত শরীর। তাই ওকে দ্রুত বিদায় জানিয়ে, ব্যাচমেটের বাসার উদ্দেশ্য রওনা হলাম।

এখন যখন লিখছি, তখন মাঝরাত। ব্যাচমেটের বাসায় এসেই ওর ছোট্ট বাবুটাকে দেখে রীতিমত অনেকটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছি। ফেলা আসা দিনে কতো সময় ওর সঙ্গে কাটিয়েছি,সেই কলেজ জীবনে। যাক আজ ওকে আর ওর পরিবার কে দেখে বেশ ভালোই লাগছে। কারণ ও মোটামুটি নিজে এই শহরে নিজের অবস্থান বেশ পরিপক্ক করে নিয়েছে।

পরেরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই @hafizullah ভাইয়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই মানুষটা একপ্রকার রোবট, যে কিনা সংসার, চাকরি, প্রতিদিনের দীর্ঘপথ যাতায়াত শেষ করেও তারপরেও ভালোলাগা ভালোবাসার জায়গা থেকে লেখালেখির সঙ্গে জড়িত হয়ে আছে। তার সঙ্গে তো পরিচয় আরও বহু আগে থেকেই। কখন যে দেখতে দেখতে দীর্ঘ পাঁচটা বছর অতিক্রম হয়ে গিয়েছে, তা কখনো ভেবেই উঠতে পারিনি।

ইচ্ছে ছিল জমিয়ে আড্ডা দেওয়ার, তবে চাইলেও অনেক কিছু সেভাবে পাওয়া যায় না। সময়টা আসলেই একটু ভিন্ন যাচ্ছে। অল্প সময়ের সাক্ষাৎ দুই ভাই একসঙ্গে বসে থেকে নিজেদের মতো করে টুকটাক গল্প করেই ফেললাম। বেশ ভালো লাগলো মানুষটাকে স্বচক্ষে দেখে। তার প্রতি শ্রদ্ধা যেন আগের থেকে আরো কিছুটা বেড়ে গেল। যারা বাস্তবতায় বিশ্বাসী তাদেরকে আমার ব্যক্তিগতভাবেই বেশ পছন্দ। তার কাছ থেকে এখনো প্রতিনিয়ত অনেক কিছুই টুকটাক শিখছি-জানছি বা সেগুলো আয়ত্ত করার চেষ্টা করছি।

এত্ত গুলো মানুষের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তখন @moh.arif ভাইয়ের জন্য মনটা বড্ড পস্তাচ্ছিল। তার সঙ্গে পরিচয় হয়তো সবার আগে থেকে, তবে এখনো দেখা হয়ে উঠলো না। তবে ইচ্ছে আছে, যদি কখনো সময় সুযোগ হয়। তাহলে তার এলাকায় গিয়েই তার সঙ্গে দেখা করে আসবো।

পৃথিবীটা যেহেতু গোলাকার, হয়তো সেই বিশ্বাসেই এখন এই কথাটা বলছি। এমন দেখা আমাদের আবারো হোক, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক সবাই।

Banner-9.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ভাইয়া প্রিয় মানুষের মুখের হাসি দেখলে এমনিতেই শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে মনটা আনন্দে ভরে ওঠে। যেমনটি সুমন ভাইকে দেখে আপনার মনটা আনন্দে ভরে উঠেছিল। আর বাস্তব ক্ষেত্রে কলিগদের সাথে দেখা করার আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভাইয়া সময় পেলে অবশ্যই আরিফ ভাইয়ার সাথে দেখা সাক্ষাত করে নিবেন। আর আপনার শরীরের বিষয়ে সতর্ক এবং যত্নবান হবেন। পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই, অবশ্যই ইচ্ছে আছে আরিফ ভাইয়ের সঙ্গে দেখা করার।

 2 years ago 

খুব অল্প সময়ের জন্য এসেছিলেন। আশাকরি কোন এক সময় আবার দেখা হবে,কথা হবে। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

এবার আপনারা সবাই আসেন আমার এলাকায়। দাওয়াত রইল। ভালোবাসা নিরন্তর।

 2 years ago 

ভাইয়া আপনার অসুস্থতার কথা জেনে সত্যিই খারাপ লাগছে। আপনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই দোয়া করি। যাইহোক মোটামুটি সবার সাথে দেখা হয়েছে জেনে সত্যিই ভালো লাগলো। আমরা দীর্ঘদিন থেকে সবাই একসাথে কাজ করছি। কিন্তু কাউকে কখনো দেখার সৌভাগ্য হয়নি। কখনো দেখা হবেও না হয়তো। আপনি সবার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন এবং সময় কাটিয়েছেন এটা সত্যি অনেক বড় পাওয়া। আশা করছি কোন একদিন রূপক ভাই এবং আরিফ ভাইয়ের সাথেও দেখা হয়ে যাবে।

 2 years ago 

কিন্তু কাউকে কখনো দেখার সৌভাগ্য হয়নি। কখনো দেখা হবেও না হয়তো।

আশাহত কিছুই নেই আপু, নিয়তিতে থাকলে অবশ্যই দেখা হবে।

 2 years ago 

ওই যে কথায় বলে না পৃথিবীটা গোল দেখা হলেও হতে পারে৷ ঠিক তেমনি ভাই এখানে যদি বিশ্বাস আর তার জন্য অপেক্ষা করা হয় তবে অবশ্যই অবশ্যই দেখা হবে এটা নিশ্চিত৷
যাহোক একটু বিষণ্নত হলাম যে এত অসুস্থ তারপরেও আপনার কলিগদের সাথে দেখা করা সত্যিই তাদের প্রতি কতটা ভালোবাসা ভালোলাগা কাজ করলে যে এমনটা করা সম্ভব তার প্রমাণ আপনি৷
সময় বড় অদ্ভুত সময় মানুষ কে অনেকটাই পরিবর্তনশীল করে ফেলে৷ আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি এডমিন মডারেটর ভাই সবাই একজন আদর্শ সৎ এবং কি ভাল মনের মানুষ যা প্রতিনিয়তই আমরা দেখছি ৷
যদিও সবার সাথে এই ভার্চুয়াল জগতেই পরিচয় ৷ তবে এই পরিচয়টা যেন সুদীর্ঘ থেকে দীর্ঘ হয় এমনটাই প্রত্যাশা৷
আশরাফরি আমিও বলতে চাই একদিন দেখা হবে সবার সাথে৷

 2 years ago 

আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত। 🙏

 2 years ago 

প্রথমেই আমার সুস্থ্যতার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। খুব দ্রুত সুস্থ্য হয়ে উঠেন এমন কামনা করবো। প্রিয় মানুষ গুলো কে খুব কাছ থেকে দেখে নিলেন। আর আমাদের সাথে আপনার অনুভূতি শেয়ার করতে বসলেন আজ। আসলে আমাদের কমিউনিটির সবাই অনেক ভাল মনের মানুষ। আমি বলবো আপনি সৌভাগ্যবান। প্রিয় মানুষগুলো কে খুব কাছ থেকে দেখেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর সময়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এইটা একদম সত্যি কথা যে, তাদের সঙ্গে দেখা করার ব্যাপারটি একদম আমার হয়তো ভাগ্য ভালো ছিল বিধায় হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60429.72
ETH 2344.97
USDT 1.00
SBD 2.52