সার্থক হোক তাদের পরিশ্রম
গত কয়েকদিন থেকে আমি একটা বিষয় ভালোভাবে খেয়াল করেছি । প্রতিদিন যখন আমি এই রাস্তা দিয়ে সকালবেলা করে অফিসে আসি, তখন দেখি এই ভদ্রলোক দুটো রাস্তার পাশে বসে থাকে এবং তারা আপন-মনে গল্প করে এবং সামনের জমিগুলোর দিকে তারা খেয়াল করে ।আসলে কেনইবা তারা বসে থাকে, এটা নিয়ে আমার বেশ কয়েকদিন থেকে মনের মধ্যে কিছুটা কিউরিসিটি হয়েছিল। আজ মনের সব কিউরিসিটিকে অবসান দিয়ে,আমি তাদের সম্মুখীন হয়েছিলাম এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি আসলে ঘটনাটা কি ।
এই সকাল বেলা যখন আমি খুব কষ্ট করে কাঁদা রাস্তা পাড়ি দিয়ে, যখন অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি । ঠিক তখন একই সময়ে,এই বয়স্ক লোক দুটো বসে আছে রাস্তার পাশে দুটো লাঠি নিয়ে এবং তারা আপন-মনে সময় কাটাচ্ছে। অবশ্য যার যার জীবন তার তার কাছে। কেউ হয়তো এখন শুয়ে বসে সময় কাটাচ্ছে বা কেউ হয়তো তার কর্ম ব্যস্ত জীবনের জন্য ঘুরেফিরে দৌড়াদৌড়ি করছে।
আজ আমি নিজের থেকে তাদের কাছে এগিয়ে গেলাম। এবং তাদেরকে বললাম এত সকালবেলা আপনারা এই পথে বসে থাকেন । আমি কি আসলে বিষয়টা জানতে পারি ।যে কি করেন আপনারা এই সময়ে এখানে । তারা অবশ্য খুব আমাকে ভালোভাবেই বলেছে বিষয়টা। আসলে তাদের সামনে যে জমিটা আছে, সেখানে তারা কয়েকদিন হচ্ছে সদ্য কিছু ধানের চারা রোপন করেছে এবং সেগুলো মূলত তারা দেখাশোনা করছে। কারণ এই সময়গুলোতে প্রচুর পরিমানে হাঁস ও অন্যান্য পশুপাখি ক্ষেতের মধ্যে প্রবেশ করে। যা ক্ষেতের সদ্য জন্মানো ফসলের জন্য অনেকটা ক্ষতিকারক হয়ে যায়। এজন্য আসলে মূলত তারা এই সময়টা এখানে বসে পাহাড়া দেয়। আসলে বিষয়টা আমার কাছে অনেক অদ্ভুত লেগেছে। যাইহোক তাদের এই কষ্ট সার্থক হোক। তাদের জন্য শুভকামনা রইল।
ভাই আমিও প্রত্যাশা করছি তাদের চেষ্টা সার্থক হোক এবং জমি হতে ভালো ফসল আসুক।
প্রকৃতির এই রকম চিত্র খুবই মিস করি শহরের জীবনে থেকে। ফটোগ্রাফিগুলো ভালো ছিলো ভাই।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আমি খুশি হয়েছি ।
এদের অক্লান্ত পরিশ্রমের কারনে আমরা এতো আরাম আয়েশে বসে খেতে পারি। খুবই পরিশ্রম করে ফসল ফলায় এনারা। ভালো থাকুক সব কৃষক।
আসসালামুয়ালাইকুম,
এডমিন ভাই আমার মতো নতুনদের একটু কমবেশি ভোট দিলে আমরা এখানে কাজ করতে উৎসাহিত হতাম। এখানে নতুনদের কোনো ভোট পড় না।