ছুটির দিনের মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast year

20230316_175014.jpg

দেখতে দেখতে কখন যে চোখের পলকে ছয়টা দিন অতিক্রম হয়ে গিয়েছে, তা আমার জানা নেই। আসলে দিনকাল কিভাবে যে চলে যাচ্ছে, বুঝে উঠায় যাচ্ছে না। হয়তো এটা কর্মে নিয়োজিত থাকার কারণে এমনটা মনেহয়। তবে যে শুধু আমার একার এমন মনেহয়, তা বললে নেহাত ভুল হবে। আমি মনেকরি প্রত্যেকটা কর্মজীবী মানুষের একই অবস্থা।

20230316_175536.jpg

20230316_174819.jpg

20230316_174751.jpg

যেহেতু সপ্তাহ শেষে এই ছুটির দিনটা আসে, তাই এই দিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ সকলের কাছে। সাপ্তাহিক ছুটির দিন বলে কথা। যদিও আজ আমি, বাবু আর বাবুর দাদি মিলে বাহিরে বেরিয়ে ছিলাম আর সঙ্গে ছিল আমাদের পরিচিত রিক্সাওয়ালা ভদ্রলোক আফজাল ভাই।

20230316_174627.jpg

অন্যান্য দিনের থেকে আজ আবহাওয়াটা বেশ শান্ত। গতরাতে ভীষণ বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তায় খুব একটা ধুলোবালি নেই বললেই চলে। বাসা থেকে বের হয়ে বড় রাস্তার দিকে যেতেই আফজাল ভাইয়ের সঙ্গে দেখা। আফজাল ভাই আমাদেরকে দেখেই বুঝতে পেরেছে যে, আমরা ঘুরতে বেরিয়েছি।

20230316_174844.jpg

20230316_174837.jpg

রিক্সায় উঠে মোটামুটি আফজাল ভাইকে বলে ফেললাম, দয়াকরে চেষ্টা করুন একটু নিরিবিলি জায়গার দিকে নিয়ে যাওয়ার জন্য। অতঃপর দীর্ঘদিন পর দিনের বেলায় রন্ধনশালার দিকে আফজাল ভাই আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করলো।

20230316_175234.jpg

তবে সেখানে যাওয়ার আগে, আমরা আরো অনেকটা সময় ঐ রাস্তার আশেপাশে কিছু জায়গায় ঘোরাঘুরি করেছি । সেই বিষয় পরবর্তীতে অন্য পর্বে শেয়ার করার চেষ্টা করব।

20230316_174915.jpg

এই রেস্টুরেন্টে এর আগেও বহুবার এসেছি, তবে মাকে নিয়ে এই প্রথম। আর তাছাড়া দিনের বেলাতেও বলা যায় এই প্রথম আসা হয়েছে এখানে।আমি চেষ্টা করছিলাম, দিনের বেলার রেস্টুরেন্টের সাজানো গোছানো সৌন্দর্য্য উপভোগ করার জন্য।

20230316_175948.jpg

চতুর্দিকে সবুজের ছড়াছড়ি, তার মধ্যে রংবেরঙের রঙিন ফুল ফুটেছে । ভালোই উপভোগ করছিলাম সময়টা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আফজাল ভাই ভালোই উপভোগ করছিল মুহূর্তটা। সে সম্ভবত এবারই প্রথম এখানে এসেছে। যাইহোক সে আমার বাবুকে ভালই সঙ্গ দিয়েছে এবং আমার বাবুও তার সঙ্গে বেশ ভালোই নিজেকে মানিয়ে নিয়েছিল, সেই সময়ের জন্য।

20230316_175529.jpg

মাকে নিয়ে খুব একটা বেশি বাহিরে ঘোরাফেরা করা হয়ে ওঠে না। কারণ মা নিজেই কর্মজীবী মানুষ। যেহেতু প্রতিনিয়ত সে নিজের কর্মে ব্যস্ত থাকে, তাই তার পক্ষ থেকেও সময় পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে যায়। তবে যেহেতু আজকে ছুটির দিন ছিল। তাই সর্বোপরি সময়টা ছিল অনেকটাই কাঙ্খিত।

20230316_180648.jpg

চেষ্টা করলাম তাদের খাবারের মেনু কার্ড দেখে রুচি সম্মত কিছু খাবার অর্ডার করার জন্য। তবে তার আগে আমি আফজাল ভাই আর মাকে বলেছিলাম তোমরা কি ভারী কিছু খেতে চাও নাকি হালকা খাবার খাবে। মা সোজাসুজি বলে দিয়েছিল, এই সময়ে ভারী খাবার খাবে না। যাইহোক অবশেষে ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম আর আমি নিয়েছিলাম হট কফি।

হালকা মাথাব্যথা করছিল আমার। ভাবলাম এই সময়ে যদি কফি খাওয়া যায়, তাহলে সেটা অবশ্যই ভালো হবে আমার নিজের জন্য।

20230316_181544.jpg

অন্যান্য ছুটির দিনের থেকে আজকের দিনটা কিছুটা ব্যতিক্রম ছিল। কারণ আমার মা মানে বাবুর দাদী সঙ্গে ছিল। এই সময়ের জন্য অনেকটা ব্যস্ততাকে উপেক্ষা করতে হয়েছে। তারপরেও পরিবার নিয়ে ছুটির দিনে এমন একটা সময় কাটাতে পেরেছি, এটাই তো অনেক বেশি।

Banner-8.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

আপনার মা প্রথমবার আপনাদের সাথে ঘুরতে বেরিয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া।এছাড়া তেমন কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয় না উনার। কারণ উনি কর্মজীবী মানুষ। আর ছুটির দিনে ছেলে ও নাতির সাথে বেশ সুন্দর সময় কাটিয়েছেন উনি। আন্টির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর রন্ধন শালা রেস্টুরেন্টটি সত্যিই অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া।

 last year 

আসলে পারিপার্শ্বিক ব্যস্ততার কারণে মার সময় পাওয়া বেশ কঠিন, তাই এবার যেহেতু সময় পেয়ে ছিল,তাই সবাই মিলে ঘুরতে বেরিয়ে ছিলাম আপু। ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 last year 

ভাইয়া আপনি আপনার মা কে নিয়ে আর একদিন রাতে শায়ানকে নিয়ে গিয়েছিলেন।শায়ান সেদিন অসুস্থ ছিল।কিন্তু আজ শায়ান সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তাই আফজাল ভাই এর সাথে কি সুন্দর মিশে গেছে।মনে হচ্ছে কত আপন কারো পাশে গভীরভাবে বসে আছে।সেদিন বলেছিলেন আপনার মা কর্মজীবি মানুষ তাই ব্যস্ত থাকে।খুব ভাল লাগলো আজ দিনের বেলা মাকে নিয়ে ঘুরে বেড়ালেন।খাবার খেলেন খুব ভাল লাগলো দেখে।আর এটা সত্যি প্রতি সপ্তাহের চাইতে এ সপ্তাহটা খুব সুন্দর সময় কাটিয়েছেন। কারন পাশে মা আর কিউট ছেলেটি ছিল।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আপনাদের জন্য।

 last year 

আপনি ঠিকই বলেছেন আপু, কিছু দিন আগে একবার সন্ধ্যা বেলা মাকে নিয়ে বেরিয়ে ছিলাম। এইটা সত্য অন্য সপ্তাহের থেকে এবারের সময়টা আসলেই বেশ ভালো কেটেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last year 

ভাই প্রতিটি কর্মজীবন মানুষের একি কথা তা হলো সময় যেন দেখতে দেখতে চলে যাচ্ছে ৷ যা হোক অনেক দিন পর আজ আপনার মা কে দেখলাম ৷ বাবু সহ আফজাল ভাই সহ অনেক সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন ৷ আসলে মাঝে মধ্যে এভাবে আপন মানুষ গুলোর সাথে সময় কাটতে বেশ ভালোই লাগে ৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

ঠিক বলেছেন ভাইয়া প্রত্যেকটা কর্মজীবি মানুষের জন্য ছুটির অনেক অন্য রকম একটা দিন থাকে।সত্যি ভাইয়া ঘুরাঘুরি তো অনেক করেন, তবে আজ আপনার মা ও শায়ান বাবুকে নিয়ে ঘুরাটার মধ্যে অন্য রকম আনন্দ অনুভব করেছেন।আসলে এভাবে মাকে ও বাচ্চাকে নিয়ে ঘোরা সব সময় হয় না। যাইহোক আপনি ঘোরাঘুরি পাশাপাশি ভালো ভালো খাবার খেয়েছেন জেনে অনেক ভালো লাগল। আর রন্ধন শালা রেস্টুরেন্টটি সত্যি অনেক ভালো। আপনাদের সবারই জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

মাঝে মাঝে মাকে নিয়ে এভাবে বেরিয়ে পরলে মাদের বেশ ভাল লাগে। কেননা আজকাল কেউ তেমন সময় পায় না বেড়ানোর। যদিও খালাম্মাও কর্মজিবি তিনিও সময় দিতে পারেন না। তবুও এভাবে বেরিয়ে পরলে নতুন করে কাজ করার শক্তি পাওয়া যায়। আপনি আফজাল্ ভাই, শায়ান ও খালাম্মাকে নিয়ে ভাল কিছু সময় কাটিয়েছেন। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মুহুর্ত আমাদের শেয়ার করার জনয।

 last year 

আসলে এভাবে আপন মানুষের সাথে সময় কাটানোর মজাটাই আলাদা। আপনার মা কর্মজীবী হওয়ার কারণে এবং সময় সময় না পাওয়ার কারণে আপনার সাথে প্রথমবার আপনার সাথে ঘুরতে বেরিয়েছে জেনে আমার কাছে খুবই ভালো লেগেছে। নিশ্চয়ই আপনার মা ছুটির দিনের ছেলে এবং নাতির সাথে ভাল সময় কাটিয়েছি তা ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। সবাই মিলে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন। এবং হালকা খাবার খেয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমরা কর্মের মধ্যে এমন ভাবে ব্যস্ত হয়ে যায় কখন সময় চলে যায় সেটা বুঝতে পারিনা। তবে এটা জেনে খুব ভালো লাগলো আপনি বাবু ও বাবুর দাদি মিলে বাহিরে বেরিয়েছিলেন এবং রিক্সাওয়ালা ছিল আফজাল ভাই। শীতের পরে রাস্তায় ধুলোবালি বেড়ে যায় কিন্তু বৃষ্টি হওয়ার কারণেই ধুলোবালি ছিল না এটা বেড়ানোর জন্য একটা ভাল দিক। এই দিনটা মা এবং বাবুর সাথে করে খুবই সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন আপনাদের জন্য দোয়া ও শুভেচ্ছা রইল।

 last year 

আহ্ ক্রিসপি চিকেন দেখেই ক্ষিদে পেয়ে গেল আপনি বেশ মজা করেই খেয়েছেন ওনারা আপনি মিস করে গেলেন ভাই মাথা ব্যাথার জন্য। আপনার মা প্রথমবার রন্ধনশালায় গিয়ে নিশ্চয়ই অনেক মজা করেছেন আর আফজাল ভাই আপনার পুচকের সাথে অনেক ভালো সময় কাটিয়েছেন দেখছি। আপনারও এই বারের ছুটির দিন টা বেশি ভালো কেটেছে যেনে ভালো লাগলো।

 last year 

এইটা সত্য যে, অন্যান্য ছুটির দিনের থেকে এবারের ছুটির দিনের সময়টা আসলেই বেশ ভালো কেটেছে। হয়তো সেটা সম্ভব হয়েছে, বিশেষ করে মায়ের জন্য।
ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

 last year 

এই রেস্টুরেন্টে এখনো যাওয়া সম্ভব হয়নি সময় এবং ব্যস্ততার কারণে। তবে আপনার পোষ্টের ছবিগুলো দেখে মনে হচ্ছে খুব দ্রুত এখানে যাওয়া দরকার। আমি যেধরনের জায়গা পছন্দ করি ঠিক জায়গাটু তেমনি।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি জায়গা সম্পকে আমাদের জানানলোর জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 59036.72
ETH 2970.23
USDT 1.00
SBD 3.73