পূর্ণতা ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

20211109_163728.jpg
যেখানে ভুলে যাওয়াটা বারণ ছিল,
সেখানে মনে করতে পারাটা
এখন অনেক কঠিন হয়ে গিয়েছে ।
ফেলে আসা দিনগুলোতে,
যেখানে পূর্ণতা পাওয়ার কথা ছিল
সেখানে আজ অভিমানের পর্দা ঘিরে,
আড়াল হয়ে গিয়েছে ।
অন্ধকার হয়ে গিয়েছে সময়গুলো,
যেটা পূর্ণতা পাওয়ার কথা ছিল
সেটা ঠিকই পূর্ণতা পেয়েছে,কিন্তু সেটা অন্ধকারে ।।

এ বিজয়ের কোন হাসি নেই ,কোন স্বাদ ও গন্ধ নেই । এ বিজয় শুধু দুজনার কারণ দুজনার ইচ্ছাতেই হয়েছে । যে যার মত সরে গিয়েছে এবং স্ব-স্ব স্থানে নিজেদেরকে সেটেল করে ফেলেছে । আসলেই কি এটা বিজয় ছিল, নাকি ছিল শুধুমাত্র লক্ষ্য স্থির করা। হয়তো সে তার লক্ষ্য স্থির করেছে, হয়তো আমিও বা নিজেকে পরিবর্তন করে ফেলেছি। যদিও সময় গুলো এমনই , তবে ব্যাপার গুলো কিন্তু অদ্ভুত ।

PhotoCollage_1636745878807.jpg

কি একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা, যেটা ছুঁয়ে দেখা যায় না, ধরা যায়না কিন্তু অতৃপ্ত অনুভবে পুড়ে মরতে হয় । ছাই হয়ে যেতে হয়, নিজেকে নিজের মাঝে। যে ব্যথা বলা যায়না , যে ব্যথা সহ্য হয় না । সেটা শুধু অনুভব করতে হয়, নিজের থেকে নিজের মাঝে ।

ঝলসানো হৃদয়টাকে যদি খুলে দেখানো যেত, হয়তো কেউ একজন পূর্ণতা পেত । কারণ সেই পূর্ণতা হতে পারত, না পাওয়ার ব্যথা বা পরিতৃপ্তি পাওয়ার আকাঙ্ক্ষা । কিন্তু ঝলসানো হৃদয়টা তো ঝলসে একদম কয়লা হয়ে গিয়েছে, এই হৃদয় দেখেই বা কি লাভ । তবে ঝলসানো হৃদয় যে দেখেছে, সে কিন্তু জানে ঝলসে যাওয়ার যন্ত্রণাটা কতখানি ।।

কিছু ঝলসানো কয়লা থেকে যদি হীরা পাওয়া যায়, তাইলে ক্ষতি কোথায় । কিন্তু মশাই, এত ঝলসানো কয়লার ভিতরে, কে তোমার হীরা খুঁজতে আসবে। যদিওবা কেউ একজন আসে, তবে ব্যাপারটা কিন্ত নিতান্তই কাল্পনিক ।
কিছু কিছু কল্পনার পূর্ণতা পেতে দিতে নেই, সেগুলো শুধু কল্পনাতেই যোগ্য থাকে ।

বি: দ্র: কল্পনা থাকুক, কল্পনার জায়গায়। কিন্তু মাঝে মাঝে চিন্তাশক্তির ধারা থেকে,বেরিয়ে আসুক কথাগুলো এবং সেগুলোর সীমাবদ্ধতা থাকুক শুধুমাত্র আর্টিকেলের ভিতরেই ।

"ধন্যবাদ "

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

Sort:  
 3 years ago 

ভাই আপনার প্রতিটি পোস্ট আমার অসাধারণ লাগে ।আপনি এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লেখেন যেকোনো পাঠক আপনার লেখায় মুগ্ধ হয়ে যাবে। একটা ব্যাপার কি ভাইয়া পূর্ণতা এবং অপূর্ণতা আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ ।আমরা স্বপ্ন দেখি ,কল্পনা করি। আমাদের জীবনের পূর্ণতা জন্য সত্যি বলতে মানুষের জীবন কখনোই পূর্ণতা পায় না যদি পূর্ণতা পায় তাহলে আমরা আসলে জীবনের অভাব বোধ কখনো করতাম না পূর্ণতা এবং অপূর্ণতা মিলেই জীবনকে এতটাই সুন্দর করেছে ।কল্পনা সে তো আমাদের আরেকটি জগতে বিচরণ করি শুধু নিজের চিন্তায়। আমি খুব কল্পনা করি যখন আমার ভালো লাগেনা তখন আমি কল্পনা হেরে যেতে ভালোবাসি আমি একা কিন্তু কল্পনা আমাকে কখন একা ছেড়ে যায় না ।আমি কোন কিছু করার পূর্বেই কল্পনা করি ভেবে নেই আমার কল্পনার জগতে আমার বিচরণ কেমন হবে। আর ঝলসানো হৃদয় যদি কেউ দেখত তাহলে সেই পূর্ণতা পেত সত্যি ভাই আমার এত ভাল লেগেছে কি বলব আসলে আমাদের ভিতরটা অনেক স্বপ্নে সাজানো সেই সাজানো বাগানে যদি কেউ একবার প্রবেশ করত সে কখনো বাগান থেকে বের হতে পারবে না ।আর যদিও বা বের হয়ে যেত সে আসলে ছিল প্রফুল্ল কমলে কীটবাস এর মত ভালো থাকবেন আপনার জন্য সব সময় দোয়া থাকবে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

"কিছু কিছু কল্পনার পূর্ণতা পেতে দিতে নেই, সেগুলো শুধু কল্পনাতেই যোগ্য থাকে"

মানুষের এই ক্ষুদ্র জীবনে পূর্ণতা ও অপূর্ণতার খেলা ঘিরে গড়ে উঠেছে জীবন। কোথায় জীবনের পূর্ণতা আর কোথায় জীবনের অপূর্ণতা এটা ভাবতেই জীবনের বাকিটা সময় কেটে গেল। পূর্ণতাকে ঘিরেই অপূর্ণতা বসত করে আমাদের হৃদয়ে। হয়তো আমরা ভাবি সবকিছুই পূর্ণ হয়েছে কিন্তু তাকে ঘিরেই তৈরি হয়ে যায় অপূর্ণতা। সময়ের ব্যবধানে মানুষের চাওয়া পাওয়ার যেমন পরিবর্তন হয় তেমনি পূর্ণতা অপূর্ণতার গল্পগুলো পাল্টে যায়। তাই আপনার লেখা শেষের লাইনটি আমার খুবই ভালো লেগেছে কিছু কিছু কল্পনার পূর্ণতা পেতে নেই তা শুধুমাত্র কল্পনাতেই পূর্ণতা পেয়ে আমাদের হৃদয়ে রয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া আপনার লিখাটি পড়ে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ঝলসানো হৃদয়টাকে যদি খুলে দেখানো যেত, হয়তো কেউ একজন পূর্ণতা পেত । কারণ সেই পূর্ণতা হতে পারত, না পাওয়ার ব্যথা বা পরিতৃপ্তি পাওয়ার আকাঙ্ক্ষা । কিন্তু ঝলসানো হৃদয়টা তো ঝলসে একদম কয়লা হয়ে গিয়েছে, এই হৃদয় দেখেই বা কি লাভ । তবে ঝলসানো হৃদয় যে দেখেছে, সে কিন্তু জানে ঝলসে যাওয়ার যন্ত্রণাটা কতখানি ।

প্রতিটি কথায় খুব গভিরের কথা৷ আসলে মানুষ তো কল্পনা করবেই, আমি যেমন মাঝে মাঝে কল্পনা করতে করতে কই যে হারিয়ে যায় নিজেই জানি না। আসলেই কল্পনার জগৎটা যদি সত্যি হত কতোই না ভালো হতো

অনেক ভালো লিখেছেন শুভ ভাই।

ভালোভাবে রইলো💓💓

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago (edited)

কবির মত ছন্দে ছন্দে এত সুন্দর এবং গুছিয়ে আমাদের একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আমার মনের অন্তরঙ্গ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। আপনার এই অসাধারণ প্রতিভা আসলেই প্রশংসার দাবিদার।
কথাগুলো যেন আমার হৃদয়ের এসে আঘাত করল ।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার পোস্টটি।

যে ব্যথা বলা যায়না , যে ব্যথা সহ্য হয় না । সেটা শুধু অনুভব করতে হয়, নিজের থেকে নিজের মাঝে ।

এই জায়গায়টা আমার খুব ভালো লাগেছে ভাইয়া। অনেক গভীর থেকে লিখেছেন অসাধারণ হয়েছে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

পূর্ণতা এবং অপূর্ণতার মাঝে বয়ে যায় মানুষের জীবনের চলমান নদী। কখনো খড় স্রোত আবার কখনো নিস্তব্ধ। কখনো আধার কখনো অন্ধকার এইতো জীবন। বাস্তব জীবনে আমরা একটু শান্তির জন্য কল্পনা করি কিন্তু খনিকের এই কল্পনা জীবনকে জ্বলে পুড়ে ছারখার করে দিয়ে। যাইহোক ভাইয়া আপনার পোস্টটি আমাকে খুবই ভালো লেগেছে জীবনের কিছু বাস্তব কথা লিখেছেন অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

"যেটা পূর্ণতা পাওয়ার কথা ছিল
সেটা ঠিকই পূর্ণতা পেয়েছে,কিন্তু সেটা অন্ধকারে"

জীবন বড় অদ্ভুত যেটা পূর্ণতা পাওয়ার করার কথা ছিল সেটা অপূর্ণই রয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে পূর্ণতা পেলেও তা অন্ধকার ঢেকে রেখেছে। কিছু কিছু পূর্ণতা সকলের অন্তরালেই রয়ে যায় সারাজীবন। সেই অন্ধকারে ঘেরা পূর্ণতা ধীরে ধীরে অপূর্ণতার মায়াজালে ঢেকে যায়। কারণ অন্ধকার থেকে পূর্ণতা কখন আলো ছড়াতে পারে না। তাই সে অন্ধকারের অতলে ধীরে ধীরে হারিয়ে যায়। এভাবেই চাপা পড়ে যায় হাজারো পূর্ণতা ও অপূর্ণতার গল্প। ধন্যবাদ ভাইয়া দারুন একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন আজকে। আপনার প্রতিটি লেখা আমার খুবই ভালো লেগেছে। এক কথায় অসাধারণ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

জীবন বড়ই অদ্ভুদ জীবন টাকে যদি সামনা সামনি আলাদা ভাবে দেখা যেত মানুষ হয়তো নিজের কাজ ফেলে তার দিকে তাকিয়ে থাকতো।এতো অদ্ভুদ কেন জীবন জানিনা।যেটা পুর্নতা পাবে না সেটার পিছেই আমরা আগে ছুটি হাইরে অদ্ভুদতা।মাঝে মধ্যে নিজের অপূর্ণ গুলোকে নিয়ে হতাসায় থাকি আবার শক্তি পায় সেখান থেকে।অনেক সুন্দর উপস্থাপন করে লিখেছেন ভাইয়া।খুবই গভির ছিল লেখাটি।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কবিতা খুব ভাল এবং আপনি খুব সহজে ভাল লিখেছেন, আমি সত্যিই আপনার কবিতা পছন্দ করি, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
🥰

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

স্বাগতম, আবারো ধন্যবাদ ভাই
তোমাকেও শুভকামনা

🥰

 3 years ago 

অন্ধকার হয়ে গিয়েছে সময়গুলো,
যেটা পূর্ণতা পাওয়ার কথা ছিল
সেটা ঠিকই পূর্ণতা পেয়েছে,কিন্তু সেটা অন্ধকারে

কথা গুলো অনেক ছোট এবং সাধারন কিন্তু এর গভীরতা সত্যিই অনেক বেশি এবং আমরা যদি এই কথাগুলোর তাৎপর্য উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবনের যে ভুল, উপলব্ধি, অতীত, বর্তমান সবকিছু মিলিয়ে আমাদের জীবনের উদ্দেশ্য, হারানো, প্রাপ্তি অনেক কিছুর মিলবন্ধন খুজে পাব। চমৎকার হয়েছে এবং আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার এই কবিতাখানা ও কথাগুলো।

 3 years ago 

ধন্যবাদ, ঠিক বলেছেন ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32