কর্মস্থলের ছোট্ট ঘটনা

in আমার বাংলা ব্লগ3 years ago

সকালবেলা বৃষ্টি উপেক্ষা করে অনেক কষ্ট করে কর্মস্থলে এসেছি এবং এসেই কেবল একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করছি তাতেই রুগী চলে এসেছে । আর আজকে যে রোগীটার এসেছে সেটা মহিলা মানুষ এবং তার সঙ্গে দুটা বাচ্চা ছিল এবং সে ঘটনায় আমি আজকে আপনাদের সঙ্গে বলার চেষ্টা করব।


করোনাকালীন সময়ের কারণে মাঝে অনেকটা দিন বিরতি দিয়েছিলাম প্রাইভেট প্র্যাকটিস কে। কিন্তু যেহেতু জীবিকার বিষয়টা অতপ্রোতভাবে জড়িত ।তাই বাধ্য হয়ে এখন প্র্যাকটিস করতে হচ্ছে। বাড়িতে গর্ভবতী স্ত্রী । কর্মস্থলে কত মানুষজন আসে, সব মিলে অজানা ভয় আমার ভিতরেও কাজ করে কিন্তু জীবিকার কারণে আমি অনেকটা এলোমেলো জীবন যাপন করছি। কিচ্ছু করার নেই কারণ বেঁচে থাকতে হলে এখন সব কিছুকে মেনে নিয়ে চলতে হচ্ছে ।
বাচ্চা রোগীকে ম্যানেজ করা খুবই কঠিন কাজ আর তার থেকে বেশি কঠিন কাজ হচ্ছে রুগীর সঙ্গে যদি বাচ্চা কাচ্চা আসে তাদের স্থির করে রাখা । এমনিতেই খুব চেম্বারে আসার অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে। তার ভিতরে লকডাউন চলছে সব মিলে বিরক্তকর অবস্থা এবং যখন রোগী দেখছি তখন যে মহিলা রোগীকে আমি দেখছি তার সঙ্গে যে বাচ্চাগুলো আসছিল তারা ভীষণ দুষ্টামি শুরু করেছিল চেম্বারের ভিতরে এবং যা আমাকে অনেকটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেছিল কারণ তাদের আচরণ আমার কাছে মোটেও পছন্দ হচ্ছিল না । আশা করি আপনারা আমার ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। যাইহোক যেহেতু পেশাদারিত্বের কারণে ও জীবিকার জন্য এই কঠিনতম সময়ে রোগী দেখতে হচ্ছে। তবে সব মিলিয়ে চেষ্টা করে যাচ্ছি নিজেকে মানসিকভাবে শক্তিশালী ও স্থির করে , রোগীদের সেবা দেওয়ার জন্য ।যাইহোক এটাই ছিল আজকে ছোট্ট একটা ঘটনা ।
20210627_112026.jpg

20210627_104627.jpg

20210627_104715.jpg

20210627_112319.jpg পরিশেষে অনেক কষ্ট করে ইনিয়ে বিনিয়ে বাচ্চাদের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়ে তারপর রোগীকে সেবা দিয়ে ছেড়ে দিয়েছে । যাইহোক বাচ্চারা যেমন নিষ্পাপ মনের অধিকারী ,তেমন তারা মাঝে মাঝে এমন দুষ্টামি করে, সেটা মেনে নিতে অনেকটা সময় অনেক কষ্টকর হয়ে যায়। ধন্যবাদ।

Sort:  

বাচ্চারা মাঝে মাঝে বিরক্ত হয় তবে তাদের পক্ষে আমাদের অংশীদার হওয়াও ঠিক আছে, আমার বন্ধু কাজের প্রতি ধৈর্য ধরুন, আশা করি আপনার জীবনের সমস্ত বিষয় সহজ হয়ে যাবে

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাই আগে একটু হেসে নেই, হা হা হা হা
সত্যি বলছেন, যদি কোন রোগি কিংবা মেহমান অথবা আগন্তুক কারো সাথে যদি ছোট এই রকম বাচ্চা থাকে, তবে বিষয়টি খুবই চিন্তার হয়ে যায়। কারন তারা কারো কথা শুনে না এবং দুষ্টমি বন্ধ করে না।

 3 years ago 

সবকিছু মিলে একদম অস্থির জীবন কাটছে ভাই কারো কাছে হাসি কারো কাছে দুঃখ ।যাইহোক ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ভাই, বাচ্চারা আমাদের কথা শুনে কম।। আর ওদের কোন কিছু বুঝানো আরো কঠিন।

 3 years ago 

একদম সঠিক কথা বলছেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68814.11
ETH 2404.54
USDT 1.00
SBD 2.36