জ্বরে ভুগছি
জ্বর আসলেই পর না। এই যে দেখুন গত এক সপ্তাহ ধরে পরিবারের সকল সদস্যের জ্বর ও গলাব্যথা হয়ে গিয়েছিল, সেই সময় শুধু আমার হয়েছিল না। তবে গত কালকের পর থেকে আমাকেও ছেড়ে দিলো না জ্বর। গলাব্যথা ও জ্বর অবশেষে আমাকেও কাবু বানিয়ে ছেড়ে দিল।
শারীরিকভাবে আমি অনেকটাই কাহিল হয়ে গিয়েছি। কোন কিছুই খেতে পারছি না, চোখ খুলে ভালোভাবে তাকাতে পারছি না স্ক্রিনের দিকে। ভীষণ মাথাব্যথা করছে, এ যেন তীব্র যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।
আমি গতকাল বিকালের পর থেকেই বুঝতে পারছিলাম যে জ্বর আমাকে ঘায়েল করেছে। তারপরেও প্রথমত ওষুধ নিতে চাইনি। কারন আমি সাধারণত নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পরিমাপ করে দেখার চেষ্টা করছিলাম কিন্তু যখন দেখলাম যে আর কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না, তারপর বাধ্য হয়ে ওষুধের শরণাপন্ন হয়েই গেলাম।
মূলত এই ভাইরাস জ্বর এখন সকলের হচ্ছে আর এই জ্বর হলেই কাশি, গলাব্যথা, মাথাব্যথা হচ্ছে, তাছাড়া খাওয়ার প্রতি অরুচি ও শারীরিক দুর্বলতা তো থাকছেই। বিশেষ করে কারো পরিবারে যদি একবার এই জ্বর হওয়া শুরু হয় তাহলে দেখা যাচ্ছে যে সেই পরিবারের সকল মানুষের ধীরে ধীরে এই জ্বর হয়ে যাচ্ছে। আমি নিজেই তো এর প্রমাণ পেলাম আমার পরিবারের মাধ্যমে।
ভাইরাস জ্বর আসলেই খুব কষ্টদায়ক। বিশেষ করে এই জ্বর যাদের হয়েছে, তারা একটু হলেও জানে এই জ্বরের কষ্টটা কতটা পরিমাণ হয়। যাইহোক এরপরেও আমি বলব এই জ্বর থেকে বাঁচার জন্য স্বাস্থ্য সচেতনতাই বেশি দরকার।
আমি ব্যক্তিগত ভাবে আমার জায়গা থেকে কিছু পরামর্শ দিতে চাই এই জ্বর সম্পর্কে। মূলত এই জ্বর হলে শরীরের তাপমাত্রা ক্রমাগত বাড়ে ও কমে। তাই এক্ষেত্রে অন্য কোন ওষুধ গ্রহণ করার থেকে, শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করাই শ্রেয় এবং প্যারাসিটামল ট্যাবলেটে যদি কাজ না হয়। তাহলে আগেই ধুম করে এন্টিবায়োটিক না গ্রহণ করে, প্যারাসিটামল সাপোজিটরি নিয়ে দেখতে পারেন। কমপক্ষে দুই থেকে একদিন চেষ্টা করুন প্যারাসিটামলের উপর থাকার জন্য।
এ সময় শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যায় এবং প্রচুর পরিমাণে পানি শূন্যতা দেখা দেয়। তাই প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে এবং পানি শূন্যতা থেকে রক্ষা পেতে হলে স্যালাইন খাওয়া যেতে পারে নতুবা ফলের জুস, এটা অনেকটাই কার্যকর হতে পারে। তবে সেটা কোনোভাবেই ঠান্ডা যেন না হয়।
আর যেহেতু আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং প্রচুর গরম আবার কখনো ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে, তাই এই সময় অযথা ঘর থেকে বাহিরে বের না হওয়াই শ্রেয়। বিশেষ করে যখন প্রচুর রোদ বা গরম থাকে সেই সময়।
সর্বোপরি বলবো এই ভাইরাস জ্বর হলে, আপনাকে শারীরিকভাবে বেশ কষ্ট পেতে হবে, এটাই চরম সত্য কথা। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, তা হল শরীরের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে আর কমছে। গলা ভীষণ ব্যাথা করছে, সঙ্গে মাথা ব্যাথা ও শারীরিক দুর্বলতা আছেই। তবে আমি কখনোই চাই না যে, অন্যরা এই জ্বরে ভুগুক। তাই নিজের স্বাস্থ্য সচেতনতা নিজেকেই তৈরি করতে হবে । সকলে ভালো থাকার চেষ্টা করুন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/sharifShuvo11/status/1655875396230074369?t=m91N1KsjH28_FYxvgY884Q&s=19
আসলে এই ভাইরাস জ্বর গুলো এতোটাই খারাপ যে , যে পরিবারে ঢুকে সবাইকে ঘায়েল করে তবেই ফেরে। খুব খারাপ লাগলো ভাই ,,এক এক করে সবাই এই জ্বর নিয়ে ভুগে চলছেন । একটু নিয়ম মেনে চলেন, আর আপনি নিজেই সব কিছু জানেন। তাই কিছু বলার প্রয়োজন নেই একদমই। দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনাই করি সবসময় 🙏🙏
কোথায় থেকে কি হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না রে। তবে জ্বর কিন্তু ক্রমাগত ছড়িয়ে যাচ্ছে , তুই নিজের প্রতি খেয়াল রাখিস। ভালোবাসা রইল ❤️🙏
❤️❤️❤️
ভাইয়া, এখন কার ভাইরাস জ্বর গুলোই বোধ হয় এরকম। জ্বর তো আছে সেই সাথে গলা ব্যথা ও প্রচন্ড মাথা ব্যথা। যার কারনে শরীরটা অনেক দুর্বল ও নিস্তেজ হয়ে যায়। খাওয়ার রুচি একদমই থাকে না। আপনার পরিবারে যেহেতু সকলেই এই ভাইরাস জ্বরে আক্রান্ত ছিল সেহেতু আপনিও সেই একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আপনাদের অসুস্থতার কথা শুনে সত্যিই খুব খারাপ লাগছে। ভাইয়া ডাক্তারের চিকিৎসা অনুযায়ী ঔষধ সেবন করুন এবং খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করছি। আপনার ও আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার ভালোবাসায় আমি সিক্ত, আমি সত্যিই কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি।
ভাইয়া, এখনকার জ্বরটা হলো আবহাওয়া ভিত্তিক ভাইরাসজনিত জ্বর। যার বাড়িতে জ্বরটা হচ্ছে সেই বাড়ির প্রত্যেক সদস্যই জ্বরে আক্রান্ত হচ্ছে। যাহোক ভাইয়া, আমি আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। ভাইয়া আপনি প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করবেন। পাশাপাশি তরল খাবার এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল মূল গুলো খাওয়ার চেষ্টা করবেন। ভাইয়া আপনার সার্বিক সুস্থতা আমার একান্তই কাম্য।
আপনার পরামর্শ গুলো মেনে চলার চেষ্টা করব ভাই, ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।
ভাইয়া এখন মনে হয় চারদিকে ভাইরাস জ্বর। পরিবারের সবার পর আজ আপনি জ্বরে আক্রান্ত হলেন। দোয়া রইল আপনার প্রতি আপনি অতি দ্রতি সুস্থ্য হয়ে কাজে ফিরে আসুন। কারন একটিভ পারসোন তো একটিভ জায়গায় মানায়। সে যাই হোক। জ্বর নিয়ে বেশ সুন্দর কিছু উপদেশ আজ আপনার কাছ হতে পেলাম। ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করুন নিজের সচেতনতা বৃদ্ধি করার জন্য, আপনাদের এই জ্বর না হোক, এমনটাই প্রত্যাশা করি।
ভাইয়া এখন আবহাওয়া অনেক খারাপ বিশেষ করে যেভাবে গরম পড়তেছে এই কারণে আমাদের এদিকে ও অনেক মানুষের জ্বর গলা ব্যথা দেখা যাচ্ছে। আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো। আপনার পরিবারে আপনি সুস্থ ছিলেন এখন আপনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দে। এবং আল্লাহ তা'আলা যেন আপনাকে সব সময় ভালো রাখে এই কামনা করি।