জীবন এটাই || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

20211001_125625.jpg

তুমি পারো না, মানে
তুমি চেষ্টা করো না ।
তোমার অহেতুক অজুহাত গুলোকে ,
তুমি ঢাল হিসাবে ব্যবহার করো ।

তোমার চেষ্টায় ত্রুটি আছে,
তোমার ভিতরের সুপ্ত প্রতিভাকে
তুমি অজুহাতের অদৃশ্য ছায়ায় ,
নিমজ্জিত করে রেখেছো ।

তোমার শেখার আগ্রহ নেই,
তুমি শুধু সমালোচনায় ব্যস্ত।
তুমি নিজেই দায়ি তোমার কৃতকর্মের জন্য,
তবে তুমিও পারবে,
যদি ব্যক্তিগত ইগোকে
তোমার প্রতিভার সুপ্ত অগ্নি ফুলকি দিয়ে
ধ্বংস করে দিতে পারো ।
দেখো এবং চেনার চেষ্টা করো
নিজের অস্তিত্বকে।
বিবেকের কাঠগড়ায়,
নিজেকে আসামী বানিয়ে দাড়ঁ করাও !
নিজের বিচার ,নিজেই করো ।

তোমার অজুহাতের অদৃশ্য ছায়া
মুছে ফেলো ।
নেমে পরো ময়দানে ,
মেধাকে যুক্তি দেখাও,
পিছপা হওয়ার তোমার সময় নেই।
তোমাকে এগিয়ে যেতেই হবে,
ব্রত হোক তোমার এটাই ।

পরাজয়ের সঙ্গা তুমি,ভুলে যাও ।
জয়ের বিকল্প কিছুই নেই,
তোমার চিন্তা শুধুমাত্র সফলতা।
তুমিও পারবে যদি তোমার ,
সততা মেধা বুদ্ধি বিবেক পরিশ্রম সুচেষ্টা
ও সুচিন্তাধারা একসুতোয় গাঁথা থাকে ।

বি:দ্র: জীবন এটাই, হয় এগিয়ে যাও নইলে পিছিয়ে পরতে হবে ।

Sort:  
 3 years ago 

সত্যি ভাইয়া,আপনি অসাধারণ একটি লেখা লিখেছেন। আমরা অনেকেই অল্প চেষ্টা করে হাল ছেড়ে দেই। আমরা যদি বারবার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের সফলতা আসবে।আমাদের চেষ্টার কমতি আছে তাই তো আমরা সব সময় পিছিয়ে থাকি। অহেতুক অজুহাত গুলো ঢাল হিসেবে ব্যবহার করি আমরা। সত্যিই ঠিক কথা বলেছেন ভাইয়া। আমাদের ভিতরের সুপ্ত জ্ঞানগুলো জাগিয়ে তুলতে চেষ্টা করিনা।আমরা অলস আমরা হেরে যাওয়া মানুষের সারিতে চলতে পছন্দ করি।

তবে ভাইয়া আপনার এই কথাটি মনে সাহস যোগায় আমিও পারব।

"পরাজয়ের সঙ্গা তুমি,ভুলো যাও ।
জয়ের বিকল্প কিছুই নেই,
তোমার চিন্তা শুধুমাত্র সফলতা।
তুমিও পারবে যদি তোমার ,
সততা মেধা বুদ্ধি বিবেক পরিশ্রম সুচেষ্টা
ও সুচিন্তাধারা একসুতোয় গাঁথা থাকে "

ধন্যবাদ।

 3 years ago 

শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

তুমি নিজেই দায়ি তোমার কৃতকর্মের জন্য,
তবে তুমিও পারবে,
যদি ব্যক্তিগত ইগোকে
তোমার প্রতিভার সুপ্ত অগ্নি ফুলকি দিয়ে
ধ্বংস করে দিতে পারো ।

ভাইয়া সকলেই বলে তোমার দ্বাড়া হবেনা বা এটা ওটা। কেও খারাপ কে এটা দ্বিতীয়বার বলে না যে তুমিও পারবো।এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলেই সত্যি,ব্যাক্তিগত ইগোকে প্রতিভার নিচে দমাতে পারলে তবেই সফলতা আসবে।
খুব ভালো লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

পাছে লোকে কিছু বলে একটা কথা আছে।কেউ যখন ব্যার্থ হয় আমরা অধিকাংশ মানুষ তখন কাজ টা থেকে হাল ছেড়ে দেই।যারা ব্যার্থতা থেকে শক্তি নিয়ে নিজের মনোবল দৃর করে এগিয়ে যায় তারাই সফল।আমি নিজেই প্রমাণিত। অনেক সুন্দর লিখেছেন ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খভাই এক কথায় অসাধারণ। এটা কবিতা না। এটা যেন একজন ভীতু কর্মবিমুখ মানুষের জন্য আপনার উপদেশ। আমি সফল হতে পারছি না তার মানে আমার চেষ্টায় ক্রুটি আছে। কী সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

তারাই এক ধাপ এগিয়ে যারা আপনার মতো করে চিন্তা করে। অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন যা জীবন পাল্টে দেওয়ার মতো। ধন্যবাদ ভাইয়া আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

"বিবেকের কাঠগড়ায়,
নিজেকে আসামী বানিয়ে দাড়ঁ করাও !
নিজের বিচার ,নিজেই করো"

উপরের এই কবিতার লাইনগুলো আমার খুবই ভালো লেগেছে। ভাইয়া আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমরা আমাদের জীবনে সফলতা অর্জনের জন্য যদি সঠিক পরিশ্রম এবং সততার সাথে চেষ্টা করি তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। আর যদি আমরা আমাদের জীবনে বিভিন্ন অজুহাত তৈরি করি তাহলে আমাদের সোনালী মুহূর্তগুলো অবহেলায় পার হয়ে যাবে। সফলতা অর্জনে ব্যর্থ হলে সেই দায় শুধুমাত্র আমাদের নিজেরই। নিজের বিবেককে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আমি কেন সফলতা অর্জন করতে ব্যর্থ হয়েছি। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago (edited)

পরাজয়ের সঙ্গা তুমি,ভুলো যাও ।
জয়ের বিকল্প কিছুই নেই,
তোমার চিন্তা শুধুমাত্র সফলতা।
তুমিও পারবে যদি তোমার ,
সততা মেধা বুদ্ধি বিবেক পরিশ্রম সুচেষ্টা
ও সুচিন্তাধারা একসুতোয় গাঁথা থাকে ।

কথা গুলো অনেক বাস্তব। কবিতা টি থেকে অনেক শিক্ষা নেওয়া র আছে। দারুন সুন্দর বাস্তব ময় কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আমরা যদি ঠিক করে নি যে এই কাজটা আমার দ্বারা সম্ভব তাহলে আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তা বাস্তবে রূপান্তর করতে পারি। কিন্তু আমরা যদি আগে হার মেনে বলি ,পারবো না তাহলে সেটা আমাদের ব্যর্থতা নয় সেটা হবে আমাদের অজুহাত । মানুষ যখন চেষ্টা করে কিছু না করতে পারে সেটা হয় ব্যর্থতা কিন্তু মানুষ যখন চেষ্টা না করেই কাজটাকে না করে দেয় তখন সেটা হয় তার অজুহাত।
তাই আমাদের সবার উচিত আমাদের নিজ নিজ প্রতিভার সুপ্ত অগ্নি ফুলকি দিয়ে অহেতুক অজুহাতের মানসিকতা কে ধ্বংস করা।
ভাই আপনি খুব সুন্দর করে কথা গুলো সাজিয়ে লিখেছেন। একদম বাস্তবধর্মী কথাগুলো আপনার পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 

আসলেই ভাই। কোন কাজে সফল হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার পরেও যদি সফলতা না আসে সে ক্ষেত্রে মনে করতে হবে পরিশ্রমের মধ্যে কোন ত্রুটি ছিল। তবে আমাদের ভেঙে পড়লে চলবে না ।আগের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে ।অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর ও শিক্ষনীয় কবিতা এটি।আমাদের চেষ্টা করে যেতে হবে সঠিক পথে ,ধৈর্য্য ধারণকরে চেষ্টা করতে হবে, অজুহাতকে ঠুনকো করে।খুব সুন্দর লিখেছেন।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 92452.51
ETH 3105.57
USDT 1.00
SBD 3.16