বাপজান || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_20221014-210717_Gallery.jpg

Screenshot_20221014-210749_Gallery.jpg

বিগত সপ্তাহে লিখেছিলাম , কাশফুল দেখতে গিয়েছিলাম সেই দিন পুরো পরিবার নিয়ে । তবে সেবারের মিশনটা আমাদের ব্যর্থ হয়ে গিয়েছিল । নদীর এপার থেকেই হালকা কিছুটা কাশফুল দেখেছিলাম । তবে তারপরেও মন টান ছিল বারবার কাশফুল দেখার জন্য । এই জন্য এবারের শুক্রবারেও দ্রুত বেরিয়ে গিয়েছিলাম , তবে এবার আর হীরাকে সঙ্গে নিয়ে যাই নি । শুধু আমি ও বাবু আর সঙ্গে এক পরিচিত ছোট ভাই ।

Screenshot_20221014-210804_Gallery.jpg

এবার অবশ্য বেশি বেলা থাকতেই সেই নদীর তীরবর্তী এলাকাতে পৌঁছে গিয়েছিলাম । কিন্তু এবারও গিয়ে মনটা আর নদী পাড়ি দেওয়ার জন্য টানে নি । মানে আমি একা হলে হয়তো নদী পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিতাম । তবে ছোট নৌকায় যখন এত্তগুলো মানুষ একসঙ্গে উঠেছে তারপরে যখন নৌকার হালকা দোলানি দেখেছি তখনই আবারও সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছি ।

IMG-20221014-WA0002-01.jpeg

আমি চাচ্ছিলাম যে নদীর এপার থেকেই যদি কোনো ভাবে কাশফুল দেখা যেত, তাহলে সেটাই মনে হয় খুব ভালো হতো । গতদিন সম্ভবত আফজাল চাচার ঘটনা বলেছিলাম । নদীর তীরে গিয়েই তার সঙ্গে পরিচয় হয়েছিল আমার ।

IMG-20221014-WA0003-01.jpeg

নৌকার ঘাট থেকে ঠিক খানিকটা অদূরেই নদীর যে বাঁকটা কাছে সেখান থেকে ঐপারের কাশফুল গুলো বেশ ভালই দেখা যায় । যাইহোক অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেললাম , নদী পাড় না হয়ে খানিকটা দূর হেঁটে সামনে গিয়ে এপার থেকেই ঐপারের কাশফুলের সৌন্দর্য্য দেখবো ।

IMG-20221014-WA0005-01.jpeg

আফজাল চাচার বাড়িটা একদম নদীর উপরেই । এপারে উনি বিকেলবেলা করে চেয়ারে বসে থেকে নদীর ঐপারের সৌন্দর্য্য উপভোগ করে । তাকে অবশ্য আমি সুখী মানুষের আখ্যা দিয়েছিলাম । আমার তো মনেহয়, সারাদিন পরে যখন এমন একটা নিরিবিলি জায়গায় বসে যদি প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা যায় তাহলে আসলেই সেটা সৌভাগ্যের ব্যাপার ।

IMG-20221014-WA0007-01.jpeg

আসলে তার সঙ্গে সেদিন পরিচয়টা হয়ে ভালোই হয়েছিল । তার বাড়ির পিছন থেকেই আমি নদীর ঐপারের কাশফুল দেখার সৌন্দর্য্যটা বেশ ভালোভাবেই উপভোগ করেছিলাম। হয়তো ঐপারে যেতে পারিনি , তবে সবকিছু যে কাছে গিয়ে দেখতে হবে , তার তো কোনো মানে নেই ।

IMG-20221014-WA0008-01.jpeg

নদীর এপারেই মাঝে মাঝে কিছু জায়গায় চর জেগেছে । সেই জায়গা গুলোতে বাপ-বেটা মিলে খানিকটা সময় বিচরণ করেছিলাম । একদম শীতল প্রকৃতির কাছাকাছি । ছোট ভাইয়ের মুঠো ফোনের ক্যামেরায় স্বেচ্ছায় বন্দী হয়ে গেলাম । বেশ ভালোই তুলেছিল ছবি গুলো ।

আজকাল বাবুকে নিয়ে বড্ড ঘোরাঘুরি করি । এটা অনেকটা নেশায় পরিণত হয়ে গিয়েছে । কারণ সারাদিন এই চার দেয়ালের ভিতরে বন্দী হয়ে থাকতে ওর যেমন ভালো লাগেনা , ঠিক বিকেল বেলা করে আমারও মনটা বেশ উতলা হয়ে পড়ে বাহিরে যাওয়ার জন্য । হয়তো একটু প্রকৃতির কাছাকাছি গিয়ে সময় কাটাতে মন চায় । সেই জায়গা থেকে চিন্তা করলে , আমার আর বাবুর এই ঘোরাঘুরি নেশাটা, একদিক থেকে আমি বেশ ভালো ভাবেই দেখছি ।

IMG-20221014-WA0009-01.jpeg

শহুরে জীবনের সেই কোলাহল যুক্ত পরিবেশ ছেড়ে , যখন নিরিবিলি এমন পরিবেশে মুক্তভাবে প্রকৃতির মাঝে কিছুটা সময় বিচরণ করা যায়, তখন মনে হয় নিজেও সুখী মানুষের তালিকায় কিছুটা হলেও নাম যুক্ত করতে পেরেছি ।

জীবনে কি পেয়েছি , না পেয়েছি বা কি হারিয়েছি, এসব নিয়ে আমি খুব একটা বেশি চিন্তিত নই । আমার কাছে প্রত্যেকটা মুহুর্তই উপভোগ্য কর এবং নিজের মতো করে সময়টা কাটাতে পারাই মুখ্য বিষয় ।

সব মিলিয়ে ভালো আছি ভাই । বাপ-বেটা মিলে বেশ ভালো একটা সময় কাটিয়ে দিয়েছিলাম গত শুক্রবারের বিকেল বেলাতে, হয়তো তারই কিছু সুখ স্মৃতি রেখে দিলাম ব্লগের পাতায়।

Banner-3.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

কিছুদিন আগেও কাশফুল দেখতে গিয়ে নদী পার হননি। এবারও তাই হয়েছে। বাবা ছেলে মিলে আবারও সেখানে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। আসলে চার দেওয়ালের মাঝে বন্দী থাকতে থাকতে ভেতরটা একেবারে হাপিয়ে উঠে। তাই মাঝে মাঝে যদি এভাবে বেরিয়ে পড়া যায় অনেক ভালো লাগে। মানসিক প্রশান্তি না থাকলে কখনো ভালো থাকা যায় না। বাবু তার মাকে ছাড়া আপনার সাথে বেড়াতে গিয়েছে দেখে ভালো লাগলো। আফজাল চাচার কথা এর আগেও আপনি বলেছিলেন। নদীর পাড়ে গিয়ে ওনার সাথে আপনার পরিচয় হয়েছে জেনে অনেক ভালো লাগলো। আসলে উনি অনেক সুখী মানুষ। প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ খুব কম মানুষের হয়।

 2 years ago 

সব মিলিয়ে ভালো আছি ভাই । বাপ-বেটা মিলে বেশ ভালো একটা সময় কাটিয়ে দিয়েছিলাম গত শুক্রবারের বিকেল বেলাতে, হয়তো তারই কিছু সুখ স্মৃতি রেখে দিলাম ব্লগের পাতায়।

ভাইয়া আপনি সব মিলিয়ে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন জেনে ভীষণ খুশি হলাম। শরতকাল মানেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য। প্রকৃতির অপরুপ সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে। আপনি আর বাবু সহকারে সুন্দর সময় কাটিয়েছেন। আপনাদের সুন্দর মুহূর্ত গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

এইটা সত্য গত সপ্তাহের শুক্রবারের বিকেল বেলার সময়টা বেশ ভালোই কেটেছিল আমাদের ভাই । আশীর্বাদ করবেন।

 2 years ago 

বাপ বেটা মিলে ভালোই কাশফুলের সাথে ছবি তোলেছেন। কি সুন্দর আপুকে ছাড়া দুইজন এক সাথে ঘোরাফেরা করেছেন।শায়ান বাবুকে বেশ কিউট লাগছে, মাশাআল্লাহ। আসলে বাচ্চারা এমনই বাহিরে বের হতে চায়,প্রায় বের হলে তো নেশার মতই হয়ে যায়।আসলেই আপনার ছোট ভাই ভালোই ছবি তোলেছে।ধন্যবাদ

 2 years ago 

চার দেয়ালের মাঝে বন্দী থাকতে কেউ ই বেশি একটা পছন্দ করে না। আপনি চার দেয়ালের মাঝে বন্দী থাকতে থাকতে হঠাৎ করেই বাপ-বেটা দুজন মিলে কাশফুল দেখতে গিয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো। তবে একটু কষ্ট লাগছে যে কাশফুল দেখতে গিয়ে কাশফুলের কাছে যেতে পারেননি নদীর এপার থেকেই দেখেছেন। দূর থেকে প্রিয় কিছু জিনিস দেখাই ভালো কাছে গেলে সেটা হয়তো হারিয়ে যায় অথবা ভেঙে যায় আবার নষ্ট হয়ে যায়। আমি মনে করি সুন্দর জিনিসের দৃশ্য দূর থেকে উপভোগ করাই শ্রেয়। আমি এটাও মনে করি যে জীবনে কি পেয়েছি কি পাইনি এসব না ভেবে বর্তমানে কি আছে সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যাইহোক বাপ বেটার এরকম সুন্দর মুহূর্ত দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

চমৎকার লাগছে ভাই শরতের স্নিগ্ধ বিকেলে পিতা পুত্রের প্রকৃতি দর্শন। তবে বাবুকে নিয়ে নদী পার হওয়ার সিদ্ধান্তটা আপনি সঠিক নিয়েছিন ভাই। এবং আশা করব এটা ভবিষ্যতেও অব্যাহত রাখবেন। বাবুর জন্য অনেক অনেক মঙ্গল কামনা রইল।

 2 years ago 

চেষ্টা করছি ভাই পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে বাবুকে বেড়ে তোলার জন্য।

 2 years ago 

"আফজাল চাচা আসলেই অনেক সুখী মানুষ"একদম ঠিক বলেছেন ভাইয়া, যিনি প্রকৃতির দৃশ্য প্রতিদিন উপভোগ করতে পারেন তিনি আসলেই অনেক সৌভাগ্যবান। আপনি , বাবু এবং আপনার ছোট ভাইকে নিয়ে কাশফুল দেখতে গিয়ে প্রকৃতির মধ্য আসলেই অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপনার ব্লগটি করে আসলেই প্রাণটা জুড়িয়ে গেল। ❤️❤️❤️❤️❤️

 2 years ago 

আসলে ভাই জীবনে কি পেয়েছি কি পাবো, কি হবে, এটা নিয়ে চিন্তা করে লাভ নাই। মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করাটাই বুদ্ধিমানের কাজ। যাই হোক আজকে বাপ বেটা মিলে খুবই সুন্দরভাবে নদীর পাড়ে এসে কাশফুল দৃশ্য দেখলেন এবং নদী পারে শীতল বাতাসে মন জুরিয়েছেন। আসলে আপনি একা হলে তা সম্ভব হতো কিন্তু বাবুকে নিয়ে এসেছেন যার কারণে নৌকা করে নদী পাড় হননি।নদীর এ পাড় খেকেই সৌন্দর্য উপভোগ করলেন, সময়টা খুবই ভালো ভাবে ভোগ করেছেন।

 2 years ago 

আসলেই তাই,জীবনের পাওয়া না পাওয়া এসব বড় কথা নয়।এইযে জীবনের প্রতি সুন্দর মূহুর্ত ই যে চলে যাচ্ছে তা আমরা টের ই পাচ্ছি না।তাই তা উপভোগ করা উচিত।আপনার বাপজান দেখি ভালোই ঘুরাঘুরি করতে পারছে।

 2 years ago 

ঘোরাঘুরি আপনার ভাতিজার নেশাতে পরিণত হয়েছে আপু । বিকাল হলেই বাসার ভেতরে ছটফট শুরু করে দেয় ।

 2 years ago 
আসলে শরৎ এলো কাঁশ ফুলের সৌন্দর্য উপভোগ না করলে হয় ৷ আপনি কাঁশ ফুলের সৌন্দর্য উপভোগের জন্য দু-দুবার নদীর তীরে গেলেন অথচ কাছে থেকে উপভোগ করতে পারলেন না জেনে একটু খারাপ লাগলো ৷ আসলে ছোট নৌকায় ওভাবে পার না হওয়া ঠিক ৷ বাপ-বেটা মিলে বিকাল বেলা দূর থেকে কাশফুলের সৌন্দর্য উপভোগ করেছেন ভালোই ৷ আসলে ঘোরাঘুরি প্রয়োজন আছে , এতে মন ভালো থাকে ৷ জীবনে কি পেলাম আর কি হারালো তা না ভেবে জীবনকে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ , বাঁচবো আর কত দিন ৷ এতো ভেবে লাভ কি ৷ পরিবারের সাথে সব সময় হাঁসি খুশি থাকুন ভাইয়া ৷ ভালোবাসা অবিরাম
 2 years ago 

বাপ বেটা মিলে খুবই আনন্দময় মুহূর্ত উপভোগ করেছেন। সত্যি প্রকৃতির মধ্যে খুবই সুন্দর সময় উপভোগ করেছেন। আফজাল চাচা আসলেই প্রকৃত সুখী মানুষ। যাইহোক আজকে আপনি কাশফুল দেখার জন্য নদীর পাড়ে গিয়েছিলেন, কিন্তু রিক্স হয়ে যায় তার জন্য নদীর এপার থেকে সুন্দর দৃশ্য দেখলেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59231.42
ETH 2599.06
USDT 1.00
SBD 2.45