কি একটা সমীকরণ || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

20220402_185041.jpg
আমি অংকে ভীষণ কাঁচা । তবে তার মানে এই না যে, সমীকরণ বুঝিনা। যাইহোক আজকে একটা ভিন্ন রকম সমীকরণ আপনাদের সামনে উপস্থাপন করব । আমি প্রথমেই বলে রাখছি, কথাগুলো কেউ ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না । কারণ কথাগুলো আমি নিতান্তই আমার নিজস্ব অভিজ্ঞতা ও মতামত থেকে লিখছি ।

আপনারা সবাই অবগত আছেন যে, আগামীকাল থেকে রোজা শুরু হতে যাচ্ছে । যেহেতু রমজান মাস শুরু হবে, তাই সবাই আসলে বিভিন্ন রকম ধান্দা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে আশেপাশে । কথাটা শুনতে খারাপ লাগলেও, আসলে এটাই বাস্তব কথা । দেখেন খাদ্যদ্রব্য থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস, কোথায় দাম বাড়েনি । সেটা যদি আমাকে একটু ক্লিয়ার করে বলতে পারতেন , তাহলে আমি না হয় একটু আত্মতৃপ্তি পেতাম শুনে, যে ঐ জায়গাটাতে দাম বাড়েনি । আমার তো মনে হয় এমন কোন জায়গা খুঁজে পাওয়া, খুবই দুষ্কর । যেখানে দাম বৃদ্ধি হয়নি ।

20220402_185121.jpg

রমজান মাস চলছে, কই একটু মানুষ নিজেকে সংযম করে চলবে। নিজেকে সব রকম ঝুট ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখবে এবং সৃষ্টিকর্তার প্রতি নিবেদিত থাকবে, প্রতিনিয়ত ইবাদত বন্দেগী করার জন্য । কিন্তু বাস্তবে এই চিত্র ভীষণ ভয়ানক ও উল্টো । স্বার্থের পৃথিবীতে সবাই ব্যবসা করা নিয়ে ব্যস্ত । ব্যবসা করা কে মন্দ বলছি না । তবে অসৎ ভাবে অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে, ব্যবসা করাটাকে আমি একটু অযৌক্তিক মনে করছি । সর্বোপরি বলির পাঠা হচ্ছি, আমাদের মত যারা নিম্নআয়ের মানুষজন ও মধ্যবিত্ত মানুষ আছে তারা ।

20220402_185156.jpg

অন্যান্য সেক্টরের কথা বলতে পারবো না । তবে আমার সেক্টরের একটু নিজস্ব অভিজ্ঞতা, আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চলছি । সপ্তাহের অন্যান্য দিন আমি কোম্পানি ভিজিট গ্রহণ করি না । মানে শুধুমাত্র সপ্তাহের শনিবার দিন করে আমি কোম্পানির ভিজিট গ্রহণ করে থাকি । তবে তাও সেটা নামে মাত্র , মানে মূলত বাজারে কখন কোন নতুন ওষুধ আসছে এবং তার কাজ কেমন, মূলত এটা জানার জন্যই তাদের ভিজিট গুলো গ্রহন করে থাকি আর ভিজিট বলতে তাদের দেওয়া কমবেশি লিটারেচার গুলো বা ওষুধ সম্পর্কে জানানোর জন্য ছোট ছোট উপহার গুলো , ঠিক এতোটুকুই । মানে যেগুলো ডাক্তারদের জন্য গিফট আসে , ঠিক সেগুলোই ।

তবে সময়ের পরিবর্তনে প্রতিনিয়ত সব কিছু যখন পরিবর্তন হয়ে গিয়েছে । কোম্পানিগুলো তাদের চিন্তাধারা ও তাদের বিজনেস স্টাইলে কিছুটা পরিবর্তন নিয়ে এসেছে । এইতো যেমন রোজার মাস চলছে এরপরে যখন আবার ঈদ আসবে বা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে তারা একটু প্রলোভন দেখিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ডাক্তার শ্রেণীর মানুষকে । এবং হর-হামেশাই প্রতিনিয়ত লোভের শিকারে পা দিচ্ছে আমাদের ডাক্তার শ্রেণীর মানুষ গুলো ।

20220402_185304.jpg

ঠিক সন্ধ্যা গড়াতেই, আজ এক ওষুধ কোম্পানির প্রতিনিধির লোক, কাছে এসে বললো কি খবর ডাক্তার ভাই। এই যে আপনার জন্য রমজান মাস উপলক্ষে গিফট । ব্যাপারটা আমি খুব স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারলাম না । কারণ অনেক বড় একটা গিফট । তার ভিতরে বিদেশি টুপি আতর মেসওয়াক তসবি দিয়ে খুব সুন্দর করে প্যাকেটটা সাজানো ।

20220402_185404.jpg

যেহেতু তাৎক্ষণিক আমি রোগী দেখছিলাম । তাই তাকে আমি তেমন কোনো কিছু বললাম না । সে আমাকে যাওয়ার সময় বলে গেলো, ভাই আমার ওষুধটা একটু লেখার চেষ্টা করিয়েন । আমি তাকে ইশারা করলাম, মানে সম্মতিসূচক একটা ইশারা দিলাম । রোগীর সামনে তো অনেক কিছুই বলা যায় না । তাই পেশাদারিত্বের জায়গা থেকে তাকে কোন মতো ম্যানেজ করে, চলে যেতে বললাম ।

আসেন সমীকরণ মেলাই, এইযে দামী টুপি তসবি বা গিফট এসবের দোষ নেই । দোষ হচ্ছে কোম্পানির যে মূলত, ব্যবসা পরিচালনা করছে ।সে এই স্পর্শকাতর সময়টাকে কাজে লাগিয়ে, ডাক্তারদের কাছে প্রলোভন যুক্ত গিফট পাঠিয়ে দিচ্ছে । মানে ডাক্তারদের কাছ থেকে এর কয়েক গুণ দামের ঔষধ লিখিয়ে নেওয়ার জন্য ।

20220402_185445.jpg

এক কথায় যেমন সময়, তেমন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কোম্পানির প্রতিষ্ঠাতারা । এরা শুধু ব্যবসা বোঝে, এদের ভিতরে কোন মানবতা নাই । এদের ভিতরে মানবিক হওয়ার কোনো গ্রহণযোগ্যতাও থাকেনা । এদের কাছে ব্যবসায় মূলকথা এবং ব্যবসায় শেষ কথা । কিভাবে পয়সার পাহাড় বানানো যাবে এরা শুধু এটাই বোঝে । ধর্ম উৎসব এসব শুধু এদের কাছে উপলক্ষ মাত্র এবং সেই উপলক্ষকে কেন্দ্র করে চালিয়ে যাচ্ছে এরা শোঅফ করা ব্যবসা ।

20220402_190438.jpg

সমীকরণ মেলানো শেষ । আমার তেমন কিছু বলার নেই । হাতে সময় খুব কম, বাসায় ফিরতে হবে । যাইহোক গিফটের বক্সটা খুলে টুপি তসবি গুলো একটু দেখার চেষ্টা করলাম । আসলে এগুলোর কোনো দোষ নেই, এগুলো আমার ঐ ব্যাগেই শোভা পায় । এইগুলোকে নিয়ে হয়তো গিয়ে বাসার ওয়ারড্রোব রেখে দেব । হয়তো কখনো ওয়ারড্রোব ভর্তি হয়ে যাবে । নতুবা কখনো বাসার নিচের হাকিম ভাইকে ডেকে দিয়ে দেব । হয়তো হাকিম ভাই পেয়ে খুশি হয়ে , উপরের দিকে দুই হাত তুলে বলবে,ডাক্তার ভাইয়ের আয় ইনকাম আরো বৃদ্ধি হোক ।

20220402_190507.jpg

কি একটা অবস্থা । যাইহোক আমি আসলে ভীষণ সহজ কথার মানুষ আমার কাছে এগুলো শোভা পায় না । তাই আমার কাছে এই ব্যপারগুলো অনেকটাই হাস্যকর । আজকাল তো ঠিকমত হাসতেও পারিনা , মন খুলে কথা বলতেও পারিনা । বিষিয়ে ওঠা সমাজব্যবস্থার মাঝে, আমি ভীষণ অসহায় । ভয় করে কেউ যদি হয়তো হুটহাট করে একটা ভিন্ন রকম ট্যাগ লাগিয়ে দেয় এইজন্য ।।

কি একটা অবস্থা .....!!

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ব্যবসায়ীদের মনোভাব সবসময় ব্যবসাটাই থাকবে এটাই স্বাভাবিক এটাই থাকে এটাই বাস্তবতা।বিবেক-বুদ্ধি মানুষত্ব মানুষত্ব বোধ আজকাল এসব খুঁজে পাওয়া মুশকিল।মানুষের এই বোধের জায়গাটা কোথায় যেন হারিয়ে গেছে তবে সাদা টুপি তে আপনাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে।♥♥

 2 years ago 

এরা শুধু ব্যবসা বোঝে, এদের ভিতরে কোন মানবতা নাই । এদের ভিতরে মানবিক হওয়ার কোনো গ্রহণযোগ্যতাও থাকেনা ।

ভাইয়া আপনি বাস্তব চিত্র গুলো আপনার লেখায় তুলে ধরেছেন। আসলে ব্যবসায়ীরা শুধু ব্যবসা বোঝে তাদের মাঝে মানবিকতার কোন জায়গা নেই। তারা শুধু ব্যবসা নিয়েই চিন্তা করে। এছাড়া অন্য কোনো চিন্তা তাদের মাথায় নেই। প্রতিটি ক্ষেত্রেই এই জিনিসটি লক্ষ করা যায়। যেমন দ্রব্যমূল্যের বাজার থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিগুলো সবাই তাদের ব্যবসায়িক চিন্তা ধারা নিয়ে সারা দিন চলাফেরা করে। কি করে আরো বেশি আয় করা যাবে ও অর্থ উপার্জন করা যাবে এই চিন্তায় তারা সবসময় মশগুল থাকে। ভালো লাগলো ভাইয়া আপনার লেখা পড়ে। অনেক সুন্দর ভাবে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার লেখায় উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💖💖💖

 2 years ago 

পারিপার্শ্বিক অবস্থা শুধুমাত্র লেখার মাধ্যমে প্রকাশ করেছি ভাই । জাস্ট এতোটুকুই। তবে এমটাই তো হচ্ছে প্রতিনিয়ত।

 2 years ago 

আসলে ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমাদের এই বাংলাদেশের সকল জায়গায় এখন দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। আসলে রমজান মাস উপলক্ষে সকল কিছুর দাম কমিয়ে দেওয়া উচিত। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের রমজান মাস উপলক্ষে দাম কমিয়ে দেয়। আর আমাদের দেশে রমজান মাস আসলে আরো সকল কিছুর দাম বাড়িয়ে দেয়। আমাদের এখানেও দ্রব্যমূল্যের দাম খুবই বেশি। আজকে আপনাকে কোম্পানির লোক ভিজিট করেছে। আসলে ভিজিট করার উদ্দেশ্য তারা দামি দামি ওষুধ লিখে নেবে। তবে আজকে ভিজিট আমার কাছে ভালো লেগেছে, কারণ সুন্দর টুপি, আতর,তজবি ভালো লেগেছে বিষয়গুলো। আমাদের প্রয়োজনীয় রমজান মাসে এই গিফটগুলো তারা খুবই বুদ্ধি করে দিয়েছে। যাইহোক আপনার সুস্থতা কামনা করছি।

 2 years ago 

সবাই নিজ নিজ জায়গায় সুস্থ সুন্দর ভাবে খেয়ে পড়ে বেঁচে থাকুক এই কামনাই করি ।

 2 years ago 

বিষিয়ে ওঠা সমাজব্যবস্থার মাঝে, আমি ভীষণ অসহায়

কী একটা কথা শেষ পর্যায়ে বলে গেলেন ভাই। আপনি শুধু একা আমারও এই অবস্থা। আমাদের এই সমাজে যার ক্ষমতা আছে ইচ্ছা মতো তার অপচয় করছে। এই ঔষধ কোম্পানিগুলো খুবই চালাক ঝোপ বুঝে কোপ মারে। যেমনটা গতকাল আপনার সঙ্গে হয়েছে। আপনাকে রমজানুল মোবারক ভাই। সুস্থ্য থাকেন সেই দোয়া করি।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই। আপনাকেও রমজানের শুভেচ্ছা ।

 2 years ago 

আসলে ভাই এই একটা জিনিস আমিও বুঝিনা -যদি আমাদের দেশে রমজান মাস আসে সেই সময় সব কিছুর দাম অতিরিক্ত বেড়ে যায়। যেটা সাধারণ মানুষের পক্ষে গ্রহণ করা খুবই কঠিন হয়ে যায়। হয়তো প্রতিটি সেক্টরে এরকম অবস্থা। আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার। আপনি যে বিষয়টা শেয়ার করলেন আসলে সেই থেকে বোঝা যাচ্ছে সব সেক্টরেই এইরকম হয়ে থাকে। এ বিষয়ে আসলে কিছুই বলার নেই আর আমরা বলেও কিছু করতে পারবোনা। ধন্যবাদ জানাই আপনাকে এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

উৎসব গুলো তো আজকাল দেখছি জাস্ট ব্যবসা বাড়ানোর উপলক্ষ মাত্র। এমনটাই তো হচ্ছে ।

 2 years ago 

কথাগুলো ভালো ছিলো,ভাইয়া আমার কাছে কেন জানি মনে হয় আমাদের বাংলাদেশেই এই অবস্থাটা বেশি হয়।রমজান মাস আসলে অন্যরকম ধান্দা থাকে, সেখানে বলা হয় সংযমের মাস,কিন্তু আমাদের মাসে ঈদের শপিং করবে বলে দূর্নীতি আরো বেশি করে প্রতিটি ধাপে ধাপে।যাই হোক ভাইয়া আপনাকে কিন্তু ভালোই লাগছে তজবি এবং টুপি তে।পাক্কা হুজুর 😉😉।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হাহাহা হুজুর বাহ্ । তবে আমি কিন্তু মুক্তমনা মানুষ। চেষ্টা করেছি সমসাময়িক ব্যাপার নিয়ে একটু কথা বলার জন্য।

 2 years ago 

কথায় আছে স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কিছু করতে চায়না। বর্তমানে রমজান মাসের জন্য যেখানে দ্রব্যমূল্যের বাজার কমার কথা ছিল সেই রমজান কে কেন্দ্র করে দ্রব্যমূল্যের বাজার আরো বেড়ে গেছে। সবকিছুতেই শুধু সবাই স্বার্থ খোঁজে। আর এছাড়াও ঔষধ কোম্পানির লোক গুলো যে উপহার পাঠায় তার পিছনে লুকিয়ে থাকে তাদের স্বার্থ। তারা তার বিনিময়ে তাদের ব্যবসা টা খুব ভালোভাবে উন্নতি করতে চায়। সবখানে শুধু স্বার্থ। আসলে এই সমীকরণ মেলানো কোনভাবে সম্ভব না। হয়তো বা কোথাও সেই সমীকরণের গভীর মিল আছে হয়তো বা কোথাও সবকিছু ধোঁয়াশা। দারুন লিখেছেন ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ব্যাপার বেশ সহজেই বুঝতে পারার জন্য ধন্যবাদ আপনাকে আপু । তবে এমন সমীকরণ মেলানো খুবই কষ্টকর।

 2 years ago 

সম্পুর্ন পোস্ট পড়ে আসলে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি কথা আপনি চোখে আঙ্গুল দিয়ে আজ দেখিয়ে দিলেন। অন্যান্য দেশে যেখানে রমজান মাসে পণ্যের দাম কমে যায় বাংলাদেশের সেখানে প্রতিনিয়ত রমজান মাস আসলেই মূল্য বেড়ে যায়। আসলেই প্রতিটি মানুষ সবসময় চেষ্টা করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে দেয়ার জন্য যেমনটা করেছে এই ঔষধ কোম্পানির মানুষগুলো।

 2 years ago 

প্রতিটি সেক্টরেই একি অবস্থা রে ভাই কেউ কোথাও শান্তিতে নেই । অবস্থা একদম শোচনীয় ।

 2 years ago 

রোজার মাসে আমাদের সকলের সংযত হওয়া উচিত বলে আমি আমার করি।ব্যাবসা করা ভালো, কিন্তু রোজাকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের লাগামহীন দাম শোভাজনক নয়।রোজাকে কেন্দ্র করে ঔষধ কোম্পানীর লোকজনের ইমোশন নিয়ে বিজনেস উচিত নয়।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সব জায়গাতেই একি অবস্থা ভাইয়া । আশেপাশে একটু খেয়াল করলেই বোঝা যায় ।

 2 years ago 

সারা পৃথিবী জুড়ে রমজান মাসে যখন মুসলিম সম্প্রদায় সংজমের চর্চা করে সেখানে আমাদের দেশে ঠিক তার উল্টো। রমজান মাস আসলেই যেন ব্যবসায়ীদের মধ্যে৷ গলাকাটার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কার চাইতে বেশি লাভ করবে তা নিয়ে শুরু হয় তীব্র প্রতিযোগিতা। সারাবছর নিত্যপণ্যের দাম মোটামুটি একটা লেভেলে থাকলেও রমজান মাসে তা বাড়বেই এটা যেন একটা নিয়মে দাঁড়িয়ে গেছে। যাই হোক ওষুধ কোম্পানিগুলো এক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে। আপনার প্যাকেটের গিফট দেখে বুঝতে পারলাম তারাও কতটা সুচতুরভাবে তাদের ব্যবসায়িক পলিসি পরিবর্তন করেছে। ধন্যবাদ বিষয়গুলো সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আর বইলেন না ভাই , কত কি যে আরও দেখবো তা তো বুঝতেই পারছি না । দেখি কি সামনে অপেক্ষা করছে ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56542.34
ETH 2391.51
USDT 1.00
SBD 2.30