সব কিছু এত্ত সহজ ছিল না || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

খুব বেশি দিন আগের কথা বলতে যাব না। ঠিক এক বছর আগের কথাই বলি, যখন মোটামুটি বিভিন্ন জায়গায় মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলতাম এবং ভিডিও করার চেষ্টা করতাম এবং লেখালেখি করতাম। তখন অনেকে বিভিন্ন রকম সমালোচনা ও তীর্যকমূলক মন্তব্য করে ছিল ।


যাইহোক ব্যাপারগুলোকে আমি খুব একটা পাত্তা দেইনি, তবে ব্যাপার গুলোকে যে সহজে আমি হজম করে ছিলাম তেমনটাও কিন্তু অবস্থা ছিল না । জাস্ট ব্যাপার গুলোকে ফুয়েল হিসাবে নিয়েছিলাম। যাহা আমাকে পরবর্তী সময়ে ,জ্বলতে সহযোগিতা করেছে ।

PhotoCollage_1632590287618.jpg

এক বছর পরের চিত্র

  • বাংলাদেশ থেকে এডমিন এবং গ্লোবাল সোশ্যাল এডভাইজার ।
  • মাইনে : হাতের আঙ্গুলে গুনে গুনে সাত ডিজিটের ঘরে। ( বাৎসরিক)

20210925_214530.jpg

বি:দ্র:

  • সবকিছু এত্ত সহজ ছিল না ।
  • নিজের আত্মবিশ্বাস, চেষ্টা, বুদ্ধি ও মেধাকে শুধুমাত্র কাজে লাগিয়েছি।
  • সফলতা নিজের হাতেই থাকে, শুধুমাত্র চেষ্টা করতে হয় ।
  • যে মানুষগুলো আগে সমালোচনায় ব্যস্ত ছিল, তারা এখনও সমালোচনায় করছে কিন্তু সময়ের পরিবর্তনে শুধু মাত্র সমালোচনার টপিক গুলো একটু পরিবর্তন হয়েছে ।
  • অ্যাটেনশন দেওয়ার সময় কই , বলেন !
  • অডিয়েন্স তো শুধুমাত্র একবার হ্যাংআউটে ভয়েস শোনার জন্য, রাতের পর রাত সময় কাটিয়ে দেয় ।
  • জীবন আসলেই অনেক অদ্ভুত , সেটা সময় ও জায়গা ভেদে ।
  • কৃতজ্ঞতা জানাই @amarbanglablog এর প্রতিষ্ঠাতা ও আমার সহযোদ্ধা ও আমার ইউজার ও পাঠকদের প্রতি ।
Sort:  
 3 years ago 

জীবনে সফলতা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। আর চেষ্টা কখনো বিফলে যায় না। সমাজে সমালোচকদের অভাব নেই। তাদের কাজ সমালোচনা করা তারা শুধু সমালোচনা করে স্থবির থাকে। এটাই তাদের জন্য কাম্য। সমালোচনা কারীরা একদিক দিয়ে সমাজের উপকার করে থাকে। তাদের সমালোচনায় অন্য রা সচেতন হয়ে যায়। যেটা সফলতার জন্য বড় ভূমিকা রাখে। আপনার জীবনের সফলতার গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

সফল হওয়ার আগে যারা আপনাকে নিয়ে কটাক্ষ করবে,সফলতা আসার পর দেখবেন তারাই আপনাকে নিয়ে মেতে থাকবে।আর বিপদের সময় যারা আপনার পাশে ছিল,তাদের নিয়ে ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে আমাদের জীবনটা এমন সবকিছু এত সহজে পাওয়া যায় না। এখানে কথায় আছে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তবে কিছু মানুষ আছে তারাতো কিছু দিতে পারে না শুধু মাত্র সমালোচনা করে বেড়ায়। বোঝা যাচ্ছে আপনি সবকিছুকে হার মানিয়ে সফলতাকে অর্জন করেছেন। তবে এতো কিছুর মাঝেও সফলতা আসলে অতীতের কষ্টের কথা আমরা খুব সহজেই ভুলে যাই। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা অবিরাম।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট লেখার জন্য ধন্যবাদ ও শুভকামণা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কিছু মানুষ থাকেই সমালোচনা করার জন্য। তবে আপনার উঠে আসাটা ছিল তাদের প্রতি একটি ভালো জবাব। আপনার উঠে আসাটা আমাকে ভালো অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের এডমিন সাহেব ধন্যবাদ শেয়ার করার জন্য।।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

যথার্থ বলেছেন ভাইয়া।জীবনের সফলতার চাবি কাঠিই হলো আত্মবিশ্বাস এবং শ্রম।যে পিছনে কটু কথা বলা লোকদের এড়িয়ে চলে এই দুটি জিনিস আকড়িয়ে ধরে জীবন পরিচালনা করতে পারবে সেই হবে সফলকাম।
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার কথায় এবং জীবনের অভিজ্ঞতা থেকে অনেক উৎসাহ পেলাম।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

জ্বি ভাই একদম ঠিক বলেছেন। মানুষের সমালোচনা এবং কটুক্তি মূলক কথা গায়ে না লাগিয়ে সে গুলোকে ফুয়েল হিসেবে ব্যবহার করে এগিয়ে যাওয়াই উত্তম। সফলতা আসলেই আমাদেরই হাতে থাকে শুধু আত্মবিশ্বাস, মেধাশক্তি এবং চেষ্টা করলেই আমরা যে কোন কাজে সফল হতে পারবো।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই বাস্তব ধর্মী একটি পোস্ট করেছেন ভাই। জীবনে চলার পথে পিছন থেকে কে কি বলল এটা না দেখে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়াই উচিৎ। ধন্যবাদ, আপনার কর্মময় জীবন কাহিনী আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রতিটা পয়েন্ট অসাধারণ ছিল ।আপনার আজকের লেখাগুলি যদি কেউ মনের মধ্যে আগলে নিতে পারে আমি মনে করি সে ব্যক্তি সফল ।কারণ সফলতার জন্য এ কয়েকটি পয়েন্টে যথেষ্ট যদি সে এগুলোকে মেনে চলে। আপনি একদম ঠিক বলেছেন সফলতা আসলে নিজের হাতে শুধুমাত্র চেষ্টা আর ধৈর্য ধরতে হবে ।অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভালোবাসার শুভ ভাই ।আমার বাংলা ব্লগের গর্ব শুভ ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 

খুব অল্প লিখাতে কি করে রাজ্য বুঝাতে হয় তা হয়তো আপনার কাছ থেকেই শেখা উচিত।
এক বছরে আপনি ওই ফুয়েলকে কতটা কাজে লাগিয়েছেন তা আপনার বর্তমান অবস্থাই প্রমাণ।
আপনার কাছ থেকে শিক্ষা নিলাম ভাইয়া।
থেমে থাকলে চলবে না,আগাতে হবে আপনার মতোই।
🥰🥰

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 56948.01
ETH 3056.88
USDT 1.00
SBD 2.40