উৎসবের ঘোরাঘুরি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

20220503_173725.jpg
ঈদের দিন ঘুরতে পারিনি তো কি হয়েছে, তবে একটু মন খারাপ ছিল । ভেবেছিলাম বাপ ছেলে মিলে একটু ঘোরাঘুরি করব । তাই ঈদের পরের দিনকেই বেছে নিলাম । পরের দিন যেহেতু আবহাওয়া অনেকটাই পরিষ্কার ছিল, তাই পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করার জন্য । তেমন কোন জায়গায় যাইনি , নিজ এলাকাতেই একটু ঘোরাঘুরি করার চেষ্টা করে ছিলাম ।

20220503_173717.jpg

যেহেতু দীর্ঘসময় ঘোরাঘুরি করব আর নিজ শহরে, তাই মূলত ভ্রমণ সঙ্গী হিসেবে আশরাফ ভাইকেই ডেকে নিলাম । আশরাফ ভাই আমার পূর্ব পরিচিত । এই তল্লাটে মোটামুটি যতগুলো রিক্সাওয়ালা আছে , তাদের সঙ্গে আমার বেশ ভালই খাতির । মোটামুটি অনেক সময় তাদের রিক্সাতে করে আমাকে যাতায়াত করতে হয়। সেই বাজার করা থেকে শুরু করে, অফিস যাওয়ার সময় সব কাজেই কমবেশি তাদের শরণাপন্ন আমি হয়ে থাকি । তাই সবার সঙ্গেই সুসম্পর্ক হয়ে গিয়েছে ।

20220503_173714.jpg

বিকেল বেলার দিকে আশরাফ ভাইকে ফোন দিয়ে বাসার নিচে আসতে বললাম । এখন অবশ্য রাস্তাঘাটে খুব একটা যানজট নেই । তবে ফাঁকা জায়গা গুলোতে বিশেষ করে , যে জায়গা গুলোতে খাবারের দোকান ও পার্ক আছে সেই জায়গাগুলোতে প্রচুর লোকজন দিয়ে ভর্তি । কারণ গত দিন কেউ বৃষ্টির কারণে বের হতে পারেনি । তাই মূলত সবাই চেষ্টা করেছে এই দিনে বের হওয়ার জন্য । যাইহোক আমাদের রিক্সা চলছে আর আমরা এদিক সেদিক দেখছি আর ঘুরে বেড়াচ্ছি ।

20220503_173544.jpg

আমরা রিক্সায় তিনজন, আমি বাবু ও হীরা । মোটামুটি চেষ্টা করছি, শহরের কোলাহল পেড়িয়ে একটু গ্রামীণ অঞ্চলের দিকে যাওয়ার জন্য । বিশেষ করে হীরার কলেজ এরিয়াতে । ওইটা একটু শহর থেকে খানিকটা দূরে । তবে ওই এলাকার পরিবেশটা অনেক সুন্দর । বিশাল একটা পুকুর আছে এবং সেই পুকুরকে ঘিরেই বসার কিছু জায়গা আছে । মোটামুটি সকলেই সেখানে গিয়ে নিরিবিলি সময় কাটায় । তবে আজকের দিনে বেশ ভালই লোকজনের ভিড় সেখানে ।

20220503_173314.jpg

আশরাফ ভাই চেষ্টা করছিল আমাদেরকে বেশ ধীর গতিতে নিয়ে যাওয়ার জন্য । কারণ এই পথের রাস্তাটা খুব একটা ভালো না । রাস্তা যেহেতু নাজুক তাই আমরা ধীর গতিতে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করছি আর আশেপাশের খোলামেলা পরিবেশ দেখছি এবং বাবুকে বারবার বুকে নেওয়ার চেষ্টা করছি । বেশ ভালই কাটছিল সময়টা ।

20220503_173300.jpg

অতপর যখন পুকুরটার কাছে চলে আসলাম, তখন মোটামুটি অনেক বাতাস ছিল এবং বেশ ভালই সময় কাটাচ্ছিলাম আমরা । এমনিতেই প্রকৃতির খোলামেলা বাতাস সঙ্গে বিশাল বড় একটা পুকুরের প্রাকৃতিক সৌন্দর্য্য, সবমিলিয়ে মনমুগ্ধকর একটা অবস্থা । আমি মনেকরি, সুস্থ বিনোদনের জন্য আসলে নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট । পরিবার নিয়ে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ঘুরছি এবং হালকা কিছু শুকনো খাবার খাচ্ছি এটাই বা কম কিসের ।

20220503_172819.jpg

20220503_172620.jpg

আমি অবশ্য এই মুহূর্তগুলোর উপর নির্ভর করে একটা ভ্রমণ ভিডিও বানিয়েছি । চেষ্টা করব পরবর্তী পর্বে শেয়ার করার জন্য । তাহলে হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন, মুহূর্তটা আমাদের কাছে কেমন ছিল । আসলেই আমরা পুরো পরিবার নিয়ে সময়টা বেশ ভালোই উপভোগ করেছি । সেই পুকুরের সৌন্দর্য্য ও প্রকৃতির মাঝে রিক্সায় চড়ে খোলামেলা পরিবেশে ঘোরাঘুরি, সর্বোপরি সময়টা বেশ ভালোই কেটেছে ।

20220503_172326.jpg

আসলে সুস্থ বিনোদনের জন্য তেমন কোনো কিছুর দরকার হয় না , শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তিই ভালো হলেই অনেক ভাবেই অল্পের মধ্যে সুস্থ বিনোদন গ্রহণ করা যায় । আজ আর তেমন কিছু লিখতে ইচ্ছা করছে না । ছবিগুলো দেখুন আর অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য ।

দেখা হবে পরবর্তী পর্বে ,
ততক্ষণ পর্যন্ত, ভাল থাকুন সুস্থ থাকুন ।।

ধন্যবাদ সবাইকে

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভাইয়া অসাধারন ছিল ঈদ উৎসবের আনন্দ ভ্রমন। যদিও আপনি কোথাও না যান, তবে আপনি নির্জন নির্মল পরিবেশে ঘুরেছেন এবং খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। হীরা ভাবি এবং আমাদের সায়ন বাবুকে নিয়ে আপনি যে খুব ভালো একটা সময় কাটিয়েছেন সেটা বুঝতে পারছি। আর ভাবীর কলেজ এর আশেপাশে যে পুকুরের পরিবেশ টা দেখে আমার যেতে খুব ইচ্ছে করছে। কারণ এরকম পরিবেশে ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে, যা হয়তো বোঝাতে পারব না আপনাকে। তবে আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

আপনার সাবলীল মন্তব্যের কাছে, আমি কৃতজ্ঞ ভাই ।ভালোবাসা রইলো আপনার জন্য ।

 2 years ago 

এটা তো মনে হয় শায়ান বাবুর প্রথম ঈদ। খুব ভালো লাগলো ভাইয়া আপনাদের ঈদের পরের দিনের ভ্রমণের মুহূর্তগুলো পড়ে ।বিশেষ করে এই পুকুর পাড়ে কাটানো সময়টা আমার অনেক ভালো লেগেছে। আপনার ভিডিও এর জন্য অপেক্ষা করবো ভাইয়া ।ভালো থাকবেন।

 2 years ago 

হ্যাঁ পরবর্তী পর্বে ভিডিও আসবে । এইটা শায়ানের প্রথম ঈদ ছিল আপু, অপেক্ষায় থাকুন ।

 2 years ago (edited)

পুরো পরিবারকে নিয়ে ভালো একটা সময় অতিবাহিত করেছেন ভাইয়া তা বুঝাই যাচ্ছে। সায়ান বাবুকে দেখে মনে হচ্ছে তার বাহিরে ঘুরতে গিয়ে অনেক ভালো লেগেছে । হিরা আপুর কলেজ এরিয়া টা দেখে মনে হচ্ছে এলাকাটা বেশ সুন্দর নিরিবিলি।
অনেক ভাল লাগলো ভাই আপনাদের ঘোরাঘুরির গল্প পড়ে। পরবর্তী পর্ব এবং ভিডিওটি দেখার অপেক্ষায় থাকলাম ভাই।

 2 years ago 

কলেজের এরিয়ার পুরো ভিউটা আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং এই মুহূর্তগুলো সেখানেও থাকবে । তখন পুরোপুরি আরো ভালোভাবে বুঝতে পারবেন ভাই ।

 2 years ago 

অপেক্ষায় থাকলাম ভাইয়া ♥️

 2 years ago 

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই খুশির দিনে পরিবার নিয়ে এরকম পরিবেশে কিছুটা সময় কাটাতে পারলে আনন্দের মাত্রাটা অনেক গুণ বেড়ে যায়। আমি ঈদের দিন আর ঈদের পরের দিনের মধ্যে কোনো পার্থক্য দেখিনা ঘুরতে গিয়ে আনন্দ করেছেন এটাই বড় কথা। শায়ান বাবুকে দেখে মনে হচ্ছে সে আনন্দে আকাশে উড়ছে। এই পুকুরের পরিবেশটা আমার কাছেও খুব ভালো লেগেছে। আমারতো একটা বিকাল সেখানে বসে কাটাতে ইচ্ছা করছে। ভাইয়া পুকুরটা আপনার শ্বশুর বাড়ির এলাকায় নাকি ঠিকানা দিয়েন একদিন যাবো। সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এইটাই বড় কথা, দিন যেদিনই হোক । পরিবার নিয়ে ঘুরেছি তাও আবার স্বাচ্ছন্দ্যেই বেশ ভালই সময় কেটেছে, এটাই আসলে বড় কথা । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাপ বেটা মিলে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন ঈদের পরের দিন।আপুকে অনেক ভালো লাগছে।পরিবার নিয়ে সময় কাটাতে বেশ ভালো লাগে।পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম

 2 years ago 

সঙ্গে কিন্তু আপনার ভাবীও ছিল । যাইহোক পরবর্তী পর্বে ভিডিও আসবে আপু ।

 2 years ago 

আমি তো ভাবিকেই আপু বলছিলাম।😊

 2 years ago 

আসলে ভাইয়া ঈদের দিন বৃষ্টি থাকার কারণে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই খুবই খারাপ ছিলো,কারণ প্রতিবার ঈদের দিন আমরা ভ্রমণ করি বন্ধুদের সাথে।বৃষ্টির কারণে তাই না যেতে পেরে মন খারাপ ছিল। যাই হোক পরের দিন আমরা অনেক জায়গায় ভ্রমণ করেছে। আজকে আপনার ভ্রমণ কাহিনী পড়ে খুবই ভালো লাগলো। আসলে পুরো ফ্যামিলিকে নিয়ে খুব সুন্দর সময় পার করেছেন। দেখে খুবই ভালো লাগলো।বাবু দিন দিন অনেক সুন্দর হচ্ছে।দোয়া রইলো।

 2 years ago 

আমি অবশ্য মন খারাপ করিনি । আমার কাছে আসলে প্রতিটা দিন ই একই । নিজের মতো করে কাটাতে পারলেই হলো । তবে হ্যাঁ ভালো লেগেছে, পরিবার নিয়ে ঘুরেছি এটা ভেবে ।

 2 years ago 

প্রথমত শায়ান বাবুর প্রথম ঈদে নিশ্চয় অনেক বেশি মজা করেছে। বিশেষ করে ওকে পেয়ে আপনাদের ও নিশ্চয়ই অনেক আনন্দের কেটেছে। শহরের থেকে গ্রামে ঘুরতে বেশি ভালো লাগে। ঈদের দিন ঘুরতে না পারলেও ঈদের পরের দিন অনেক ভালো সময় কাটিয়েছেন। অনেক সুন্দর একটা জায়গায় ঘুরেছেন। এরকম গ্রামীণ পরিবেশে ঘুরতে অনেক ভালো লাগে। আমাদের মাঝে মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভালই ছিল সময়টা । ঘুরাঘুরির উপরে ছিলাম তো , তাই মোটামুটি ভালই কেটেছে আর মুহূর্তটাও বেশ ভালো ছিল আমাদের কাছে । সর্বোপরি ভালো ।

 2 years ago 

এটা ঠিক বলেছেন সুস্থ বিনোদন এর জন্য এতো কিছু দরকার হয়না।আসলে আমরা দিনদিন অসুস্থ বিনোদনের দিকের মনোযোগ বেশি দিচ্ছি।ভালো লাগলো দেখে।

 2 years ago 

এ জন্যই তো আপু খোলামেলা পরিবেশে গিয়েছি । কারণ সুস্থ বিনোদন আমি মনে করি, এই সব জায়গাতে পাওয়া যায় ।

 2 years ago 

আসলে সুস্থ বিনোদনের জন্য তেমন কোনো কিছুর দরকার হয় না , শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তিই ভালো হলেই অনেক ভাবেই অল্পের মধ্যে সুস্থ বিনোদন গ্রহণ করা যায় ।

ভাইয়া আপনার এই কথার সাথে আমি সহমত পোষণ করছি। সুস্থ বিনোদনের জন্য তেমন কিছু দরকার হয় না শুধুমাত্র নিজের যদি ইচ্ছাশক্তি থাকে তাহলেই অল্পতে সন্তুষ্ট হওয়া যায় এবং পরিবার নিয়ে ভালো সময় কাটানো যায়। নদীর পাড় বা পুকুরপাড়ের খোলা হওয়ায় সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। ঈদের পরের দিন আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে গিয়েছেন জেনে অনেক ভালো লেগেছে। আমিও ঈদের দিন আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। ভাইয়া আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে নিরিবিলি পরিবেশে ঘুরতে গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আপনার কাটানো মুহূর্তের ভিডিওগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম ভাইয়া। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️

 2 years ago 

আপনি আপনার ছোট ভাই বোনদের কে নিয়ে ঘুরতে গিয়েছেন। আপনার অনুভূতিটা জেনে খুব ভালো লাগলো । আসলে এইসব জায়গাগুলোতে ঘুরতে গেলে, নিজের সঠিক মানসিকতা খুবই জরুরী ।

 2 years ago 

আশা করি ভাইয়া, ভালো আছেন? আপনাদের বাপ ছেলের ভালোবাসার অসাধারণ মুহূর্ত গুলো দেখে সত্যিই খুবই ভালো লাগলো ‌‌। ঈদ-আনন্দ খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। শায়ন বাবুর ঈদ আনন্দ খুব সুন্দর কেটেছে। পুরো পরিবারকে নিয়ে এত সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

আশীর্বাদ করবেন আমাদের জন্য । হ্যাঁ এটা সত্য কথা , আমাদের সময়টা বেশ ভালো ছিল ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60035.79
ETH 3187.54
USDT 1.00
SBD 2.45