ছবি

in আমার বাংলা ব্লগ2 years ago

20230320_115151-01.jpeg

সুন্দর কিছু দেখলেই সেটার প্রতি সকলের দৃষ্টি চলে যায় , এটা ভীষণ স্বাভাবিক। যেহেতু আমি সুন্দরের পূজারী, তাই অবশ্যই চেষ্টা করি যা সুন্দর তা নিয়ে প্রশংসা করার জন্য। এতে এক প্রকার আত্মতৃপ্তি পাওয়া যায়। যদি সম্ভব হয় সেটা মুঠোফোনে বন্দী করে রাখার চেষ্টা করি।

আমার শহর থেকে কিছুটা অদূরে, সেদিন গিয়েছিলাম ছোট চাচার বাড়িতে। যেহেতু আমি যেখানেই যাই না কেন, আমার চেষ্টা থাকে পারিপার্শ্বিক অবস্থায় কি চলছে সেটা স্বচক্ষে দেখার জন্য। এ জন্যই এদিক-সেদিক বিচরণ করতে অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করি। মূলত সেদিনই এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য হয়েছিল।

20230320_115140-01.jpeg

বাড়ির সামনে দিয়ে সদ্য নির্মিত পাকা রাস্তা চলে গিয়েছে দূর থেকে বহুদূর। আর তার দুপাশে ফসলের জমি। সবুজ ফসলের জমি, বিশেষ করে ধানের চারা যখন সবে মাত্র বড় হয়েছে সেই সময়টার কথা বলছি। তখন যেন তার আলাদা একটা সৌন্দর্য বিরাজ করে। তা যেন একটু ভালোভাবে দেখলেই বোঝা যায়। বিশেষ করে প্রকৃতি প্রেমীদের চোখে এমন সৌন্দর্য হতে পারে নয়নাভিরাম।

20230320_115116-01.jpeg

গত দুদিন বেশ ভালই বৃষ্টি হয়েছিল, যার কারণে এখন আবহাওয়া অনেকটাই শান্ত। প্রকৃতি যে নবরূপে জেগে উঠেছে, তারই প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে চারিপাশে। কচুর পাতার উপর বৃষ্টির পানির ফোঁটা যেন তখনো টলমল করছিল।

সবুজ পাতার গায়ে লম্বা লম্বা কাঁটা, সেই ছোট গাছে ফুটেছে অসংখ্য সাদা ফুল। হালকা বাতাসে ভালোই দোল খাচ্ছিল ফুল গুলো।

20230320_114434-01.jpeg

হয়তো কিছুদিন আগেও শিমুল গাছটায় পাতা ও ফুলে ভরপুর ছিল। গাছটা এখন শুধুমাত্র ঋতু পরিবর্তনের স্বাক্ষী হয়ে আছে । যখন চেষ্টা করছিলাম ক্যামেরাটা উপরের দিকে উঠিয়ে নীল আকাশের ছবি তোলার জন্য, তখন পাতা শূন্য গাছের ডালের ফাঁক দিয়ে নীল আকাশটা দেখতে ভালই লাগছিল।

20230320_114401-01.jpeg

আসলে সত্যি বলতে কি, প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে আছে চতুর্দিকে, তবে আমি বা আপনি সেটা কিভাবে দেখার চেষ্টা করছি, সেটাই হচ্ছে মুখ্য বিষয়।

20230320_114414-01.jpeg

প্রকৃতির সৌন্দর্য নিয়ে চাইলেই দুটো কথা বলা যায়। তবে সেই কথা একদম শেষ হবার নয়। কারণ এই সৌন্দর্য অপার্থিব। যদিও অনেকটা পথ অতিক্রম করে এসেছিলাম, তবে এই সৌন্দর্য আমাকে তার মায়ায় ডুবিয়ে দিয়েছিল।

20230320_114308-01.jpeg

মাঝে মাঝে মনে হয় নিজেকে বিলিয়ে দেই, এই সৌন্দর্যের মাঝে। হারিয়ে যেতে ইচ্ছে করে এই মায়ায়। যেখানে বনফুলের ঘ্রান থাকবে, নির্মল হাওয়ায় মন দোল খাবে। নীল আকাশের ভেসে যাওয়া মেঘ দেখে , নিজেকে যেন মাতাল মনে হবে। এভাবে যদি নিজেকে হারিয়ে ফেলা যেত, তাহলে মনেহয় সময়টা আরও বেশি উপভোগ করা যেত।

20230320_114304-01.jpeg

ভাগ্যিস আমি কবিতা লিখতে পারি না, যদি পারতাম হয়তো খাতা কলম নিয়ে বসে যেতাম এখানেই। পূবাল হাওয়ায় মাতাল হয়ে নির্ঘাত কবি সত্তাকে আরও কিছুটা প্রসারিত করে ফেলতাম।

20230320_113922-01.jpeg

হয়তো দু-চার কথা ছন্দের তালে সাজিয়ে ফেলতাম। হোক সেটা স্মৃতি কথা নতুবা ভালোবাসা।

যেহেতু আমি কবি নই, তাই কিছুই করতে পারিনি। তবে মুঠোফোনে শুধুমাত্র মুহূর্তটাকে বন্দি করে ফেলার যথাসাধ্য চেষ্টা করেছি।

ধন্যবাদ সবাইকে

Banner-9.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

সত্যি ভাইয়া মাঝে মাঝে মনে হয় প্রকৃতির সেই সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দেই। আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা হয়তো সেভাবে কখনো দেখতে পাই না। তাইতো অনুধাবন করতে পারিনা। তবে সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। আসলে ফটোগ্রাফির জন্যই হয়তো সেই সৌন্দর্যটা উপভোগ করার সুযোগ হয়। ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি যেখানে যান তার চারপাশ ভাল করে দেখেন।এটা খুব ভাল অভ্যাস।তাইতো আমরা সবুজ প্রকৃতির এমন মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম।ভাইয়া আপনি আপনার ছোট চাচার বাসায় যেতে গিয়ে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন, আমার খুব ভাল লেগেছে। আমার মনে হয় প্রতিটি মানুষ সবুজ প্রকৃতি ভালবাসে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও দারুন ছিল ছবি গুলো ৷ আর সেই সাথে ছবি তোলার কাটানোর মুহূর্ত বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন ৷ ভাই এটা সত্যি যে প্রকৃতিকে নিয়ে লিখলে বা বললে শেষ হবার নয়৷ কারন প্রকৃতি তার রুপ সৌন্দর্য প্রতিনিয়ত বদলে যায় ৷

গত দুদিন আগে মনে হলো বর্ষা বুঝি নেমে পড়লো ৷ যা হোক বৃষ্টি ফোটা বা ভেজা কচুর. পাতা ৷ আবার মেঘলা আকাশ আর সবুজ প্রকৃতি ও বন্য ফুলের ফটোগ্রাফি সবমিলে অসাধারণ ৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

যার মন সুন্দর সেই তো সুন্দরের পূজারী। ভাইয়া আমিও সুন্দর জিনিস দেখলাম মাত্রই আমার মুঠোফোন দিয়ে ক্যামেরা বন্দী করতে বিন্দুমাত্র দেরি করে। আর সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছাটা আপনার অসাধারণ একটি ইচ্ছা। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই রয়েছে স্বর্গীয় সুখ। ভাই আপনি যত সুন্দর লিখেছেন তাতে মনে হচ্ছে, আপনি অচিরেই সুন্দর সুন্দর কবিতা লিখতে সক্ষম হবেন।

 last year 

হ্যাঁ ভাই সুন্দর কিছু দেখলেই সেটার দিকে সবার চোখ চলে যায়। আপনার চাচার বাড়ীতে গিয়ে এই সুন্দর ফোটোগ্রাফি করলেন বলে এতো সুন্দর কিছু ফটো দেখতে পেলাম। আর এইগুলো দেখে ক্লাস ১০ এর বইয়ের কথা মনে পড়ে গেল।খুব আসতো পরীক্ষায় কচুর পাতা আর পদ্ম পাতায় জল পড়লে কেনো তার সাথে আটকে গিয়ে গোলাকার হয়? আপনি সেইরকম ফোটোগ্রাফি করেছেন। দারুণ হয়েছে প্রতিটা ফোটোগ্রাফি।

 last year 

ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল 🙏

 last year 

ধন্যবাদ ভাই। 🙏

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 62864.56
ETH 2538.87
USDT 1.00
SBD 2.93