শরীরটা ভালো ঠেকছে না
অতিরিক্ত গরম, কখনো বৃষ্টি আবার কখনো হালকা ঠান্ডা, এমন আবহাওয়াতে কমবেশি সকলের জ্বর সর্দি লেগেই আছে, এক কথায় একটা বিরক্তিকর অবস্থা। আমার পরিবারেও বেশ কয়েকটা দিন ধরেই এই সমস্যা ক্রমাগত চলছিল, প্রথমত বাবুর শুরু হলো, বাবুর ভালো হতে না হতেই গিন্নি আবার জ্বরে আক্রান্ত। মোটামুটি তাদের দেখভাল করতে গিয়ে, গতরাত থেকে আমার শরীরটাও খুব একটা ভালো ঠেকছে না।
গতকাল রাতেই ঠান্ডা লেগেছিল সেটা আমি খুব ভালো ভাবেই বুঝতে পেরেছিলাম, তবে সেই ঠান্ডা লাগাকে কেন্দ্র করে যে জ্বরে ভুগতে হবে, তেমনটা মোটেও আশা করিনি। তাছাড়া আমি টুকটাক জ্বর সর্দিকে তেমন একটা পাত্তা দেই না, তবে আজ সকাল থেকে, বিষয়টাকে একটু পাত্তা দিতেই হচ্ছে।
এমনিতেই নিজের শরীর খুব একটা ভালো না, তার ভিতরে ঠিকঠাক মতো খেতে পারছি না, অন্যদিকে গিন্নিও অসুস্থ হয়ে পড়ে আছে, সেও পুরোপুরি সুস্থ হয়নি, সবমিলে আমি আর আমি নেই। যদিও মাঝে একদিন শাশুড়ি এসেছিল তবে তিনি যাওয়ার পর থেকে বাবুর জেদটা একটু বৃদ্ধি পেয়েছে, আসলে ওকে যে ঠিকমতো করে সময় দিতে হবে এমন মানুষ বাসায় নেই।
গত দুই সপ্তাহ আগেই গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেদিনই ফিরে আসলাম, তবে এখন যেন বাসার এই অবস্থা কোনভাবেই নিতে পারছি না। তাই একপ্রকার বাধ্য হয়েই আগামীকাল সকাল বেলা সবকিছু ঠিকঠাক থাকলে, আবারও গ্রামে যাব। ইচ্ছে আছে, সকলে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে তারপরে ফিরে আসবো।
এখনো বাবু কান্নাকাটি করছে, ও আসলে ঠিক মত খেতে পারছে না, ওর মা নিজেও অসুস্থ, এদিকে আমি আমাকে নিয়ে অনবরত ব্যস্ততায় পড়ে আছি। শরীরের তাপমাত্রা বেশ ভালোই বেশি, সেটা মুখ্য বিষয় না, তবে মাথাব্যথাটা ভীষণ কষ্ট দিচ্ছে। তাছাড়া যদি বাড়ির একজন কমপক্ষে সুস্থ থাকতো, বিশেষ করে রান্না করা বা সবাইকে ঠিকঠাক মতো সেবা-যত্ন করার তাহলে হয়তো এমন চিন্তা এই মুহূর্তে মাথায় আসতো না।
প্রচুর পরিমাণে পিপাসা লাগা, খাওয়ার অরুচি, শরীর-মাথা ব্যাথা, বমি বমি ভাব ও দুর্বল লাগা এই ব্যাপারগুলো যেন অনেকটাই আমাকে কাবু বানিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা আজকাল অনেকেরই শুনছি জ্বর হচ্ছে, সবারই কি একই অবস্থা নাকি। আসলে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে এমনটা অবস্থা চতুর্দিকে। তবে এত কিছুর মাঝেও ভয় লাগছে অন্য একটা বিষয় নিয়ে, ডেঙ্গুর প্রকোপ কিন্তু এখনো কমেনি।
যাইহোক নিজ নিজ স্থানে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর যদি জ্বর হয়েই যায়, তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন।
ধন্যবাদ
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/sharifShuvo11/status/1702245975048454225?t=fIitkS7cD7vptxUvGw8diQ&s=19
সুস্থ্য না থাকলে কোনো কিছুতেই মন বসে না। মন চাইলেও শরীর সায় দেয় না। আপনাদের ফ্যামিলির সকলের সুস্থ্যতা কামনা করছি ভাইয়া। আপাতত কয়েকদিন গ্রাম থেকে বেড়িয়ে আসাই ভালো হবে। শহরের ওয়েদার আমার কাছে ভালোই লাগে না।
দিনশেষে ভাই সুস্থ থাকাটাই মুখ্য বিষয়, এখন আমি বিষয়টা বেশ বুঝতে পারছি ভাই। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ভাইয়া আপনি অনেক কঠিন সময় পার করছেন বুঝতেই পারছি। এক দিকে বাবু অসুস্থ অন্যদিকে আপু অসুস্থ ।আর আপনিও অসুস্থ হয়ে পড়েছেন। এটা সত্যি বেদনাদায়ক ব্যাপার😔। এই সময় ঘরে ঘরে জ্বর, সর্দিতে আক্রান্ত হচ্ছে সবাই। গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছেন ভাইয়া। কারণ বাবু তার নানি এবং খালামণির কাছে বেশ ভালোই থাকে। দোয়া করি আপনি ও আপনার পরিবারের সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
এটা সত্য সময়টা আসলেই আমার ভীষণ কঠিন যাচ্ছে, তবে আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করছি।
আপনার এবং ভাবীর দুইজনের জন্যই দোয়া থাকলো ভাই। সবাই জলদি সেরে উঠুন। গ্রামে গিয়ে গ্রামীণ আবহাওয়ায় থেকে ঠিকমতোন সুস্থ হয়ে আসুন। আসলেই চারপাশে সব ঘরে ঘরেই এখন জ্বর ঠান্ডা লেগেই আছে দেখছি।
আপনার সাবলীল মন্তব্যের জন্য, আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি।
আপনি ঠিক বলছেন ভাইয়া বর্তমান সিজনটা খুবই খারাপ যাচ্ছে। হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম যার কারণে সবার ঘরে ঘরে একই সমস্যা। আমাদের বড় মেয়েরও ঠান্ডা লাগছে। কিন্তু জ্বর আসে নাই তবে মাথা ব্যাথা কাশি এই অবস্থা। আশা করি অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। বিশেষ করে বাবু জন্য দোয়া বেশি রইলো।
বর্তমানে অনেক মানুষের জ্বর ঠান্ডা লেগেই আছে। কারণ তাপমাত্রা ঘনঘন পরিবর্তন হচ্ছে। আবার পরিবারের একজন অসুস্থ হলে সবাই অসুস্থ হয়ে যায়। হীরা ভাবী তো বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। এখন আপনিও অসুস্থ। তাই গ্রামে গিয়ে কয়েকদিন থেকে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারলে বেশ ভালো হবে। শায়ান বাবুর দিনও ভালো কাটবে। যাইহোক আপনাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
ভাইয়া আপনার ধারনাই ঠিক আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে এমনটা হচ্ছে। চারদিকে জ্বরের প্রকোপ বেড়েছে। পরিবারের অত্যন্ত একজন সুস্থ থাকলেও হতো। কিন্তুু সবাই অসুস্থ হলে তো বিরাট বড় সমস্যা। গ্রামে গিয়ে সুস্থ হয়ে আবার ফিরে আসুন সেই কামনা করি। ধন্যবাদ।
প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি।
আসলে সুস্থ থাকাটা উপর ওয়ালার নিয়ামত। এখনকার আবহাওয়া বেশ খারাপ এবং অনেক মানুষ অসুস্থতার সাথে লড়াই করে যাচ্ছে। নিজের যত্ন নিন এবং সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি এই কামনা করছি।