অশনি সংকেত

in আমার বাংলা ব্লগ9 months ago

flood-62785_1280.jpg
source

বছরের এই সময়টাতে প্রতিবারই হালকা শীত পড়তো, তবে এবার আবহাওয়ার যে কি হয়েছে, তা যেন কোনভাবেই বোঝা যাচ্ছে না। প্রতিনিয়ত যেন এমনভাবে অবিরাম বৃষ্টি পড়ছে, তাতে মনে হচ্ছে এখন যেন বর্ষাকাল।

এই অবস্থা মোটামুটি পুরো দেশের। কয়েকদিনের টানা বর্ষণে এতটাই নাজুক হয়ে গিয়েছে পারিপার্শ্বিক অবস্থা, তা যেন বলার বাহিরে। রাস্তাঘাট থেকে শুরু করে খাল বিল সব যেন বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে। তাছাড়াও বড় ব্যাপার এইভাবে চলতে থাকলে, খুব খারাপ কিছু আন্দাজ করা যাচ্ছে।

সংবাদমাধ্যমে জানতে পারলাম আমাদের প্রতিবেশী দেশ ভারতের সিকিম অঞ্চলে হঠাৎই প্রচুর বৃষ্টিপাতে রাস্তাঘাট ও শহরক্ষা বাঁধ ভেঙে গিয়েছে এবং প্রচুর পরিমাণে ভারী বর্ষণের সেই পানি আমাদের দেশে প্রবেশ করেছে। মূলত তিস্তা নদীর মাধ্যমে দেশে ঢুকেছে সেই পানি। যেহেতু বিপদ সীমার অনেক উপর দিয়ে পানি বইছে, তাই সেই পানি ছেড়ে দিয়েছে তিস্তা ব্যারেজ।

আমাদের দেশের নদ নদী গুলোর এমনিতেই নাজুক অবস্থা, নদীর সঠিক সুশাসনের অভাবে। তার ভিতরে উজানের পাহাড়ি ঢলের পানি, তিস্তা নদীর মাধ্যমে যখন অন্যান্য নদীতে ছড়িয়ে গিয়েছে, তখন চতুর্দিকে যেন সবকিছুই প্লাবিত হয়ে গিয়েছে আকস্মিক বন্যার পানিতে।

যদিও কয়েকদিন আগেই আমি একবার আমাদের এলাকার বন্যা পরিস্থিতির উপর ভিত্তি করে একটা লেখা লিখেছিলাম, তখন ভেবেছিলাম হয়তো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। তবে আমার চিন্তাধারায় যে কিছুটা ভুল ছিল, তা যেন এখন বেশ ভালোভাবেই বুঝতে পারছি।

এমনিতেই অবিরাম বৃষ্টি পড়েই যাচ্ছে , তার ভিতরে আবারো উজানের পাহাড়ি ঢলের পানি প্রচুরভাবে ঢুকে যাচ্ছে, ইতিমধ্যেই প্রত্যেকটা নদনদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। সব মিলিয়ে এ লক্ষণ কোনভাবেই ভালো ঠেকছে না। কি যে অপেক্ষা করছে সামনে, তা বলা ভীষণ মুশকিল।

গ্রামীণ অঞ্চলগুলো অনেক আগেই প্লাবিত হয়ে গিয়েছে, শহরের মতো উঁচু জায়গা গুলোতেও পানি ঢোকার মতো অবস্থা। এরকম পরিস্থিতি চলতে থাকলে, জনজীবনে কি যে অপেক্ষা করছে তা ভাবতেই যেন, ভীষণ চিন্তায় পড়ে যাচ্ছি। তবে অশনি সংকেত কেটে যাক, জনজীবনে সবকিছু স্বাভাবিক হয়ে আসুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করা ছাড়া আর আসলে কিছুই বলার নেই।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 9 months ago 

গ্রামীণ অবস্থাও বেশ খারাপ! আমাদের গ্রামের বেশিরভাগ জমি পানির নিচে তলিয়ে গিয়েছে, পুকুর অবধি ডুবে গিয়েছে। অনেকেই মাছ চাষ করতো, সব মাছ চলে গিয়েছে পুকুর থেকে। এছাড়ার ভারী বর্ষণের কারণে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে! এই অসময়ে এমন বৃষ্টি ভালো কিছুর লক্ষণ নয়! তিস্তা ব্যারেজ যেহেতু খুলে দিয়েছে তাহলে কয়েক জায়গায় বন্যা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমিও আপনার মতোই বলতে চাই, মানুষের জনজীবন যেন স্বাভাবিক হয়ে ফিরে আসে ☘️

 9 months ago 

সবকিছুই স্বাভাবিক হয়ে আসুক, এমনটা প্রত্যাশা আমিও করছি ভাই। ধন্যবাদ আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

 9 months ago 

আপনার এলাকার বন‍্যা পরিস্থিতি নিয়ে করা আপনার ঐ পোস্ট টা আমি দেখেছিলাম ভাই। আপনার আশঙ্কায় শেষ পযর্ন্ত ঠিক হয়ে গেল। আর এই অসময়ে এইরকম ভারী বর্ষণ তার উপর ভারতের তিস্তা ব‍্যারেজ দিয়ে পানি ঢুকছে অবস্থা টা বেশ খারাপ হতেই যাচ্ছে মনে হচ্ছে। এই অসময়ে বন‍্যায় অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

তেমনটাই তো মনে হচ্ছে ভাই।

 9 months ago 

একদিকে সারা দেশে টানা বৃষ্টিপাত,আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অন্যদিকে তিস্তা ব্যারেজ খুলে দিয়েছে। সবকিছু মিলিয়ে প্রায় সবাই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। বছরের এই সময় এমন অনাকাঙ্খিত বিপদ আসতে পারে,এটা সবার ধারণার বাইরে ছিলো। যাইহোক আশা করি সৃষ্টিকর্তা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 9 months ago 

জনজীবন আবার স্বাভাবিক হোক এমনটাই প্রত্যাশা করি ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66899.66
ETH 3464.07
USDT 1.00
SBD 2.80