চাতক || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

নীড়ে ফেরা পাখির মতো
যখন আমি বড্ড ক্লান্ত হয়েছি
তখন ঐ দূর আকাশে
সূর্য কেবল মনেহয় উদিত হচ্ছিল।।

বহুদিন ধরে সূর্যের সঙ্গে আমার যে সম্পর্ক ছিল ,
তা হুট করে যেন আজকাল বড্ড ফিকে হয়ে যাচ্ছে । আজ সূর্যের প্রখরতা নেই ,নেই কোন উষ্ণতা । তবুও চাতক পাখির মতো কিছু চাতক চেয়ে থাকে , আজ সূর্যের তাপের আশায়। প্রকৃতি বড্ড ক্লান্ত আজ সেইসব চাতকের কাছে। প্রকৃতির গতিমতি সব পরিবর্তন হয়ে গিয়েছে। আজ চাতক যা চায়, তার উল্টোটা হয়ে যাচ্ছে।।

20211227_152217-01.jpeg

তবুও চাতক আশায় বুক বাঁধে, উষ্ণতা একদিন প্রখর ও প্রাণবন্ত হবে। চাতক আবারো গা ঝাড়া দিয়ে উঠে, নিজেকে বিচরণ করবে এই প্রকৃতির মাঝে ।। আপাতত এমন অবস্থা কবে হবে, তা হয়তো চাতক ভেবে পাচ্ছে না । তবে উষ্ণতার জন্য চাতক চেয়ে আছে অবিরাম ।।

আজ তো চাতক বড্ড অসহায়, বড্ড যুদ্ধ করছে নিজের সঙ্গে । ফুটো সোয়েটারে হিম শীতল বাতাস বড্ড বেইমানী করছে , চাতক আজ মাফ চাইতে পারলে বাচেঁ। যে চাতক মাস দুয়েক আগেও এই শীতল বাতাসকে প্রাণভরে গ্রহণ করেছে , সেই চাতক আজ মাস না ঘুরতেই কাবু হয়েছে । কাঁটার মত হানছে শরীরে , শুষ্কতা যেন ফেটে ফেলছে চাতকের নরম দেহটাকে। এভাবে চলতে থাকলে তো নিষ্প্রাণ হয়ে যাবে চাতক ।।

প্রাণভয় চাতকের আছে , সরিষার তেল কোথায় পাবে তা তার জানা নেই । ঠোঁটের উপর লেপ্টে দিয়ে সরিষার তেল ,চাতক প্রশান্তির হাসি হাসে ।হিমশীতল বাতাস জয় করার প্রাণবন্ত হাসি ঐ তৈলাক্ত ঠোঁটের মাঝে ঝিলিক দিচ্ছে। তারপর একদিন আবারও প্রখরতা আসবে ঐ সূর্যের তাপের, চাতক আবারো নিজেকে মেলে ধরবে ধরণীর মাঝে ।

20211227_152224-01.jpeg

প্রহর গুনতে গুনতে যেমন সময় শেষ হয়ে যায়,এই হিম শীতল বাতাস সহ্য করার ক্ষমতাও অনেক চাতকের হারিয়ে যায়। কেউ কেউ পরাস্ত হয়ে যায়, নিজের কাছে । প্রাণবায়ু যে কখন বুকের ভিতর চাপা দেয়, তা চাতক নিজেই বুঝতে পারেনা ।চাতক প্রহর গোনে কিন্তু চাতক আর জাগ্রত হয়না । কারণ বহু চাতক এই ভাবেই প্রহরগুনেই শেষ হয়ে যায়, শহরের অলিতে গলিতে জরাজীর্ণ জায়গাতে ।।

বি:দ্র:

যেহেতু শীতকাল চলছে আর উপরের কথাগুলো হয়তো কাল্পনিক বা হাস্যকর হলেও । বাস্তবে কিন্তু এমনটা সত্য ঘটছে আমাদের আশেপাশেই। এরকম বহু মানুষ আছে, যারা এই তীব্র শীতের প্রখরতা থেকে বাঁচার জন্য , কোন রকমে বেঁচে আছে আমাদেরই আশেপাশে। আমরা কিন্তু চাইলেই খুব সামান্য কিছু দিয়েই, নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি।

20211227_152221-01.jpeg

আমি কেন এই কথাটা বলছি, তা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি । নিজ নিজ জায়গায় বলতে, আপনার আশেপাশে যদি কোন মানুষকে দেখতে পান জরাজীর্ণ অবস্থাতে শীতের কারণে কষ্ট পাচ্ছে। তাহলে বেশি কিছু না, হয়তো ছোট সরিষার তেলের বোতল বা ছোট একটা ভ্যাসলিন বা আপনার অতিরিক্ত গরম কাপড়, সেটাই হতে পারে তার এই তীব্র শীত মোকাবেলার সম্বল ।।

দেখুন না চেষ্টা করে, যদি সম্ভব হয় আপনার জন্য। হয়তো আপনার সম্ভাবনায়, অনেক চাতকের রাত্রিগুলো আরো উষ্ণ হবে। তারাও হয়তো আপনার সম্ভাবনার জন্যই অপেক্ষা করছে, চেষ্টা করুন মানবিক হওয়ার জন্য ।।

এই তীব্র শীত আনন্দের হোক,বেঁচে থাকুক চাতক গুলো ।।

ধন্যবাদ সকলকে

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাই আমি খুব মনোযোগ দিয়ে আপনার লেখা পড়লাম। আপনি খুব সুন্দর ভাবে চাতকের মাধ্যমে অসহায় মানুষের মেসেজ দিয়েছেন। খুব ভালো লেগেছে আপনার পুরো লেখা।
আমি মনে করি আমরা সবাই যদি কিছু কিছু মানুষের পাশে দাঁড়াই তাহলে আর এই সব মানুষ আর কষ্টে থকবে না। শুধু আমাদের সকলের একটা প্রচেষ্টা থাকতে হবে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

@sikakon

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

 3 years ago 

নীড়ে ফেরা পাখির মতো
যখন আমি বড্ড ক্লান্ত হয়েছি
তখন ঐ দূর আকাশে
সূর্য কেবল মনেহয় উদিত হচ্ছিল।।

ভাইয়া আপনার লেখা গুলো অসাধারণ হয়েছে। আপনার লেখা যতই পড়ি ততই মুগ্ধ হয়ে যাই। ক্ষুদ্র লেখার মাঝে আপনি এতটাই মুগ্ধ করেন সবাইকে যে বলে বুঝানোর মতো নয়। সত্যি কথা বলতে আপনার লেখনীর দক্ষতা আমার খুবই ভালো লাগে। শীতকালকে ঘিরে আপনি অনেক সুন্দর কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যি কথা বলতে আজ আমরা চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছি সেই একমুঠো রোদের জন্য। শীতকালে কুয়াশার চাদরে ঢাকা থাকে চারপাশ। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা শীতকালে খুবই কষ্টকর জীবন যাপন করে। হয়তো তাদের কাছে শীতকালে ভালো থাকাটা বিলাসিতার মত। তবুও তারা প্রতীক্ষায় থাকে সেই এক মুঠো রোদ্দুরের। রোদ্দুর গায়ে মেখে তারা তাদের শীতের কষ্ট নিবারণ করতে চায়। আমাদের চারপাশের গরীব দুঃখী মানুষ গুলো এতটাই কষ্টে জীবন কাটায় যে শীতের হিম শীতল বাতাস সহ্য করার ক্ষমতা তাদের হারিয়ে যায়। তখন অসহায়ের মতো চাতক পাখি হয়ে তাকিয়ে থাকে সেই রোদের আশায়। হয়তো তারাও একদিন তাদের জীবনে এক মুঠো রোদ্দুর পাবে। সেটা হয়তো শুধুমাত্রই প্রতীক্ষা ছাড়া আর কিছু নয়। আপনি ঠিকই বলেছেন ভাইয়া আমরা যদি যে যার মতো করে এসব অসহায় মানুষগুলোকে সাহায্য করি তাহলে হয়তো তাদের কষ্ট একটু হলেও লাঘব হবে। আপনার লেখা পড়ে আমার খুবই ভালো লেগেছে ভাইয়া অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

 3 years ago 

দেখুন না চেষ্টা করে, যদি সম্ভব হয় আপনার জন্য। হয়তো আপনার সম্ভাবনায়, অনেক চাতকের রাত্রিগুলো আরো উষ্ণ হবে। তারাও হয়তো আপনার সম্ভাবনার জন্যই অপেক্ষা করছে, চেষ্টা করুন মানবিক হওয়ার জন্য ।।

ভাইয়া আপনার পোস্টগুলো আমি সব সময় পড়ি। প্রতিটি পোস্টের মাঝে অনেক শিক্ষনীয় বিষয় লুকিয়ে রয়েছে। আপনার মতো করে যদি আমরা ভাবতাম তাহলে আমাদের চারপাশের মানুষগুলো অনেক ভালো থাকতো। সত্যি ভাইয়া আপনার উদারতা ও মানবিকতা আমাকে সবসময় মুগ্ধ করে। আপনার এই মানবিকতার জন্যই আপনার প্রতি মন থেকে ভালোবাসা ও শ্রদ্ধা জানায়। এ পৃথিবীতে কিছু কিছু মানুষ রয়েছে যাদের প্রতি মন থেকে ভালোবাসা ও শ্রদ্ধা খুব সহজে জন্ম নেয়। তার মধ্যে আপনি একজন। আমি আপনার লেখা যতই পড়ি ততোই ভালো লাগা জন্মায়। শীতকাল আমরা সব সময় নিজের মতো করে উপভোগ করতে চাই। কিন্তু আমাদের চারপাশে যেসব অসহায় মানুষগুলো চাতক পাখির মতো অপেক্ষা করছে তাদের কথা কখনও ভেবে দেখি না। সরিষার তেল এগুলোই যাদের শীতকালের অবলম্বন। এতে তাদের মুখে হাসি ফোটে। আনন্দের হাসি
তাদের মুখে হাসি ফোটানো খুবই সহজ ব্যাপার। কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য গুলো দিয়ে তাদেরকে খুশি রাখতে পারি না কারণ আমরা আমাদের মানসিকতাকে গুটিয়ে রেখেছি। মানবিক গুণ আমাদের মধ্যে আজকাল ফিকে হয়ে গেছে। আপনার লেখা যতবার পড়ছি ততবার নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি। সব সময় ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি আপনার লেখাগুলো পড়ে। আপনি আমাদের চারপাশের মানুষগুলো নিয়ে খুবই চিন্তা করেন। কারণ আপনার মধ্যে মানবিকতার মহৎ গুণ রয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। পৃথিবীতে আপনার মত ভালো মানুষ যেন সবাই হতে পারে এই কামনাই করছি। এবং চেষ্টা করছি সব সময় নিজেকে একজন মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

অসাধারণ লিখেছেন আপনি ভাই। প্রতিটা লাইন ছিলো মনমুগ্ধকর। আসলে আমাদের সবারই উচিত শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনি প্রতিটা লাইন খুবই সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন।আপনার এই লেখাটা পড়ে কেউ না কেউ অসহায় মানুষের পাশে অবশ্যই দারাবে। খুবই সুন্দর ভাবে লিখেছেন আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আজকের এই লিখাটা।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

 3 years ago 
  • ভাই আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে, কারণ আপনার পোষ্ট পড়ার মাধ্যমে আমরা মানবতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি খুবই সুন্দর ভাবেই এই শীতের গরিব-দুঃখীদের নিয়ে চিন্তা করেছেন। আসলে আপনাকে ওই জন্য আমার খুবই ভালো লাগে। আপনি সবসময় মানবিকতার পরিচয় দিয়ে থাকেন। এর আগেও একদিন আপনি এক বৃদ্ধা মহিলার চাউল কিনে দিয়েছিলেন। সেদিনই আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভাল লেগেছিল।আমাদের এই সমাজে অনেক গরিব মানুষ রয়েছে, যারা শীতের কাপড় কিনতে পারছে না। এই শীতে তারা প্রতিদিন কষ্ট ভোগ করছে। আমরা যদি তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের পাশে দাঁড়াই তাহলে তারা অনেক খুশি হবে। আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমি আমার সাধ্যমত চেষ্টা করব, আমার আশেপাশে গরীব দুঃখীদের শীতের কাপড় কিনে দেওয়ার জন্য। আপনার এই লেখা পড়ে আমি উত্সাহিত হয়েছি। সেজন্য আমার খুবই ভালো লাগে আপনাকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

 3 years ago 

অনেক ভালো লাগলো কথাগুলো। যদিও এক চাতকের গল্পেই আপনি লিখাটা ব্যাখ্যা করেছেন। আসলেই আমাদের আশেপাশে অনেক মানুষ এভাবে শীতের সাথে লড়াই করে বেচে আছে, যার কষ্টখানি হয়ত আমরা কেউই দেখছি না৷ আপনার কথার মূলবাক্য খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ভাইয়া,খুব ভালো লেগেছে পড়ে

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

 3 years ago 

অনেক চাতক-ই আমাদের চারপাশে এরকম কষ্ট করছে এবং আমাদের উচিত আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু তাদের পাশে দাঁড়ানো। চমৎকারভাবে বিষয়টিকে বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ এবং আপনার এলাকার গ্রামীণ ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ভাইয়া আপনি আপনার পোষ্টের মাধ্যমে অসহায় মানুষের মেসেজ দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সমাজের বা দেশের সকল বৃত্তবান প্রভাবশালী ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে তাদের সমস্যা প্রায় 90 ভাগ সমাধান হয়ে যায়। অতি চমৎকার ভাবে অল্প কথায় বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য ভাইয়া আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62622.35
ETH 2442.15
USDT 1.00
SBD 2.64