শহরের চেম্বারে কিছু আনন্দঘন মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার শহরের চেম্বারটি যে জায়গায় অবস্থিত, সেটা একটা রেসিডেন্সিয়াল এলাকায়। সবথেকে বড় মজার বিষয় হচ্ছে আমি সেখানে দীর্ঘ মিনিমাম 5 বছর থেকে প্র্যাকটিস করছি। যার কারণে আশেপাশের সব লোকের সঙ্গে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে । যাইহোক ছবির যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সে আমার চেম্বারে সামনের বাসায় ভাড়া থাকে, আসলে মূলত তার মা মাঝে মাঝেই তাকে আমার কাছে রেখে যায় । কারণ তার মা গৃহিনী মানুষ এবং তার বাবা চাকরিজীবী । যার কারণে সকাল বেলার সময়টা প্রচুর ব্যস্ত থাকে তার মা। এজন্য মাঝে মাঝে আমার কাছে রেখে যায় তাকে। কারণ সেই সময় তার মা বাসায় নিজের রান্না করে থাকে।


যদিও আমার শহরের চেম্বারে কাজের চাপ একটু কম থাকে। কারণ শহরে আমার চেম্বারের মতো আরও অনেক চেম্বার আছে। যার কারণে শহরের চেম্বার একটু রুগী কম । এজন্য আমি সময় পাই একটু বেশি । যার কারণে আমি আসলে, যখন বাচ্চাটি আসে তখন আমি তাকে কোনভাবেই নিষেধ করি না। কারণ আমার ভালোই সময় কাটে তার সঙ্গে।
ওরা কিছুদিন আগে ওদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং গতকাল ওরা আবার বাসায় এসেছে। যার কারণে আজ সকালবেলা ওর মা আমার কাছে ওকে রেখে গিয়েছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, ও আমার জন্য বিস্কিট নিয়ে এসেছিল। যাইহোক সকাল বেলা ওর সঙ্গে আমার ভালই সময় কেটেছে এবং আমিও খুব ভালোই বোধ করেছি ।কারণ দীর্ঘদিন পরে ওর সঙ্গে খুব ভালো সময় কাটালাম। আর বাচ্চা মেয়েটা এমনিতেই অনেক লক্ষী।
PhotoCollage_1629002786864.jpg

Sort:  
 3 years ago 

বাচ্চাটা অনেক সুন্দর দেখতে। এবং আপনার হাতের লেক্সাস বিস্কুট টা আমার খুব পছন্দের একটি বিস্কুট।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বাচ্চাটাকে খুবই কিউট লাগছে। ব্যাস্ততার মাঝে কিছুটা আনন্দময় সময় কাটাতে পারাটা রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করে

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাচ্চাটি খুব কিউট দেখতে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশ ভালো লিখেছেন ভাই।আপনার আনন্দঘন মূহুর্ত নিয়ে।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.26
JST 0.039
BTC 94921.11
ETH 3381.56
USDT 1.00
SBD 3.33