অপেক্ষা || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

অপেক্ষা বড় অদ্ভুত একটা ব্যাপার । বিশেষ করে আজকে আমি যে বিষয়টা নিয়ে, আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব । আশাকরি আমার লেখার মাধ্যমে আমার মনের ব্যক্তিগত চিন্তা ধারা গুলোকে, কিছুটা হলেও আপনাদের সঙ্গে প্রকাশ করতে পারব । আসলে আপনাদের কাছেও যুক্তি সংগত মনে হতে পারে আমার চিন্তা-ভাবনা গুলো ।

আমি ছবিগুলো তুলেছিলাম কিছুদিন আগে। যখন আমার ছোট মা মারা গিয়েছিল, তখন আরকি দাদু বাড়িতে যাওয়ার সময় ছবি গুলো তুলেছিলাম । যেহেতু আমার দাদু বাড়ি নদী অঞ্চলে , তাই মূলত সেখানকার মানুষের জীবনযাপন,জীবিকা ও মানুষের আচার-ব্যবহার সম্পূর্ণ আলাদা বলতে পারেন । তারা একদম শহুরে জীবনযাপন থেকে অনেকটা বিচ্ছিন্নভাবে থাকে সেখানে। তবে আর যাই বলি না কেন, তাদের ভিতর অতিথি আপ্যায়ন ও আন্তরিকতাটা অনেকটাই বেশি এবং যেটা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে।

20211113_164644.jpg

নীরু ভাই এই গ্রামের একমাত্র প্রধান রক্ষক বলতে পারেন । আসলে এই গ্রামে ঢুকতে গেলে, তার নৌকায় করে নদী পাড়ি দিয়ে আমার দাদু বাড়ির গ্রামে ঢুকতে হবে । মূলত বলা চলে, যদি কেউ গ্রামে নতুন করে আগন্তুক হয় বা নতুন করে কেউ বেড়াতে আসে, তাহলে অবশ্যই নীরু ভাইয়ের নৌকায় চড়তে হবে। আসলে নীরু ভাই এই নদীর বহু রূপ দেখে প্রতিনিয়ত, প্রতি বর্ষার সময় একরকম, বন্যার সময় এক রকম এবং শীতের সময় অন্য রকম রূপ দেখে। কখনো একপাশে ভেঙে যায় ,কখনো অন্য পাশের গড়ে উঠে । যাইহোক প্রতিনিয়ত নীরু ভাই এই রূপ দেখে অভ্যস্ত । তবে যেহেতু তার এটা বাপ দাদার পেশা,যেহেতু ছোটবেলা থেকেই এই পেশার সঙ্গে সে কমবেশি সম্পৃক্ত, তাই সে এই পেশা আরকি ছাড়তে পারে না।

অন্যান্যবার যখন দাদুবাড়ি যাই , তখন নীরুভাইয়ের সঙ্গে আমার অনেক হাসাহাসি করে কথা হয় কিন্তু এবার নীরু ভাইয়ের মন খারাপ । কারণ নীরু ভাই বুঝতে পেরেছে, আমার মনের অবস্থা এবং আমার ছোট মা যখন মারা গিয়েছিল, তার ঠিক আধা ঘন্টা আগেই নীরু ভাইয়ের নৌকাতে করেই আমার ছোট মা নদী পাড়ি দিয়েছিল। যাইহোক ব্যাপারটা অনেকটা কমপ্লিকেটেড ছিল। আমাকে দেখে অনেকটা অশ্রুসিক্ত নয়নে বলে নীরু ভাই বলে উঠলো, কোথায় থেকে কি হয়ে গেল রে ভাই, হঠাৎ এমন হয়ে গেল সবকিছু।

20211113_164653.jpg

নীরু ভাইয়ের জীবনটা আসলে সত্যিই অনেকটা বাস্তবিক এবং অনেকটা রহস্যময় । সেই সকাল থেকে শুরু করে একদম মাঝরাত অবধি মানুষ পারাপার করে , এই নৌকায় করে এই নদীতে । কত রকমের মানুষের সঙ্গে দেখা হয় তার, সবার সঙ্গে তার আন্তরিকতা থাকে, কিছু মানুষ তাকে কথা দিয়ে যায়, কিছু মানুষ তার জন্য অপেক্ষা করে এবং নীরু ভাইও অপেক্ষা করে সেই মানুষগুলোর জন্য।

20211113_164511.jpg

কিছু মানুষের সঙ্গে তার পুনরায় আবার দেখা হয়,যখন সেই মানুষ গুলো পুনরায় আবার গ্রামে ফিরে । আবার কিছু মানুষের সঙ্গে তার আর দেখা হয়না, হয়তো এই দেখাই শেষ দেখা হয়ে যায়।
যাইহোক নীরু ভাইয়ের জীবনটা এমনই,

সে অপেক্ষায় থাকে,কেউ ফিরবে বলে ।।

তবে মাঝে মাঝে

কেউ ফেরে আর কেউবা না ফেরার দেশে চলে যায়।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

কিছু মানুষের সঙ্গে তার পুনরায় আবার দেখা হয়,যখন সেই মানুষ গুলো পুনরায় আবার গ্রামে ফিরে । আবার কিছু মানুষের সঙ্গে তার আর দেখা হয়না, হয়তো এই দেখাই শেষ দেখা হয়ে যায়।
যাইহোক নীরু ভাইয়ের জীবনটা এমনই,

সে অপেক্ষায় থাকে,কেউ ফিরবে বলে ।

এই লাইন গুলো খুবই মনে ধরেছে ভাই। আসলে কিছু কিছু মানুষের জীবন কতই না বৈচিত্রপূর্ণ। নীরু ভাই খুব সহজ সরল সাদা মাটা জীবন যাপন করেন যা দেখা গেল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

একটা সত্যি কথা হলো ভাইয়া মানুষ চিরস্থায়ী নয় সবাইকে না ফেরার দেশে চলে যেতে হবে। বিষয়টি খুবই হতাশ জনক ছিল। তবে নীরু ভাই এর কথা বলতেই হবে সত্যি সে অনেক অপেক্ষা করে বসে থাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

প্রিয় মানুষকে হারানোর বেদনা টা অনেক কঠিন যন্ত্রণাময়। আপনার পুরো পোস্টটি আমি পড়েছি, আপনার প্রতিটি লাইন থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু আছে। আপনি আপনার পোষ্টের ছোট ছোট লাইনের মাঝে জীবনের অনেক বড় বড় গল্পের চিত্র গুলো তুলে ধরেছেন। তারমধ্যে নিরবে অপেক্ষার বিষয়টি আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আসলেই অপেক্ষা হয় কখনো আনন্দের আর কখনো বিষাদ ময়। কেউ ফিরলে অপেক্ষার শেষ টা অনেক সুন্দর, আবার যদি কেউ না ফিরে আসে তখন অপেক্ষার প্রহর টা হয় এক অন্ধকার বিষাদ ময়। আপনার শেষ কথাটি অনেক সুন্দর লেগেছে।
কিছু মানুষের সাথে তার দেখা হয়,
হয়তোবা এটাই তার শেষ দেখা। আপনার আগামীর জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

অপেক্ষা বড় কঠিন জিনিস। শুধুমাত্র যে অপেক্ষা করে সেই বুঝতে পারে অপেক্ষার কষ্ট কতটুকু। আপনি দারুণভাবে আপনার নীরু ভাই কে নিয়ে পোস্ট তৈরী করেছেন। সত্যি কথা বলতে নীরু ভাই এর মত মানুষের জীবনযাত্রা আমাদের থেকে অনেকটাই আলাদা। আমরা অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করতে বিরক্ত বোধ করি। আর নীরু ভাই ঘন্টার পর ঘন্টা কারো অপেক্ষায় বসে থাকে। নীরু ভাই আমাদেরকে তাঁর জীবন যাত্রার মাধ্যমে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। সত্যি আমাদেরও তার মত ধৈর্যশীল হওয়া উচিত। তিনি হাজার মানুষের পথচলার সাক্ষী। তার মাঝে লুকিয়ে রয়েছে নদীর যত কথা। সময়ের সাথে সাথে যেমন নদীর পরিবর্তন হয় তেমনি সেই নদীর কথাগুলো তার মনে গেঁথে যায়। ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি আপনার গল্পের মধ্য দিয়ে একে বাস্তব জীবনের গল্প তুলে ধরেছেন ।আমাদের সমাজে এইধরনের মানুষদের খুবই কম সম্মানিত করা হয়। কিন্তু আপনি তাকে অনেক সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সত্যি বাপ-দাদাদের পেশা কে ভালবেসে তিনি আজ ও মানব সেবায় নিয়োজিত আছেন ।তিনি বা তারা এসব কাজগুলো না করতেন তাহলে ওই গ্রাম অঞ্চলের মানুষের কি পরিমান ভোগান্তি হতো সেটা অনুমানযোগ্য। কিন্তু তাদের সাথে আমরা আন্তরিকভাবে ব্যবহার করি না আবার অনেক সময় দেখা যায় তাদের পারাপারের সময় যে পাওনাটা পেত সেটাও না দিয়ে চলে যায় এটি সত্যি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। তবে মানুষের কখন কি হয় আসলেই আমরা কেউ জানিনা। আপনার মায়ের জন্য দোয়া রইল। উনার মাগফিরাত কামনা করছি।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলেই ভাই নীরু ভাইয়ের কথাটা চিন্তা করতে করতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। কি অদ্ভূত একটা পেশা। সেই একমাএ ব‍্যক্তি রে নদীর এপারের সাথে ওপারের যোগাযোগ করাই। এপার থেকে ওপারে মানুষ পারাপার করে।

এটা দারুণ বলেছেন পারাপার করার পর পূণরায় কারো সাথে নিরু ভাইয়ের দেখা হয়। আবার অনেকের সাথে হয় না। যেমনটা আপনার ছোট মায়ের ক্ষেত্রে ঘটেছে।

সম্পূর্ণ বিষয়টি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

মানুষের জীবন বড়োই বিচিত্র ও বিস্ময়কর।যা ভাবলে পৃথিবীটাই মাথার উপর চেপে বসবে।আসলে নদীর দৃশ্য পরিবর্তনশীল।এই সব মানুষের কর্মকে সম্মান জানাই সর্বদা।সারাটা সময় অপেক্ষার পর নতুন নতুন মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়।এটাই নীরু ভাইয়ের জীবন ,যা সর্বদা নদীর বুকে কখনো শান্তি ও কখনো ভয়াবহতার রূপ দেখা মেলে তার।আর আপনার ছোট মায়ের আত্মার শান্তি কামনা করি।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

কথা গুলো একদম মনের মধ্যে লাগছে ,বিষয়টা সাধারণ হলে ও কথা গুলো ছিল অনেক দামি। নিরু ভাইয়ের কথা চিন্তা করলে অনেক খারাপ লাগে , এভাবেই উনার জীবন চলে যাচ্ছে অপেক্ষাই অপেক্ষাই। অনেক সুন্দর করে কথা গুলো লিখেছেন ভাইয়া যা পড়ে অনেক বেশি ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার ছোট মা যখন মারা গিয়েছিল, তার ঠিক আধা ঘন্টা আগেই নীরু ভাইয়ের নৌকাতে করেই আমার ছোট মা নদী পাড়ি দিয়েছিল

এটা পড়ে খুব খারাপ লাগলো ভাইয়া।আমি শুধু ভাবছি উনার এইটা চিন্তা করলে কতটা মন খারাপ হতে পারে।

 3 years ago 

খুবই জটিলতা সম্পূর্ণ। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আকর্ষণীয় পোস্ট, আমার অন্তর্দৃষ্টি যোগ করার জন্য আপনাকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68236.23
ETH 2643.41
USDT 1.00
SBD 2.70