দ্বিতীয় দিনের খন্ড চিত্র
ব্যানার ক্রেডিটঃ @alsarzilsiam
যেহেতু তিন দিনব্যাপী আমাদের বর্ষপূর্তির অনুষ্ঠান, তাই সময়টা মোটামুটি বেশ ভালই দীর্ঘ। তাছাড়া তিন দিনই তিন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই প্রথম দিনের অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গিয়েছে। বলা যায়, প্রথম দিন বেশ ভালই মজা হয়েছে এবং সেই সঙ্গে সকলের সঙ্গে অনুভূতি শোনা হয়েছে। সকলেই নিজের জায়গা থেকে বেশ সাজানো গোছানো মতামত আমাদের সঙ্গে শেয়ার করেছেন। যা অনেকটাই আবেগপ্রবণ ও ভালোলাগার।
আজ দ্বিতীয় দিন, সংস্কৃতিক আয়োজনের মাধ্যমেই সাজানো হয়েছে পুরো পর্বটি। অনেক তুখোড় গায়ক-গায়িকা ও আবৃত্তিকার আমাদের কমিউনিটিতে আছে। তারা সত্যিই অনেক মেধাবী। এটা সত্য কথা যে, মেধাবী মানুষের সংস্পর্শে থাকাটাও যোগ্যতার ব্যাপার।
আজকের সম্পূর্ণ পর্বে আমাকে যেমন আমার কলিগরা মনিটরিং করে সহযোগিতা করেছে, ঠিক একইভাবে আমাকে সঞ্চালনের সময় পুরো পর্বটাতেই সহযোগিতা জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, আমাদের সকলের প্রিয় সেলিনা সাথী। সে নিজেও বেশ মেধাবী।
এমনিতে সময় আমি নিজেই বহুবার এরকম সাপ্তাহিক অনুষ্ঠান সঞ্চালনা করেছি এবং যা প্রায়ই করে থাকি। তবে যেহেতু বিশেষ দিন আর বিশেষ আয়োজন, তাই উত্তেজনা ছিল একদম ভরপুর। আসলে আমরা হয়তো শুধুমাত্র যারা শ্রোতা, তারা হয়তো বুঝতে পারি না যে, মানুষগুলোর উপর কি পরিমাণ চাপ কাজ করে।
কারণ সব কিছু গুছিয়ে উপস্থাপন করা এবং শ্রোতারা যেন বিনোদন পূর্ণভাবে সময় কাটায় তেমনটা অবস্থা সৃষ্টি করা এবং সকলের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের বার্তার উত্তর দেওয়া, ব্যাপারটা হয়তো কিছুটা সহজ মনে হতে পারে, তবে আসলে ব্যাপারটা তেমন সহজও নয়।
এটা সত্যি, অন্যান্য দিনের থেকে আজ অনেক উত্তেজনা কাজ করছিল এবং আমার কলিগ সেলিনা সাথী আমাকে বেশ সহযোগিতা করছিল। আমরা মোটামুটি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি, দ্বিতীয় দিনের অনুষ্ঠানকে বেশ ভালোভাবেই, সঠিক সময়ে সঠিকভাবে বিনোদনের মধ্য দিয়েই সম্পূর্ণ করার জন্য। তারপরেও হয়তো কিছুটা ত্রুটি থেকে গিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।
তবে গতকালকের পুরো অনুষ্ঠানটাকে মাতিয়ে রেখেছিল মেধাবী মানুষেরা। তাদের কবিতা ও গানের সুরগুলো যেন এখনো আমার কানে বাজছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/sharifShuvo11/status/1668568438602891266?t=WdnUicGxjOyvLDsYIae5TA&s=19
এই কমিউনিটিতে এসে অনেক মেধাবী মানুষ পেয়েছি। তাদের মিষ্টি কন্ঠের গান এবং আবৃত্তি খুবই ভালো লেগেছে। কালকে সময়টা সত্যি ভালো লেগেছে ভাইয়া। ভাইয়া আপনার ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো। সময়টা সত্যিই সবাই মিলে দারুন কাটিয়েছি। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পারার জন্য। শুভেচ্ছা রইল 🙏
ভাইয়া একটি প্রোগ্রাম উপস্থাপনা করা মোটেই সহজ কাজ না। আপনি এবং সেলিনা সাথী আপু দারুণ উপস্থাপনা করেন। দ্বিতীয় দিন সবার কবিতা এবং গান বেশ উপভোগ করেছি। তাছাড়া অনেক দিন পর গান গাইতে পেরেছি, এই ব্যাপারটা নিজের কাছে খুব ভালো লেগেছিল। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।