দায়িত্ব বলে কথা

in আমার বাংলা ব্লগ3 years ago

কালকে শহরের চেম্বারে যখন বিকেলের দিকে রোগী দেখছিলাম, হঠাৎ করে তখন আমার ফোনে কল চলে আসলো। এবং অপর প্রান্ত থেকে বলা হল যে, আমার আর কিছু প্রসাধনী শেষ হয়ে গিয়েছে। এগুলো আমার দরকার।আপনি একজন বিবাহিত মানুষ ।আপনি সংসার করেন, আপনার কিছু দায়িত্ব থাকে সংসারের প্রতি। আপনি বাস্তব জীবনে যতই ব্যস্ত থাকেন না কেন, দিন শেষে এই দায়িত্বগুলো আপনার শত কর্মব্যস্ত জীবনের মধ্যেও আপনাকে করতে হবে এটা একদম স্বাভাবিক। কারণ আপনি একটা মানুষের দায়িত্ব নিয়েছেন ,তাই তার চাহিদা পূরণ করার দায়িত্ব কিন্তু আপনার।


বাড়িকে যদি ঠিক রাখতে হয়, তাহলে সর্বপ্রথম বাড়ির নারীর মন জোগাতে হবে এবং নারীর মনোবাসনা পূর্ণ করতে হবে। তাহলে বাড়িঘর সব ঠিক থাকবে। যাইহোক অবশেষে এই লকডাউনের মাঝে আমার এক পরিচিত প্রসাধনী দোকানদারকে ফোন দিলাম এবং তাকে আমি অনেক কষ্টে রাজি করালাম যে, আমার কিছু প্রসাধনী লাগবে ।সত্যি বলতে কি, নারী যদি ঠিক থাকে। তাহলে বাড়ি ঘর সংসার সবকিছু একদম পরিপূর্ণ থাকবে।
অবশেষে চেম্বার থেকে ফেরার পথে, আমি সেই দোকানে গেলাম এবং গিয়ে আমার গিন্নির কথা অনুযায়ী তার পছন্দের প্রসাধনীগুলো কিনে ফেললাম। এবং যেগুলো তার আসলে নিত্য প্রয়োজনীয়। তাই সেগুলো দেখে দেখে আমি কিনে নিলাম এবং অবশেষে বাড়ির পথে ফিরে গেলাম। আমি চাই সবকিছু পেয়ে যেন আমার গিন্নী কিছুটা মাথা ঠান্ডা রাখে এবং বাড়িঘর ঠিকঠাক মত যেন থাকে।
received_1222358444891125.jpeg

received_561544311527180.jpeg

received_534859107665176.jpeg

received_992286434938240.jpeg

received_359754168922608.jpeg

received_834713904116175.jpeg

received_909775616273851.jpeg

Sort:  
 3 years ago 

দায়িত্ব পালন বড়ই কঠিন কাজ ভাইয়া।তারপর ও সর্ব সময় চেষ্টা করা প্রতিটি দায়িত্ব পালন করার এটাই পরিবার তথা সমাজের নিয়ম।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

এই সমাজে দায়িত্বটা সবচেয়ে বড়। সবাই এই দায়িত্বটা সঠিক ভাবে পালন করতে পারে না। আপনার পোষ্টটা সুন্দর হয়ছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

❤️❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59972.21
ETH 2389.55
USDT 1.00
SBD 2.42