প্রশান্তি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আজকাল মাঝে মাঝে সব উদ্ভট চিন্তা হয় । আচ্ছা এমন হলে কেমন হতো, হুট করে যদি প্রকৃতির মাঝে মিশে যেতে পারতাম তাহলে কেমন হতো । আজ মনটা বড্ড চঞ্চল হয়ে উঠেছে । মন চাচ্ছে ঐ সাদা মেঘ হয়ে নীল আকাশের বুকে নিজের মত করে ভেসে বেড়াই । বেশ ফুরফুরে মেজাজে থাকবো আর উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়াবো । আর যখন বড্ড খারাপ লাগবে তখন ক্রমশ কালো হয়ে আসবো এবং খারাপ লাগা গুলোকে বৃষ্টির মত করে ঝড়িয়ে দেব আর ভিজিয়ে দেবো উত্তপ্ত পৃথিবীটাকে ।

20220711_164859-01.jpeg

হুট করে যদি পর্দাটা সরিয়ে এমন একটা দৃশ্যের স্বাক্ষী হওয়া যায় । তাহলে কেমন লাগে বলুন তো ।ওখানে শুধু নীল আকাশের বুকে ক্রমাগত সাদা মেঘ গুলো ভেসে বেড়াচ্ছে । ইশ এখন যদি মেঘ হতে পারতাম তাহলে ভাসমান সারিতে হয়তো আমিও থাকতাম । উড়ে যাওয়া মেঘগুলোর মতো এমন একটি সকাল আবার কবে আসবে । তা মনে মনে খুব করে ভাবছি এই মাঝরাতে ।

কল্পনা বেশ জটিলতা সম্পন্ন একটা বিষয় । এখানে চাইলেই শুধু প্রকৃতি কেন, যা হইতে মন চাবে সেটাতেই নিজেকে রূপ দেওয়া সম্ভব । আজ আমার বড্ড মন চাচ্ছে কল্পিত মনে সেই নীল আকাশের বুকে সাদা মেঘ হওয়ার জন্য । বেশ মানিয়েছে নিজের চিন্তাধারা গুলো এই সময়ে এসে । প্রকৃতির সেই রুপরেখা সঙ্গে ফুরফুরে হিমেল হাওয়ায় মন আমার আজ বড্ড চাঙ্গা হয়ে গিয়েছে । খপ করে যদি কল্পনা ধরে দেখা যেত তাহলে হিম শীতল পরশটা কতখানি স্নিগ্ধ তা মনেহয় বোঝা যেত ।

20220711_164903-01.jpeg

আচ্ছা যদি আবার এমন হয় পড়ন্ত বেলায় ডুবন্ত সূর্যের কাছে নিজেকে বিসর্জন দিয়ে দিব তাহলে কেমন হয় সেটা । এমনটাও নেহাত মন্দ হয় না । একই রূপের ভেতর যে সবসময় নিজেকে ধরে রাখতে হবে তার তো কোনো মানে নেই । আমার তো মনে হয় কখনো হয়তো নীল আকাশ হবো আবার কখনো সেই আকাশে ভেসে বেড়ানো মেঘ হবো আবার কখনো তেজহীন সূর্যের ন্যায় নিজেকে বিচরণ করে দেখব ।

কল্পনায় কত দ্রুত যে নিজেকে পরিবর্তন করা সম্ভব তা আসলে বলা খুব মুশকিল । তাই আজ ধরুন আমার মনে সব উলটপালট চিন্তা হচ্ছে মাঝরাতে এই ছবিগুলো দেখে । বেশ কদিন আগে ছবিগুলো তুলেছিলাম । আলো ঝলমলে দিনে নীল আকাশের ভেসে যাওয়া মেঘ দেখতে দেখতে ছুটে চলা গাড়ির মাঝ থেকে ঝটপট মুঠোফোনে দৃশ্যগুলো বন্দি করে ফেলেছিলাম , ভালই তো লেগেছিল । আর আজ যখন মাঝরাতে সেসব নিয়ে গবেষণা করতে বসেছি তখনও ভিন্ন রকম চিন্তায় মশগুল হয়ে আছি ।

20220711_164750-01.jpeg

এই প্রকৃতি বড্ড উষ্ণ বড্ড শীতল বড্ড পরিবর্তনশীল । হুটহাট পরিবর্তন করে নিজের রুপরেখা । কেউ স্বপ্ন দেখে আবার অন্যকে স্বপ্ন দেখাতে ব্যাকুল করে তোলে । কেউ স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে কেউবা ছন্নছড়া করে ফেলে । আমি হয়তো স্বপ্ন দেখার দলে, তাই নিজেকে আজ এই মুঠোফোনের বন্দি রাখা ছবিগুলোর মাঝে মিশিয়ে ফেলার চেষ্টায় আছি ।

20220711_164838-01.jpeg

পিচ ঢালা এই ফাঁকা রাস্তার মাঝে যখন ছোট্ট গাড়িটায় চড়ে ক্রমাগত গন্তব্যের পথে চলে যাচ্ছি তখন আবার হুট করেই আবহাওয়ার পরিবর্তন । এবার ডুবন্ত সূর্যের আলোকরশ্মি হালকা চোখে লাগছে । বোঝাই যাচ্ছে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে । শুধু যে মুদ্রার এপিঠ দেখব তা কি আর হয় ওপিঠটাও তো একটু পরখ করে নিতে হয় ।

যাইবলি না কেন এই আলো-আঁধারের খেলা গুলো সেদিন আমার মনে বেশ দাগ কেটেছিল । অনেকটা দিন হলো ছবিগুলো নিয়ে তেমন খুব একটা লেখা হয় না । তবে ছবি নিয়েও যে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া যায়, তার দৃষ্টান্ত প্রমাণ মনে হয় আমি নিজেই ।

20220711_164820-01.jpeg

আর এই মাঝরাতে আমার এলোমেলো চিন্তায় ছবিগুলোতে যেন আরেকটু প্রাণ দিতে পেরেছি । এ যাত্রায় নিজের কাছে নিজেকেই কৃতজ্ঞ মনে হচ্ছে । হয়তো মুঠোফোনে যদি বন্দি না করতে পারতাম এমন মুহূর্তগুলো তাহলে সম্ভবত এমন চিন্তাগুলো মাথায় ঘুরপাক করতো না । আজ ধন্যবাদ কাউকে দেব না । আজ ধন্যবাদ নিজেকেই দেব । কারণ নিজের কৃতকর্মের জন্য নিজের ভিতরে বেশ ভালোই প্রশান্তি কাজ করছে ।

Banner-3.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপনি ঠিক বলেছেন কল্পনা বেশ জটিলতা সম্পন্ন একটা বিষয় ।কল্পনায় কতো জায়গায় ঘুরে আসা যায়।ভাইয়া আপনার তো মনে হয় কখনো হয়তো নীল আকাশ হবেন আবার কখনো সেই আকাশে ভেসে বেড়ানো মেঘ হবেন আবার কখনো তেজহীন সূর্যের ন্যায় নিজেকে বিচরণ করে দেখবেন। এটা কল্পনা না হয়ে যদি বাস্তব হতো তাহলে কতোই না ভালো হত হাহাহা। ।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া প্রশান্তির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

কল্পনা বেশ জটিলতা সম্পন্ন একটা বিষয় । এখানে চাইলেই শুধু প্রকৃতি কেন, যা হইতে মন চাবে সেটাতেই নিজেকে রূপ দেওয়া সম্ভব।

আপনি ঠিকই বলেছেন ভাইয়া কল্পনা সত্যি জটিল একটি বিষয় মানুষ কল্পনার মাধ্যমে অনেক কিছু করতে পারে কিন্তু বাস্তবে রূপ খুবই কম। যদি কল্পনার বেশে হারিয়ে যেতে পারতেন সত্যিই অনেক ভালো লাগতো সবকিছু মন চাইলে করতে পারতেন। এমন নানা বিষয় ইচ্ছা করলেই হয়ে যেত এটাই হচ্ছে কাল্পনিক জটিলতা সম্পন্ন একটি বিষয় সত্যি অনেক অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কতদিন পর এমন নীল অলস দেখলাম।
প্রকৃত ভীষণ সুন্দর,এই জন্য বোধয় সবাই প্রকৃতির প্রেমে পড়ে।আর সত্যিই এমন অলস দেখলে নিজেকে মেঘের রাজ্যে কল্পনা করা ছাড়া কিছুই ভালো লাগে না।😍

 2 years ago 

সবই কল্পনা তবে বাস্তবায়ন হলে মন্দ হতো না ।

 2 years ago 

ভাইয়া আজ আপনার এই লেখাগুলো পড়ে আমিও যেন এক মুহূর্তের জন্য কল্পনার রাজ্যে চলে গিয়েছিলাম।আমরা সবাই একটা কথা বলি মানুষ কল্পনাতেই বেশি সুখী।আসলেই এই কথাটি একদম সত্য এবং খাঁটি কথা।নীল আকাশে তুলোর মতো সাদা মেঘের ঘুরে বেড়াচ্ছে এরকম এক সুন্দর মুহূর্ত যখন চোখের সামনে ভেসে ওঠে তখন যেন নিজেকে ওই মেঘ হতে ইচ্ছা করে। মনে হয় মেঘ হয়ে আমি নীল আকাশে ঘুরে বেড়ায়, এরকম একটি কল্পনা নিজের মনের ভেতর জাগ্রত হয়।যাইহোক নীল আকাশে সাদা মেঘের ঘুরে বেড়ানোর এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে লেখনীর মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

ঐ যে কথায় আছে না কিছু মনে মনে গ্রহণ করতে হয় । তবে প্রশান্তির ব্যাপারটা কিন্তু একই।

 2 years ago 

অপরূপ প্রকৃতি, আর পাগলহারা মনের আকুতি, ফুরফুরে মনে তাই দিচ্ছে বিভিন্ন স্বপ্নের উকি ! ঈশ্বরের এই ধরাধামে একমাত্র তার প্রকৃতি জানান দেয় বিশ্ব রূপের। সত্যি ভাই, নীল আকাশ আর সাদা মেঘের ফটোগ্রাফি এবং সাথে আপনার মনের কল্পনার রস্মি মিলেমিশে একাকার হয়ে গেছে। অসাধারণ, আপনার জন্য মঙ্গল কামনা রইল।

 2 years ago 

পাঠকের সন্তুষ্টি লেখকের আত্নতৃপ্তির বহি:প্রকাশ ভাই । আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি ।

 2 years ago 

হুট করে যদি পর্দাটা সরিয়ে এমন একটা দৃশ্যের স্বাক্ষী হওয়া যায় । তাহলে কেমন লাগে বলুন তো ।

সত্যি ভাইয়া নিজের কল্পনায় আমরা কতদূরেই না হারিয়ে যাই। মাঝে মাঝে সাদা মেঘের ভেতর নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। আবার মাঝে মাঝে আফছা আলো আধারীর খেলায় নিজেকে বিলীন করে দিতে ইচ্ছা করে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা যদি নিজেকে হারিয়ে ফেলতে পারতাম তাহলে সত্যিই অনেক ভালো হতো। ভাইয়া আপনার লেখা কথাগুলো অনেক ভালো লেগেছে। সেই সাথে ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে। শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আমারও তো মাঝে মাঝে তেমনটাই ইচ্ছা করে আপু যদি কল্পনা গুলো সহজে বাস্তবায়ন হতো বেশ ভালোই হতো ।

 2 years ago 

সত্যি ভাইয়া আমরা কল্পনার জগতে কত কিছুই না চিন্তা করি। তবে প্রাকৃতিক এরকম সুন্দরের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে সবসময় ইচ্ছে করে। সকালবেলায় আমরা প্রকৃতির একরকম সৌন্দর্য দেখি আবার দুপুর বেলায় আর একরকম আবার বিকেলের পরে সন্ধ্যার গোধূলিক্ষণে অন্যরকম সৌন্দর্য দেখি। ঠিকই বলেছেন ভাইয়া, এটা যেন একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। ভাইয়া অসাধারণ একটি পোস্ট শেয়ার করছেন আপনি।

 2 years ago 

দাদা দেখতেছি কবি কবি ভাব সারা দিনের ওই সুর্য সাদা আকাশে নীল রঙের ফেলা ৷ডুবন্ত সূর্যের একটু আলোর ঝলকানি ৷কি সুন্দর করে লিখেছেন দাদা ৷সত্যি কল্পানার জগতে কিছুই না ভাবা যায় ৷ নিজেকে ইচ্ছে করে যদি সত্যি পাখি হয়ে এই গোটা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতে পারতাম৷ মনে এক বুক স্বপ্ন নিয়ে অনেক কিছু এই প্রকৃতির মাঝে ৷
খুবই দুর্দান্ত একটি একটি দিন কাটিয়েছেন৷
আমি পরে নিজের ভাগ্য বান মনে করছি ৷
সত্যি আজ আপনি নিজেকেই ধন্যবাদ জানান ৷কারন এটা আপনার প্রাপ্য ৷

 2 years ago 

কবি হওয়া তো বেশ কঠিন রে ভাই , তবে কাল্পনিক চিন্তা গুলো আসলেই রোমাঞ্চকর।

 2 years ago 

ভাইয়া প্রথমে ফটোগ্রাফি গুলো দেখে ভেবেছিলাম সংগ্রহ করা ফ্রী ছবি মনে হয়। তারপর ভিতরের লেখা গুলো পড়ে বুঝতে পারলাম আপনার মোবাইল দিয় তুলা ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি গুলো কে আরো সুন্দর করেছে আপনার চিন্তা ধারা। ছবি গুলোর সাথে মিল দিয়ে নিজেই প্রকৃতির সাথে মিশে গেলেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

"আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব"
গানের এই লাইনটি আজ বড্ড বেশি মনে পড়ছে। প্রকৃতির এই রূপ বৈচিত্র দেখে যে কেউ হারিয়ে যেতে চাইবে। শুধু আপনার দোষ দিয়ে আর লাভ কি, ফটোগ্রাফি গুলো দেখে আমার নিজেরও নীল আকাশের বুকে উড়তে ইচ্ছে করছে। মন চাইছে সাদা মেঘের মতো দিগন্তে উড়ে বেড়াই। যাইহোক ভাই ছবি যে কথা বলতে পারে আজ আবারো বুঝতে পারলাম। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। বিশেষ করে শেষের ফটোগ্রাফিটার কথা বলব।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ আপনার মন্তব্যের কাছে বড্ড কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি ভাই । সাবলীল মন্তব্য তবে বেশ গভীরতাপূর্ণ। ভালোবাসা রইল ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41