টিউটোরিয়াল | কিভাবে স্টিমিটের পোস্ট টুইটারে টুইট করবেন।
আশাকরি সবাই ভালো আছেন, সবার সময় ভালো যাচ্ছে, এমনটাই প্রত্যাশা করি। গতানুগতিকভাবে আমরা সকলেই চেষ্টা করছি এই প্লাটফর্মের উন্নতি সাধনের জন্য এখানকার তথ্যগুলো আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য।
কারণ এই প্লাটফর্ম সম্পর্কে তথ্য অন্যরা যত বেশি জানবে, ততো বেশি এই প্লাটফর্মের প্রতি আগ্রহ সকলের বাড়বে। যা আমার আপনার সকলের জন্যই ভালো ।
টুইটার প্রমোশন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি চেষ্টা করছি, কিভাবে টুইটারে সঠিকভাবে আপনার স্টিমিটের করা পোস্টটি ভালোভাবে টুইট করতে পারবেন। সেই সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক।
প্রথমেই বলছি যাদের টুইটারে আইডি নেই তারা দয়া করে টুইটারে আইডি খুলে ফেলুন। আর আপনার যদি ইতিমধ্যেই টুইটারে আইডি খোলা থাকে, তাহলে বেশ ভালো।
একটা বিষয় বেশ ভালোভাবে খেয়াল করার চেষ্টা করুন। স্টিমিটে যখন আপনি পোস্ট করবেন, তখন পোস্টটার একদম নিচে দেখবেন যে, পোস্টটাকে প্রমোশন করার জন্য বিভিন্ন সোশ্যাল সাইটের চিহ্ন দেওয়া আছে। আপনি সেই চিহ্ন গুলোতে ক্লিক করেও সেসব সোশ্যাল মিডিয়ায় আপনার স্টিমিটের পোস্টটা প্রমোশন করতে পারবেন।
যেহেতু আমরা টুইটারে পোস্ট প্রমোশন করব। তাই আমি এখন ধারাবাহিকভাবে চেষ্টা করছি, টুইটারে কিভাবে স্টিমিটের পোস্ট শেয়ার করবেন, সেই বিষয়ে কিছু কথা বলার জন্য।
প্রথমত আপনার স্টিমিটের পোস্টের লিংকটা কপি করে টুইটারে শেয়ার করুন। তবে অবশ্যই এক্ষেত্রে করণীয় হচ্ছে, আপনি যে পোস্টটা টুইটারে শেয়ার করতে যাচ্ছেন, সেই পোস্ট সম্পর্কে কিছু কথা লেখার চেষ্টা করুন। যাতে অন্যরা আগ্রহ প্রকাশ করে, আপনার পোস্টটা ওপেন করার জন্য।
দ্বিতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সঠিক ট্যাগ ব্যবহার করা। যেহেতু এখানে আমরা সকলেই স্টিমিট ব্যবহারকারী ইউজার, তাই আমরা এক্ষেত্রে সর্বপ্রথম প্রাধান্য দেবো স্টিমিট সম্পর্কিত ট্যাগ কে। যেমন $steem #steem #steemit @abbcommunity এই চারটা ট্যাগ আমাদের কমিউনিটির মৌলিক ট্যাগ।
তবে আপনি এক্ষেত্রে অন্য সকল পোস্টের মাঝে আপনার পোস্টটাকে পৌঁছানোর জন্য, আপনি আপনার পোস্ট সংক্রান্ত ট্যাগ ব্যবহার করতে পারেন। যেমন আপনার পোস্টটা যদি রেসিপি ভিত্তিক হয় তাহলে সেই ক্ষেত্রে #recipe ট্যাগ, যদি ভ্রমণ বিষয়ক হয় তাহলে #travel #tour ট্যাগ, যদি প্রাকৃতিক পরিবেশ, ফটোগ্রাফি, গল্প বা জীবন নিয়ে পোস্ট হয় তাহলে সেইক্ষেত্রে
#natute #photography #story #life ট্যাগ ব্যবহার করতে পারবেন।
তৃতীয়তঃ পোস্টটি টুইটারে টুইট করা হয়ে গেলে, শেয়ার অপশনে গিয়ে সেখান থেকে আপনার টুইটার লিংকটি কপি করে, অবশেষে আপনার স্টিমিট পোস্টের কমেন্টে গিয়ে ড্রপ করুন।
চতুর্থঃ উপরোক্ত কাজগুলো যদি আপনি সঠিকভাবে করে থাকেন, তাহলে আপনার পোস্টটি আমাদের অফিসিয়াল টুইটার ফিড বটে লিপিবদ্ধ হয়ে যাবে।
আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের সকল সদস্যরা যথা নিয়মে তাদের স্টিমিটের পোস্টগুলো টুইটারে প্রমোশন করার চেষ্টা করবে এবং এই স্টিমিট প্ল্যাটফর্মকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য তারা নিজ নিজ অবস্থান থেকে, তাদের কার্যকরী ভূমিকা পালন করবে।
ধন্যবাদ সবাইকে
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুবই সুন্দর ভাবে টিউটোরিয়াল কিভাবে পোষ্টের লিংক শেয়ার করতে হবে আপনার পোস্টের মাধ্যমে আমি খুবই সুন্দর ভাবে বুঝতে পারলাম আসলে এই বিষয়টি আমার খুবই অজানা ছিলো আজ আপনার পোস্টটি পড়ে খুবই সুন্দরভাবে বিষয়টি ক্লিয়ার করে নিলাম।
https://twitter.com/sharifShuvo11/status/1655169973822820356?t=fHRZYq_2bh8mSFBfi_ayxw&s=19
আমাদের সবার উচিত স্টিমিট প্লাটফর্মটিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাওয়া। কারণ আমরা সবাই স্টিমিট ইউজার। দিনশেষে স্টিমিটের অবস্থান ভালো থাকলে আমরাও ভালো থাকতে পারবো। ভাইয়া আপনি চমৎকার ভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। আমি মনে করি কারো কোনো সমস্যা হবে না এবং সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। যাইহোক সবকিছু গুছিয়ে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।
এই প্লাটফর্মকে আরো প্রসারিত করতে হলে সকল অনলাইন মাধ্যমে প্রচার প্রসার ঘটানো আমাদেরই দায়িত্ব। ভাই আপনি অনেক সুন্দর করে টুইটারে কিভাবে পোস্ট শেয়ার করতে হয় সেটা দেখিয়ে দিলেন সত্যিই অনেকের জন্য উপকারী হবে এই পোস্ট।
ভাইয়া আপনার টিউটোরিয়াল পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে অনেকেই হয়তো এই সম্পর্কে জানেন না। এই প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের উচিত নির্দেশনা অনুযায়ী পোস্ট টুইট করা। এই শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর করে প্রতিটি ধাপ ব্যাখ্যা করার জন্য। আপনার টিউটোরিয়াল পোস্টের মাধ্যমে সবার বুঝতে সুবিধা হবে কিভাবে টুইটারে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্টের লিংক শেয়ার করতে হয়।
ভাই এটা একটি সুন্দর পোস্ট। আমরা সকলে যদি এভাবে কাজ করি তাহলে দ্রুত আমরা এই কমিউনিটিকে মানুষের কাছে পৌছে দিতে পারবো।
ভাইয়া যদিও আমি আগে থেকেই টুইটারে পোস্ট শেয়ার করি। তবে আজকে আপনার টিউটোরিয়াল দেখে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। আশাকরি এবার সবার জন্য সহজ হবে। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ভাইয়া আপনি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর একটি পোস্ট করেছেন। আপনার এই পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি, সকল ইউজারগণ আপনার এই পোষ্টটি পড়ে খুব সহজেই স্টিমিটের পোস্টগুলো টুইটারে টুইট করতে সক্ষম হবে। আমাদের সকলের স্টিমিটের পোস্টগুলো টুইটারে টুইট করার জন্য খুবই সাবলীল এবং চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এত মূল্যবান একটি পোস্ট শেয়ার করার জন্য। আশা করবো আমরা যারা টুইটার সম্পর্কিত বিষয় এখনো অভিজ্ঞতা অর্জন করতে পারিনি আপনার পোস্টটি ভালো করে পড়ে আমাদের সকল সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারব।